পার্থেনোজেনেসিস কী?

পার্থেনোজেনেসিস (Parthenogenesis)
-
Parthenon: Virgin (কুমারী)
-
Genesis: Process (কোনোকিছু তৈরির প্রক্রিয়া)
ব্যাখ্যাঃ পার্থেনন অর্থ কুমারী। কুমারী অর্থ পুরুষের স্পর্শ ছাড়া নারী।
কুমারী বলতে এখানে- স্ত্রীলিঙ্গ বোঝানো হচ্ছে। শুক্রাণু ও ডিম্বানুর মাঝে স্ত্রীলিঙ্গ হলো- ডিম্বানু। ডিম্বানু থেকে কোনোকিছু তৈরির প্রক্রিয়াকী বলে পার্থেনোজেনেসিস।
কী তৈরি হবে?
-সন্তান (ভ্রুণ)।
শুক্রাণুর দরকার পড়বে?
-না (কুমারী হবার কারণে)।
মোট কথাঃ ডিম্বানু থেকে ভ্রুণ সৃষ্টির প্রক্রিয়াকে বলে পার্থেনোজেনেসিস (শুক্রাণু ছাড়া)। লেবু, কমলালেবুতে ডিম্বাণু থেকে সরাসরি ভ্রুণ বা উদ্ভিদ তৈরি হয়। শুক্রাণু দ্বারা ডিম্বানুকে নিষিক্ত করার প্রয়োজন পড়ে না।
নোটঃ পার্থেনন হলো গ্রিসের একটি টেম্পলের নাম। টেম্পল তৈরি করা হয়েছে গ্রীক দেবী অ্যাথানাকে উদ্দেশ্য করে। অ্যাথেনার আরেক নাম- Athena The Virgin (Athena Parthenos)
অন্যান্য ব্লগ সমূহ

কোস্টাল ফ্যাসেট থাকে কোন কশেরুকায়?
✒️লেখা: ডা. রাজীব হোসাইন সরকার
কোলেসিস্টোকাইনিন হরমোনের কাজ
নামের মাঝেই এই হরমোনের ঠিকুজিকোষ্ঠী আছে|
Cole+cysto+kinin
(নামের শেষে -in আছে,...
Published on : 25 Sep 2023


