টেস্টিস কেন বলা হয়?

টেস্টিস কেন বলা হয়?

লেখাঃ রাজীব হোসাইন সরকার

 

টেসটিস এর বানান হলো- Testis

Test+is= ফলাফল বা প্রমাণ বা স্বাক্ষী বা টেস্ট

আরো নিখুঁতভাবে, Testis শব্দের ইংরেজি সমার্থক হলো- Witness বা স্বাক্ষী।

কীসের স্বাক্ষী?

পুরুষ হবার স্বাক্ষী।

কেন এমন নাম হলো?

আদিমকালে নিরাপত্তা নির্ভর করতো পুরুষের উপর। যার দলে যত পুরুষ তার শক্তি ততবেশি। খাদ্য ছিনতাইয়ের জন্য, নারীদের অপহরণের জন্য আক্রমণ করার আগে শত্রুপক্ষ দেখতো- বিপরীত দলে কতজন পুরুষ আছে। কারন যুদ্ধ কিংবা প্রতিরক্ষা পুরুষরাই করতো। এখনো তো রেসিস্ট মানুষজন বলে- ছেলে বাচ্চা না থাকলে বংশ কীভাবে রক্ষা হবে? বংশের বাত্তি কে জ্বালাবে?

প্রাচীনকালের কথা বলি।

বাচ্চা জন্ম নিলেই বাচ্চাকে চেক করে গোত্রপ্রধানের কাছে খবর দেওয়া হতো যে ছেলে জন্ম নিয়েছে। ছেলে না হলে অনেক গোত্রে মেয়েদের মেরেও ফেলতো। আইয়ামে জাহেলিয়াতের কথা তো অনেকেই জানো। আরবেও বেদুইনদের মাঝেও এই প্রথা ছিল। স্থানীয় আরবদেরও এই প্রথা ছিল। কারন- গোত্রে গোত্রে যুদ্ধ (অর্থ-নারী-খাদ্য-দখল) প্রায় লেগেই থাকতো। নিরাপত্তা কিংবা অপমান কিংবা ভার থেকে মুক্ত হতেও অনেকেই মেয়েদের মেরে ফেলতো।

ছেলে জন্মের পর গোত্রে রেকর্ড রাখা হতো। যে দাঈ বাচ্চা জন্মের খবর গোত্রপ্রধানকে দিতেন, সে কীভাবে বলতো?

-ছেলে হয়েছে।

প্রমান কী?

-Witness (Testis) আছে

যারা মুভি দেখো তারা জানো- ভিলেন হিরোকে ফাইটে আসার প্রভাবিত করতে বলে- Do you have balls. (পুরুষ হলে ফাইট করতে)

balls হলো পৌরুষত্বের witness বা স্বাক্ষী।

টেসটিস থেকে যে হরমোন আসে তার নাম- টেস্টোস্টেরন।

 

টেস্টোস্টেরনের অর্থ কী?

১। টেস্টঃ টেসটিস

২। স্টেরনঃ স্টেরয়েড (লিপিড)

এই হরমোনটিই কিন্তু হিংস্রতার জন্য দায়ী। যারা বলো- হেলেনের জন্য ট্রয় ধংস হয়েছে, তারা জেনে রাখো- হেলেনরা তখনই ঘর ছাড়ে যখন টেসটিসধারী এসে বলে- লেটস গো, কী হয় দেখা যাবে!

এখানে টেসটিসধারী বলতে পুরুষের প্রভাব বা হরমোনের প্রভাব বোঝানো হয়েছে। মেয়েদের ঘর ছাড়ার স্বভাব নাই। এরা ইস্ট্রোজেনের মালিক। এই হরমোন শান্ত, ভদ্র, গোছানো চিন্তা করে।

টেসটিসের বাংলা হলোঃ শুক্রাশয়।

যেখানে শুক্রাণু থাকে বা শুক্রাণু উৎপন্ন হয় (জলা+শয়ঃ যেখানে জল থাকে)।

শুক্রাণুর বায়োলজিক্যাল সমার্থক শব্দ কী?

- Sperm.

Sperm অর্থ কী?

