Exam
Question View - জীবের পরিবেশ ও বিস্তার
1. বায়োস্ফিয়ার ও বায়োস্ফিয়ারের সাথে বায়ুমণ্ডল, বারিমন্ডল ও অশ্মমন্ডলের আন্তঃক্রিয়াকে কি বলে?
Edit
Topic: জীবগোষ্ঠী বা পপুলেশন, জীবের পরিবেশ, বিস্তার ও সংরক্ষণ, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: - কমিউনিটি মিলিতভাবে তৈরি করে মন্ডল বা বায়োস্ফিয়ার। - বায়োস্ফিয়ার ও বায়োস্ফিয়ারের সাথে বায়ুমণ্ডল বায়ুমন্ডল ও অশ্মমণ্ডলের আন্তঃক্রিয়াকে বলা হয় ইকোস্ফিয়ার।
2. নিচের কোনটি ভৌত পরিবেশের মধ্যে নেই?
Edit
Topic: জীবগোষ্ঠী বা পপুলেশন, জীবের পরিবেশ, বিস্তার ও সংরক্ষণ, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: ভৌত পরিবেশের মধ্যে বারিমন্ডল (Hydrosphere) , বায়ুমণ্ডল (atmosphere) ও অশ্মমন্ডল (lithosphere) আছে।
3. জীবগোষ্ঠী বা পপুলেশনের বৈশিষ্ট্য নয় নিচের কোনটি ?
Edit
Topic: জীবগোষ্ঠী বা পপুলেশন, জীবের পরিবেশ, বিস্তার ও সংরক্ষণ, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: জীব গোষ্ঠি বা পপুলেশনের বৈশিষ্ট্য গুলো প্রধানতঃ
- ঘনত্ব বা বিস্তার
- জন্ম মৃত্যুহার
- সংখ্যাবৃদ্ধি
- সীমিতকরণ শক্তি
- ক্রমাগমন জীবসম্প্রদায়ের বৈশিষ্ট্য।
4. Biotic community এর বৈশিষ্ট্য নয় কোনটি?
Edit
Topic: জীব সম্প্রদায়, জীবের পরিবেশ, বিস্তার ও সংরক্ষণ, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: জীব সম্প্রদায়ের বৈশিষ্ট্যঃ - প্রজাতির বিভিন্নতা - বৃদ্ধির ধরন ও গঠন - আধিপত্য - স্তরবিন্যাস - ক্রমাগমন - খাদ্য স্তর গঠন ও পুষ্টির স্বয়ংসম্পূর্ণতা - সময়ের সাথে সম্প্রদায়ের পরিবর্তন।
5. ছায়াপ্রিয় উদ্ভিদ নিয়ে গঠিত স্তর নিচের কোনটি?
Edit
Topic: জীব সম্প্রদায়, জীবের পরিবেশ, বিস্তার ও সংরক্ষণ, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: ট্রান্সগ্রেসিভ স্তর - ছায়া প্রিয় উদ্ভিদ প্রজাতি গুলো নিয়ে এই স্তর গঠিত।
6. একটি Forest community এর কোন স্তরে প্রচুর humus থাকে?
Edit
Topic: জীব সম্প্রদায়, জীবের পরিবেশ, বিস্তার ও সংরক্ষণ, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: ভূসংলগ্নস্তরে প্রচুর হিউমাস থাকে এবং এই স্তরে বিভিন্ন প্রকার ব্যাকটেরিয়া ছত্রাক ও পোকামাকড় ইত্যাদি থাকে।
7. বাংলাদেশে প্রজাতির পাট চাষ করা হয়?
