ব্লাস্ট, সাইট ও ক্লাস্ট: কনফিউশন ক্লিয়ার করো
লেখা: ডা. রাজীব হোসাইন সরকার
ডিকশনারিতে B আগে নাকি C
বাচ্চা আগে নাকি বুড়ো
অপরিণত আগে নাকি পরিণত আগে?
B, বাচ্চা, অপরিণত আগে।
তাহলে কোনো কোষ যদি অপরিণত থাকে (পরে রুপান্তরিত হয়ে পরিণত হবে) তাদের বলা হয়- B বা Blast.
Blast অর্থ অপরিণত বা ইম্যাচিউর কোষ।
তাহলে সাইট মানে, পরিণত বা ম্যাচিউর কোষ।
যেমন: লোহিত কণিকার দুটো নাম। বাচ্চা অবস্থায়, অপরিণত অবস্থায় তার নাম- Erythro+Blast (এই অবস্থায় অপরিণত হবার দরুন লোহিত কণিকারা অক্সিজেন বা কার্বন-ডাই-অক্সাইড পরিবহন করতে পারে না)
লোহিত কণিকা ধীরেধীরে পরিণত ও কার্যক্ষম হলে ব্লাস্ট অংশটি বদলে নাম হয়ে যায়- Erythro-Cyte. (পরিণত কোষ তার জন্য বরাদ্দকৃত কাজ করতে পারে।
যদি জিজ্ঞাসা করি, শ্বেত কণিকা Blast নাকি Cyte. তুমি যেহেতু জানো, শ্বেত কণিকা কাজ করে, রোগ প্রতিরোধ করে তার মানে এরা পরিণত। চোখ বন্ধ করেও আনসার করবে- Cyte (Leuco+Cyte).
যেকোনো কোষের ক্ষেত্রেই বলা হবে, Cyte, যতক্ষণ তুমি নিশ্চিত নও যে, সেটা পরিণত নাকি অপরিণত। যদি নিশ্চিত হও যে, অপরিণত তাহলেই মাত্র Blast বলবে।
Blast>Cyte এরপর আসে Clast.
যদি কোনো কোষ অন্যকোষকে ধংস করে, Kill করে তাহলে তাকে Blast, Cyte না বলে বলা হয়- ক্লাস্ট (Clast). যেমন, অস্থিতে যে ম্যাক্রোফেজ জীবাণুকে ধংস করে, এবড়োথেবড়ো অস্থিকোষকে মেরে বা ভক্ষণ করে মসৃণ করে, সেই ম্যাক্রোফেজকে বলা হয়- অস্টিও+ক্লাস্ট।
সহজে মনে রাখবে:
১. Blast means Immature (who creates Cyte)
২. Cyte means Mature (Who perform their role or function)
৩. Clast means Killer (Who kills)
অন্যান্য ব্লগ সমূহ
কোস্টাল ফ্যাসেট থাকে কোন কশেরুকায়?
প্রশ্নঃ কোস্টাল ফ্যাসেট থাকে কোন কশেরুকায়?
ক) লাম্বার
খ) থোরাসিক
গ) সারভাইকাল
ঘ) কক্কিজিয়াল
উত্তরঃ থোরাসিক কশেরুকা।
ব্যাখ্যাঃ আমাদের বক্ষ পিঞ্জরে থাকে ১২...
Published on : 17 Oct 2023
Adenoid কী? কীভাবে ওটাইটিস মিডিয়া (মধ্যকর্ণে সংক্রমণ) ঘটায়?
✒️লেখা: ডা. রাজীব হোসাইন সরকার
Adenoid কী? কীভাবে ওটাইটিস মিডিয়া (মধ্যকর্ণে সংক্রমণ) ঘটায়?
উত্তর: Adeno অর্থ গ্রন্থি,...
Published on : 30 Sep 2023
কোলেসিস্টোকাইনিন: শব্দের রহস্য উন্মোচন
✒️লেখা: ডা. রাজীব হোসাইন সরকার
কোলেসিস্টোকাইনিন হরমোনের কাজ
নামের মাঝেই এই হরমোনের ঠিকুজিকোষ্ঠী আছে|
Cole+cysto+kinin
(নামের শেষে -in আছে,...
Published on : 25 Sep 2023