Exam
Question View - শৈবাল ও ছত্রাক
1. মাতৃকোষের অনুরূপ বৈশিষ্ট্য কিন্তু অচল রেণু নিচের কোনটিকে নির্দেশ করে?
Edit
Topic: ৫.১ শৈবাল, শৈবালের অযৌন জনন, শৈবাল ও ছত্রাক, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: মাতৃকোষের অনুরূপ বৈশিষ্ট্য কিন্তু অচল রেণুকে অটোস্পোর বলা হয়।
2. নিচের কোন ধরণের শৈবাল সমুদ্রের নিচে মাটিতে আবদ্ধ (inhabiting the seafloor) হয়ে জন্মায়?
Edit
Topic: ৫.১ শৈবাল, শৈবাল ও ছত্রাক, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: বেনথিক শৈবাল সমুদ্রের নিচে মাটিতে আবদ্ধ (inhabiting the seafloor) হয়ে জন্মায়। - The term benthic refers to anything associated with or occurring on the bottom of a body of water. (benthic-bottom of the sea)
3. কোন ধরণের শৈবাল এন্ডোসিমবায়োন্ট হিসেবে থাকে?
Edit
Topic: ৫.১ শৈবাল, শৈবাল ও ছত্রাক, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: Endophyte – (এন্ডোফাইট) – উচ্চ শ্রেণির জীবের টিস্যুর অভ্যন্তরে জন্মায়- পোষক দেহ থেকে পুষ্টি শোষণ গ্রহণ করে। - Epiphyte – (এপিফাইট) – অন্য শৈবাল বা উদ্ভিদের গায়ে জন্মায় – কিন্তু পোষক দেহ থেকে পুষ্টি শোষণ করে না, শুধু দৈহিক সাপোর্ট এর জন্য ব্যবহার করে। - Endosymbiont – (অন্যোন্যজীবিতা) – পারস্পরিক নির্ভরতার মধ্য দিয়ে দুটি জীবের সুষ্ঠ জীবনযাপন।
4. শেওলা (pond scum) এর বৈশিষ্ট্য সম্পর্কে কোনটি সঠিক?
Edit
Topic: ৫.১ শৈবাল, শৈবালের বৈশিষ্ট্য, শৈবাল ও ছত্রাক, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: শৈবাল বা শেওলা - আলো ছাড়া জন্মাতে পারে না - সমাঙ্গদেহী (থ্যালোফাইটা) – সুস্পষ্ট মূল, কান্ড, পাতা সৃষ্টি হয় না - পরিবহণ বা ভাস্কুলার টিস্যু অনুপস্থিত - সালোকসংশ্লেষণকারী স্বভোজী জীব, তাই শোষণ প্রক্রিয়ার পুষ্টি গ্রহণ করে না।
5. নিচের কোনটি অধিকাংশ শৈবালের সাইটোপ্লাজমে সঞ্চিত খাদ্য হিসেবে অবস্থান করে?
Edit
Topic: ৫.১ শৈবাল, শৈবালের বৈশিষ্ট্য, শৈবাল ও ছত্রাক, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: অধিকাংশ শৈবালের সাইটোপ্লাজমে কার্বহাইড্রেট বা শর্করা সঞ্চিত খাদ্য হিসেবে অবস্থান করে।
6. উল্লেখিত কোন শৈবালটি দেহ বহুকোষী কিন্তু দেখতে পাতার মতো?
Edit
Topic: ৫.১ শৈবাল, শৈবালের দৈহিক গঠন, শৈবাল ও ছত্রাক, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: Chara – দেহ পর্ব-পর্বমধ্য সদৃশ - Ulva – দেহ বহুকোষী, পাতার মতো - Vaucheria _ দেহ সাইফনের মতো নলাকার - Sargassum – দেহ বাহ্যত মূল, কান্ড, পাতার ন্যায়।
7. বহুকোষী শৈবালের কোষের বাইরে জড় cell wall এর প্রধান উপাদান নিচের কোনটি?
