Exam
Question View - প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস
1. ‘Flower of the sea’ নামে পরিচিত প্রাণীদের ক্ষেত্রে সঠিক নয় নিচের কোনটি?
Edit
Topic:
Explaination: নিডারিয়া পর্বের প্রাণিতে কোনো অঙ্গ ও তন্ত্র গঠিত হয় না, তবে কোষীয় ও অঙ্গীয় পর্যায়ে সকল ধরণের শ্রমবিভাজন পরিলক্ষিত হয়।
2. সর্বপ্রথম প্রাণীদের বিজ্ঞানসম্মত বিবরণ উপস্থাপনের জন্য কোন বিজ্ঞানীকে প্রাণীবিজ্ঞানের জনক হিসেবে আখ্যায়িত করা হয়?
Edit
Topic: প্রাণিবিজ্ঞানের পরিচিতি , প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস ( মাজেদা বেগম)
Explaination: জীববিজ্ঞানের যে শাখায় প্রাণীর দৈহিক গঠন , আচারণ, উৎপত্তি, জৈবিক কার্যাবলি , বিবর্তন , বংশগতি , অভিযোজন , শ্রেণিবিন্যাস , অর্থনৈতিক গুরুত্ব , সংরক্ষণ ইত্যাদি সম্পর্কে আলোচনা করা হয় তাকে প্রাণিবিজ্ঞান বলে । গ্রিক দার্শনিক অ্যারিস্টটল ( 384-322 B.C.E ) সর্বপ্রথম প্রাণীদের বিজ্ঞানসম্মত বিবরণ উপস্থাপন করেন এজন্য তাকে প্রাণিবিজ্ঞানের জনক বলা হয় ।
3. পৃথিবীর সবচেয়ে বিষাক্ত জেলিফিশ যে পর্বের অন্তর্ভুক্ত সে পর্বের প্রাণীরা কোন দেহাংশের মাধ্যমে শ্বসনকালে গ্যাসীয় বিনিময় করে থাকে?
Edit
Topic:
Explaination: নিডারিয়া পর্বের প্রাণীরা শ্বসনকালে গ্যাসীয় বিনিময় এবং রেচন দেহত্বকের মাধ্যমে করে থাকে।
4. প্রাণীজগতের যে সব দ্বিস্তরী প্রাণীর জীবন চক্রে সিলিয়াযুক্ত planula larva দেখা যায় তাদের মুখছিদ্র থেকে বিস্তৃত দেহাভ্যন্তরে অবস্থিত গহ্বরটি কি নামে পরিচিত?
Edit
Topic:
Explaination: নিডারিয়া পর্বের প্রাণীদের দেহের অভ্যন্তরে গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর থাকে যা সিলেন্টেরণ নামে পরিচিত। এরা অ্যাসিলোমেট প্রাণী।
5. নিচের কোনটি রেস(Race), জাত(Variety) সৃষ্টির জন্য দায়ী বৈচিত্র্য?
Edit
Topic: প্রাণিজগতের ভিন্নতা বা প্রাণিবৈচিত্র্য , প্রাণীর ভিন্নতা ও শ্রেণিবিন্যাস ( মাজেদা বেগম )
Explaination: জিনগত ভিন্নতার কারণে যখন একই প্রজাতির সদস্যদের মধ্যে বৈচিত্র্য সৃষ্টি হয় তখন তাকে জিনগত বৈচিত্র্য ( Genetic diversity ) বলে । একই প্রজাতির সদস্যদের মধ্যে এ ধরনের বৈচিত্র্য ঘটে বলে একে অন্তঃপ্রজাতিক বৈচিত্র্যও ( intraspecific diversity ) বলা হয় । এক্ষেত্রে প্রজাতিতে রেস ( race ) , জাত ( variety ) , ইত্যাদির সৃষ্টি হয় । যেমন- বিশ্বের সকল মানুষ Homo sapiens প্রজাতিভুক্ত হলেও পৃথিবীর বিভিন্ন স্থানে এর Negroid, Mongoloid, Coucasoid ইত্যাদি রেস দেখা যায় । ধান, গম, ভুট্টা, রেশম পোকা প্রভৃতি জীবের একই প্রজাতিতে একাধিক জাত (varieties) দেখা যায়।
6. ইউসিলোমেট প্রাণীর পৌষ্টিকনালি ও দেহপ্রাচীরের মধ্যবর্তী ফাঁকাস্থান ভ্রূণীয় কোন স্তর থেকে সৃষ্ট পর্দা দ্বারা আবৃত থাকে?
