সেকেন্ডারী প্রাচীর কখন থাকে না?

সেকেন্ডারী প্রাচীর কখন থাকে না?

লেখাঃ ডা. রাজীব হোসাইন সরকার

কোষপ্রাচীরের তিনটি স্তর।

১। মধ্যপর্দা

২। প্রাইমারী পর্দা

৩। সেকেন্ডারী পর্দা

সব উদ্ভিদকোষেই মধ্যপর্দা ও প্রাথমিক প্রাচীর থাকে। কিন্তু সবখানে সেকেন্ডারী প্রাচীর থাকে না।

ভাজক কোষ ও অধিক মাত্রায় বিপাকীয় কোষে সেকেন্ডারী প্রাচীর থাকে না।

কেন থাকে না?

ভাজককোষের ক্ষেত্রে নেই কেনঃ ব্যাখ্যা

সেকেন্ডারী প্রাচীর সাধারণত শেষে তৈরি হয়।

যদি কোনো কোষ বিভাজিত হয়, তার চারপাশে সেকেন্ডারী প্রাচীর তৈরি হতে পারবে না। একবার হয়ে গেলে সেই কোষ আর নিজেকে আঁকারে বাড়াতে পারবে না। ফলে বিভাজিতও হতে পারবে না।

নোটঃ আমরা জানি, কোষবিভাজনের সময় কোষের আকার, নিউক্লিয়াসের আকার বড় হয়। কোষের এক্সপ্যানশন (আকার বাড়া) না হলে কোষ বিভাজন অসম্ভব।

অধিকমাত্রায় বিপাকীয় কোষে কেন সেকেন্ডারী প্রাচীর থাকে নাঃ ব্যাখ্যা

বিপাকঃ বিশেষ পাক (কোষের ভেতর ঘটে)

পরিপাক হবার পর (পরিপাকনালিতে) সরল অনুগুলো রক্তের মাধ্যমে **কোষের **ভেতরে চলে আসে। এবার সরল অনুগুলো (গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাকটোজ, অ্যামিনো এসিড, ফ্যাটি এসিড, গ্লিসারল) বিভিন্ন বিক্রিয়ার মাধ্যমে **শক্তি **(ATP) উৎপন্ন করে।

অথবা-

অতিরিক্ত গ্লুকোজগুলো গ্লাইকোজেন (**গ্লাইকোজেনেসিস **প্রক্রিয়ায়) তৈরি করে জমা থাকে।

অথবা-

**অথবা ফ্যাটি এসিড গ্লিসারলরা **TAG (ট্রাই-অ্যাসাইল-গ্লিসারলতৈরি করে।

এসব জটিল বিক্রিয়াচক্রের মতো বিক্রিয়াকে একত্রে বলা হয়- মেটাবলিজম। মেটাবলিজম শব্দের অর্থই বিপাক।

উদ্ভিদে পরিপাকনালী বা পরিপাকনালীতে পরিপাকের ব্যাপার না থাকলেও বিপাক থাকে। বিপাক উদ্ভিদ ও প্রাণীতে কমন ব্যাপার। অল্পকিছু পার্থক্য ছাড়া।

যাই হোক-

যেসব কোষে অধিক মাত্রায় বিপাক বা মেটাবলিজম বা বিক্রিয়া ঘটে, সেসব কোষের চারপাশে সেকেন্ডারী প্রাচীর তৈরি হবে না। কারণ বিপাকীয় কোষে প্রচুর পরিমাণে বিক্রিয়ক ও পানি প্রয়োজন পড়ে। প্রাইমারী প্রাচীর কিছুটা হলেও পানি ও উপাদানের জন্য ভেদ্য কিন্তু সেকেন্ডারী প্রাচীর হলে সেই উপাদান ও পানি সহজে কোষে প্রবেশ করতে পারে না। বিক্রিয়া বা বিপাক অসম্ভব হয়ে পড়ে।

একইসাথে অতিরিক্ত বিপাকীয় বা মেটাবলিক কোষে বর্জ্য বেশি উৎপন্ন হয়। বর্জ্য নিষ্কাষণের জন্য হলেও সেকেন্ডারী প্রাচীর তৈরি হওয়া যাবে না। তৈরি হলে বর্জ্য বের হতে পারবে না।

Razib H Sarkar
18 Aug 2023

কোস্টাল ফ্যাসেট থাকে কোন কশেরুকায়?

প্রশ্নঃ কোস্টাল ফ্যাসেট থাকে কোন কশেরুকায়?

ক) লাম্বার

খ) থোরাসিক

গ) সারভাইকাল

ঘ) কক্কিজিয়াল

উত্তরঃ থোরাসিক কশেরুকা।

 

 

ব্যাখ্যাঃ আমাদের বক্ষ পিঞ্জরে থাকে ১২...

আরও পড়ুন

Published on : 17 Oct 2023

Adenoid কী? কীভাবে ওটাইটিস মিডিয়া (মধ্যকর্ণে সংক্রমণ) ঘটায়?

✒️লেখা: ডা. রাজীব হোসাইন সরকার

 

Adenoid কী? কীভাবে ওটাইটিস মিডিয়া (মধ্যকর্ণে সংক্রমণ) ঘটায়?

উত্তর: Adeno অর্থ গ্রন্থি,...

আরও পড়ুন

Published on : 30 Sep 2023

কোলেসিস্টোকাইনিন: শব্দের রহস্য উন্মোচন

✒️লেখা: ডা. রাজীব হোসাইন সরকার

 

কোলেসিস্টোকাইনিন হরমোনের কাজ

নামের মাঝেই এই হরমোনের ঠিকুজিকোষ্ঠী আছে|

Cole+cysto+kinin

(নামের শেষে -in আছে,...

আরও পড়ুন

Published on : 25 Sep 2023

info@biohaters.com
01713983345
Location