প্রোটোপ্লাজমকে কেন বংশগতির ধারক ও বাহক ও জীবনের আধার বলে?

প্রোটোপ্লাজমকে কেন বংশগতির ধারক ও বাহক ও জীবনের আধার বলে?

লেখাঃ ডা. রাজীব হোসাইন সরকার

 

প্রশ্নঃ প্রোটোপ্লাজমকে কেন বংশগতির ধারক ও বাহক বলে?

প্রোটোপ্লাজম হলো কোষের সমস্ত সজীব অংশ। যেমনঃ

  • কোষঝিল্লী

  • নিউক্লিয়াস (ক্রোমোসোম থাকে)

  • সাইটোপ্লাজম

  • সাইটোপ্লাজমের অঙ্গাণু।

খেয়াল করো, নিউক্লিয়াসের ভেতরে ক্রোমোসোম থাকে। আমরা তো জানিই ক্রোমোসোমই বংশগতির ধারক ও বাহক। সেইসুত্রে প্রোটোপ্লাজমকেও একই উপাধিতে ডাকা যায়।

কারণ প্রোটোপ্লাজমের একটি অংশ নিউক্লিয়াস। নিউক্লিয়াসের একটি অংশ ক্রোমোসোম।

প্রশ্নঃ প্রোটোপ্লাজমকে কেন জীবনের আধার বলা হয়?

-আধার অর্থ আশ্রয় (Shelter)।

জীবকোষের প্রোটোপ্লাজমেই সকল বিক্রিয়া ঘটে। বলা যায়, প্রোটোপ্লাজমই বিক্রিয়ার আধার বা আশ্রয়স্থল বা বিক্রিয়াস্থল। বিক্রিয়াগুলো দ্বারাই...

  • ক্রোমোসোম দ্বিগুন হয় (রেপ্লিকেশন)

  • শক্তি উৎপন্ন হয় ( শ্বসনের বিভিন্ন ধাপ ক্রেবস চক্র, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম)

  • কোষের প্রয়োজনীয় সকাল উপাদান তৈরি হয়, আদানপ্রদান ঘটে।

যেহেতু এসব বিক্রিয়ায় জীবকে বাঁচিয়ে (জীবিত রাখে) রাখে তাই বলা যায় প্রোটপ্লাজমই জীবনের আধার।

Razib H Sarkar
01 Sep 2023

কোস্টাল ফ্যাসেট থাকে কোন কশেরুকায়?

প্রশ্নঃ কোস্টাল ফ্যাসেট থাকে কোন কশেরুকায়?

ক) লাম্বার

খ) থোরাসিক

গ) সারভাইকাল

ঘ) কক্কিজিয়াল

উত্তরঃ থোরাসিক কশেরুকা।

 

 

ব্যাখ্যাঃ আমাদের বক্ষ পিঞ্জরে থাকে ১২...

আরও পড়ুন

Published on : 17 Oct 2023

Adenoid কী? কীভাবে ওটাইটিস মিডিয়া (মধ্যকর্ণে সংক্রমণ) ঘটায়?

✒️লেখা: ডা. রাজীব হোসাইন সরকার

 

Adenoid কী? কীভাবে ওটাইটিস মিডিয়া (মধ্যকর্ণে সংক্রমণ) ঘটায়?

উত্তর: Adeno অর্থ গ্রন্থি,...

আরও পড়ুন

Published on : 30 Sep 2023

কোলেসিস্টোকাইনিন: শব্দের রহস্য উন্মোচন

✒️লেখা: ডা. রাজীব হোসাইন সরকার

 

কোলেসিস্টোকাইনিন হরমোনের কাজ

নামের মাঝেই এই হরমোনের ঠিকুজিকোষ্ঠী আছে|

Cole+cysto+kinin

(নামের শেষে -in আছে,...

আরও পড়ুন

Published on : 25 Sep 2023

info@biohaters.com
01713983345
Location