হিমোজয়েন কী?
লেখাঃ ডা: রাজীব হোসাইন সরকার
হিমোজয়েন কী?
Hemozoin= গ্রিক haima (রক্ত) + zoon (প্রাণী)
-
হিমোজয়েন হলো এক ধরণের বর্জ্য। যেসব পরজীবী রক্ত খায়, তারা রক্তকে হজম করার পর বর্জ্য হিসেবে এক ধরণের ক্রিস্টালের মতো উপাদান ত্যাগ করে। এই ক্রিস্টাল উপাদানের নামই- হিমোজয়েন।
-
পরজীবী ম্যালেরিয়া জীবাণু রক্তের হিমোগ্লোবিন থেকে এই হিমোজয়েন পিগমেন্ট বা রঞ্জক তৈরি করে।
পাঠ্য বইয়ের কোথায় আছে এই টপিক?
-
ম্যালেরিয়া জীবাণু হিমোজয়েন ত্যাগ করে (মানুষের রক্ত খাবার পর)। এরিথ্রোসাইটিক সাইজোগনি দশায়।
এরিথ্রোসাইটিক সাইজোগনি কী?
-
এরিথ্রোসাইট (Erythrocyte) অর্থ লোহিত কণিকা (red Blood Corpuscles)।
-
সাইজোগনি (Schizogony): Schizo অর্থ বিভক্ত হওয়া (Devided)।
ব্যাখ্যাঃ ম্যালেরিয়া জীবাণূ যখন যকৃত ছেড়ে লোহিত কণিকার ভেতরে প্রবেশ করে, সেই সময়টাকে বলা হয়- এইরথ্রোসাইটিক সাইজোগনি ( বা লোহিত কণিকার ভেতরে ঢুকে পুষ্টি খেয়ে বড় হয়ে পরজীবীর নিউক্লিয়াস বিভক্ত হয়ে পরজীবীর সংখ্যাবৃদ্ধি ঘটানো)।
যে বিষয়টি স্মরণ রাখবে
-
হিমোজয়েনঃ এরিথ্রোসাইটিক সাইজোগনির সাইজন্ট দশায় হিমোজয়েন উৎপন্ন হয়। হিমোজয়েন নামক বর্জ্য পরজীবীর নিজের ভেতরেই (পরজীবীর নিউক্লিয়াসে) থাকে।
-
সাফনার্স দানাঃ সাফনার্স দানা উৎপন্ন হলে পরজীবীর দেহের বাইরে কিন্তু লোহিত কণিকার ভেতরে (লোহিত কণিকার সাইটোপ্লাজমে থাকে)।
অন্যান্য ব্লগ সমূহ
টেস্টিস কেন বলা হয়?
লেখাঃ রাজীব হোসাইন সরকার
টেসটিস এর বানান হলো- Testis
Test+is= ফলাফল বা প্রমাণ বা স্বাক্ষী বা টেস্ট।
আরো...
Published on : 05 Jan 2024
কোস্টাল ফ্যাসেট থাকে কোন কশেরুকায়?
প্রশ্নঃ কোস্টাল ফ্যাসেট থাকে কোন কশেরুকায়?
ক) লাম্বার
খ) থোরাসিক
গ) সারভাইকাল
ঘ) কক্কিজিয়াল
উত্তরঃ থোরাসিক কশেরুকা।
ব্যাখ্যাঃ আমাদের বক্ষ পিঞ্জরে থাকে ১২...
Published on : 17 Oct 2023
Adenoid কী? কীভাবে ওটাইটিস মিডিয়া (মধ্যকর্ণে সংক্রমণ) ঘটায়?
✒️লেখা: ডা. রাজীব হোসাইন সরকার
Adenoid কী? কীভাবে ওটাইটিস মিডিয়া (মধ্যকর্ণে সংক্রমণ) ঘটায়?
উত্তর: Adeno অর্থ গ্রন্থি,...
Published on : 30 Sep 2023