কর্ডেটদের এন্ডোস্টাইল কী?

কর্ডেটদের এন্ডোস্টাইল কী?
এন্ডোস্টাইল (Endostyle)
১। এন্ডোঃ ভেতরে।
২। স্টাইলঃ দন্ড বা লম্বা জিনিস।
ব্যাখ্যাঃ কর্ডাটা পর্বের প্রাণির ভ্রূণাবস্থায় গলার কাছে (অঙ্কীয় বা ভেন্ট্রাল দিকে) দণ্ডাকৃতির লম্বা ভাঁজ (groove) থাকে। এটি পরিণত প্রাণীতে সাধারণত মিউকাস নামক পিচ্ছিল ও আঠালো তরল ক্ষরণ করে। এর মাধ্যমে খাদ্যকণাকে জড়ো করে। এরপর অন্ননালীর দিকে ঠেলে দেয়। উন্নত কর্ডেট বা মানুষে এন্ডোস্টাইল রূপান্তরিত হয়ে থাইরয়েড গ্রন্থিতে (থাইরয়েড তরুণাস্থি নয়) পরিণত হয়। থাইরয়েড গ্রন্থি থেকে ক্ষরিত হরমোন আমাদের দেহে বিপাক বা বিক্রিয়াগুলো ঘটায়।
অন্যান্য ব্লগ সমূহ

কোস্টাল ফ্যাসেট থাকে কোন কশেরুকায়?
✒️লেখা: ডা. রাজীব হোসাইন সরকার
কোলেসিস্টোকাইনিন হরমোনের কাজ
নামের মাঝেই এই হরমোনের ঠিকুজিকোষ্ঠী আছে|
Cole+cysto+kinin
(নামের শেষে -in আছে,...
Published on : 25 Sep 2023


