আদিকোষে অ্যামাইটোসিস কেন ঘটে?

আদিকোষে অ্যামাইটোসিস কেন ঘটে?

কোষ বিভাজনের সময় স্পিন্ডল তন্তু (সুতা) সৃষ্টি হয়। স্পিন্ডল তন্তুর কাজ হলো - কোষ বিভাজনের সময় ক্রোমোসোমগুলোকে টেনে টেনে দুই মেরুতে নিয়ে যায়।

স্পিন্ডল তন্তু সৃষ্টির প্রক্রিয়াকেই বলা হয়- **মাইটোসিস **(মাইটোসিস মানে কোষ বিভাজন প্রক্রিয়া নয় বরং মাইটোসিস অর্থ স্পিন্ডল তন্তু সৃষ্টির প্রক্রিয়া)।

তাহলে যে কোষ বিভাজন প্রক্রিয়ায় স্পিন্ডল তন্তু সৃষ্টি হয় সেই কোষ বিভাজনকে মাইটোসিস কোষ বিভাজন বলব। (খেয়াল করো- সংজ্ঞায় শুরুতেই কোষ বিভাজন শব্দটা যুক্ত করেছি)

**বেসিকঃ **স্পিন্ডল তন্তু সৃষ্টি করে সেন্ট্রোসোম/ সেন্ট্রিওল। *আদিকোষে *সেন্ট্রোসোম নেই। তাই এখানে স্পিন্ডল তন্তুও সৃষ্টি হবে না। মাইটোসিস কোষ বিভাজনও ঘটবে না।

যেহেতু স্পিন্ডল তন্তু (Mitos) সৃষ্টি হয় না (A), তাই এই কোষ বিভাজনকে বলে- অ্যামাইটোসিস (A+Mitos+osis) কোষ বিভাজন।

A means Without (অ্যামাইটোসিস কোষ বিভাজন অর্থ স্পিন্ডল তন্তু তৈরি ছাড়াই/ without কোষ বিভাজন)।

Amit Chowdhury
29 Jul 2023

কোস্টাল ফ্যাসেট থাকে কোন কশেরুকায়?

✒️লেখা: ডা. রাজীব হোসাইন সরকার

 

কোলেসিস্টোকাইনিন হরমোনের কাজ

নামের মাঝেই এই হরমোনের ঠিকুজিকোষ্ঠী আছে|

Cole+cysto+kinin

(নামের শেষে -in আছে,...

আরও পড়ুন

Published on : 25 Sep 2023

info@biohaters.com
01713983345
Location