Edit
Topic: প্রজাতি, জীবের পরিবেশ, বিস্তার ও সংরক্ষণ, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: বাংলাদেশে দুইটি প্রজাতির পাস করা হয় প্রজাতিগুলো Corchorus capsularies (সাদা পাট), Corchorus olitorius (তোষা পাট)
8. সাদা পাট ও তুষা পাটের মধ্যে প্রধান পার্থক্য নিচের কোনটি? :
Edit
Topic: প্রজাতি, জীবের পরিবেশ, বিস্তার ও সংরক্ষণ, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: সাদা পাট ও তুষা পাটের মধ্যে প্রধান পার্থক্য ফলের আকৃতি ও আকারে।
9. একটি নির্দিষ্ট স্থানে একই সময়ে বসবাসকারী একই প্রজাতির একদল জীবকে কি বলা হয়?
Edit
Topic: জীবগোষ্ঠী বা পপুলেশন, জীবের পরিবেশ, বিস্তার ও সংরক্ষণ, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: একটি নির্দিষ্ট স্থানে একই সময়ে বসবাসকারী একই প্রজাতির একদল জীবকে বলা হয় population বা জীবগোষ্ঠী।
10. পপুলেশন বৃদ্ধির গতি প্রকৃতি নির্ধারণ করা যায় কোনটির সাহায্যে?
Edit
Topic: অনুশীলনী, জীবের পরিবেশ, বিস্তার ও সংরক্ষণ, উদ্ভিদবিজ্ঞান, আজিবুর রহমান স্যার।
Explaination: জীবনসারণী মাধ্যমে পপুলেশন বৃদ্ধির গতি প্রকৃতি নির্ধারণ করা যায়।
11. Biomass কে নিচের কোনটির মাধ্যমে প্রকাশ করা হয় না?
Edit
Topic: ইকোলজিক্যাল পিরামিড ও শক্তির প্রবাহ, জীবের পরিবেশ, বিস্তার ও সংরক্ষণ, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: মোট হিসেবে (total volume), শুষ্ক ওজন হিসেবে (dry white) এবং তাজা ওজন (fresh weight) হিসেবে বায়োমাস (Biomass) কে প্রকাশ করা যায়।
12. খাদকের দেহে ভক্ষিত খাদ্যের অত অংশ দেহ গঠনে আগে?
Edit
Topic: ইকোলজিক্যাল পিরামিড ও শক্তির প্রবাহ, জীবের পরিবেশ, বিস্তার ও সংরক্ষণ, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: খাদকরা যত উৎপাদককে ভক্ষণ করে তার দশমাংশ মাত্র ব্যবহারকারীর (খাদকের) দেহ গঠনের কাজে লাগে। এটি ১০ শতাংশ নিয়ম নামে পরিচিত। শতকরা 90 ভাগ শক্তি তাপ শক্তি হিসেবে পরিবেশে ফিরে যায়। LinDanman এই মতবাদের প্রবর্তক।
13. সূর্য থেকে আগত আলোক রশ্মির কত শতাংশ সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় আবদ্ধ হয়?
Edit
Topic: ইকোলজিক্যাল পিরামিড ও শক্তির প্রবাহ, জীবের পরিবেশ, বিস্তার ও সংরক্ষণ, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: সূর্য থেকে আগত আলোকরশ্মির ০.০১% সালোকসংশ্লেষণ প্রক্রিয়া আবদ্ধ হয়।
14. খাদ্য শৃঙ্খলে নিম্নস্তর হতে উচ্চতর স্তরে অবস্থানরত জীবদেহে বিষের ক্রমবর্ধমান ঘনত্বের প্রক্রিয়াটি কি নামে পরিচিত?
Edit
Topic: ইকোলজিক্যাল পিরামিড ও শক্তির প্রবাহ, জীবের পরিবেশ, বিস্তার ও সংরক্ষণ, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: খাদ্য শৃঙ্খলে নিম্নস্তর হতে উচ্চতর স্তরে জীবদেহে বিষের ক্রমবর্ধমান ঘনত্বের প্রক্রিয়াটি বায়োলজিক্যাল ম্যাগনিফিকেশন নামে পরিচিত।
15. জলজ উদ্ভিদের বৈশিষ্ট্য নয় নিচের কোনটি?
