Exam
Question View - সমন্বয় ও নিয়ন্ত্রণ
1. কোন Germ layer থেকে স্নায়ুতন্ত্রের উৎপত্তি?
Edit
Topic: স্নায়ুবিক সমন্বয়,সমন্বয় ও নিয়ন্ত্রণ,প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: ভ্রুণীয় স্তর (Germ layer) ৩ টি - এক্টোডার্ম, এন্ডোডার্ম, মেসোডার্ম। ভ্রুণীয় এক্টোডার্ম থেকে মানুষের স্নায়ুতন্ত্র উৎপত্তি লাভ করে।
2. Retina-য় কোন ধরনের নিউরন পাওয়া যায়?
Edit
Topic: নিউরনের প্রকারভেদ, সমন্বয় ও নিয়ন্ত্রণ, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: - প্রলম্বিত অংশের উপর ভিত্তি করে নিউরন ৫ প্রকার। যথাঃ ইউনিপোলার, বাইপোলার, সিউডোইউনিপোলার, অ্যাপোলার, মাল্টিপোলার।
বাইপোলার (Bipolar) বা দ্বিমেরুযুক্ত নিউরন: কোষদেহ থেকে সৃষ্ট প্রলম্বিত অংশের সংখ্যা ২টি: একটি ডেনড্রাইট, অন্যটি অ্যাক্সন। মানব ভ্রূণে স্নায়ুতন্ত্রের সব কোষই বাইপোলার। পরবর্তীকালে এগুলো ইউনিপোলার অথবা মাল্টিপোলার নিউরনে ইউনিপোলার বাইপোলার পরিণত হয়। রেটিনা, কক্লিয়া ও নাকে এ ধরনের নিউরন পাওয়া যায়।
3. Spinal ganglia তে কোন ধরনের নিউরন থাকে?
Edit
Topic: নিউরনের প্রকারভেদ, সমন্বয় ও নিয়ন্ত্রণ, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: সিউডোইউনিপোলার (Pseudounipolar) বা ছদ্মমেরুযুক্ত নিউরন: প্রাথমিক অবস্থায় দুটি প্রলম্বিত অংশ থাকে যা বৃদ্ধির সাথে সাথে মিলিত হয়ে একটিতে পরিণত হয়। দেখতে ইউনিপোলার হলেও প্রকৃতপক্ষে এগুলো বাইপোলার নিউরন থেকে সৃষ্ট। স্পাইনাল গ্যাংলিয়া ও করোটিক স্নায়ুর গ্যাংলিয়ায় এ ধরনের নিউরন অবস্থিত।
4. চোখের রেটিনার মধ্যবর্তী নিউক্লিয়ার স্তরে কোন নিউরন পাওয়া যায়?
Edit
Topic: নিউরনের প্রকারভেদ, সমন্বয় ও নিয়ন্ত্রণ, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: অ্যাপোেলার (Apolar) বা মেরুহীন নিউরন: কোষদেহে কোন প্রলম্বিত অংশ থাকে না। সেরেব্রাল হেমিস্ফিয়ারের বহিঃস্তরে এবং চোখের রেটিনার মধ্যবর্তী নিউক্লিয়ার স্তরে মেরুবিহীন নিউরন পাওয়া যায় ।
5. নিউরনের কোন ধরণের যোজক টিস্যু স্নায়ুরজ্জুর মায়েলিন আবরণ গঠন করে?
