নেমাটোসিস্ট ও নিডোসাইট কনফিউশন

নেমাটোসিস্ট ও নিডোসাইট কনফিউশন

লেখাঃ ডা: রাজীব হোসাইন সরকার

 

নিডোসাইট শব্দটা ভেঙ্গে ফেলো।

নাইড + সাইট (Knide+Cyte)

  • নাইড (Knide) অর্থ নিডল বা সুই বা কাঁটা। (নিডারিয়ার নামের মতোই অর্থ)।

  • সাইট (Cyte) অর্থ কোষ

তাহলে নিডোসাইট অর্থ- কাঁটাযুক্ত বা কাঁটা ধারণকারী কোষ

এই কাঁটা কে?

  • নেমাটোসিস্ট (যেটি শিকারকে বিদ্ধ করে বিষ প্রবেশ করিয়ে মেরে ফেলে)।

অনেকে কাঁটা বলতে নেমাটসিস্টের গোরার কাছের বার্ব নামক কাটাগুলোকে বোঝান। যাই বোঝাক, নেমাটসিস্টই যে কাঁটা বা কাঁটাধারী, এইটাই গুরুত্বপূর্ণ কথা।

নেমাটোসিস্ট কী?

একেও ভেঙ্গে ফেলো।

নেমাটোস+সিস্ট

  • নেমাটোস (Nematos) অর্থ সুতার মতো (নেমাটোহেলমিনথিস অর্থ যেমন সুতা কৃমি, তেমনই)

  • সিস্ট (Cyst) অর্থ থলি।

নেমাটোসিস্ট নামক অংশটি থাকে নিডোসাইট কোষের ভেতরে। নেমাটোসিস্ট অঙ্গাণুটির দুটো অংশ।

  • একটি থলির মতো অংশ (এখানে হিপনোটক্সিন নামক বিষ থাকে)

  • থলির বিষাক্ত তরল (হিপনোটক্সিন) বের হবার জন্য একটি সিরিঞ্জের সূচের মতো সরু সুতা বা সুত্রক।

মনে রাখবে- উপরের নিডোসাইট ও নেমাটসিস্ট এর আরো একটি করে নাম আছে। নাম দুট হলো- দংশন কোষ ও দংশন অঙ্গাণু (যেহেতু শিকারকে বিদ্ধ বা দংশন করে)

কমেন্টে জানাও তো- কে দংশন কোষ আর কে দংশন অঙ্গাণু?

চিত্রের হলুদ অংশটি নেমাটোসিস্ট, আর নীল+হলুদ দুটো মিলেই নিডোসাইট

Razib H Sarkar
21 Sep 2023

কোস্টাল ফ্যাসেট থাকে কোন কশেরুকায়?

✒️লেখা: ডা. রাজীব হোসাইন সরকার

 

কোলেসিস্টোকাইনিন হরমোনের কাজ

নামের মাঝেই এই হরমোনের ঠিকুজিকোষ্ঠী আছে|

Cole+cysto+kinin

(নামের শেষে -in আছে,...

আরও পড়ুন

Published on : 25 Sep 2023

info@biohaters.com
01713983345
Location