-Seed বা বীজ

কেন বীজ বলে?

-ডিম্বানুকে স্পার্ম না দিলে ডিম্বানু নিষিক্ত হয় না বা ফল (সন্তান) দেয় না।

এবার আসি, ছেলেদের টেসটিসের সমগোত্রীয় অঙ্গ হলো- ওভারি (Ovary)

 

কেন ওভারি বলা হয়?

কারণ ওভারি থেকে তৈরি হয় ডিম বা ওভাম (Ovum)। ডিম (ডিম্বানু) থেকে যেমন প্রাণির জন্ম নেয় তেমনই ওভাম থেকে মানুষ জন্ম নেয়। এজন্যই নারীদের ক্ষেত্রে ডিম্বানুকে প্রাধান্য দেওয়া হয়েছে।

আমি জানি, তোমাদের মাথায় চিন্তা আসছে- ওভারি দেখে কেন টেস্ট করা যায় না, কেন টেসটিস ডাকা হয় না?

-ওভারি তো পেটের ভেতরে থাকে। তাহলে সেটা তো প্রমান বা witness হতে পারে না, রাইট?

অনেকের মনে আসছে, বাহ্যিক বৈশিষ্ট্য দেখেই তো ছেলে মেয়ে আলাদা করা যায়। তাহলে কেন টেসটিস বলা হয় না?

-কারো থলি থাকলেই সেখানে টেসটিস বা বলস থাকবে, কে বলেছে? অনেকের বলস পেটের ভেতরেই থেকে যায়। ওভারি ও টেসটিস দুটোই মানুষের পেটের ভেতরে জন্ম নেয় কিন্তু টেসটিস দুটো ছিদ্রপথে বের হয়ে এসে থলিতে (অন্ডথলি) এসে অবস্থান নেয়।

কেন?

কারণ শুক্রাণু উৎপাদনের জন্য কম তাপমাত্রা দরকার। টেসটিস পেটের ভেতরে আটকা পড়লে আর শুক্রাণু বা হরমোন উৎপাদন হতে পারে না। ফলে সে আর পুরুষের বৈশিষ্ট্য লাভ করে না।

আরো প্রশ্ন আসছে মনে?

বাহ্যিক যৌনাঙ্গ দেখেও তো পুরুষ-নারী আলাদা করা যায়?

-যায় তবে সেগুলোরও নির্দিষ্ট নাম আছে। ব্যাখ্যা আছে।

ব্যাপারটা বোঝা গেলো?

Razib H Sarkar
05 Jan 2024

কোস্টাল ফ্যাসেট থাকে কোন কশেরুকায়?

প্রশ্নঃ কোস্টাল ফ্যাসেট থাকে কোন কশেরুকায়?

ক) লাম্বার

খ) থোরাসিক

গ) সারভাইকাল

ঘ) কক্কিজিয়াল

উত্তরঃ থোরাসিক কশেরুকা।

 

 

ব্যাখ্যাঃ আমাদের বক্ষ পিঞ্জরে থাকে ১২...

আরও পড়ুন

Published on : 17 Oct 2023

Adenoid কী? কীভাবে ওটাইটিস মিডিয়া (মধ্যকর্ণে সংক্রমণ) ঘটায়?

✒️লেখা: ডা. রাজীব হোসাইন সরকার

 

Adenoid কী? কীভাবে ওটাইটিস মিডিয়া (মধ্যকর্ণে সংক্রমণ) ঘটায়?

উত্তর: Adeno অর্থ গ্রন্থি,...

আরও পড়ুন

Published on : 30 Sep 2023

কোলেসিস্টোকাইনিন: শব্দের রহস্য উন্মোচন

✒️লেখা: ডা. রাজীব হোসাইন সরকার

 

কোলেসিস্টোকাইনিন হরমোনের কাজ

নামের মাঝেই এই হরমোনের ঠিকুজিকোষ্ঠী আছে|

Cole+cysto+kinin

(নামের শেষে -in আছে,...

আরও পড়ুন

Published on : 25 Sep 2023

info@biohaters.com
01713983345
Location