হুক (Hook) vs হুক (Hoek) কনফিউশন
লেখাঃ ডা: রাজীব হোসাইন সরকার
১। মৃত কোষ আবিষ্কার করেন কে?
-রবার্ট হুক।
২। কোষপ্রাচীর আবিষ্কার করেন কে?
-রবার্ট হুক।
৩। জীবিত কোষ আবিষ্কার করেন কে?
-অ্যান্থনি ভ্যান লিউয়েন হুক।
নোটঃ রবার্ট হুক (ছোট হুক) কাঠের ছিপি কেটে (স্লাইস করে) মাইক্রোস্কোপের নিচে দেখেন।
তোমরা জানো, কাঠের ছিপি মানে মৃত উদ্ভিদ বা মৃত কোষ। লজিক্যালি বলা যায়, তিনি আসলে মৃত কোষ আবিষ্কার করেছেন।
আবার, মৃত কোষের ভেতরের কোষীয় অঙ্গাণু (সাইটোপ্লাজমিক অঙ্গাণু) থাকে না। গলে যায় বা ড্যামেজ হয়ে যায়। কারণ এরা আসলে জীবিত অঙ্গাণু। শুধুমাত্র জীবিত কোষে থাকবে। কোষ মরে গেলে এরা নষ্ট হয়ে যায়।
তাহলে মৃত কোষ দেখলে আমরা অঙ্গাণু (জীবিত অঙ্গাণু) দেখতে পাবো না। আমরা জানি, কোষের একমাত্র মৃত অংশ হলো- কোষপ্রাচীর।
কোষঝিল্লি, অঙ্গাণু এরা সবাই জীবিত। এরা কেউ থাকবে না। শুধুমাত্র মৃত কোষপ্রাচীর থাকবে।
রবার্ট হুক তাহলে মৃত কোষ (যা আসলে কোষপ্রাচীর) আবিষ্কার করেন।
এজন্যই রবার্ট হুককে একইসাথে, একই আবিষ্কারের জন্য তিনটা ক্রেডিট দেওয়া হয়েছে।
১। মৃত কোষের আবিষ্কারক।
২। কোষপ্রাচীরের আবিষ্কারক।
৩। কোষবিদ্যার জনক (কোষ মৃত হোক আর জীবিত হোক, তিনিই প্রথম কোষের ছবি দেখেছেন, এজন্যই তাকে জনক বলা হচ্ছে)।
তাহলে জীবিত কোষ (Living Cell) আবিষ্কার কে করেছেন?
-অ্যান্থনি ভ্যান লিউয়েনহুক।
অ্যান্থনি ভ্যান লিউয়েনহুক একইসাথে মাইক্রোবায়োলজির জনক। কারণ তিনিই প্রথম মাইক্রো (ক্ষুদ্র) বায়োলজি (জীব) আবিষ্কার করেন। এই ক্ষুদ্র জীব হলো- ব্যাকটেরিয়া।
রবার্ট হুক ও অ্যান্থনি ভ্যান লিয়েনহুক এর নাম আমরা গুলিয়ে ফেলি। কিন্তু এই দুইজনের সাথে একটা বিশেষ মিল আছে।
রবার্ট হুক নিজে অনুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেছিলেন। অ্যান্থনি ভ্যান লিইয়েনহুকও অনুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেছিলেন। অ্যান্থনি-র অনুবীক্ষণ যন্ত্র ছিল সিঙ্গেল লেন্সের অনুবীক্ষণ যন্ত্র। এই যন্ত্রে তিনি ৫০০ জীবের আনুবীক্ষণিক ছবি দেখিয়েছিয়েন পৃথিবীবাসীকে। তার মধ্যে বিখ্যাত ছবিগুলো হলো-
১। ব্যাকটেরিয়া (এজন্যই মাইক্রোবায়োলজির জনক)।
২। রক্তকণিকা।
৩। পেশি।
৪। আণুবীক্ষণিক নেমাটোডস (সুতাকৃমি)।
৫। শুক্রাণু।
৬। বিভিন্ন উদ্ভিদের প্রচ্ছচ্ছেদ।
মনে প্রশ্ন আসতে পারে- অ্যান্থনি ভ্যান লিয়েনহুক বিজ্ঞানের জন্য স্পেশাল কী করেছেন?
-তিনিই প্রথম বিজ্ঞানী বড় বড় জীব থেকে আমাদের দৃষ্টিকে সরিয়ে আনুবীক্ষণিক (ক্ষুদ্র) জীবের দিকে আকৃষ্ট করেছেন গবেষণার জন্য।
জানার দরকার নেইঃ অ্যান্থনি ভ্যান লিয়েনহুকের একটা রোগ ছিল। রোগের নাম লিয়েনহুক'স ডিজিস। এক্ষেত্রে পেটের (Abdomen) পেশির আকস্মিক ও তীব্র সংকোচন ঘটে (এটি আসলে রোগ নয়, রোগের সাইন)।
অন্যান্য ব্লগ সমূহ
কোস্টাল ফ্যাসেট থাকে কোন কশেরুকায়?
প্রশ্নঃ কোস্টাল ফ্যাসেট থাকে কোন কশেরুকায়?
ক) লাম্বার
খ) থোরাসিক
গ) সারভাইকাল
ঘ) কক্কিজিয়াল
উত্তরঃ থোরাসিক কশেরুকা।
ব্যাখ্যাঃ আমাদের বক্ষ পিঞ্জরে থাকে ১২...
Published on : 17 Oct 2023
Adenoid কী? কীভাবে ওটাইটিস মিডিয়া (মধ্যকর্ণে সংক্রমণ) ঘটায়?
✒️লেখা: ডা. রাজীব হোসাইন সরকার
Adenoid কী? কীভাবে ওটাইটিস মিডিয়া (মধ্যকর্ণে সংক্রমণ) ঘটায়?
উত্তর: Adeno অর্থ গ্রন্থি,...
Published on : 30 Sep 2023
কোলেসিস্টোকাইনিন: শব্দের রহস্য উন্মোচন
✒️লেখা: ডা. রাজীব হোসাইন সরকার
কোলেসিস্টোকাইনিন হরমোনের কাজ
নামের মাঝেই এই হরমোনের ঠিকুজিকোষ্ঠী আছে|
Cole+cysto+kinin
(নামের শেষে -in আছে,...
Published on : 25 Sep 2023