অ্যারোবিক ব্যাকটেরিয়া ও ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া

অ্যারোবিক ব্যাকটেরিয়া ও ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া
অ্যারোবিক ব্যাকটেরিয়া (Aerobic Bacteria)
যেসকল ব্যাকটেরিয়ার বেঁচে থাকতে বাতাস (অক্সিজেন) প্রয়োজন হয়, তাদের অ্যারোবিক ব্যাকটেরিয়া বলে।
অ্যারোবিক ব্যাকটেরিয়ার কেন অক্সিজেন প্রয়োজন হয়?
মানবদেহে, উদ্ভিদে সবাত শ্বসন বা অক্সিডেটিভ ফসফোরাইলেশন ঘটে মাইটোকন্ড্রিয়াতে (মাইটোকন্ড্রিয়ার ক্রিস্টি নামক কোষঝিল্লিতে)। ব্যাকটেরিয়াতে পুরো ঘটনাটি ঘটে ব্যাকটেরিয়ার কোষঝিল্লিতে।
উদাহরণঃ Mycobacterium tuberculosis, Pseudomonas aeruginosa, Bacillus
অ্যানারোবিক ব্যাকটেরিয়া (Anaerobic Bacteria)
যেসকল ব্যাকটেরিয়া অক্সিজেনের উপস্থিতিতে মারা যায় (অক্সিজেনে বাঁচতে পারে না) তাদের অ্যানারোবিক বা অবায়বীয় ব্যাকটেরিয়া বলে।
কেন অক্সিজেনের উপস্থিতিতে মারা যায়?
উদাহরণঃ Clostridium sp. [sp. means species]
সুবিধাবাদী অবায়বীয় (Facultative Anaerobe)
এ ধরণের ব্যাকটেরিয়া সত্যিকার অর্থে বায়বীয় কিন্তু এদের অতিরিক্ত সুবিধা হলো- এরা অক্সিজেনের অনুপস্থিতিতেও বাঁচতে পারে।
কেন বায়বীয় ব্যাকটেরিয়া অক্সিজেনের অনুপস্থিতিতেও বাঁচতে পারে?
ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া (Photosynthetic Bacteria)
যেসকল ব্যাকটেরিয়ার সালোকসংশ্লেষণ করে, তাদের ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া বলে।
অন্যান্য ব্লগ সমূহ

কোস্টাল ফ্যাসেট থাকে কোন কশেরুকায়?
✒️লেখা: ডা. রাজীব হোসাইন সরকার
কোলেসিস্টোকাইনিন হরমোনের কাজ
নামের মাঝেই এই হরমোনের ঠিকুজিকোষ্ঠী আছে|
Cole+cysto+kinin
(নামের শেষে -in আছে,...
Published on : 25 Sep 2023