Edit
Topic: নিউরোগ্লিয়া, সমন্বয় ও নিয়ন্ত্রণ, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: নিউরোগ্লিয়া (Neuroglia)ঃ
নিউরন যে যোজক টিস্যুর ভিতর সুরক্ষিত থাকে তাকে নিউরোগ্লিয়া বলে। নিউরোগ্লিয়াগুলো কখনো উদ্দীপ্ত হয় না। আকার, আয়তন ও সংখ্যার উপর ভিত্তি করে নিউরোগ্লিয়া কোষগুলোকে প্রধানত ৪ ভাগে ভাগ করা যায়।
১. অ্যাস্ট্রোসাইট (Astrocytes): এ কোষগুলো তারকাকৃতির এবং কেন্দ্র থেকে বিচ্ছুরিত অসংখ্য সাইটোপ্লাজমিক অভিক্ষেপযুক্ত। অভিক্ষেপ দিয়ে এরা একদিকে রক্তজালিকা এবং অন্যদিকে নিউরনের সাথে সংযুক্ত থাকে। এরা নিউরনে পুষ্টি সরবরাহ করে। ছায়
২. অলিগোডেনড্রোসাইট (Oligodendrocytes): এ কোষগুলো আকারে তুলনামূলকভাবে ছোট এবং কম অভিক্ষেপযুক্ত। এরা স্নায়ুরজ্জুর মায়েলিন আবরণ গঠন করে।
৩. মাইক্রোগ্লিয়া (Microglia): এগুলো ক্ষুদ্র কোষ। এদের দেহে অসংখ্য লম্বা, সরু ও জটিল আঁকাবাঁকা ধরনের অভিক্ষেপ থাকেরক্ত থেকে এদের উৎপত্তি হয়। এরা গতিশীল এবং ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ভক্ষণ করে। এরা ক্ষুদ্রতম নিউরোগ্লিয়া।
৪. ইপেনডাইমা (Ependyma): এসব কোষ মস্তিষ্ক ও স্পাইনাল কর্ড এর তরলপূর্ণ গহ্বরের প্রাচীর তৈরি করে। এরা এক ধরনের ঘনতলীয় আবরণী কোষ (cuboidal epithelium)। সেরেব্রোস্পাইনাল ফ্লুইড (cerebrospinal fluid) তৈরি, সংবহন ও শোষণের সাথে এসব কোষ জড়িত।
6. দেহের সেনসরি (সংবেদী) ও মোটর (চেষ্টীয়) অঞ্চলসমূহের কাজের মধ্যে সমন্বয় সাধনের মাধ্যমে দেহাভ্যন্তরের সাম্যাবস্থা বজায় রাখার প্রক্রিয়া কি নামে পরিচিত?
Edit
Topic: স্নায়ুতন্ত্রের কাজ, সমন্বয় ও নিয়ন্ত্রণ, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: দেহের সাম্যাবস্থা বজায় রাখা: দেহের সেনসরি (সংবেদী) ও মোটর (চেষ্টীয়) অঞ্চলসমূহের কাজের মধ্যে সমন্বয় সাধনের মাধ্যমে দেহাভ্যন্তরের সাম্যাবস্থা (হোমিওস্ট্যাসিস) বজায় রাখে।
7. প্রাপ্ত বয়স্ক নিউরনের মুখ্য অংশে কোন ধরণের কোষীয় অঙ্গাণু পাওয়া যায় না?
Edit
Topic: স্নায়ুতন্ত্রের গঠন, সমন্বয় ও নিয়ন্ত্রণ, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: কোষ দেহ (Cell body): এটি নিউরনের মুখ্য অংশ এবং গোল, ডিম্বাকার, নক্ষত্রাকার, মোচাকার, সুঁচালো প্রভৃতি বিভিন্ন আকারের হয়। কোষদেহের ব্যাস ৫ থেকে ১২০ মাইক্রোমিটার পর্যন্ত হতে পারে। কোষদেহ প্লাজমামেমব্রেন, সাইটোপ্লাজম ও নিউক্লিয়াস- এ তিনটি অংশ নিয়ে গঠিত। সাইটোপ্লাজমে প্রচুর অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং মুক্ত পলিরাইবোজোম মিলে নিম্ন দানা (Nissl's granule) গঠন করে। এছাড়া এতে বহুসংখ্যক মাইটোকন্ড্রিয়া, গলজি বডি, গুচ্ছবদ্ধ নিউরোফিলামেন্টসহ অন্যান্য দ্রব্য থাকে। যেহেতু প্রাপ্ত বয়স্ক নিউরন বিভাজিত হতে পারে না তাই প্রাপ্ত বয়স্ক নিউরনের মুখ্য অংশে সেন্ট্রিওল পাওয়া যায় না।
8. Nervous System এর গাঠনিক একক কয় ধরণের?
Edit
Topic: স্নায়ুতন্ত্রের গঠন, সমন্বয় ও নিয়ন্ত্রণ, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: স্নায়ুতন্ত্রের গাঠনিক একক দুধরনের- নিউরন এবং নিউরোগ্লিয়া।
9. নিচের কোন রাসায়নিক মৌলটি একক আয়ন হিসেবে নিউরোট্রান্সমিটার এর মতো কাজ করে?
