নিউরোগ্লিয়া কোষ হলে মেসোগ্লিয়া অকোষীয় কেন?

নিউরোগ্লিয়া কোষ হলে মেসোগ্লিয়া অকোষীয় কেন?

আমাদের লাইভ ক্লাশরুমে একজন প্রশ্ন করেছিল,নিউরোগ্লিয়া কোষ হলে মেসোগ্লিয়া অকোষীয় কেন?

প্রশ্নটা চমৎকার। শেখার অনেক কিছু আছে। ব্যাখ্যা করা যাক।

নিউরোগ্লিয়া ও মেসোগ্লিয়া দুটো শব্দের একটা মাত্র মিল হলো- গ্লিয়া।

গ্লিয়া (Glia) অর্থ গ্লু (Glue)।

গ্লু অর্থ আঠা।

আমরা জানি, মেসোগ্লিয়া নিডারিয়া পর্বের প্রাণিদের (হাইড্রা) দুই কোষস্তরের (এপিডার্মিস ও গ্যাস্ট্রোডার্মিস) মাঝখানে থাকে।

মাঝখানে যেহেতু থাকে তাই দুটো তলকে আঠার মতো যুক্ত রাখে।

পাশাপাশি তরল জেলির মতো হওয়ায় দুই কোষস্তরের কোষগুলো নিজেদের মতো নড়াচড়া করতে পারে। নড়াচড়া করলে স্থান থেকে বিচ্যুত হতে পারতো। প্রাণির কোষবিচ্যুতি হলে প্রাণীই মারা যেত।

কিন্তু বিচ্ছিন্ন হয় না। কারণ মেসোগ্লিয়া-র গ্লিয়া অর্থই তো আঠা।

কেন মেসোগ্লিয়া বলে?

মেসো (Meso) অর্থ মাঝখান (Middle). যেহেতু এই জিনিস এপিডার্মিস ও গ্যাস্ট্রোডার্মিস এর মাঝখানে থাকে তাই মেসো শব্দটি যুক্ত করা হয়েছে।

এবার বলা যাক, মেসোগ্লিয়া কেন অকোষীয়?

কোষের কোষঝিল্লি, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস, DNA/RNA থাকে। মেসোগ্লিয়া তো নিতান্তই আঠা বা জেলির মতো অর্ধতরল জিনিস। নিশ্চয় বার্গারের মেয়োনিজ কিংবা রুটি খাবার জেলিগুলো কোষ নয়। এদের সাইটোপ্লাজম-নিউক্লিয়াসDNA/RNA নেই। এরা বিভাজিত হতে পারে না।

তাহলে কোন যুক্তিতে মেসোগ্লিয়া নামক জেলিকে আমরা কোষ বলবো।

তাহলে, মেসোগ্লিয়া হলো- কোষীয় (কোষীয় বা কোষ নয়)।

কনফিউশন যেখানে হয়-

মেসোগ্লিয়া টপিকে দেখবে লেখা আছে- মেসোগ্লিয়াতে অ্যামিবোসাইট ও যোজককলা থাকে।

সাইট অর্থ কোষকলা অর্থ কোষের গুচ্ছ

তাহলে কী উপরে অকোষীয় বলাটা ভুল হলো?

-না।

জেলির ভেতর যদি আমরা মার্বেল রাখি, জেলি তো মার্বেল হয় না। জেলি জেলিই থাকে। ঠিক তেমনই- মেসোগ্লিয়ার অর্ধতরলের ভেতরে যদি অ্যামিবোসাইট বা যোজককলা নামক কোষ অবস্থান নেয়, মেসোগ্লিয়া নিশ্চয় কোষ হয়ে যাবে না। সে অকোষীয়-ই থেকে যাবে। বরং বলা যেতে পারে- অকোষীয় মেসোগ্লিয়ার মাঝে কিছু কোষ বা কোষীয় উপাদান পাওয়া যেতে পারে।

নিউরোগ্লিয়া আর মেসোগ্লিয়ার সম্পর্ক কী?