Edit
Topic: সিলোম , প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস ( মাজেদা বেগম )
Explaination: যেসব প্রাণীর দেহগহ্বর ( পৌষ্টিকনালি ও দেহপ্রাচীরের মধ্যবর্তী ফাঁকা স্থান ) ভ্রুণীয় স্তর মেসোডার্ম থেকে উদ্ভূত, পেরিটেনিয়াম স্তরে আবৃত থাকে তাকে প্রকৃত সিলোমেট বা ইউসিলোমেট বলে ।
7. নিচের কোন প্রাণীর দেহকে কেন্দ্রীয় লম্ব অক্ষ বরাবর যে কোনো তলে কেটে দুই এর অধিক সংখ্যক সমান অংশে ভাগ করা যায় না?
Edit
Topic:
Explaination: যে সকল প্রাণীর দেহকে কেন্দ্রীয় লম্ব অক্ষ বরাবর যে কোনো তলে কেটে দুই এর অধিক সংখ্যক সমান অংশে ভাগ করা যায় তাদের কে অরীয় প্রতিসাম্য প্রাণী বলে। এবং এদের কে শ্রেণিতাত্ত্ব্বিক ধাপ রেডিয়াটা য় অন্তর্ভুক্ত করা হয়। নিডারিয়া ও একাইনোডারমাটা পর্বের প্রাণীদের ক্ষেত্রে অরীয় প্রতিসাম্যতা দেখা যায়।
8. সে পর্বের প্রাণীর মিঠাপানির বাসিন্দার সংখ্যা কত যারা সমুদ্রকে বর্ণিল রূপ দানে সবচেয়ে বেশি অবদান রেখেছে ?
Edit
Topic:
Explaination: নিডারিয়া পর্বের কেবল বিশ প্রজাতির প্রাণী মিঠাপানিতে বসবাস করে।
9. নিডারিয়ানদের stinging organelles দেহের কোন অংশে সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায়?
Edit
Topic:
Explaination: নিডারিয়ানদের stinging organelles (নেমাটোসিস্ট) কর্ষিকায় (Tentacles) সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায়।
10. নিচের কোন মাইনর পর্বের পরিণত প্রাণীতে দেহগহবর মেসেনকাইম ও পেশি স্তর দ্বারা পূর্ণ থাকে?
Edit
Topic: সিলোম , প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস ( মাজেদা বেগম )।
Explaination: যেসব প্রাণীর দেহে কোনো সিলোম থাকে না তাদের অ্যাসিলোমেট বলে । ভ্রুণীয় পরিস্ফুটনের সময় অন্তঃস্থ ফাঁকা স্থানটি অর্থাৎ ব্লাস্টোসিল মেসোডার্মাল স্পঞ্জি প্যারেনকাইমা ( spongy parenchyma ) কোষ দ্বারা পূর্ণ থাকে । পরিণত প্রাণীতে দেহগহ্বর মেসেনকাইম ও পেশি দ্বারা পূর্ণ থাকে । যেমন : Nemertea, Porifera, Cnidaria, Ctenophora, Platyhelminthes প্রভৃতি পর্বভুক্ত প্রাণী ।
11. রূপ পরিবর্তনকারী নিডারিয়ানদের দেহে খাদ্যবস্তুর কোন ধরণের পরিপাক লক্ষ্য করা যায়?
Edit
Topic:
Explaination: নিডারিয়ানদের অন্তঃকোষীয় ও বহিঃকোষীয় উভয় ধরণের পরিপাক লক্ষ্য করা যায়।
12. Rotifera পর্বের প্রাণীর মতো কোন পর্বের প্রাণীর ভ্রুণীয় অবস্থায় ব্লাস্টোসিলের বহির্ভাগ মেসোডার্মাল কোষে আবৃত থাকে?
Edit
Topic: সিলোম, প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস ( মাজেদা বেগম ) ।
Explaination: যেসব প্রাণীর দেহে দেহগহ্বর মেসোডার্মাল পেরিটোনিয়াম দ্বারা আবৃত নয় তাদের অপ্রকৃত বা মিথ্যা বা ছদ্মভ্রান্ত সিলোমেট বলে । ভ্রূণীয় অবস্থায় এসব প্রাণীর ব্লাস্টোসিলের বহির্ভাগ মেসোডার্মাল কোষ দ্বারা আবৃত থাকে কিন্তু পরিণত প্রাণীতে দেহগহ্বর মেসোডার্মাল পেরিটোনিয়াম দ্বারা আবৃত থাকে না । দেহগহ্বরের চারদিকে পেশিস্তর বিদ্যমান থাকে । যেমন : Nematoda বা গোলকৃমি , Rotifera, Acanthocephala, Entoprocta, Kinorhyncha পর্বভুক্ত প্রাণী ।
13. গ্রীষ্মমন্ডলীয় দেশসমূহের মানুষদের Snail fever সৃষ্টি করতে পারে নিচের কোন পর্বের প্রাণী?