Edit
Topic: ৫.১ শৈবাল, শৈবালের কোষীয় গঠন, শৈবাল ও ছত্রাক, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: শৈবালের জড় কোষ প্রাচীর সেলুলোজ নির্মিত।
8. Fire Algae নামে পরিচিত শৈবালের সঞ্চিত খাদ্য নিচের কোনটি?
Edit
Topic: ৫.১ শৈবাল, প্রধান প্রধান শৈবাল শ্রেণির সংক্ষিপ্ত পরিচিতি, শৈবাল ও ছত্রাক, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: Fire Algae নামে পরিচিত শৈবাল হলো Pyrrophyta (Gymnodinium) এবং এর সঞ্চিত খাদ্য প্যারামাইলন।
9. Red Tide’ এর জন্য দায়ী কোন শৈবাল?
Edit
Topic: ৫.১ শৈবাল, প্রধান প্রধান শৈবাল শ্রেণির সংক্ষিপ্ত পরিচিতি, শৈবাল ও ছত্রাক, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: ‘Red Tide’ এর জন্য দায়ী Pyrrophyta।
10. Bioluminescence তৈরিতে শৈবালে অবস্থিত কোন প্রোটিন কাজে লাগে?
Edit
Topic: ৫.১ শৈবাল, প্রধান প্রধান শৈবাল শ্রেণির সংক্ষিপ্ত পরিচিতি, শৈবাল ও ছত্রাক, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: Bioluminescence তৈরিতে শৈবালে অবস্থিত লুসিফেরিন (Luciferin) প্রোটিন কাজে লাগে।
11. উন্নত প্রকৃতির হেটেরোগ্যামিক যৌন জননের মাধ্যমে জনন সম্পন্ন হয় নিচের কোন শৈবালের?
Edit
Topic: ৫.১ শৈবাল, শৈবালের যৌন জনন, শৈবাল ও ছত্রাক, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: উন্নত প্রকৃতির হেটেরোগ্যামিক যৌন জনন - Oogamy (বড়, নিশ্চল স্ত্রী গ্যামিট + ছোট সচল পুং গ্যামিট) এর মাধ্যমে Fucus নামক শৈবাল গোষ্ঠী জনন সম্পন্ন করে।
12. Ulothrix এর অযৌন জনন সম্পন্ন করার জন্য সৃষ্ট জুস্পোরে কতটি ফ্লাজেলা থাকে?
Edit
Topic: ৫.১ শৈবাল, Ulothrix এর অযৌন জনন, শৈবাল ও ছত্রাক, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: Ulothrix এর অযৌন জনন সম্পন্ন করার জন্য সৃষ্ট জুস্পোরে ৪টি ফ্লাজেলা থাকে।
13. কোন ধরণের শৈবাল মাটিতে মুক্ত নাইট্রোজেন সংবন্ধন করে?
Edit
Topic: ৫.১ শৈবাল, শৈবালে অর্থনৈতিক গুরুত্ব – উপকারী দিক, শৈবাল ও ছত্রাক, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: সায়ানোব্যাকটেরিয়া/ নীলাভ সবুজ শৈবাল (যেমনঃ Nostoc, Anabaena, Aulosira) মাটিতে মুক্ত নাইট্রোজেন সংবন্ধন করে মাটির উর্বরতা বৃদ্ধি করে।
14. ন্যানোফিল্টার তৈরিতে কোন শৈবাল ব্যাবহার করা হয়?
Edit
Topic: ৫.১ শৈবাল, শৈবালে অর্থনৈতিক গুরুত্ব – উপকারী দিক, শৈবাল ও ছত্রাক, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: ন্যানোফিল্টার তৈরিতে Pithopohora নামক শৈবাল ব্যাবহার করা হয়।
15. শৈবালের উপকারী দিক নয় নিচের কোনটি?
