Adenoid কী? কীভাবে ওটাইটিস মিডিয়া (মধ্যকর্ণে সংক্রমণ) ঘটায়?
✒️লেখা: ডা. রাজীব হোসাইন সরকার
Adenoid কী? কীভাবে ওটাইটিস মিডিয়া (মধ্যকর্ণে সংক্রমণ) ঘটায়?
উত্তর: Adeno অর্থ গ্রন্থি, -Oid অর্থ মতো (Looks alike)।
Adenoid অর্থ গ্রন্থির মতো।
এই গ্রন্থি থাকে নাকে পেছনে।
গলার একেবারে উপরের দিকে।
টনসিলের সাথে এই গ্রন্থিও নাক-মুখ দ্বারা প্রবেশকৃত জীবাণু মেরে ফেলে শরীরকে সুরক্ষা দেয়।
বাচ্চাদের ক্ষেত্রে প্রায়ই দেখা যায়, এই গ্রন্থিটি ফুলে যায়। Adenoid যেহেতু নাকের পেছনে ও গলার (Throat) এর মাঝখানে থাকে, তাই ফুলে গেলে নাক ও গলা দুইদিকেরই রাস্তা ব্লক হয়ে যায়।
ফলে বাচ্চাদের নাক বন্ধ হয়ে যায়, গলা বন্ধ হয়ে শ্বাসকষ্টে ভুগতে শুরু করে।
প্রশ্ন ছিল, কীভাবে মধ্যকর্ণে সংক্রমণ ঘটায়?
Adenoid ফুলে গেলে ইউস্টেশিয়ান নালীকে চাপ দিয়ে বন্ধ করে দেয়।
ফলে মধ্য কর্ণে জমে যাওয়া মিউকাস বের হয়ে যেতে পারে না। একটা সময় মধ্যকর্ণে মিউকাস জমতে জমতে সেখানে ব্যাকটেরিয়া-ভাইরাস-ছত্রাকের সংক্রমণ ঘটে। ফলে মধ্যকর্ণে প্রদাহ হয়। একেই বলে অটাইটিস মিডিয়া।
অন্যান্য ব্লগ সমূহ
কোস্টাল ফ্যাসেট থাকে কোন কশেরুকায়?
প্রশ্নঃ কোস্টাল ফ্যাসেট থাকে কোন কশেরুকায়?
ক) লাম্বার
খ) থোরাসিক
গ) সারভাইকাল
ঘ) কক্কিজিয়াল
উত্তরঃ থোরাসিক কশেরুকা।
ব্যাখ্যাঃ আমাদের বক্ষ পিঞ্জরে থাকে ১২...
Published on : 17 Oct 2023
কোলেসিস্টোকাইনিন: শব্দের রহস্য উন্মোচন
✒️লেখা: ডা. রাজীব হোসাইন সরকার
কোলেসিস্টোকাইনিন হরমোনের কাজ
নামের মাঝেই এই হরমোনের ঠিকুজিকোষ্ঠী আছে|
Cole+cysto+kinin
(নামের শেষে -in আছে,...
Published on : 25 Sep 2023
নিউরোগ্লিয়া কোষ হলে মেসোগ্লিয়া অকোষীয় কেন?
আমাদের লাইভ ক্লাশরুমে একজন প্রশ্ন করেছিল,নিউরোগ্লিয়া কোষ হলে মেসোগ্লিয়া অকোষীয় কেন?
প্রশ্নটা চমৎকার। শেখার অনেক কিছু...
Published on : 24 Sep 2023