Edit
Topic: নিউরন নিঃসৃত রাসায়নিক বস্তু, সমন্বয় ও নিয়ন্ত্রণ, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: নিউরোট্রান্সমিটারের উদাহরণঃ
গ্যাস : কার্বন মনোক্সাইড, হাইড্রোজেন সালফাইড, নাইট্রিক অক্সাইড । একক আয়ন: দস্তা।
10. নিচের কোন নিউরোট্রান্সমিটারটি সিগনাল বাধাদায়ক হিসেবে কাজ করে?
Edit
Topic: নিউরন নিঃসৃত রাসায়নিক বস্তু, সমন্বয় ও নিয়ন্ত্রণ, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: কার্যক্ষমতার ভিত্তিতে নিউরোট্রান্সমিটারের শ্রেণিবিন্যাস নিম্নরূপ :
উত্তেজক: অ্যাসপার্টেট, গুটামেট, সেরোটোনিন, ATP, CO
বাধাদায়ক : GABA, গ্লাইসিন, টরিন।
উত্তেজনক ও বাধাদায়ক : অ্যাসিটাইলকোলিন, ডোপামিন, এপিনেফ্রিন, নরএপিনেফ্রিন, NO, এনকেফালিন,কোলেসিস্টোকাইনিন।
11. নিচের কোন ধরণের নিউরোগ্লিয়া গতিশীল এবং ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ভক্ষণ করে?
Edit
Topic: নিউরোগ্লিয়া, সমন্বয় ও নিয়ন্ত্রণ, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: মাইক্রোগ্লিয়া (Microglia): এগুলো ক্ষুদ্র কোষ। এদের দেহে অসংখ্য লম্বা, সরু ও জটিল আঁকাবাঁকা ধরনের অভিক্ষেপ থাকেরক্ত থেকে এদের উৎপত্তি হয়। এরা গতিশীল এবং ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ভক্ষণ করে। এরা ক্ষুদ্রতম নিউরোগ্লিয়া।
12. দুটি Cerebral Hemisphere কি দিয়ে যুক্ত থাকে?
Edit
Topic: মস্তিষ্কের গঠন, সমন্বয় ও নিয়ন্ত্রণ, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: সেরেব্রাম (Cerebrum): দুটি পাশাপাশি অবস্থিত, বড়, কুন্ডলি পাকানো ও খাঁজবিশিষ্ট খন্ড নিয়ে সেরেব্রাম গঠিত। খন্ডদুটিকে সেরেব্রাল হেমিস্ফিয়ার (cerebral hemisphere) বলে। সেরেব্রাম মস্তিষ্কের সবচেয়ে বড় অংশ (মস্তিষ্কের ওজনের ৮০%-ই হচ্ছে সেরেব্রাম) এবং মস্তিষ্কের অন্যান্য অংশকে আবৃত করে রাখে। হেমিস্ফিয়ার দুটি উপরিভাগে একটি গভীর অনুদৈর্ঘ্য খাঁজ দ্বারা পৃথক থাকলেও ভিতরের দিকে কর্পাস ক্যালোসাম (corpus callosum) নামে চওড়া স্নায়ুগুচ্ছ দিয়ে যুক্ত। প্রতিটি সেরেব্রাল হেমিস্ফিয়ারের অভ্যন্তরে একটি তরলপূর্ণ প্রকোষ্ঠ থাকে। এদের পার্শ্বীয় প্রকোষ্ঠ বলে।
13. কোনটি সেরেব্রাল হেমিস্ফিয়ারের লোব নয়?
