অ্যারোবিক ব্যাকটেরিয়া ও ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া 

অ্যারোবিক ব্যাকটেরিয়া ও ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া 

অ্যারোবিক ব্যাকটেরিয়া (Aerobic Bacteria)

  • Aero অর্থ air (বাতাস)।

যেসকল ব্যাকটেরিয়ার বেঁচে থাকতে বাতাস (অক্সিজেন) প্রয়োজন হয়, তাদের অ্যারোবিক ব্যাকটেরিয়া বলে।

অ্যারোবিক ব্যাকটেরিয়ার কেন অক্সিজেন প্রয়োজন হয়?

সবাত শ্বসনের শেষ পর্যায় ঘটে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে (ETS) । এ পর্যায়টির নাম- অক্সিডেটিভ ফসফোরাইলেশন। এই প্রক্রিয়াটিতে যে ইলেকট্রনটি ট্রান্সপোর্ট বা বাহিত হয়, সেই মুক্ত ইলেকট্রনকে গ্রহণ করার জন্য একটি অণুর প্রয়োজন হয়। এই অণুর নাম- অক্সিজেন। অক্সিজেন ইলেকট্রন গ্রহণ করে অক্সিজেন আয়নে পরিণত হয়। অক্সিজেন আয়ন, প্রোটনের সাথে বিক্রিয়া করে পানি উৎপন্ন করে। সবাত শ্বসনের শেষধাপে অক্সিজেন লাগে বলেই এই ঘটনাকে সবাত শ্বসন (অক্সিজেন উপস্থিতিতে শ্বসন) বলে।

যদি অক্সিজেন না থাকতো, ইলেকট্রন গ্রহণের কেউ থাকতো না। ফলে এই ইলেকট্রন ট্রান্সপোর্টের পুরো বিক্রিয়াটিই (অক্সিডেটিভ ফসফোরাইলেশন) ঘটতো না। ব্যাকটেরিয়া পর্যাপ্ত শক্তি উৎপাদন করতে পারতো না। শক্তির অভাবে মারা যেত।

মানবদেহে, উদ্ভিদে সবাত শ্বসন বা অক্সিডেটিভ ফসফোরাইলেশন ঘটে মাইটোকন্ড্রিয়াতে (মাইটোকন্ড্রিয়ার ক্রিস্টি নামক কোষঝিল্লিতে)। ব্যাকটেরিয়াতে পুরো ঘটনাটি ঘটে ব্যাকটেরিয়ার কোষঝিল্লিতে।

এসকল ব্যাকটেরিয়া বাঁচার জন্য অক্সিজেনের উপস্থিতি আছে এমন পরিবেশে থাকতে বাধ্য বলেই এদের বাধ্যতামূলক বায়বীয় ব্যাকটেরিয়া বলে (obligate aerobic bacteria)।

চিত্রে টেস্টটিউবের উপরে অক্সিজেনের উপস্থিতিতে ব্যাকটেরিয়ার বৃদ্ধি ঘটেছে। নিচে অক্সিজেনের ঘাটতির ফলে নিচে কোনো ব্যাকটেরিয়ার উপস্থিতি (ব্যাকটেরিয়াল কলোনি) নেই।

উদাহরণঃ Mycobacterium tuberculosis, Pseudomonas aeruginosa, Bacillus

অ্যানারোবিক ব্যাকটেরিয়া (Anaerobic Bacteria)

  • An: Absent or without (ছাড়া)।

  • Aero: air (বাতাস)।

যেসকল ব্যাকটেরিয়া অক্সিজেনের উপস্থিতিতে মারা যায় (অক্সিজেনে বাঁচতে পারে না) তাদের অ্যানারোবিক বা অবায়বীয় ব্যাকটেরিয়া বলে।

কেন অক্সিজেনের উপস্থিতিতে মারা যায়?

ব্যাকটেরিয়া কোষে অক্সিজেনের উপস্থিতিতে অনবরত সুপার অক্সাইড তৈরি হয়। সুপার অক্সাইড অতি উচ্চমাত্রায় বিষাক্ত। কোষীয় সমস্ত কার্যক্রম, বিক্রিয়াকে প্রভাবিত করে। কোষের পরিবেশ বিনষ্ট করে। একে দ্রুত নিষ্ক্রিয় করার জন্য সুপার অক্সাইড ডিজমিউটেজ এনজাইমের প্রয়োজন হয়। যেসকল ব্যাকটেরিয়ার সুপার অক্সাইড ডিজমিউটেজ / ক্যাটালেজ এনজাইম থাকে না, তারা সুপার অক্সাইড নিষ্ক্রিয় করতে পারে না। ফলে যে পরিবেশে অক্সিজেন থাকে না, এসব ব্যাকটেরিয়া সেখানে বাঁচতে পারে।