Edit
Topic: ৫.১ শৈবাল, শৈবালে অর্থনৈতিক গুরুত্ব – অপকারী দিক, শৈবাল ও ছত্রাক, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: নীলাভ সবুজ শৈবাল জলাশয়ে ওয়াটার ব্লুম তৈরি করে।
16. ছত্রাক সম্পর্কে সঠিক নিচের কোনটি?
Edit
Topic: ৫.২ ছত্রাক, শৈবাল ও ছত্রাক, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: - হাইফিসমৃদ্ধ মাইসেলিয়াম দ্বারা গঠিত জীব। - অভাস্কুলার জীব। - লাইকেন - রাইজাইন দিয়ে পানি শোষণ করে - ছত্রাক থ্যালোফাইটা জাতীয় উদ্ভিদ। - তীব্র অভিযোজন ক্ষমতাসম্পন্ন।
17. নিচের কোনটিকে পৃথিবীর সবচেয়ে বড় জীব হিসেবে গণ্য করা হয়?
Edit
Topic: ৫.২ ছত্রাক, মধু ছত্রাক, শৈবাল ও ছত্রাক, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: - মধু ছত্রাক (Honey mushroom-Armillaria ostoyae) কে পৃথিবীর সবচেয়ে বড় জীব হিসেবে গণ্য করা হয়। - এর বয়স প্রায় ২৪০০ বছর এবং ২০০০ একর জমির উপর বিস্তৃত। - ব্রিসল কোন পাইন – সবচেয়ে প্রাচীন বৃক্ষ। - কনিফার - এ জাতীয় উদ্ভিদ সবচেয়ে দীর্ঘ হয়।
18. কোন জীব ভিন্নতর পরিবেশে নিজের আকৃতি পরিবর্তন করে মানুষের ফুসফুসে কোষপিন্ড হিসেবে অবস্থান করে?
Edit
Topic: ৫.২ ছত্রাক, ছত্রাকের ডাইমর্ফিজম, শৈবাল ও ছত্রাক, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: - ‘ছত্রাক’ ভিন্নতর পরিবেশে নিজের আকৃতি পরিবর্তনের যোগ্যতা রাখে যা ডাইমর্ফিজম নামে পরিচিত। - Histoplasma capsulatum ছত্রাকটি মাটিতে সূত্রাকার এবং মানুষের ফুসফুসে কোষপিন্ড হিসেবে অবস্থান করে। যা ‘‘হিস্টোপ্লাজমোসিস’’ রোগ সৃষ্টি করে।
19. ছত্রাকের অঙ্গজ জননের (Vegetative reproduction) পদ্ধতি নয় কোনটি?
Edit
Topic: ৫.২ ছত্রাক, ছত্রাকের অঙ্গজ জনন, শৈবাল ও ছত্রাক, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: ছত্রাকের অঙ্গজ জননের (Vegetative reproduction) পদ্ধতি - দ্বি-ভাজন (binary fusion) - কুঁড়ি সৃষ্টি (budding) - দৈহিক খন্ডায়ন (fragmentation)।
20. নিচের কোন ধরণের ছত্রাকের দৈহিক ও জনন অঙ্গের মধ্যে কোনো পার্থক্য থাকে না?
Edit
Topic: ৫.২ ছত্রাক, ছত্রাকের জনন, শৈবাল ও ছত্রাক, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: - হলোকারপিক ছত্রাকের দৈহিক ও জনন অঙ্গের মধ্যে কোনো পার্থক্য থাকে না। যেমন- Synchytrium । - ইউকারপিক ছত্রাকের দেহের অংশবিশেষ হতে জননাঙ্গের সৃষ্টি হয়। যেমন-Saprolegnia।
21. নিচের কোন শৈবাল থেকে বাণিজ্যিকভাবে উৎপাদিত প্রথম এন্টিবায়োটিক পেনিসিলিন তৈরি হয়?
