ফ্যাগোসাইটসিস ও পিনোসাইটসিসঃ বেসিক
লেখাঃ ডা. রাজীব হোসাইন সরকার
পিনোসাইটোসিসঃ Pino+cyte+osis
-
Pino: Drink বা পান করা (তরল খাদ্য খাওয়াকে পান করা বলে)।
-
cyte: Cell বা কোষ
-
osis: state or process (অবস্থা বা প্রক্রিয়া)
পিনোসাইটোসিসঃ যে প্রক্রিয়ায় কোষ তরল পদার্থ তার শরীরের ভেতরে গ্রহণ করে- তাকে পিনোসাইটোসিস বলে।
ফ্যাগোসাইটসিসঃ Phago+Cyte+Osis
-
Phago: ভক্ষণ করা (কঠিন খাদ্য খাওয়াকে ভক্ষণ বলা হয়)
-
Cyte: Cell বা কোষ।
-
Osis: state or process (অবস্থা বা প্রক্রিয়া)।
ফ্যাসোগসাইটোসিসঃ কোষ দ্বারা কঠিন খাদ্যবস্তু গ্রহণ করাকে ফ্যাগোসাইটোসিস বলে।
ফ্যাগোসাইটিক কোষঃ যেসকল কোষ ফ্যাগোসাইটসিস করে তাদের ফ্যাগোসাইটিক কোষ বলে। যেমনঃ মনোসাইট, নিউট্রোফিল (মনোসাইট ম্যাক্রোফেজে পরিণত হয়। এটিই সবচেয়ে বড় ফ্যাগোসাইটিক কোষ)।
To know More Basic
১। পিনোসাইটসিসঃ তরল পদার্থকে কোষ গ্রহণ করবে। তরলের সাথে আয়ন (অতি ক্ষুদ্র) গ্রহন করবে। অনেকটা আমাদের লবণের শরবত পান করার মতো (পানি ও লবণের আয়ন)।
২। ফ্যাগোসাইটোসিসঃ বৃহৎ অণু বা জীবাণু বা বহিরাগত বস্তুকে কোষ গ্রহন করবে। যেমনঃ ব্যাকটেরিয়া।
-
পিনোসাইটসিসে কোষে গহ্বর (ভেসিকল) তৈরি হয়।
-
ফ্যাগোসাইটসিসে কোষে গহ্বর (ভেসিকল) তৈরি হয় + ক্ষণপদ তৈরি হয়।
অন্যান্য ব্লগ সমূহ
কোস্টাল ফ্যাসেট থাকে কোন কশেরুকায়?
প্রশ্নঃ কোস্টাল ফ্যাসেট থাকে কোন কশেরুকায়?
ক) লাম্বার
খ) থোরাসিক
গ) সারভাইকাল
ঘ) কক্কিজিয়াল
উত্তরঃ থোরাসিক কশেরুকা।
ব্যাখ্যাঃ আমাদের বক্ষ পিঞ্জরে থাকে ১২...
Published on : 17 Oct 2023
Adenoid কী? কীভাবে ওটাইটিস মিডিয়া (মধ্যকর্ণে সংক্রমণ) ঘটায়?
✒️লেখা: ডা. রাজীব হোসাইন সরকার
Adenoid কী? কীভাবে ওটাইটিস মিডিয়া (মধ্যকর্ণে সংক্রমণ) ঘটায়?
উত্তর: Adeno অর্থ গ্রন্থি,...
Published on : 30 Sep 2023
কোলেসিস্টোকাইনিন: শব্দের রহস্য উন্মোচন
✒️লেখা: ডা. রাজীব হোসাইন সরকার
কোলেসিস্টোকাইনিন হরমোনের কাজ
নামের মাঝেই এই হরমোনের ঠিকুজিকোষ্ঠী আছে|
Cole+cysto+kinin
(নামের শেষে -in আছে,...
Published on : 25 Sep 2023