বাঁচার প্রয়োজনে অক্সিজেনবিহীন পরিবেশে থাকতে বাধ্য বলেই এদের বাধ্যতামূলক অবায়বীয় ব্যাকটেরিয়াও (obligate anaerobe) বলে।

এধরণের ব্যাকটেরিয়া অক্সিজেন থেকে দূরে ভালো বৃদ্ধি পায়। এজন্য মাটির গভীরে, সমুদ্রের তলদেশে, স্থির পানির নিচে বেশি থাকে (চিত্রে টেস্টটিউবের উপরের দিকে অক্সিজেনের কারণে ব্যাকটেরিয়ার উপস্থিতি নেই। নিচের দিকে অক্সিজেনের অনুপস্থিতিতে ব্যাকটেরিয়ার বৃদ্ধি ঘটেছে)।

উদাহরণঃ Clostridium sp. [sp. means species]

সুবিধাবাদী অবায়বীয় (Facultative Anaerobe)

  • Facultative: সুবিধা (previlege)।

  • Anaerobe: অবায়বীয়।

এ ধরণের ব্যাকটেরিয়া সত্যিকার অর্থে বায়বীয় কিন্তু এদের অতিরিক্ত সুবিধা হলো- এরা অক্সিজেনের অনুপস্থিতিতেও বাঁচতে পারে।

কেন বায়বীয় ব্যাকটেরিয়া অক্সিজেনের অনুপস্থিতিতেও বাঁচতে পারে?

বায়বীয় ব্যাকটেরিয়া বেঁচে থাকার জন্য সবাত শ্বসন সম্পন্ন করে। কিন্তু অক্সিজেনের ঘাটতি দেখা দিলেই (অবায়বীয় পরিবেশ) তাৎক্ষণিকভাবে অবাত শ্বসনও ঘটাতে পারে। অবাত শ্বসনে যেহেতু অল্প পরিমাণ শক্তি (ATP) উৎপন্ন হয় তাই অবায়বীয় পরিবেশে এদের বৃদ্ধি তুলনামূলক কম (চিত্র দ্রষ্টব্যঃ টেস্টটিউবের উপরের দিকে অক্সিজেন বেশি হবার কারণে বৃদ্ধিও বেশি। নিচের দিকে অক্সিজেন ঘাটতির কারণে বৃদ্ধিও কম)।

উদাহরণঃ E. coli

ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া (Photosynthetic Bacteria)

  • Photosynthesis: সালোক সংশ্লেষণ।

যেসকল ব্যাকটেরিয়ার সালোকসংশ্লেষণ করে, তাদের ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া বলে।

সায়ানোব্যাকটেরিয়াতে (Blue-Green Algae বা নীলাভ সবুজ শৈবাল বললেও এরা আসলে ব্যাকটেরিয়া) ক্লোরোপ্লাস্ট নামক ধারক না থাকলেও ক্লোরোফিল থাকে। ব্যাকটেরিয়ার কোষঝিল্লির ভাঁজের মধ্যে ক্লোরোফিল-a অবস্থান করে। ক্লোরোফিল সূর্যালোকের মাধ্যমে সালোকসংশ্লেষণ করে।

© রাজীব হোসাইন সরকার

Amit Chowdhury
29 Jul 2023

কোস্টাল ফ্যাসেট থাকে কোন কশেরুকায়?

প্রশ্নঃ কোস্টাল ফ্যাসেট থাকে কোন কশেরুকায়?

ক) লাম্বার

খ) থোরাসিক

গ) সারভাইকাল

ঘ) কক্কিজিয়াল

উত্তরঃ থোরাসিক কশেরুকা।

 

 

ব্যাখ্যাঃ আমাদের বক্ষ পিঞ্জরে থাকে ১২...

আরও পড়ুন

Published on : 17 Oct 2023

Adenoid কী? কীভাবে ওটাইটিস মিডিয়া (মধ্যকর্ণে সংক্রমণ) ঘটায়?

✒️লেখা: ডা. রাজীব হোসাইন সরকার

 

Adenoid কী? কীভাবে ওটাইটিস মিডিয়া (মধ্যকর্ণে সংক্রমণ) ঘটায়?

উত্তর: Adeno অর্থ গ্রন্থি,...

আরও পড়ুন

Published on : 30 Sep 2023

কোলেসিস্টোকাইনিন: শব্দের রহস্য উন্মোচন

✒️লেখা: ডা. রাজীব হোসাইন সরকার

 

কোলেসিস্টোকাইনিন হরমোনের কাজ

নামের মাঝেই এই হরমোনের ঠিকুজিকোষ্ঠী আছে|

Cole+cysto+kinin

(নামের শেষে -in আছে,...

আরও পড়ুন

Published on : 25 Sep 2023

info@biohaters.com
01713983345
Location