BH Quiz Commando
কোর্স সম্পর্কে বিস্তারিত
BH কুইজ কমান্ডো, জীববিজ্ঞানের প্রতিটি অধ্যায়ের প্রতিটি টপিক ধারাবাহিকভাবে পড়ে পরীক্ষা দেওয়ার মাধ্যমে নিজেকে যাচাই করার জন্য বায়োলজি হেটার্সের পক্ষ থেকে উন্মুক্ত আয়োজন। যেকোনো ব্যাচের শিক্ষার্থীরা দেশের যেকোনো জায়গা থেকে সম্পূর্ণ ফ্রিতে এখানে অংশগ্রহণ করতে পারবে।
এখানে আমরা প্রথমে শিক্ষার্থীদের মতামত নিয়ে একটা অধ্যায় সিলেকশন করি।
এরপর সেই অধ্যায়কে ১০-১৫ টা ভাগে ভাগ করে রুটিন করি।
এরপর সেই রুটিন অনুযায়ী নির্ধারিত দিনে ৫ মার্কের পরীক্ষা হয়।
এরপর চ্যাপ্টার ফাইনাল হয় ৫০ মার্ক এর।
এভাবে একটা চ্যাপ্টার শেষ হলে সেই চ্যাপ্টারের সেরা ৩ জনকে আমরা গিফটও পাঠাই।
ঠিক এভাবেই শুরু থেকে ধারাবাহিকভাবে BH কুইজ কমান্ডো চলছে। বেশ কয়েকটা অধ্যায় কভার হয়েছে ইতোমধ্যে। কোয়েশ্চেনের মান, ধরন বা রেগুলারিটি দেখতে বায়োলজি হেটার্স গ্রুপ বা পেইজে BH কুইজ কমান্ডো লিখে সার্চ করলেই পাবে। আমাদের টার্গেট বায়োলজির ২৪ টা অধ্যায়ই শেষ করা। সে লক্ষ্যে আমরা এগোচ্ছি, অনেকদূর এগিয়েছি, এখন শুধু তোমাদের অংশগ্রহণের পালা।
আমাদের অন্যান্য কোর্স সমূহ

The Midas Touch (Final Preparation 2025)

Elite Force : Biology (English Version) Academic Batch 2026

BH Troops - The Last Dance (With Materials)


