হিমোজয়েন কী?

হিমোজয়েন কী?

লেখাঃ ডা: রাজীব হোসাইন সরকার

 

হিমোজয়েন কী?

Hemozoin= গ্রিক haima (রক্ত) + zoon (প্রাণী)

  • হিমোজয়েন হলো এক ধরণের বর্জ্য। যেসব পরজীবী রক্ত খায়, তারা রক্তকে হজম করার পর বর্জ্য হিসেবে এক ধরণের ক্রিস্টালের মতো উপাদান ত্যাগ করে। এই ক্রিস্টাল উপাদানের নামই- হিমোজয়েন।

  • পরজীবী ম্যালেরিয়া জীবাণু রক্তের হিমোগ্লোবিন থেকে এই হিমোজয়েন পিগমেন্ট বা রঞ্জক তৈরি করে।

পাঠ্য বইয়ের কোথায় আছে এই টপিক?

  • ম্যালেরিয়া জীবাণু হিমোজয়েন ত্যাগ করে (মানুষের রক্ত খাবার পর)। এরিথ্রোসাইটিক সাইজোগনি দশায়।

এরিথ্রোসাইটিক সাইজোগনি কী?

  • এরিথ্রোসাইট (Erythrocyte) অর্থ লোহিত কণিকা (red Blood Corpuscles)।

  • সাইজোগনি (Schizogony): Schizo অর্থ বিভক্ত হওয়া (Devided)।

ব্যাখ্যাঃ ম্যালেরিয়া জীবাণূ যখন যকৃত ছেড়ে লোহিত কণিকার ভেতরে প্রবেশ করে, সেই সময়টাকে বলা হয়- এইরথ্রোসাইটিক সাইজোগনি ( বা লোহিত কণিকার ভেতরে ঢুকে পুষ্টি খেয়ে বড় হয়ে পরজীবীর নিউক্লিয়াস বিভক্ত হয়ে পরজীবীর সংখ্যাবৃদ্ধি ঘটানো)।

যে বিষয়টি স্মরণ রাখবে

  • হিমোজয়েনঃ এরিথ্রোসাইটিক সাইজোগনির সাইজন্ট দশায় হিমোজয়েন উৎপন্ন হয়। হিমোজয়েন নামক বর্জ্য পরজীবীর নিজের ভেতরেই (পরজীবীর নিউক্লিয়াসে) থাকে।

  • সাফনার্স দানাঃ সাফনার্স দানা উৎপন্ন হলে পরজীবীর দেহের বাইরে কিন্তু লোহিত কণিকার ভেতরে (লোহিত কণিকার সাইটোপ্লাজমে থাকে)।

Razib H Sarkar
03 Sep 2023

কোস্টাল ফ্যাসেট থাকে কোন কশেরুকায়?

✒️লেখা: ডা. রাজীব হোসাইন সরকার

 

কোলেসিস্টোকাইনিন হরমোনের কাজ

নামের মাঝেই এই হরমোনের ঠিকুজিকোষ্ঠী আছে|

Cole+cysto+kinin

(নামের শেষে -in আছে,...

আরও পড়ুন

Published on : 25 Sep 2023

info@biohaters.com
01713983345
Location