দীর্ঘতম ও বৃহত্তম কোষঃ কনফিউশন

দীর্ঘতম ও বৃহত্তম কোষঃ কনফিউশন

লেখারাজীব হোসাইন সরকার

দীর্ঘতম ও বৃহত্তম কোষঃ কনফিউশন

নিউরনের ক্ষেত্রে দেখো দৈর্ঘ্যের কথা বলা। এককের দিকে খেয়াল করবে। লেখা আছে- ১.৩৭ মিটার
উটপাখি বা অস্ট্রিচের ডিমের আয়তন (ঘনমিটার) বা ভুমির পরিমাপ (বর্গমিটার) দেওয়া আছে। বইতে লেখা আছে, উটপাখি বা অস্ট্রিচের ডিমের আকার হলোঃ ১৭ সেমি × ১২.৫ সেমি= ১৭×১২.৫ বর্গসেমি (বর্গমিটার)

এক্সট্রা নোটঃ নিউরনকেই সবচেয়ে বড় কোষ মনে হচ্ছে?

-এমন মনে হতেই পারে। যদি মানুষের দীর্ঘতম (সায়াটিক স্নায়ু) নিউরনকে দলাপাকিয়ে ডিমের মতো করো তবে সেটা একটা ব্রয়লার মুরগীর ডিমের সমান মনে হবে। বুঝতেই পারছো, আকার বা আয়তন চিন্তা করলে কেন উটপাখি বা অস্ট্রিচের ডিমের কথা ভাবতে হবে।

এক্সট্রা বোনাসঃ ডিমে কয়টি কোষ থাকে?

-একটি (সমগ্র ডিম একটিই কোষ)

Razib H Sarkar
31 Aug 2023

কোস্টাল ফ্যাসেট থাকে কোন কশেরুকায়?

✒️লেখা: ডা. রাজীব হোসাইন সরকার

 

কোলেসিস্টোকাইনিন হরমোনের কাজ

নামের মাঝেই এই হরমোনের ঠিকুজিকোষ্ঠী আছে|

Cole+cysto+kinin

(নামের শেষে -in আছে,...

আরও পড়ুন

Published on : 25 Sep 2023

info@biohaters.com
01713983345
Location