Edit
Topic: ৫.২ ছত্রাক, ছত্রাকের গুরুত্ব, ছত্রাকের উপকারী প্রভাব, শৈবাল ও ছত্রাক, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: Penicillium chrysogenum থেকে বাণিজ্যিকভাবে উৎপাদিত প্রথম এন্টিবায়োটিক পেনিসিলিন তৈরি হয়।
22. আর্থ্রাইটিস নিরাময়ে ব্যবহৃত স্টেরয়েড (Steroid) কোন ছত্রাক থেকে পাওয়া যায়?
Edit
Topic: ৫.২ ছত্রাক, ছত্রাকের গুরুত্ব, ছত্রাকের উপকারী প্রভাব, শৈবাল ও ছত্রাক, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: Aspergillus থেকে আর্থ্রাইটিস নিরাময়ে ব্যবহৃত স্টেরয়েড (Steroid) পাওয়া যায়।
23. Agaricus এর জনন অংশ কি নামে পরিচিত?
Edit
Topic: ৫.২ ছত্রাক, Agaricus-দৈহিক গঠন, শৈবাল ও ছত্রাক, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: - Agaricus এর জনন অংশ ফ্রুটবডি বা fruiting body নামে পরিচিত। - Agaricus এর দৈহিক অংশকে মাইসেলিয়াম (mycelium) বলা হয়।
24. মাশরুম (Agaricus) থেকে কোন ভিটামিন পাওয়া যায় না?
Edit
Topic: ৫.২ ছত্রাক, Agaricus ছত্রাকের অর্থনৈতিক গুরুত্ব, শৈবাল ও ছত্রাক, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: মাশরুম (Agaricus) থেকে Vit – C, D, K পাওয়া যায়।
25. নিচের কোনটি অ্যাগারিকাসের গিলের অন্তর্গঠনের অংশ নয়?
Edit
Topic: ৫.২ ছত্রাক, Agaricus- গিলের অন্তর্গঠন, শৈবাল ও ছত্রাক, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: অ্যাগারিকাসের গিলের অন্তর্গঠনের অংশ - ট্রমা - সাবহাইমেনিয়াম - হাইমেনিয়াম।
26. নিচের কোনটি মাশরুমের (Agaricus) সঞ্চিত খাদ্য?
Edit
Topic: ৫.২ ছত্রাক, Agaricus-দৈহিক গঠন, শৈবাল ও ছত্রাক, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: মাশরুমের (Agaricus) সঞ্চিত খাদ্য হিসেবে তৈল বিন্দু থাকে।
27. কোন ছত্রাকের সংক্রমণে মানুষের দাদরোগ (Ringworm) হয়ে থাকে?
Edit
Topic: ৫.২ ছত্রাক, ছত্রাকঘটিত রোগ, শৈবাল ও ছত্রাক, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: Trichophyton ছত্রাকের সংক্রমণে মানুষের দাদরোগ (Ringworm) হয়ে থাকে।
28. কোন ছত্রাকের আক্রমণে আলুর বিলম্বিত ধবসা রোগ প্রকাশিত হয়?
Edit
Topic: ৫.২ ছত্রাক, ছত্রাকঘটিত রোগ, শৈবাল ও ছত্রাক, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: - আলুর আর্লি ব্রাইট রোগের কারণ Alternaria solani - আলুর লেট ব্রাইট বা বিলম্বিত ধবসা রোগের কারণ Phytopthora intestans।
29. নিম্নের কোনটি লাইকেন সম্পর্কে সঠিক তথ্য নয়?
Edit
Topic: লাইকেনের বৈশিষ্ট্য, শৈবাল ও ছত্রাক, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: - ছত্রাক লাইকেনের কাঠামো গঠন করে।
30. লাইকেনে শতকরা কত ভাগ শৈবালের উপস্থিতি থাকে?
Edit
Topic: লাইকেন, শৈবাল ও ছত্রাক, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: লাইকেনে ৫-১০% ভাগ শৈবালের উপস্থিতি থাকে।
31. লাইকেনে শৈবাল ও ছত্রাকের অবস্থান ও সম্পর্ককে কি বলে?
