কোলেসিস্টোকাইনিন: শব্দের রহস্য উন্মোচন

✒️লেখা: ডা. রাজীব হোসাইন সরকার
কোলেসিস্টোকাইনিন হরমোনের কাজ
নামের মাঝেই এই হরমোনের ঠিকুজিকোষ্ঠী আছে|
Cole+cysto+kinin
(নামের শেষে -in আছে, যা দেখে ধরে নেওয়া যায় এই হরমোনটি প্রোটিন হরমোন/পেপটাইড হরমোন)
এবার এদের অর্থ বের করা যাক।
Cole: পিত্তরস
cyst: থলি (এখানে পিত্তথলি বোঝাচ্ছে)
Kinin: Movement (পিত্তরসের চলাচল করা)।
পুরো অর্থঃ পিত্তথলি থেকে পিত্তরসককে চালিয়ে নিয়ে যায়।
কোথায় নিয়ে যায়?
-CD
CD কী?
-C for Cholecystokinin (কোলেসিস্টোকাইনিন), D for Duodenum (ডিওডেনাম)।
কোলেসিস্টোকাইনিন হরমোনটি নিজে পরিপাকনালীর/ক্ষুদ্রান্ত্রের ডিওডেনাম থেকে ক্ষরণ হয়। তাহলে- যেখানে তার জন্ম, সে পিত্তথলির পিত্তরসকে মুভ করে সেখানেই (পিত্তথলি থেকে ডিওডেনাম) নিয়ে আসবে।
পিত্তরস যখন ডিওডেনামে পৌছাবে, তখন কী করবে?
-C for কোলেসিস্টোকাইনিন, C for চর্বি।
পিত্তরস ডিওডেনামে গিয়ে চর্বি/লিপিড এর পরিপাক করে।
কোলেসিস্টোকাইনিনের অফিশিয়াল নামঃ CCK-PZ
পুরো অর্থঃ কোলেসিস্টোকাইনিন-প্যানক্রিওজাইমিন।
প্যানক্রিয়েজ (Pancreas) শব্দের অর্থ অগ্ন্যাশয়। তাহলে এই হরমোন শুধু পিত্তথলি থেকে পিত্তরয়াওকেই আনে না, পাশাপাশি অগ্ন্যাশয় থেকে পরিপাকের এনজাইমকে ডেকে আনে (ডিওডেনামে)।
আশা করি, বুঝতে পেরেছো সবাই।
অন্যান্য ব্লগ সমূহ

কোস্টাল ফ্যাসেট থাকে কোন কশেরুকায়?
প্রশ্নঃ কোস্টাল ফ্যাসেট থাকে কোন কশেরুকায়?
ক) লাম্বার
খ) থোরাসিক
গ) সারভাইকাল
ঘ) কক্কিজিয়াল
উত্তরঃ থোরাসিক কশেরুকা।
ব্যাখ্যাঃ আমাদের বক্ষ পিঞ্জরে থাকে ১২...
Published on : 17 Oct 2023

Adenoid কী? কীভাবে ওটাইটিস মিডিয়া (মধ্যকর্ণে সংক্রমণ) ঘটায়?
আরও পড়ুনPublished on : 30 Sep 2023

নিউরোগ্লিয়া কোষ হলে মেসোগ্লিয়া অকোষীয় কেন?
আরও পড়ুনPublished on : 24 Sep 2023