Edit
Topic: মস্তিষ্কের গঠন, সমন্বয় ও নিয়ন্ত্রণ, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: সেরেব্রামকে ৫ টি লোব বা খন্ডে বিভক্ত করা যায়। যথা- ফ্রন্টাল, প্যারাইটাল, লিম্বিক, অক্সিপিটাল ও টেম্পোরাল লোব।
i. ফ্রন্টাল লোব (Frontal lobe): মানসিক বোধের (যেমন: স্মৃতি, বুদ্ধি, চিন্তা, শিক্ষা, সৃজনশীলতা ইত্যাদি) কেন্দ্র, বাক কেন্দ্র।
ii. প্যারাইটাল লোব (Parietal lobe): সাধারণ অনুভূতির (যেমন: ব্যথা, স্পর্শ, উষ্ণতা ইত্যাদি) কেন্দ্র; স্বাদ কেন্দ্র।
iii. টেম্পোরাল লোব (Temporal lobe): শ্রুতি কেন্দ্র।
iv. অক্সিপিটাল লোব (Occipital lobe); দৃষ্টি কেন্দ্র।
v. লিম্বিক লোব (Limbic lobe): সহজাত প্রবৃত্তির (যেমন: খাদ্য গ্রহণ, রেচন, জনন ইত্যাদি) কেন্দ্র।
14. মস্তিষ্কের ওজনের কত শতাংশ সেরেব্রামে গঠিত?
Edit
Topic: মস্তিষ্কের গঠন, সমন্বয় ও নিয়ন্ত্রণ, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: সেরেব্রাম (Cerebrum): দুটি পাশাপাশি অবস্থিত, বড়, কুন্ডলি পাকানো ও খাঁজবিশিষ্ট খন্ড নিয়ে সেরেব্রাম গঠিত। খন্ডদুটিকে সেরেব্রাল হেমিস্ফিয়ার (cerebral hemisphere) বলে। সেরেব্রাম মস্তিষ্কের সবচেয়ে বড় অংশ (মস্তিষ্কের ওজনের ৮০%-ই হচ্ছে সেরেব্রাম) এবং মস্তিষ্কের অন্যান্য অংশকে আবৃত করে রাখে। হেমিস্ফিয়ার দুটি উপরিভাগে একটি গভীর অনুদৈর্ঘ্য খাঁজ দ্বারা পৃথক থাকলেও ভিতরের দিকে কর্পাস ক্যালোসাম (corpus callosum) নামে চওড়া স্নায়ুগুচ্ছ দিয়ে যুক্ত। প্রতিটি সেরেব্রাল হেমিস্ফিয়ারের অভ্যন্তরে একটি তরলপূর্ণ প্রকোষ্ঠ থাকে। এদের পার্শ্বীয় প্রকোষ্ঠ বলে।
15. নিচের কোনটি মধ্যমস্তিষ্কের অংশ নয়?
Edit
Topic: মস্তিষ্কের গঠন, সমন্বয় ও নিয়ন্ত্রণ, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: মধ্যমস্তিষ্ক নিচের অংশগুলো নিয়ে গঠিত।
ক. টেকটাম (Tectum): এটি মধ্যমস্তিষ্কের পৃষ্ঠীয় অংশ।
খ. সেরেব্রাল অ্যাকুইডাক্ট (Cerebral aqueduct): এটি মধ্যমস্তিষ্কের ভিতরে অবস্থিত এবং মস্তিষ্কের তৃতীয় ও চতুর্থ গহ্বরকে সংযুক্ত করে।
গ. কর্পোরা কোয়াড্রিজেমিনা (Corpora quadregemina): এটি মধ্যমস্তিষ্কের পৃষ্ঠদেশে অবস্থিত এবং দুটি গোলাকার খণ্ড নিয়ে গঠিত।
ঘ. সেরেব্রাল পেডাঙ্কল (Cerebral peduncle) : এটি মধ্যমস্তিষ্কের অঙ্কীয়দেশে দুটি নলাকার ও পুরু স্নায়ুরজ্জু নিয়ে গঠিত।
16. নিচের কোনটি Brain stem গঠন করে না?
