প্রোটোপ্লাজমকে কেন বংশগতির ধারক ও বাহক ও জীবনের আধার বলে?

লেখাঃ ডা. রাজীব হোসাইন সরকার
প্রশ্নঃ প্রোটোপ্লাজমকে কেন বংশগতির ধারক ও বাহক বলে?
প্রোটোপ্লাজম হলো কোষের সমস্ত সজীব অংশ। যেমনঃ
-
কোষঝিল্লী
-
নিউক্লিয়াস (ক্রোমোসোম থাকে)
-
সাইটোপ্লাজম
-
সাইটোপ্লাজমের অঙ্গাণু।
খেয়াল করো, নিউক্লিয়াসের ভেতরে ক্রোমোসোম থাকে। আমরা তো জানিই ক্রোমোসোমই বংশগতির ধারক ও বাহক। সেইসুত্রে প্রোটোপ্লাজমকেও একই উপাধিতে ডাকা যায়।
কারণ প্রোটোপ্লাজমের একটি অংশ নিউক্লিয়াস। নিউক্লিয়াসের একটি অংশ ক্রোমোসোম।
প্রশ্নঃ প্রোটোপ্লাজমকে কেন জীবনের আধার বলা হয়?
-আধার অর্থ আশ্রয় (Shelter)।
জীবকোষের প্রোটোপ্লাজমেই সকল বিক্রিয়া ঘটে। বলা যায়, প্রোটোপ্লাজমই বিক্রিয়ার আধার বা আশ্রয়স্থল বা বিক্রিয়াস্থল। বিক্রিয়াগুলো দ্বারাই...
-
ক্রোমোসোম দ্বিগুন হয় (রেপ্লিকেশন)
-
শক্তি উৎপন্ন হয় ( শ্বসনের বিভিন্ন ধাপ ক্রেবস চক্র, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম)
-
কোষের প্রয়োজনীয় সকাল উপাদান তৈরি হয়, আদানপ্রদান ঘটে।
যেহেতু এসব বিক্রিয়ায় জীবকে বাঁচিয়ে (জীবিত রাখে) রাখে তাই বলা যায় প্রোটপ্লাজমই জীবনের আধার।
অন্যান্য ব্লগ সমূহ

কোস্টাল ফ্যাসেট থাকে কোন কশেরুকায়?
✒️লেখা: ডা. রাজীব হোসাইন সরকার
কোলেসিস্টোকাইনিন হরমোনের কাজ
নামের মাঝেই এই হরমোনের ঠিকুজিকোষ্ঠী আছে|
Cole+cysto+kinin
(নামের শেষে -in আছে,...
Published on : 25 Sep 2023