Edit
Topic: জীবের অভিযোজন জলজ উদ্ভিদ বা হাইড্রোফাইট, জীবের পরিবেশ, বিস্তার ও সংরক্ষণ, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: জলজ উদ্ভিদের বৈশিষ্ট্য হলোঃ - এদের কাণ্ডে বড় বড় বায়ু কুঠুরি থাকে। - বায়ুকুঠুরি যুক্ত গঠনকে অ্যারেনকাইমা বলে। - অধিকাংশ জলজ উদ্ভিদে অঙ্গজ উপায়ে বংশবৃদ্ধি ঘটে। - এদের যান্ত্রিক টিস্যু কম থাকে। এজন্য অঙ্গ-প্রত্যঙ্গ দৃঢ় হয় না। - কাণ্ড ও পাতার বহিত্বক কিউটিন যুক্ত থাকে না, পত্ররন্ধ থাকে না, পত্ররন্ধের প্রহরী বা রক্ষীকোষও থাকেনা।
16. নিচের কোনটি মুক্ত ভাসমান জলজ উদ্ভিদ (free floating hydrophytes)?
Edit
Topic: জীবের অভিযোজন জলজ উদ্ভিদ বা হাইড্রোফাইট, জীবের পরিবেশ, বিস্তার ও সংরক্ষণ, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: মুক্ত ভাসমান জলজ উদ্ভিদ হলো কচুরিপানা, ক্ষুদিপানা, গুড়িপানা, টোপাপানা, কুটিপানা, মুসকানীপানা ইত্যাদি।
17. মুখ্য জলজ অভিযোজনের উদাহরণ নিচের কোনটি?
Edit
Topic: জীবের অভিযোজন জলজ উদ্ভিদ বা হাইড্রোফাইট, জীবের পরিবেশ, বিস্তার ও সংরক্ষণ, উদ্ভিদবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: মাছে মুখ্য জলজ অভিযোজন দেখা যায়। এদের দেহের ভেতরে পটকা নামক বায়ু থলি থাকে যা জলজ অভিযোজনের অন্তর্গঠনগত অভিযোজন।
18. কোন ধরণের উদ্ভিদের এরেনকাইমা থাকে?
Edit
Topic: জীবের অভিযোজন জলজ উদ্ভিদ বা হাইড্রোফাইট, জীবের পরিবেশ, বিস্তার ও সংরক্ষণ, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: জলজ উদ্ভিদের মূল, কান্ড ও পাতার অভ্যন্তরে বড় বড় বায়ুকুঠুরী থাকে। বায়ুকুঠুরী যুক্ত গঠনকে এরেনকাইমা বলে। বায়ুকুঠুরী উদ্ভিদকে ভাসতে সাহায্য করে।
19. নিচের কোনটি amphibious plants?
Edit
Topic: জীবের অভিযোজন জলজ উদ্ভিদ বা হাইড্রোফাইট, জীবের পরিবেশ, বিস্তার ও সংরক্ষণ, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: উভচর উদ্ভিদ (amphibious plant) হল কলমিলতা, হেলেঞ্চা, কেশরদাম ইত্যাদি।
20. এক স্তর হতে অপর স্তরে শক্তি স্থানান্তরের হার ক্ষেত্র বিশেষে কত হতে পারে?
Edit
Topic: ইকোলজিক্যাল পিরামিড ও শক্তির প্রবাহ, জীবের পরিবেশ, বিস্তার ও সংরক্ষণ, উদ্ভিদবিজ্ঞান, আজিবুর স্যার।
Explaination: এক স্তর হতে অপর স্তরে শক্তি স্থানান্তরের হার ক্ষেত্র বিশেষে ০.০৫-০.০৭% হতে পারে।
21. পরস্পর একাধিক ফুড চেইনের জটিল সংযোগ অবস্থাকে কি বলে?
