কিছু বেসিক শব্দার্থঃ রুইমাছের ধমনীতন্ত্র

১।** ব্রঙ্কিয়ালঃ** ব্রঙ্কিয়াল (Bronchial) অর্থ **শ্বসন অঙ্গ বা শ্বসননালী **বা শ্বসন-সম্বন্ধীয় (Respiratory Tract or Organ)।
মানুষের শ্বসনের অঙ্গ ফুসফুস হলেও রুইমাছের শ্বসনের জন্য থাকে ফুলকা। ফুলকায় আগত বা বহির্গত ধমনী-শিরাকে ব্রঙ্কিয়াল নামে ডাকা হয়।
২। ভেন্ট্রাল ও ডর্সাল অ্যাওর্টাঃ
-
ভেন্ট্রাল (Ventral) অর্থ অঙ্কীয় তল বা **বুক **বা **পেট **(Belly)।
-
ডর্সাল (Dorsal) অর্থ পৃষ্ঠীয় তল বা **পীঠ **(Back)।
-
অ্যাওর্টা (Aorta) অর্থ **মহাধমনী **(Larger Artery)।
**ভেন্ট্রাল অ্যাওর্টাঃ **হৃৎপিন্ডের অঙ্কীয় বা সামনের দিক থেকে যে মহাধনী উৎপন্ন হয়।
**ডর্সাল অ্যাওর্টাঃ **যে মহাধমনী পেছনের দিকে সৃষ্টি হয় বা পেছনের দিকে যায়।
অ্যাওর্টাঃ বড় ধমনী ( নালীর ব্যাস বেশি), আর্টারী অর্থ বড় ধমনীর চেয়ে কিছুটা ছোট (ব্যাস কম থাকে) ধমনী, আর্টারিওল অর্থ সবচেয়ে ছোট ধমনী (ধমনিকা)।
৩। ক্যারোটিড (Carotid)
-
ক্যারোটিড অর্থ তন্দ্রা (Drowsiness)।
এই ধমনী মস্তিষ্কে রক্ত সরবরাহ করে। যদি ক্যারোটিড ধমনীকে চেপে ধরা হয় তাহলে মস্তিষ্কে রক্তপ্রবাহ কমে যায় বা থেমে যায়। ফলে প্রাণীর মাথা ঘুরে যায় বা তন্দ্রাভাব চলে আসে। দীর্ঘক্ষণ চেপে ধরে থাকলে মৃত্যুর সম্ভাবনা আছে।
৪। সারকিউলাস সেফালিকাসঃ
-
সারকিউলাস (Cerculus) অর্থ সার্কেল বা বৃত্তাকার।
-
সেফালিকাস (Cephalicus) অর্থ সেফালোন (Cephalon) বা মাথা (Head)।
মাথার (Cephalon) নিকটে বৃত্তাকার (Cerculus) ধমনী বলয়কে সারকিউলাস সেফালিকাস বলে।
আরো কিছু শব্দার্থঃ
-
কডালঃ লেজ
-
রেনালঃ বৃক্ক/কিডনি
-
ইলিয়াকঃ কোমর বা কটি অঞ্চল/শ্রোনিদেশ
-
সাবক্ল্যাভিয়ানঃ ক্ল্যাভিকলের নিচ / হাতের দিক
-
সিলিয়াকোঃ গহ্বর, মেসেন্টেরিকঃ মেসেন্টেরন বা মধ্য অন্ত্র/ পরিপাক সম্বন্ধীয়
-
প্যারাইটালঃ বহিঃপ্রাচীর।
-ডা. রাজীব হোসাইন সরকার
অন্যান্য ব্লগ সমূহ

কোস্টাল ফ্যাসেট থাকে কোন কশেরুকায়?
প্রশ্নঃ কোস্টাল ফ্যাসেট থাকে কোন কশেরুকায়?
ক) লাম্বার
খ) থোরাসিক
গ) সারভাইকাল
ঘ) কক্কিজিয়াল
উত্তরঃ থোরাসিক কশেরুকা।
ব্যাখ্যাঃ আমাদের বক্ষ পিঞ্জরে থাকে ১২...
Published on : 17 Oct 2023

Adenoid কী? কীভাবে ওটাইটিস মিডিয়া (মধ্যকর্ণে সংক্রমণ) ঘটায়?
আরও পড়ুনPublished on : 30 Sep 2023

কোলেসিস্টোকাইনিন: শব্দের রহস্য উন্মোচন
✒️লেখা: ডা. রাজীব হোসাইন সরকার
কোলেসিস্টোকাইনিন হরমোনের কাজ
নামের মাঝেই এই হরমোনের ঠিকুজিকোষ্ঠী আছে|
Cole+cysto+kinin
(নামের শেষে -in আছে,...
Published on : 25 Sep 2023