Edit
Topic:
Explaination: কিছু প্রজাতির চ্যাপ্টা কৃমি গ্রীষ্মমন্ডলীয় দেশসমূহের মানুষদের Snail fever বা সিস্টোসোমাসিস সৃষ্টি করতে পারে।
14. হিমোসিলোমেট প্রাণীদের ক্ষেত্রে সঠিক নয় নিচের কোনটি?
Edit
Topic: সিলোম, প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস ( মাজেদা বেগম )
Explaination: যখন প্রাণীদের প্রকৃত দেহগহ্বরটি রক্তপূর্ণ থাকে তখন তাকে হিমোসিল ( haemocoel ) বলে এবং প্রাণীদের হিমোসিলোমেট ( haemocoelomate ) বলে । Mollusca ও Arthopoda পর্বভুক্ত প্রাণীদের হিমোসিলোমেট বলা হয় । এদের দেহগহ্বর পেরিটোনিয়াম স্তরে আবৃত থাকে তাই এদের প্রকৃত সিলোমেট বলা হয় । এদের দেহপ্রাচীর ও পোষ্টিকনালি সংলগ্ন আবরণীকে যথাক্রমে প্যারাইটাল ও ভিসেরাল আবরণী বলে । যা এদের দেহপ্রাচীর কে পোষ্টিনালি থেকে পৃথক করেছে ।
15. ভ্রূণের গ্যাস্ট্রুলা দশায় মেসোডার্ম স্তর বিদ্যমান কিন্তু দেহগহবরবিহীন মেজর ফাইলামে কোন ধরণের প্রতিসাম্যতা লক্ষ্য করা যায়?
Edit
Topic:
Explaination: প্লাটিহেলমিনথেস প্রাণীদের দেহে দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতা দেখা যায়।
16. সুনির্দিষ্ট কলাতন্ত্রবিহীন এবং বহুকোষ দ্বারা গঠিত দেহ বিশিষ্ট প্রাণীর অন্তঃকঙ্কাল কোন ধরণের পদার্থ দ্বারা গঠিত?
Edit
Topic: পরিফেরা, প্রাণী বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস ( মাজেদা বেগম )
Explaination: পরিফেরা পর্বের প্রাণীগুলো সাধারণত স্পঞ্জ নামে পরিচিত এদের দেহে অসংখ্য ছিদ্র থাকায় এদের ছিদ্রাল প্রাণীও বলা হয় । এদের দেহ বহুকোষ দ্বারা গঠিত হলেও এদের সুনির্দিষ্ট কোনো কলাতন্ত্র নেই । এদের অন্তঃককঙ্কাল ক্যালসিয়াম কার্বনেট ( CaCO3 ) দিয়ে তৈরি স্পিকিউল ( spicule ) বা স্পঞ্জিন তন্তু ( spongin fibre ) বা উভয় পদার্থ দ্বারা গঠিত ।
17. অধিকাংশ সামুদ্রিক স্পঞ্জি প্রাণীর দেহের এক বা একাধিক প্রকোষ্ঠ কোন ধরনের কোষ দ্বারা গঠিত?
Edit
Topic: পরিফেরা, প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস ( মাজেদা বেগম )
Explaination: পরিফেরা পর্বের প্রাণীগুলো সাধারণত স্পঞ্জ নামে পরিচিত। এদের অধিকাংশ প্রজাতিই সামুদ্রিক । এদের দেহে কোয়ানোসাইট (Choanocyte) বা কলার কোষ ( collar cell ) নামক বিশেষ ফ্ল্যাজেলাযুক্ত কোষে পরিবেষ্টিত এক বা একাধিক প্রকোষ্ঠ রয়েছে ।
18. বহুকোষী, প্রাচীনতম, সরল ছিদ্রাল প্রাণীর ক্ষেত্রে নিচের কোন বৈশিষ্টটি সঠিক নয়?