Edit
Topic: ইকোলজিক্যাল পিরামিড ও শক্তির প্রবাহ, জীবের পরিবেশ, বিস্তার ও সংরক্ষণ, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: পরস্পর একাধিক খাদ্য শৃংখলের সংযোগ অবস্থাকে food wave বা খাদ্যজাল বলে।
22. শক্তি পিরামিডের কোন জীব সবচেয়ে বেশি শক্তি ব্যবহার করে?
Edit
Topic: ইকোলজিক্যাল পিরামিড ও শক্তির প্রবাহ, জীবের পরিবেশ, বিস্তার ও সংরক্ষণ, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: সূর্যের সর্বোচ্চ পরিমাণ শক্তি উৎপাদক বা সবুজ উদ্ভিদ ব্যবহার করে। সর্বোচ্চ খাদক সবচেয়ে কম পরিমাণ শক্তি ব্যবহার করে ।
23. নিচের কোনটি Xerophytes বৈশিষ্ট্য নয়?
Edit
Topic: মরুজ উদ্ভিদের বৈশিষ্ট্য, জীবের পরিবেশ, বিস্তার ও সংরক্ষণ, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: মরুজ উদ্ভিদের কান্ড ও পাতায় কিউটিকল থাকে।
24. কোন মরুজ উদ্ভিদের পানি সঞ্চয় করে রাখার জন্য রসালো কান্ড ও পাতায় পানি সঞ্চয়কারী কোষ রয়েছে?
Edit
Topic: মরুজ উদ্ভিদ, জীবের পরিবেশ, বিস্তার ও সংরক্ষণ, উদ্ভিদবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: ঘৃতকুমারী (Aloe vera), ফনিমনসা (Opuntia dillenii) উদ্ভিদের পানি সঞ্চয় করে রাখার জন্য রসালো কান্ড ও পাতায় পানি সঞ্চয়কারী কোষ রয়েছে।
25. Halophytes নয় নিচের কোনোটি?
Edit
Topic: লোনামাটির উদ্ভিদের বৈশিষ্ট্য, জীবের পরিবেশ, বিস্তার ও সংরক্ষণ, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: লোনামাটির উদ্ভিদের উদাহরণ: গেওয়া, গরান, কাকড়া, বাইন, বোরা, কেওড়া, পশুর, বোরা, হারগোজা, গোলপাতা, সুন্দরী।
26. Pneumatophore কোন প্রকার উদ্ভিদের বৈশিষ্ট্য?
Edit
Topic: লবণাক্ত উদ্ভিদের বৈশিষ্ট্য, জীবের পরিবেশ, বিস্তার ও সংরক্ষণ, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: লোনামাটির উদ্ভিদে Pneumatophore বা শ্বাসমূল থাকে।
27. লোনামাটির উদ্ভিদের Physiological adaptation নিচের কোনটি?
Edit
Topic: লোনাপানির উদ্ভিদের অভিযোজন, জীবের পরিবেশ, বিস্তার ও সংরক্ষণ, উদ্ভিদবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: লোনাপানির উদ্ভিদের জরায়ুজ অঙ্কোরদগম (viviparous germination) দেখা যায়।
28. লোনামাটির উদ্ভিদের বৈশিষ্ট্য নয় নিচের কোনোটি?
Edit
Topic: লোনামাটির উদ্ভিদের বৈশিষ্ট্য, জীবের পরিবেশ, বিস্তার ও সংরক্ষণ, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: লোনামাটির উদ্ভিদের বৈশিষ্ট্য : - স্তম্ভমূল বা ঠেসমূল থাকে - মূলের অভ্যন্তরে (কর্টেক্সে) বড় বড় বায়ুকুঠুরী থাকে - প্রস্বেদন হার কম হয় - জরায়ুজ অঙ্কুরোদগম বা viviparous germination ঘটে
29. নিচের কোন বায়োমের মাটি হিউমাস সমৃদ্ধ?
Edit
Topic: জীবভুমি বা বায়োম, জীবের পরিবেশ, বিস্তার ও সংরক্ষণ, উদ্ভিদবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: Grassland biome তৃণভূমির বায়োম হিউমাস সমৃদ্ধ।
30. পানিতে লবনের পরিমাণ কত হলে সেটা স্বাদু পানি হিসেবে গণ্য করা হয়?
