ব্যাকটেরিয়াতে কেন নিউক্লিয়াস থাকে না? এতে সুবিধা কী?
লেখা: রাজীব হোসাইন সরকার
ব্যাকটেরিয়াতে কেন নিউক্লিয়াস থাকে না? এতে সুবিধা কী?
ব্যাকটেরিয়া এককোষী জীব। কোনো ধরণের জটিলতা নাই। সাইটোপ্লাজমে DNA থাকে। DNA থেকে ট্রান্সক্রিপশন প্রক্রিয়ায় mRNA এবং mRNA থেকে ট্রান্সলেশন প্রক্রিয়ায় প্রোটিন উৎপন্ন হয় (রাইবোসোমের সাহায্য নিয়ে)।
নিউক্লিয়াস না থাকায় (নিউক্লিয়ার মেমব্রেন না থাকায়) mRNA কে নিউক্লিয়াস থেকে নিউক্লিয়ার রন্ধ্রপথে সাইটোপ্লাজমে যাবার প্রয়োজন পড়ে না। বরং যখনি DNA থেকে mRNA উৎপন্ন হতে থাকে, তখনই রাইবোসোম এসে প্রোটিন তৈরি শুরু করে দেয়। প্রোটিন তৈরির উপাদানগুলো (rRNA, Ribosome) সব হাতের নাগালেই থাকে। সবকিছু একই স্থানে থাকার কারণে প্রক্রিয়াগুলো সম্পন্ন করতে সময় ব্যয় কম হবে। ATP খরচ কমে যাবে। ফলে ব্যাকটেরিয়াকে অতিরিক্ত শক্তি ব্যয়ের ভারটা নিতে হয় না। ঐ শক্তিটাকে অন্য গুরুত্বপূর্ণ কাজে খরচ করতে পারে।
ব্যাকটেরিয়ায় নিউক্লিয়াস না থাকায় অসুবিধা কী?
নিউক্লিয়াস না থাকায় জেনেটিক পদার্থ (DNA) সাইটোপ্লাজমে উন্মুক্ত থাকে। ফলে ব্যাকটেরিয়ার অভ্যন্তরে ভাইরাস প্রবেশ করলে খুব সহজেই RNA Polymerase এনজাইমের (যা নিউক্লিয়াসের ভেতরে থাকতে পারতো) এর নিয়ন্ত্রণ নিয়ে ফেলে। এরপর ব্যাকটেরিয়ার নিজস্ব DNA কে বিনষ্ট করে দেয়। যদি নিউক্লিয়াস থাকতো (নিউক্লিয়ার মেমব্রেন), তাহলে RNA Polymerase এর নিয়ন্ত্রণ নেওয়া সম্ভব হতো না।
অন্যান্য ব্লগ সমূহ
কোস্টাল ফ্যাসেট থাকে কোন কশেরুকায়?
প্রশ্নঃ কোস্টাল ফ্যাসেট থাকে কোন কশেরুকায়?
ক) লাম্বার
খ) থোরাসিক
গ) সারভাইকাল
ঘ) কক্কিজিয়াল
উত্তরঃ থোরাসিক কশেরুকা।
ব্যাখ্যাঃ আমাদের বক্ষ পিঞ্জরে থাকে ১২...
Published on : 17 Oct 2023
Adenoid কী? কীভাবে ওটাইটিস মিডিয়া (মধ্যকর্ণে সংক্রমণ) ঘটায়?
✒️লেখা: ডা. রাজীব হোসাইন সরকার
Adenoid কী? কীভাবে ওটাইটিস মিডিয়া (মধ্যকর্ণে সংক্রমণ) ঘটায়?
উত্তর: Adeno অর্থ গ্রন্থি,...
Published on : 30 Sep 2023
কোলেসিস্টোকাইনিন: শব্দের রহস্য উন্মোচন
✒️লেখা: ডা. রাজীব হোসাইন সরকার
কোলেসিস্টোকাইনিন হরমোনের কাজ
নামের মাঝেই এই হরমোনের ঠিকুজিকোষ্ঠী আছে|
Cole+cysto+kinin
(নামের শেষে -in আছে,...
Published on : 25 Sep 2023