Edit
Topic: মস্তিষ্কের গঠন, সমন্বয় ও নিয়ন্ত্রণ, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: মধ্যমস্তিষ্ক, পনস ও মেডুলা অবলংগাটাকে একত্রে ব্রেইন স্টেম (brain stem) বলে।
17. নিচের কোনটি লিম্বিক সিস্টেমের মূল অংশ?
Edit
Topic: মস্তিষ্কের বিভিন্ন অংশের কাজ, সমন্বয় ও নিয়ন্ত্রণ, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: হাইপোথ্যালামাস (Hypothalamus): এটি থ্যালামাসের ঠিক নিচে অবস্থিত, গ্রে ম্যাটার নির্মিত এবং অন্ততঃ এক ডজন পৃথক অঞ্চলে বিভক্ত অংশ। অংশগুলো সুনির্দিষ্ট কাজে নিযুক্ত থাকে। হাইপোথ্যালামাস একটি সূক্ষ্ম অংশের সাহায্যে পিটুইটারি গ্রন্থির সঙ্গে সংযুক্ত। এটি লিম্বিক সিস্টেম (limbic system; আচরণগত ও আবেগ সংক্রান্ত ব্যাপার নিয়ন্ত্রণ করে)-এর মূল অংশ।
18. Endocrine Gland এর ক্ষরণ নিয়ন্ত্রণ করে কোনটি?
Edit
Topic: মস্তিষ্কের বিভিন্ন অংশের কাজ, সমন্বয় ও নিয়ন্ত্রণ, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: হাইপোথ্যালামাসের গুরুত্বপূর্ণ কিছু কাজ - (i) স্বয়ংক্রিয় স্নায়ুকেন্দ্রের কেন্দ্র হিসেবে কাজ করে; (ii) দেহতাপ নিয়ন্ত্রণ করে; (iii) ক্ষুধা, তৃষ্ণা, ঘাম, ঘুম, রাগ, পীড়ন, ভালোলাগা, ঘৃণা, উদ্বেগ প্রভৃতির কেন্দ্র হিসেবে কাজ করে; (iv) রক্তচাপ নিয়ন্ত্রণ করে এবং অন্তঃক্ষরা গ্রন্থির ক্ষরণ নিয়ন্ত্রণ করে; (v) ভ্যাসোপ্রেসিন ও অক্সিটোসিন নামে দুরকম নিউরোহরমোন সরাসরি ক্ষরিত হয় এবং তা পশ্চাৎ পিটুইটারির মধ্যে জমা থাকে।
19. মস্তিষ্কের কোন অংশ স্বাভাবিক Respiratory rate নিয়ন্ত্রণ করে?
Edit
Topic: মস্তিষ্কের বিভিন্ন অংশের কাজ, সমন্বয় ও নিয়ন্ত্রণ, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: পনসের কিছু গুরুত্বপূর্ণ কাজ- (i) এটি প্রতিবর্ত কেন্দ্র (reflex center) হিসেবে কাজ করে; (ii) শ্বসন কার্য নিয়ন্ত্রণ করে; (iii) স্পাইনাল কর্ড ও মস্তিষ্কের মধ্যে সঞ্চালন পথ হিসেবে কাজ করে; (iv) মস্তিষ্কের বিভিন্ন অংশে সংবেদ প্রবাহের প্রেরণ কেন্দ্র হিসেবে কাজ করে।
20. মস্তিষ্কের বিভিন্ন অংশে সংবেদ প্রবাহের প্রেরণকেন্দ্র কোনটি?
