কলুমেলা কনফিউশনঃ অবসান

কলুমেলা কনফিউশনঃ অবসান

লেখাঃ ডাঃ রাজীব হোসাইন সরকার

 

কলুমেলা কনফিউশনঃ অবসান

কলুমেলা একজন লেখকের নাম। রোমান সম্রাজ্যের সময়কালে কৃষির উপর বই লিখতেন। রোমানদের কৃষিনির্ভরশীলতার বড় একটা স্তম হলো- কলুমেলা। দক্ষিন পশ্চিম স্পেনের কার্ডিজে Plaza de las Flores এর সামনে ভদ্রলোকের একটা ভাস্কর্য আছে, যেখানে তার এক হাতে ষাড়ের জোয়াল, অন্যহাতে কাস্তে (ধান, গম, ঘাস কাটার ছুরি)।

কলুমেলা কী?

  • কলুমেলা (Columella) অর্থ ছোট স্তম্ভ (Small Column)।

পাওয়া যায়-

  • অনুন্নত উদ্ভিদের (মস) স্পোর (রেণু) ধারণকারী অঙ্গ থাকে। যে ছোট্ট স্তম্ভকে কেন্দ্র করে স্পোর (রেণু) সজ্জিত থাকে, তাকেই কলুমেলা বলে। বাস্তব জীবনে মিলিয়ে নাও। চশমার দোকানে গেলে একটা গোলাকার কলাম বা স্তম্ভ দেখা যায়। কলামের গায়ে ছিদ্র করে চারপাশ জুড়ে অনেকগুলো সানগ্লাস রাখা থাকে। যে কেউ চাইলেই কলাম ঘুরিয়ে ঘুরিয়ে চশমা বের করে দেখতে পারে। এই চশমাগুলো স্পোর হলে, ঘুর্ণয়মান কলামটিই কলুমেলা (নিচে চিত্র সংযুক্ত করা আছে)।

  • মানুষের নাকেও কলুমেলা বা ক্ষুদ্র স্তম্ভ আছে। নাকে দুইটা ছিদ্র থাকে। দুই ছিদ্রের মাঝখানে থাকে দেয়াল (ন্যাসাল সেপটাম না নাসাব্যবধায়ক)। এবার নাকের ছিদ্র হাত না দিয়ে মাঝের দেয়ালটায় হাত দাও। এটিই হলো- নাকের কলুমেলা (নিচে চিত্র সংযুক্ত করা আছে)।

  • উভচর, পাখি, সরীসৃপদের মধ্যকর্ণেও ক্ষুদ্র স্তম্ভের মতো অস্থি থাকে। তাকে কলুমেলা বলে।

Amit Chowdhury
11 Aug 2023

কোস্টাল ফ্যাসেট থাকে কোন কশেরুকায়?

প্রশ্নঃ কোস্টাল ফ্যাসেট থাকে কোন কশেরুকায়?

ক) লাম্বার

খ) থোরাসিক

গ) সারভাইকাল

ঘ) কক্কিজিয়াল

উত্তরঃ থোরাসিক কশেরুকা।

 

 

ব্যাখ্যাঃ আমাদের বক্ষ পিঞ্জরে থাকে ১২...

আরও পড়ুন

Published on : 17 Oct 2023

Adenoid কী? কীভাবে ওটাইটিস মিডিয়া (মধ্যকর্ণে সংক্রমণ) ঘটায়?

✒️লেখা: ডা. রাজীব হোসাইন সরকার

 

Adenoid কী? কীভাবে ওটাইটিস মিডিয়া (মধ্যকর্ণে সংক্রমণ) ঘটায়?

উত্তর: Adeno অর্থ গ্রন্থি,...

আরও পড়ুন

Published on : 30 Sep 2023

কোলেসিস্টোকাইনিন: শব্দের রহস্য উন্মোচন

✒️লেখা: ডা. রাজীব হোসাইন সরকার

 

কোলেসিস্টোকাইনিন হরমোনের কাজ

নামের মাঝেই এই হরমোনের ঠিকুজিকোষ্ঠী আছে|

Cole+cysto+kinin

(নামের শেষে -in আছে,...

আরও পড়ুন

Published on : 25 Sep 2023

info@biohaters.com
01713983345
Location