Edit
Topic: পরিফেরা, প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস ( মাজেদা বেগম) ।
Explaination: পরিফেরা পর্বের প্রাণীগুলো বহুকোষী, প্রাচীনতম ও সরল ছিদ্রাল । এদের বৈশিষ্ট্যগুলো হলো :
১. দেহপ্রাচীর অস্ট্রিয়া ( ostia ) নামক অসংখ্য ছিদ্রযুক্ত ।
২. ক্যালসিয়াম কার্বনেট ( CaCO3 ) দিয়ে তৈরি স্পিকিউল ( spicule ) বা স্পঞ্জিন তন্তু ( spongin fibre ) বা উভয়ই পদার্থ দ্বারা গঠিত অন্তঃককঙ্কাল ।
৩. দেহে বিশেষ নালিতন্ত্র ( canal system ) আছে, যা অসক্যুলাম ( osculum ) নামক ছিদ্রপথে দেহের বাইরে উন্মুক্ত হয় ।
৪. দেহে কোয়ানোসাইট ( choanocyte ) বা কলার কোষ ( collar cell ) নামক বিশেষ ফ্ল্যাজেলাযুক্ত কোষে পরিবেষ্টিত এক বা একাধিক প্রকোষ্ঠ রয়েছে ।
৫. এদের দেহ বহুকোষী একক হলেও সুগঠিত কলা, অঙ্গ বা তন্ত্র অনুপস্থিত অর্থাৎ এরা কোষী মাত্রার ( cellular grade ) গঠন সংবলিত প্রাণী ।
৬. দেহে পরিপাকতন্ত্র, রক্তসংবহনতন্ত্র ও স্নায়ুতন্ত্র থাকে না । মুখছিদ্র ও পায়ুছিদ্র থাকে না ।
৭. এরা উভলিঙ্গ। যৌন ও অযৌন কুঁড়ি বা গেমিউল দ্বারা উভয় পদ্ধতিতেই প্রজনন ঘটে ।
৮. পূর্ণাঙ্গ প্রাণীরা নিশ্চল ( sessile ) ; অর্থাৎ কোনো বস্তুর সাথে স্থায়ী ভাবে যুক্ত থাকে ।
৯. এরা এককভাবে ( solitary ) বা কলোনি ( ঔপনিবেশিক ) গঠন করে অবস্থান করে । এ পর্বের প্রাণীদের পুনরুৎপাদী ( regenerative ) ক্ষমতা আছে ।
১০. পরিস্ফুটন পরোক্ষ ; জীবনচক্রে সন্তরণশীল অ্যাম্ফিব্লাস্টুলা লার্ভা ( amphiblastula larva ) অথবা প্যারেনকাইমুলা লার্ভা ( parenchymula larva ) দেখা যায় ।
19. Ribbon worm এর রেচনতন্ত্র কোনটি দ্বারা গঠিত?
Edit
Topic:
Explaination: Ribbon worm বা সুতা কৃমি প্লাটিহেলমিনথেস পর্বের প্রাণী। এই পর্বের রেচনতন্ত্র শিখা কোষ বা প্রোনেফ্রিডিয়া বা সোলেনোসাইট দ্বারা গঠিত।
20. চোখ কৃমির দেহ সম্পর্কে সঠিক নয় নিচের কোনটি?
Edit
Topic:
Explaination: নেমাটোডা পর্বের প্রাণীদের পৌষ্টিক গ্রন্থি অনুপস্থিত।
21. পৌষ্টিক নালি Tube within a tube ধরণের গঠনের ন্যায় দেখা যায় না নিচের কোন প্রাণীর?
Edit
Topic:
Explaination: নেমাটোডা পর্বের প্রাণীদের পৌষ্টিক নালি Tube within a tube ধরণের গঠনের ন্যায় দেখা যায়। এ পর্বের প্রাণীরা হলোঃ গোলকৃমি, চোখ কৃমি, হুকওয়ার্ম, মাইকোফাইলেরিয়া, গোদরোগের কৃমি।
22. প্রাণীজগতের শ্রেণিবন্যাসের ক্ষেত্রে সর্বপ্রথম কোন মেজর পর্বের প্রাণীদের Sexual Dimorphism দেখা যায়?