Edit
Topic: মস্তিষ্কের বিভিন্ন অংশের কাজ, সমন্বয় ও নিয়ন্ত্রণ, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: মস্তিষ্কের বিভিন্ন অংশের কাজ, সমন্বয় ও নিয়ন্ত্রণ, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
ব্যাখ্যা: পনসের কিছু গুরুত্বপূর্ণ কাজ-(i) এটি প্রতিবর্ত কেন্দ্র (reflex center) হিসেবে কাজ করে; (ii) শ্বসন কার্য নিয়ন্ত্রণ করে; (iii) স্পাইনাল কর্ড ও মস্তিষ্কের মধ্যে সঞ্চালন পথ হিসেবে কাজ করে; (iv) মস্তিষ্কের বিভিন্ন অংশে সংবেদ প্রবাহের প্রেরণ কেন্দ্র হিসেবে কাজ করে।
21. সঙ্গাবহ স্নায়ুর রিলে স্টেশন কোনটি?
Edit
Topic: মস্তিষ্কের বিভিন্ন অংশের কাজ, সমন্বয় ও নিয়ন্ত্রণ, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: থ্যালামাস (Thalamus): প্রত্যেক সেরেব্রাল হেমিস্ফিয়ারের সেরেব্রাল মেডুলায় অবস্থিত এবং গ্রে ম্যাটারে গঠিত একেকটি ডিম্বাকার অঞ্চলের নাম থ্যালামাস। দুটি থ্যালামাই (বহুবচন) একটি যোজক দিয়ে যুক্ত। কাজ : (i) এটি সংজ্ঞাবহ স্নায়ুর (sensory nerve) রিলে স্টেশন হিসেবে কাজ করে (স্নায়ু আবেগ থ্যালামাস → সেরেব্রাম); (ii) চাপ, স্পর্শ, যন্ত্রণা প্রভৃতি স্থূল অনুভূতির কেন্দ্র, আবেগের কেন্দ্র ও অভ্যন্তরীণ অঙ্গের নিয়ন্ত্রক কেন্দ্র হিসেবে কাজ করে; (iii) মানুষের ব্যক্তিত্ব ও সামাজিক আচরণের প্রকাশ ঘটায়; (iv) ঘুমন্ত মানুষকে হঠাৎ জাগিয়ে তোলা ও পরিবেশ সম্বন্ধে সতর্ক করে তোলে।
22. কোন স্নায়ুটি অক্ষিগোলকের সঞ্চালনের সাথে জড়িত না?
Edit
Topic: মানুষের করোটিক স্নায়ুসমূহ, সমন্বয় ও নিয়ন্ত্রণ, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: অক্ষিগোলকের সঞ্চালনের সাথে জড়িত স্নায়ু- অকুলোমোটর, ট্রকলিয়া, অ্যাবডুসেন্স।
অকুলোমোটর (Oculomotor) স্নায়ু : মধ্যমস্তিষ্কের অঙ্কীয়দেশ থেকে উৎপন্ন হয়ে চোখে প্রবেশ করে এবং চোখের ইনফিরিয়র অবলিক ও তিনটি রেকটাস পেশিতে বিস্তৃত হয়। এগুলো চেষ্টীয় স্নায়ু। চক্ষুপেশির ক্রিয়া নিয়ন্ত্রণের মাধ্যমে অক্ষিগোলকের সঞ্চালনে সহায়তা করে।
ট্রকলিয়ার (Trochlear) স্নায়ু (প্যাথেটিক স্নায়ু): মধ্যমস্তিষ্কের পৃষ্ঠ-পার্শ্বদেশ থেকে সৃষ্টি হয়ে সুপিরিয়র অবলিক নামক চক্ষুপেশিতে বিস্তার লাভ করে। এগুলোও চেষ্টীয় স্নায়ু এবং অক্ষিগোলকের সঞ্চালন নিয়ন্ত্রণে কাজ করে। অ্যাবডুসেন্স (Abducens) স্নায়ু: পনস ও মেডুলা অবলংগাটার (মেডুলা) সংযোগস্থলের অঙ্কীয়দেশ থেকে সৃষ্টি হয়ে অক্ষিগোলকের বহিঃরেকটাস পেশিতে বিস্তৃত হয়। এটি চেষ্টীয় স্নায়ু এবং অক্ষিগোলকের সঞ্চালন নিয়ন্ত্রণ করে।
23. শ্রবণ ও ভারসাম্য রক্ষা করা কোন স্নায়ুর কাজ?