Edit
Topic: জীবভুমি বা বায়োম, জীবের পরিবেশ, বিস্তার ও সংরক্ষণ, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: পানিতে লবণের পরিমাণ ১% এর কম হলে সেটা স্বাদু পানি।
31. পৃথিবীর সবচেয়ে বড় এবং প্রথম বায়োম কোনটি?
Edit
Topic: জীবভুমি বা বায়োম, জীবের পরিবেশ, বিস্তার ও সংরক্ষণ, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: পৃথিবীর সবচেয়ে বড় এবং প্রথম বায়োম হলো লোনা পানির বায়োম।
32. বাংলাদেশের শালবন কোন প্রকৃতির ফরেস্টের অন্তর্ভুক্ত?
Edit
Topic: জীবভুমি বা বায়োম, জীবের পরিবেশ, বিস্তার ও সংরক্ষণ, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: বাংলাদেশের শালবন ময়েস্ট ডেসিডুয়াল ফরেস্টের অন্তর্ভুক্ত।
33. নিচের কোনটি সবচেয়ে উত্তরের স্থলভাগের বায়োম?
Edit
Topic: জীবভুমি বা বায়োম, জীবের পরিবেশ, বিস্তার ও সংরক্ষণ, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: সবচেয়ে উত্তরের স্থলভাগের বায়োম হলো তুন্দ্রা।
34. পৃথিবীর ফুসফুস বিশ্বের মোট উৎপাদনের কত শতাংশ অক্সিজেনের যোগান দেয়?
Edit
Topic: জীবভুমি বা বায়োম, জীবের পরিবেশ, বিস্তার ও সংরক্ষণ, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: পৃথিবীর ফুসফুস হলো আমাজন যা বিশ্বের মোট উৎপাদনের ২০% শতাংশ অক্সিজেনের যোগান দেয়।
35. মরুভূমিতে দিন ও রাত্রীর তাপমাত্রার পার্থক্য কত ডিগ্রি পর্যন্ত হতে পারে?
Edit
Topic: জীবভুমি বা বায়োম, জীবের পরিবেশ, বিস্তার ও সংরক্ষণ, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: মরুভূমিতে দিন ও রাত্রীর তাপমাত্রার পার্থক্য ৩০°C পর্যন্ত হতে পারে।
36. বাংলাদেশ কোন Zoogeographical region এর অন্তর্ভুক্ত?
Edit
Topic: প্রাণিভৌগলিক অঞ্চল, জীবের পরিবেশ, বিস্তার ও সংরক্ষণ, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: বাংলাদেশ ওরিয়েন্টাল Zoogeographical region বা প্রাণিভৌগলিক অঞ্চলের অন্তর্ভুক্ত।
37. মেরুদন্ডী প্রাণীদের অবস্থান ও বিস্তৃতির উপর ভিত্তি করে পৃথিবীকে মোট কয়টি প্রাণিভৌগলিক অঞ্চলের ভাগ করা হয়?
Edit
Topic: প্রাণিভৌগলিক অঞ্চল, জীবের পরিবেশ, বিস্তার ও সংরক্ষণ, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: মেরুদন্ডী প্রাণীদের অবস্থান ও বিস্তৃতির উপর ভিত্তি করে পৃথিবীকে মোট ৬ টি প্রাণিভৌগলিক অঞ্চলের ভাগ করা হয়। - পলি আর্কটিক অঞ্চল - ওরিয়েন্টাল অঞ্চল - অস্ট্রেলিয়ান অঞ্চল - নিও-ট্রপিক্যাল অঞ্চল - ইথিওপিয়ান অঞ্চল - নিআর্কটিক অঞ্চল।
38. ওরিয়েন্টাল অঞ্চলের স্তন্যপায়ী নিচের কোনটি?