Edit
Topic: লাইকেন, শৈবাল ও ছত্রাক, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: লাইকেনে শৈবাল ও ছত্রাকের অবস্থান ও সম্পর্ককে মিথোজীবিতা/ অন্যোন্যজীবিতা/ মিচুয়ালিজম বলে।
32. কোন ধরণের লাইকেন গাছের বাকল বা কান্ডের উপরে জন্মায়?
Edit
Topic: লাইকেনের শ্রেণিবিভাগ, শৈবাল ও ছত্রাক, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: - Terricolous – উষ্ণ ও আর্দ্র অঞ্চলের মাটিতে জন্মায় - Lignicolous – ভেজা কাঠের উপর জন্মায় - Corticolous - গাছের বাকল বা কান্ডের উপরে জন্মায় - Omnicolous – বিভিন্ন প্রকার মাধ্যমে জন্মায় ।
33. নিচের কোনোটি সবচেয়ে সরল প্রকৃতির লাইকেন (Lichen)?
Edit
Topic: লাইকেনের শ্রেণিবিভাগ, শৈবাল ও ছত্রাক, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: ল্যাপ্রোজ লাইকেন - সবচেয়ে সরল প্রকৃতির লাইকেন।
34. লাইকেনের নিম্নত্বক থেকে উদগত এককোষী রোমকে বলা হয় -
Edit
Topic: লাইকেনের অন্তর্গঠন, শৈবাল ও ছত্রাক, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: লাইকেনের নিম্নত্বক থেকে উদগত এককোষী রোমকে রাইজাইন বলা হয়।
35. লাইকেনের কোন সদস্য দ্বারা যৌন জনন সম্পাদিত হয়?
Edit
Topic: লাইকেনের জনন, শৈবাল ও ছত্রাক, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: লাইকেনের ছত্রাক সদস্য দ্বারা যৌন জনন সম্পাদিত হয়।
36. বায়ু দূষণ বৃদ্ধি নিচের কোন উদ্ভিদটি দূষক পদার্থ শোষণ করে মারা যায়?
Edit
Topic: লাইকেনের গুরুত্ব, শৈবাল ও ছত্রাক, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: - বায়ু দূষণ বৃদ্ধি লাইকেন দূষক পদার্থ শোষণ করে মারা যায়। - লাইকেন পরিবেশ দূষণের নির্দেশক (indicator) হিসেবে কাজ করে।
37. নিচের কোন জীব মরুজ ক্রমাগমনের সূচনার মাধ্যমে বনভূমি সৃষ্টিতে ভূমিকা রাখে?
Edit
Topic: লাইকেনের গুরুত্ব, শৈবাল ও ছত্রাক, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: Lichen মরুজ ক্রমাগমনের সূচনার মাধ্যমে বনভূমি সৃষ্টিতে ভূমিকা রাখে।
38. শাখা প্রশাখা বিশিষ্ট আকর্ষণীয় ও ঝুলন্ত লাইকেন নিচের কোনোটি?
Edit
Topic: লাইকেনের শ্রেণিবিভাগ, শৈবাল ও ছত্রাক, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: ফ্রুটিকোজ - শাখা প্রশাখা বিশিষ্ট আকর্ষণীয় ও ঝুলন্ত লাইকেন।
39. লাইকেন থেকে কোন এসিড টি পাওয়া যায়?
Edit
Topic: লাইকেনের গুরুত্ব, শৈবাল ও ছত্রাক, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: লাইকেন থেকে উসনিক এসিড, লিকানোরিক এসিড পাওয়া যায়।
40. নিচের কোনোটি লাইকেনের অপকারী দিক নয়?
Edit
Topic: লাইকেনের গুরুত্ব, শৈবাল ও ছত্রাক, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: রাশিয়া, ফ্রান্স এ বানিজ্যিক ভাবে ঈস্ট এর পরিবর্তে লাইকেন থেকে অ্যালকোহল, বিয়ার ইত্যাদি উত্তেজক পদার্থ তৈরি করা হয়।