Edit
Topic:
Explaination: প্রাণীজগতের শ্রেণিবন্যাসের ক্ষেত্রে সর্বপ্রথম নেমাটোডা বা নেমাথেলমিনথিস মেজর পর্বের প্রাণীদের Sexual Dimorphism বা যৌন দ্বিরূপতা দেখা যায়।
23. নিচের কোন মেজর পর্বের প্রাণীদের দেহাভ্যন্তরে দেহগহ্বর উপস্থিত থাকলেও তা মেসোডার্মাল পেরিটোনিয়াম দ্বারা আবৃত থাকে না?
Edit
Topic:
Explaination: নেমাটোডা বা গোল কৃমি পর্বের প্রাণীদের দেহাভ্যন্তরে দেহগহ্বর উপস্থিত থাকলেও তা মেসোডার্মাল পেরিটোনিয়াম দ্বারা আবৃত থাকে না বা এরা সুডোসিলোমেট।
24. প্রাণীজগতের দ্বিতীয় বৃহত্তম পর্বের প্রাণীদের শ্বসন প্রক্রিয়া নিচের কোনটির মাধ্যমে সম্পন্ন হওয়া সম্ভব না?
Edit
Topic:
Explaination: মলাস্কা পর্বের প্রাণীদের শ্বসন সম্পন্ন হয়ঃ ফুলকা(টিনিডিয়া) বা ফুসফুস বা ম্যান্টল পর্দা। স্থলচরদের ক্ষেত্রে পালমোনারি থলির বিকাশ ঘটে।
25. রক্তনালী ও হিমোসিল উভয়ই বিদ্যমান এবং নীলাভ বর্নের রক্তধারী পর্বের প্রাণীদের ক্ষেত্রে কোন বৈশিষ্ট্যটি সঠিক?
Edit
Topic:
Explaination: রক্তনালী ও হিমোসিল উভয়ই বিদ্যমান এবং নীলাভ বর্নের রক্তধারী পর্ব হলো মলাস্কা। এদের দেহ তিনখন্ডে বিভক্ত, যথাঃ মাংসল পদ, মস্তক, ভিসেরাল মাস। পৌষ্টিক নালি প্যাঁচানো এবং U আকৃতির। দেহের অঙ্কীয় দিকে মাংসল পদ থাকে। কিউটিন নির্মিত রেটি জিহবা থাকে।
26. শামুকের ক্যালসিয়াম কার্বনেট যুক্ত বহিঃকংকাল তৈরিতে সাহায্য করে দেহের কোন অংশ?
Edit
Topic:
Explaination: শামুকের বা মলাস্কার ক্যালসিয়াম কার্বনেট বা চুনযুক্ত বহিঃকংকাল তৈরিতে সাহায্য করে ম্যান্টল পর্দা বা পেলিয়াম।
27. জীবনচক্রে সাঁতারু ট্রকোফোর লার্ভা দশা বিশিষ্ট প্রাণী রেচনের জন্য কোন ধরণের অঙ্গ ব্যাবহার করে?
Edit
Topic:
Explaination: জীবনচক্রে সাঁতারু ট্রকোফোর লার্ভা দশা বিশিষ্ট প্রাণী (অ্যানিলিডা) রেচনের জন্য নেফ্রিডিয়া নামক সেগমেন্টাল অঙ্গ ব্যাবহার করে।
28. প্রকৃত খন্ডকায়িত প্রাণীর চলনাঙ্গের ক্ষেত্রে সঠিক নয় নিচের কোনটি?
Edit
Topic:
Explaination: প্রকৃত খন্ডকায়িত প্রাণীর বা অ্যানেলিডা পর্বের প্রাণীর চলনাঙ্গঃ কাইটিনময় সিটি (কেঁচো), মাংসল প্যারাপোডিয়া (নেরিস), চোষক (জোক)।
29. কন্টক্ত্বক বিশিষ্ট প্রাণীর ক্ষেত্রে সঠিক নয় নিচের কোনটি?
Edit
Topic:
Explaination: কন্টক্ত্বক বিশিষ্ট প্রাণী বা একাইনোডারমাটা পর্বের প্রাণীদের রক্ত সংবহন ও রেচনতন্ত্র অনুপস্থিত থাকে।
30. দেহ হৃদপিণ্ডবিহীন তবে বর্ণহীন রক্ত সংবহনের জন্য বিদ্যমান পেরিহিমালতন্ত্র কোন পর্বের বৈশিষ্ট্য?