Edit
Topic: মানুষের করোটিক স্নায়ুসমূহ, সমন্বয় ও নিয়ন্ত্রণ, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: ভেস্টিব্যুলোকক্লিয়ার বা অডিটরি (Vestibulocochlear or Auditory) স্নায়ু ফ্যাসিয়াল স্নায়ুর পশ্চাৎভাগে পনস ও মেডুলা অবলংগাটার সংযোগস্থলের পার্শ্বদেশ থেকে সৃষ্টি হয়ে অন্তঃকর্ণে প্রবেশ করে। এটি সংবেদী প্রকৃতির এবং শ্রবণ ও ভারসাম্য রক্ষার অনুভূতি মস্তিষ্কে বহন করে।
24. নিচের কোনটি Sensory cranial nerve নয়?
Edit
Topic: মানুষের করোটিক স্নায়ুসমূহ, সমন্বয় ও নিয়ন্ত্রণ, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: সংবেদী করোটিক স্নায়ু- অলফ্যাক্টরি, অপটিক ও অডিটরি।
25. কোনটি Vagus nerve এর শাখা নয়?
Edit
Topic: মানুষের করোটিক স্নায়ুসমূহ, সমন্বয় ও নিয়ন্ত্রণ, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: ভেগাস (Vagus): মেডুলা অবলংগাটার পার্শ্বদেশ থেকে সৃষ্টি হয়ে প্রতিটি স্নায়ু চারটি শাখায় বিভক্ত হয়। ভেগাস একটি মিশ্র স্নায়ু। শাখাগুলো সংশিষ্ট অঙ্গের ক্রিয়াকলাপ নিয়ন্ত্রণ করে। শাখাগুলো হচ্ছে:
ক. ল্যারিঞ্জিয়াল (Laryngeal): স্বরযন্ত্রে বিস্তৃত হয়।
খ. কার্ডিয়াক (Cardiac): হৃৎপিণ্ডে স্নায়ু সরবরাহ করে।
গ. গ্যাস্ট্রিক (Gastric): পাকস্থলিতে স্নায়ু প্রদান করে।
ঘ. পালমোনারি (Pulmonary): ফুসফুসে বিস্তার লাভ করে।
26. বহিকর্ণকে মধ্যকর্ণ থেকে পৃথক রাখে কোনটি?
Edit
Topic: বহিঃকর্ণ, সমন্বয় ও নিয়ন্ত্রণ, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: Tympanic membrane বা কর্ণপটহ বহিকর্ণকে মধ্যকর্ণ থেকে পৃথক রাখে।
27. নিচের কোনটি External ear এর অংশ নয়?
Edit
Topic: কান, সমন্বয় ও নিয়ন্ত্রণ, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: বহিকর্ণের তিনটি অংশ। যথা- পিনা বা ওরিকল, অডিটর মিটাস বা কর্ণ কুহর, টিম্পেনিক মেমব্রেন বা কর্নপটহ।
28. সিরুমিনাস নামক বহিঃক্ষরা গ্রন্থি কোথায় রয়েছে
Edit
Topic: কান, সমন্বয় ও নিয়ন্ত্রণ, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: অডিটরী মিটাসের ত্বকে সিরুমিনাস গ্রন্থি নামক বহি-ক্ষরা গ্রন্থি থাকে। এখান থেকে সিরুমেন নামক পদার্থ ক্ষরিত হয়।
29. মানুষের Middle ear & Oesophagus সংযোগ নালী কোনটি?
Edit
Topic: মধ্যকর্ণ, সমন্বয় ও নিয়ন্ত্রণ, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: মধ্যকর্ণের তলদেশ থেকে সৃষ্টি হয়ে গলবিল পর্যন্ত বিস্তৃত একটি সরু নালী বিশেষ যার নাম ইউস্টেশিয়ান ক্যানেল।
30. মানবদেহের সবথেকে ছোট অস্থি কোনটি
Edit
Topic: মধ্যকর্ণ, সমন্বয় ও নিয়ন্ত্রণ, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: সবথেকে ছোট অস্থি স্টেপিস & সবথেকে বড় অস্থি ফিমার।
31. কোনটির মাধ্যমে শব্দ মধ্যকর্ণ থেকে অন্তঃকর্ণে প্রবেশ করে?