Edit
Topic: প্রাণিভৌগলিক অঞ্চল, জীবের পরিবেশ, বিস্তার ও সংরক্ষণ, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: উল্লুক, বনরুই, সজারু,টাপীর এসব হলো স্তন্যপায়ী প্রাণী।
39. বাংলাদেশের মোট আয়তনের কত শতাংশ বনাঞ্চল রয়েছে?
Edit
Topic: বাংলাদেশের বনাঞ্চল, জীবের পরিবেশ, বিস্তার ও সংরক্ষণ, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: বাংলাদেশের মোট আয়তনের ১০ শতাংশ বনাঞ্চল রয়েছে।
40. Decidual forest এর প্রধান উদ্ভিদ নিচের কোনটি?
Edit
Topic: বাংলাদেশের বনাঞ্চল, জীবের পরিবেশ, বিস্তার ও সংরক্ষণ, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: পত্রঝরা বা পর্ণমোচী বনাঞ্চলের (Decidual forest) প্রধান উদ্ভিদ হলো শাল।
41. বাংলাদেশের বিলুপ্ত প্রায় প্রাণী নয় নিচের কোনটি?
Edit
Topic: বাংলাদেশের বিলুপ্তপ্রায় জীবের পরিচিতি, জীবের পরিবেশ, বিস্তার ও সংরক্ষণ, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: বাংলাদেশের বিলুপ্ত প্রায় প্রাণীর মধ্যে আছে: রাজশকুন, ঘড়য়াল, মিঠাপানির কুমির, নীলগাই, শুশুক।
42. নিচের কোন উদ্ভিদটি জীবনে একবারই ফুল ও ফল হয়?
Edit
Topic: বাংলাদেশের বিলুপ্তপ্রায় জীবের পরিচিতি, জীবের পরিবেশ, বিস্তার ও সংরক্ষণ, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: তালিপাম উদ্ভিদটি জীবনে একবারই ফুল ও ফল হয়।
43. নিচের কোনটি In-situ Conservation পদ্ধতি?
Edit
Topic: জীববৈচিত্র্য সংরক্ষণের পদ্ধতি ও সংরক্ষণের গুরুত্ব, জীবের পরিবেশ, বিস্তার ও সংরক্ষণ, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: - গেম রিজার্ভার এমন প্রাকৃতিক অঞ্চল যেখানে বন্যজীব সুরক্ষিত থাকবে, তবে কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে শিকার করা যাবে। - বর্তমানে বাংলাদেশের একমাত্র গেম রিজার্ভ হলো টেকনাফ।
44. আয়তনের দিক দিয়ে পৃথিবীর সর্ববৃহৎ হাওর কোনটি?
Edit
Topic: জীববৈচিত্র্য সংরক্ষণের পদ্ধতি ও সংরক্ষণের গুরুত্ব, জীবের পরিবেশ, বিস্তার ও সংরক্ষণ, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: আয়তনের দিক দিয়ে পৃথিবীর সর্ববৃহৎ হাওড় হলো হাকালুকি হাওর।
45. জীববৈচিত্র্য সংরক্ষণ পদ্ধতি প্রধানত কয়টি?
Edit
Topic: জীববৈচিত্র্য সংরক্ষণের পদ্ধতি ও সংরক্ষণের গুরুত্ব, জীবের পরিবেশ, বিস্তার ও সংরক্ষণ, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: জীববৈচিত্র্য সংরক্ষণ পদ্ধতি প্রধানত দু প্রকার। যথা: - ইনসিটু সংরক্ষণ - এক্সসিটু সংরক্ষণ।
46. পৃথিবীতে এই পর্যন্ত কতবার mass extinction হয়েছে?
Edit
Topic: বাংলাদেশের বিলুপ্ত প্রায় জীব, জীবের পরিবেশ, বিস্তার ও সংরক্ষণ, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: পৃথিবীতে এই পর্যন্ত ৫ বার mass extinction বা গণবিলুপ্তি হয়েছে।