Epiglottis Vs Uvula | উপজিহ্বা Vs আলজিহবা, পার্থক্য কীসে?
লেখাঃ ডা. রাজীব হোসাইন সরকার
Epiglottis এবং Uvula এর বাংলা অর্থ নিয়ে কনফিউশন তৈরি হয়। দুটোকেই আলজিহবা বলে পাঠ্যবইয়ের অনেক জায়গাতেই পেঁচিয়ে ফেলা হয়েছে।
মনে রাখবে, Epi = উপ। (ই > উ)
তাহলে, Epiglottis হলো উপজিহবা।
তাহলে, Uvula হলো আলজিহবা। (খেয়াল করো- Uvula এর শেষ বর্ণদ্বয় উল্টালে আল (আল / al) হয়।
এপিগ্লটিস নিয়ে বিস্তারিত
গ্লটিস কী?
ভোকাল ফোল্ডের মাঝখানের ছিদ্রপথ।
এপিগ্লটিস শব্দের অর্থ কী?
Epi অর্থ Upon (উপরে), near to (কাছাকাছি)।
অর্থাৎ গ্লটিসের উপরে বা গ্লটিসের কাছাকাছি।
তাহলে এপিগ্লটিসের পূর্ণ বাংলা অর্থ কী?
যেহেতু অঙ্গটি গ্লটিস ছিদ্রপথের কাছাকাছি (Near to glottis) থাকে বা উপরে থাকে (Upon Glottis) তাই এর নাম- এপিগ্লটিস (Epi-Glottis)।
এপিগ্লটিসের কাজ কী?
খাবার খাবার সময় খাবারের টুকরো **গ্লটিস **হয়ে শ্বাসনালীতে ঢুকে যেতে পারে। তাই গ্লটিসের উপরে থেকে এপিগ্লটিস ঢাকনি হিসেবে কাজ করবে। যেন গ্লটিসে বা শ্বাসনালীতে খাদ্য ও পানি না যায়।
Uvula কী?
মুখ হা করলে নরম তালুর শেষভাগে আঙ্গুরের মতো একটা মাংস্পিন্ড ঝুলতে দেখা যায়।
Uvula অর্থ আঙ্গুর (দেখতে আঙ্গুরের মতো মাংস্পিন্ড)।
মাঝেমাঝে Uvula অর্থ ঘন্টি (যেহেতু ঘন্টার মতো ঝুলে থাকে)।
আলজিহবা (Uvula) এর কাজ কী?
১। মুখগহ্বরের উপরে নরম তালু (Soft Palate) থাকে। নরম তালুর শেষের অংশ আঙ্গুরের মতো- আলজিহবা / Uvula. খাদ্যগ্রহণের পর এই মাংসপিন্ড (আলজিহবা) খাদ্যকে উপরের দিকে (নাসা-গলবিল) যেতে দেয় না। আমরা যখন খাবার খাই মাঝেমাঝে খাবার তালুর উপরে (নাসাগলবিল) উঠে আসে। আমাদের হাঁচি হয়। নাক জ্বালাপোড়া করে।
২। আলজিহবা অতি পাতলা (কম ঘনত্ব) মিউকাস ক্ষরণ করতে পারে। এর ফলে গলা শুকায় না সহজে। আমরা স্মুদলি কথা বলতে পারি।
অন্যান্য ব্লগ সমূহ
টেস্টিস কেন বলা হয়?
লেখাঃ রাজীব হোসাইন সরকার
টেসটিস এর বানান হলো- Testis
Test+is= ফলাফল বা প্রমাণ বা স্বাক্ষী বা টেস্ট।
আরো...
Published on : 05 Jan 2024
কোস্টাল ফ্যাসেট থাকে কোন কশেরুকায়?
প্রশ্নঃ কোস্টাল ফ্যাসেট থাকে কোন কশেরুকায়?
ক) লাম্বার
খ) থোরাসিক
গ) সারভাইকাল
ঘ) কক্কিজিয়াল
উত্তরঃ থোরাসিক কশেরুকা।
ব্যাখ্যাঃ আমাদের বক্ষ পিঞ্জরে থাকে ১২...
Published on : 17 Oct 2023
Adenoid কী? কীভাবে ওটাইটিস মিডিয়া (মধ্যকর্ণে সংক্রমণ) ঘটায়?
✒️লেখা: ডা. রাজীব হোসাইন সরকার
Adenoid কী? কীভাবে ওটাইটিস মিডিয়া (মধ্যকর্ণে সংক্রমণ) ঘটায়?
উত্তর: Adeno অর্থ গ্রন্থি,...
Published on : 30 Sep 2023