-কোনো সম্পর্ক নাই। গ্লিয়া শব্দাংশ ছাড়া।

নিউরোগ্লিয়া পাওয়া যায় নিউরনের ফাঁকেফাঁকে। মস্তিষ্কে।

নিউরন কোষগুলোকে সুরক্ষিত রাখার জন্য, খাদ্য দেবার জন্য, জীবাণু প্রবেশ করলে মারা জন্য নিউরোগ্লিয়া নামক কোষগুলো নিউরনের ফাঁকেফাঁকে অবস্থান করে।

যেহেতু সাহায্যকারীর মতো নিউরনের সাথে লেপ্টে আছে, জড়িয়ে আছে তাই বলা যেতেই পারে, আঠার মতো লেগে আছে। (মায়েরা আমাদের সাহায্যের জন্য, সুরক্ষিত ও খাওয়ানোর করার জন্য পেছনে আঠার মতো লেগে থাকে-এমন)

নিউরোগ্লিয়া কী অকোষীয়?

-না। নিউরোগ্লিয়া কোষীয়। এরা কোষ। এদের কোষঝিল্লী, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস/DNA/RNA সব আছে। এরা বিভাজিত হতে পারে (নিউরোগ্লিয়া বিভাজিত হয় বলেই ব্রেইন টিউমার বা ক্যান্সার হয়। নিউরন বিভাজিত হয় না।)।

গ্লিয়া শব্দের অর্থ যেমন গ্লু বা আঠা, তেমনই ব্যাপক দৃষ্টিকোণ থেকে দেখলে, গ্লিয়া শব্দের অর্থ সাপোর্ট

হাইড্রাতে দুদিকের দুটো কোষস্তরকে একসাথে যুক্ত করার জন্য মাঝখানে তল হিসেবে, সাপোর্ট হিসেবে কাজ করে মেসোগ্লিয়া।

আবার-

নিউরনগুলো যেন সুরক্ষিত থাকে চারপাশ থেকে আবৃত করে ধরে রাখছে (সাপোর্ট দিয়ে রাখছে) নিউরোগ্লিয়া।

আশা করি, বুঝতে পেরেছো।

Razib H Sarkar
24 Sep 2023

কোস্টাল ফ্যাসেট থাকে কোন কশেরুকায়?

প্রশ্নঃ কোস্টাল ফ্যাসেট থাকে কোন কশেরুকায়?

ক) লাম্বার

খ) থোরাসিক

গ) সারভাইকাল

ঘ) কক্কিজিয়াল

উত্তরঃ থোরাসিক কশেরুকা।

 

 

ব্যাখ্যাঃ আমাদের বক্ষ পিঞ্জরে থাকে ১২...

আরও পড়ুন

Published on : 17 Oct 2023

Adenoid কী? কীভাবে ওটাইটিস মিডিয়া (মধ্যকর্ণে সংক্রমণ) ঘটায়?

✒️লেখা: ডা. রাজীব হোসাইন সরকার

 

Adenoid কী? কীভাবে ওটাইটিস মিডিয়া (মধ্যকর্ণে সংক্রমণ) ঘটায়?

উত্তর: Adeno অর্থ গ্রন্থি,...

আরও পড়ুন

Published on : 30 Sep 2023

কোলেসিস্টোকাইনিন: শব্দের রহস্য উন্মোচন

✒️লেখা: ডা. রাজীব হোসাইন সরকার

 

কোলেসিস্টোকাইনিন হরমোনের কাজ

নামের মাঝেই এই হরমোনের ঠিকুজিকোষ্ঠী আছে|

Cole+cysto+kinin

(নামের শেষে -in আছে,...

আরও পড়ুন

Published on : 25 Sep 2023

info@biohaters.com
01713983345
Location