আদিকোষে অ্যামাইটোসিস কেন ঘটে?
কোষ বিভাজনের সময় স্পিন্ডল তন্তু (সুতা) সৃষ্টি হয়। স্পিন্ডল তন্তুর কাজ হলো - কোষ বিভাজনের সময় ক্রোমোসোমগুলোকে টেনে টেনে দুই মেরুতে নিয়ে যায়।
স্পিন্ডল তন্তু সৃষ্টির প্রক্রিয়াকেই বলা হয়- **মাইটোসিস **(মাইটোসিস মানে কোষ বিভাজন প্রক্রিয়া নয় বরং মাইটোসিস অর্থ স্পিন্ডল তন্তু সৃষ্টির প্রক্রিয়া)।
-
**মাইটোস **(Mitos) অর্থ Thread বা তন্তু (স্পিন্ডল তন্তু)
-
**অসিস **(-osis) অর্থ Process বা প্রক্রিয়া।
তাহলে যে কোষ বিভাজন প্রক্রিয়ায় স্পিন্ডল তন্তু সৃষ্টি হয় সেই কোষ বিভাজনকে মাইটোসিস কোষ বিভাজন বলব। (খেয়াল করো- সংজ্ঞায় শুরুতেই কোষ বিভাজন শব্দটা যুক্ত করেছি)
**বেসিকঃ **স্পিন্ডল তন্তু সৃষ্টি করে সেন্ট্রোসোম/ সেন্ট্রিওল। *আদিকোষে *সেন্ট্রোসোম নেই। তাই এখানে স্পিন্ডল তন্তুও সৃষ্টি হবে না। মাইটোসিস কোষ বিভাজনও ঘটবে না।
যেহেতু স্পিন্ডল তন্তু (Mitos) সৃষ্টি হয় না (A), তাই এই কোষ বিভাজনকে বলে- অ্যামাইটোসিস (A+Mitos+osis) কোষ বিভাজন।
A means Without (অ্যামাইটোসিস কোষ বিভাজন অর্থ স্পিন্ডল তন্তু তৈরি ছাড়াই/ without কোষ বিভাজন)।
অন্যান্য ব্লগ সমূহ
কোস্টাল ফ্যাসেট থাকে কোন কশেরুকায়?
প্রশ্নঃ কোস্টাল ফ্যাসেট থাকে কোন কশেরুকায়?
ক) লাম্বার
খ) থোরাসিক
গ) সারভাইকাল
ঘ) কক্কিজিয়াল
উত্তরঃ থোরাসিক কশেরুকা।
ব্যাখ্যাঃ আমাদের বক্ষ পিঞ্জরে থাকে ১২...
Published on : 17 Oct 2023
Adenoid কী? কীভাবে ওটাইটিস মিডিয়া (মধ্যকর্ণে সংক্রমণ) ঘটায়?
✒️লেখা: ডা. রাজীব হোসাইন সরকার
Adenoid কী? কীভাবে ওটাইটিস মিডিয়া (মধ্যকর্ণে সংক্রমণ) ঘটায়?
উত্তর: Adeno অর্থ গ্রন্থি,...
Published on : 30 Sep 2023
কোলেসিস্টোকাইনিন: শব্দের রহস্য উন্মোচন
✒️লেখা: ডা. রাজীব হোসাইন সরকার
কোলেসিস্টোকাইনিন হরমোনের কাজ
নামের মাঝেই এই হরমোনের ঠিকুজিকোষ্ঠী আছে|
Cole+cysto+kinin
(নামের শেষে -in আছে,...
Published on : 25 Sep 2023