কোলেসিস্টোকাইনিন: শব্দের রহস্য উন্মোচন

কোলেসিস্টোকাইনিন: শব্দের রহস্য উন্মোচন

✒️লেখা: ডা. রাজীব হোসাইন সরকার

 

কোলেসিস্টোকাইনিন হরমোনের কাজ

নামের মাঝেই এই হরমোনের ঠিকুজিকোষ্ঠী আছে|

Cole+cysto+kinin

(নামের শেষে -in আছে, যা দেখে ধরে নেওয়া যায় এই হরমোনটি প্রোটিন হরমোন/পেপটাইড হরমোন)

এবার এদের অর্থ বের করা যাক।

Cole: পিত্তরস

cyst: থলি (এখানে পিত্তথলি বোঝাচ্ছে)

Kinin: Movement (পিত্তরসের চলাচল করা)।

পুরো অর্থঃ পিত্তথলি থেকে পিত্তরসককে চালিয়ে নিয়ে যায়।

কোথায় নিয়ে যায়?

-CD

 

CD কী?

-C for Cholecystokinin (কোলেসিস্টোকাইনিন), D for Duodenum (ডিওডেনাম)।

কোলেসিস্টোকাইনিন হরমোনটি নিজে পরিপাকনালীর/ক্ষুদ্রান্ত্রের ডিওডেনাম থেকে ক্ষরণ হয়। তাহলে- যেখানে তার জন্ম, সে পিত্তথলির পিত্তরসকে মুভ করে সেখানেই (পিত্তথলি থেকে ডিওডেনাম) নিয়ে আসবে।

পিত্তরস যখন ডিওডেনামে পৌছাবে, তখন কী করবে?

-C for কোলেসিস্টোকাইনিন, C for চর্বি।

পিত্তরস ডিওডেনামে গিয়ে চর্বি/লিপিড এর পরিপাক করে।

 

কোলেসিস্টোকাইনিনের অফিশিয়াল নামঃ CCK-PZ

পুরো অর্থঃ কোলেসিস্টোকাইনিন-প্যানক্রিওজাইমিন।

প্যানক্রিয়েজ (Pancreas) শব্দের অর্থ অগ্ন্যাশয়। তাহলে এই হরমোন শুধু পিত্তথলি থেকে পিত্তরয়াওকেই আনে না, পাশাপাশি অগ্ন্যাশয় থেকে পরিপাকের এনজাইমকে ডেকে আনে (ডিওডেনামে)।

আশা করি, বুঝতে পেরেছো সবাই।

Razib H Sarkar
25 Sep 2023

কোস্টাল ফ্যাসেট থাকে কোন কশেরুকায়?