কোস্টাল ফ্যাসেট থাকে কোন কশেরুকায়?
প্রশ্নঃ কোস্টাল ফ্যাসেট থাকে কোন কশেরুকায়?
ক) লাম্বার
খ) থোরাসিক
গ) সারভাইকাল
ঘ) কক্কিজিয়াল
উত্তরঃ থোরাসিক কশেরুকা।
ব্যাখ্যাঃ আমাদের বক্ষ পিঞ্জরে থাকে ১২ জোড়া পর্শুকা বা রিব (পাঁজরের হাড়)।
এরা পেছনে মেরুদন্ডের কশেরুকাতে লেগে থাকে।
সামনের দিকে স্টার্নামের দুইপাশের বিভিন্ন খাঁজে খাঁজে আটকে থাকে।
প্রশ্ন হলো- পর্শুকা বা রিব কোথায় থাকে?
-বক্ষে।
তাহলে কোন ধরণের কশেরুকার সাথে এরা লেগে থাকবে?
-বক্ষদেশীয় কশেরুকা (থোরাসিক কশেরুকা)।
খেয়াল করো- পর্শুকা ১২ জোড়া। বক্ষদেশীয় কশেরুকা ১২ টি।
এর অর্থ মেরুদন্ডের বক্ষদেশীয় কশেরুকার উভয় পাশে একটি করে মোট দুইটি খাঁজ বা অগভীর গর্ত (ফ্যাসেট) আছে , যেখানে পর্শুকাগুলোর মাথা আটকে থাকে।
এই গর্তগুলোকে বলে ফ্যাসেট (ফ্যাসেট বলতে আসলে ফেইস/ স্থান কিংবা ল্যান্ডিং সাইট বোঝায়)
পর্শুকার ল্যাটিন নাম- কস্টি (Costae)।
সেখান থেকেই- কোস্টাল (Costal)।
তাহলে, কোস্টাল ফ্যাসেট হলো- যে ফ্যাসেট বা অগভীর গর্তে পর্শুকার মাথা যুক্ত থাকে।
এই কোস্টাল ফ্যাসেট বা অগভীর গর্ত দেখেই ২৬ টি কশেরুকা থেকে থোরাসিক কশেরুকাগুলোকে পৃথক করা যায়।
এজন্যই থোরাসিক কশেরুকার প্রধান সনাক্তকারী বৈশিষ্ট্য হলো- কোস্টাল ফ্যাসেট।
অন্যান্য ব্লগ সমূহ
Adenoid কী? কীভাবে ওটাইটিস মিডিয়া (মধ্যকর্ণে সংক্রমণ) ঘটায়?
✒️লেখা: ডা. রাজীব হোসাইন সরকার
Adenoid কী? কীভাবে ওটাইটিস মিডিয়া (মধ্যকর্ণে সংক্রমণ) ঘটায়?
উত্তর: Adeno অর্থ গ্রন্থি,...
Published on : 30 Sep 2023
কোলেসিস্টোকাইনিন: শব্দের রহস্য উন্মোচন
✒️লেখা: ডা. রাজীব হোসাইন সরকার
কোলেসিস্টোকাইনিন হরমোনের কাজ
নামের মাঝেই এই হরমোনের ঠিকুজিকোষ্ঠী আছে|
Cole+cysto+kinin
(নামের শেষে -in আছে,...
Published on : 25 Sep 2023
নিউরোগ্লিয়া কোষ হলে মেসোগ্লিয়া অকোষীয় কেন?
আমাদের লাইভ ক্লাশরুমে একজন প্রশ্ন করেছিল,নিউরোগ্লিয়া কোষ হলে মেসোগ্লিয়া অকোষীয় কেন?
প্রশ্নটা চমৎকার। শেখার অনেক কিছু...
Published on : 24 Sep 2023