নিউরোগ্লিয়া কোষ হলে মেসোগ্লিয়া অকোষীয় কেন?

আমাদের লাইভ ক্লাশরুমে একজন প্রশ্ন করেছিল,নিউরোগ্লিয়া কোষ হলে মেসোগ্লিয়া অকোষীয় কেন?
প্রশ্নটা চমৎকার। শেখার অনেক কিছু আছে। ব্যাখ্যা করা যাক।
নিউরোগ্লিয়া ও মেসোগ্লিয়া দুটো শব্দের একটা মাত্র মিল হলো- গ্লিয়া।
গ্লিয়া (Glia) অর্থ গ্লু (Glue)।
মাঝখানে যেহেতু থাকে তাই দুটো তলকে আঠার মতো যুক্ত রাখে।
কিন্তু বিচ্ছিন্ন হয় না। কারণ মেসোগ্লিয়া-র গ্লিয়া অর্থই তো আঠা।
এবার বলা যাক, মেসোগ্লিয়া কেন অকোষীয়?
তাহলে কোন যুক্তিতে মেসোগ্লিয়া নামক জেলিকে আমরা কোষ বলবো।
তাহলে, মেসোগ্লিয়া হলো- অকোষীয় (কোষীয় বা কোষ নয়)।
মেসোগ্লিয়া টপিকে দেখবে লেখা আছে- মেসোগ্লিয়াতে অ্যামিবোসাইট ও যোজককলা থাকে।
সাইট অর্থ কোষ, কলা অর্থ কোষের গুচ্ছ।
তাহলে কী উপরে অকোষীয় বলাটা ভুল হলো?
নিউরোগ্লিয়া আর মেসোগ্লিয়ার সম্পর্ক কী?
-কোনো সম্পর্ক নাই। গ্লিয়া শব্দাংশ ছাড়া।
নিউরোগ্লিয়া পাওয়া যায় নিউরনের ফাঁকেফাঁকে। মস্তিষ্কে।
গ্লিয়া শব্দের অর্থ যেমন গ্লু বা আঠা, তেমনই ব্যাপক দৃষ্টিকোণ থেকে দেখলে, গ্লিয়া শব্দের অর্থ সাপোর্ট।
নিউরনগুলো যেন সুরক্ষিত থাকে চারপাশ থেকে আবৃত করে ধরে রাখছে (সাপোর্ট দিয়ে রাখছে) নিউরোগ্লিয়া।
অন্যান্য ব্লগ সমূহ

কোস্টাল ফ্যাসেট থাকে কোন কশেরুকায়?
✒️লেখা: ডা. রাজীব হোসাইন সরকার
কোলেসিস্টোকাইনিন হরমোনের কাজ
নামের মাঝেই এই হরমোনের ঠিকুজিকোষ্ঠী আছে|
Cole+cysto+kinin
(নামের শেষে -in আছে,...
Published on : 25 Sep 2023