Edit
Topic: মধ্যঃকর্ণ, সমন্বয় ও নিয়ন্ত্রণ, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: ফেনেস্ট্রো ওভালিস নামক ছিদ্রপথের মাধ্যমে শব্দ মধ্যকর্ণ থেকে অন্তঃকর্ণে প্রবেশ করে। ফেনেস্ট্রো রোটান্ডা নামক ছিদ্রপথে শব্দ মধ্যকর্ণে চলে আসে এবং প্রশমিত হয়ে যায়।
32. অতিরিক্ত শব্দ কিসের মাধ্যমে শব্দ মধ্যকর্ণে চলে আসে এবং প্রশমিত হয়ে যায়?
Edit
Topic: মধ্যঃকর্ণ, সমন্বয় ও নিয়ন্ত্রণ, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: ফেনেস্ট্রো রোটান্ডা নামক ছিদ্রপথে শব্দ মধ্যকর্ণে চলে আসে এবং প্রশমিত হয়ে যায়।
33. অন্তকর্ণের vestibular apparatus এর কাজ কি?
Edit
Topic: অন্তঃকর্ণ, সমন্বয় ও নিয়ন্ত্রণ, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: মানুষের ভারসাম্যের অঙ্গকে vestibular apparatus বলে।
34. শ্রবণ অনুভূতি গ্রহণ করে মস্তিষ্কে প্রেরণ করে কোন অংশ?
Edit
Topic: অন্তঃকর্ণ, সমন্বয় ও নিয়ন্ত্রণ, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: ককলিয়া শ্রবণ উদ্দীপনা গ্রহণ করে ও স্নায়ুর মাধ্যমে মস্তিষ্কে প্রেরণ করে।
35. মেমব্রেনাস ল্যাবিরিন্থের অভ্যন্তরে কোনটি থাকে?
Edit
Topic: অন্তঃকর্ণ, সমন্বয় ও নিয়ন্ত্রণ, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: অন্তঃকর্ণের প্রধান অংশ মেমব্রেনাস ল্যাবিরিন্থের অভ্যন্তরে এন্ডোলিম্ফ নামক তরল পদার্থ থাকে।
36. শব্দ গ্রাহকযন্ত্র রুপে কাজ করে কোনটি?
Edit
Topic: অন্তঃকর্ণ, সমন্বয় ও নিয়ন্ত্রণ, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: মানুষের মূল শ্রবণ অঙ্গ organ of corti যা শব্দ গ্রাহকযন্ত্ররুপে কাজ করে।
37. Internal ear এর প্রধান অংশ কোনটি?
Edit
Topic: অন্তঃকর্ণ, সমন্বয় ও নিয়ন্ত্রণ, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: অন্তঃকর্ণের প্রধান অংশ মেমব্রেনাস ল্যাবিরিন্থের অভ্যন্তরে এন্ডোলিম্ফ নামক তরল পদার্থ থাকে।
38. Perilymph এ শব্দ তরঙ্গের শক্তি কতগুণ বৃদ্ধি পায়?
Edit
Topic: শব্দ ও ভারসাম্য রক্ষায় কানের ভূমিকা, সমন্বয় ও নিয়ন্ত্রণ, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: মধ্যকর্ণের অস্থিমালার লিভার ক্রিয়ায় পরিবাহিত শব্দ তরঙ্গের শক্তি প্রায় ২০ গুণ বর্ধিত হয়ে স্ক্যালা ভেস্টিবুলির পেরিলিম্ফে সঞ্চারিত হয়।
39. স্যাকুলাসে শামুকের খোলকের মতো নালিকা-
Edit
Topic: শ্রবণ ও ভারসাম্য রক্ষায় কানের ভূমিকা, সমন্বয় ও নিয়ন্ত্রণ, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: ককলিয়া দেখতে শামুকের মতো।