Edit
Topic:
Explaination: দেহ হৃদপিণ্ডবিহীন তবে রক্ত সংবহনের জন্য বিদ্যমান পেরিহিমালতন্ত্র একাইনোডারমাটা পর্বের বৈশিষ্ট্য।
31. প্রাণীজগতের সবচেয়ে উন্নত পর্বের প্রাণীদের গলবিলের নিচের Endostyle অঙ্গটি পরিণত প্রাণীতে কোন গ্রন্থিতে রূপান্তরিত হয়?
Edit
Topic:
Explaination: প্রাণীজগতের সবচেয়ে উন্নত পর্বের প্রাণীদের (কর্ডাটার) গলবিলের নিচের Endostyle অঙ্গটি পরিণত প্রাণীতে থাইরয়েড গ্রন্থিতে রূপান্তরিত হয়।
32. নিচের কোনটিতে ওরাল হুডে পরিবেষ্টিত মুখছিদ্রে ওরাল সিরি (oral cirri) অবস্থিত ?
Edit
Topic:
Explaination:
33. 'Amphioxus' সাধারণ নাম বিশিষ্ট উপপর্বের প্রাণীদের ক্ষেত্রে সঠিক নয় নিচের কোনটি?
Edit
Topic:
Explaination: Cephalochordata হলো 'Amphioxus' সাধারণ নাম বিশিষ্ট উপপর্ব যাদের হৃদপিন্ড এবং শ্বাসরঞ্জক থাকে না। দেহের দুপাশে '>' আকৃতির মায়োটোম পেশি থাকে।
34. পৌষ্টিক নালি Tube within a tube ধরণের গঠনের ন্যায় দেখা যায় না নিচের কোন প্রাণীর?
Edit
Topic: নেমাটোডা , প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস ।
Explaination: নেমাটোডা পর্বের প্রাণীদের পৌষ্টিক নালি Tube within a tube ধরণের গঠনের ন্যায় দেখা যায়। এ পর্বের প্রাণীরা হলোঃ গোলকৃমি, চোখ কৃমি, হুকওয়ার্ম, মাইকোফাইলেরিয়া, গোদরোগের কৃমি।
35. প্রাণীজগতের শ্রেণিবন্যাসের ক্ষেত্রে সর্বপ্রথম কোন মেজর পর্বের প্রাণীদের Sexual Dimorphism দেখা যায়?
Edit
Topic: নেমাটোডা , প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস ।
Explaination: প্রাণীজগতের শ্রেণিবন্যাসের ক্ষেত্রে সর্বপ্রথম নেমাটোডা বা নেমাথেলমিনথিস মেজর পর্বের প্রাণীদের Sexual Dimorphism বা যৌন দ্বিরূপতা দেখা যায়।
36. প্রাণীজগতের দ্বিতীয় বৃহত্তম পর্বের প্রাণীদের শ্বসন প্রক্রিয়া নিচের কোনটির মাধ্যমে সম্পন্ন হওয়া সম্ভব না?
Edit
Topic: মলাস্কা, প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস ।
Explaination: মলাস্কা পর্বের প্রাণীদের শ্বসন সম্পন্ন হয়ঃ ফুলকা(টিনিডিয়া) বা ফুসফুস বা ম্যান্টল পর্দা। স্থলচরদের ক্ষেত্রে পালমোনারি থলির বিকাশ ঘটে।
37. রক্তনালী ও হিমোসিল উভয়ই বিদ্যমান এবং নীলাভ বর্নের রক্তধারী পর্বের প্রাণীদের ক্ষেত্রে কোন বৈশিষ্ট্যটি সঠিক?
Edit
Topic: মলাস্কা, প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস ।
Explaination: রক্তনালী ও হিমোসিল উভয়ই বিদ্যমান এবং নীলাভ বর্নের রক্তধারী পর্ব হলো মলাস্কা। এদের দেহ তিনখন্ডে বিভক্ত, যথাঃ মাংসল পদ, মস্তক, ভিসেরাল মাস। পৌষ্টিক নালি প্যাঁচানো এবং U আকৃতির। দেহের অঙ্কীয় দিকে মাংসল পদ থাকে। কিউটিন নির্মিত রেটি জিহবা থাকে।
38. শামুকের ক্যালসিয়াম কার্বনেট যুক্ত বহিঃকংকাল তৈরিতে সাহায্য করে দেহের কোন অংশ?
Edit
Topic: মলাস্কা , প্রাণীর বিভিন্নিতা ও শ্রেণিবিন্যাস ।
Explaination: শামুকের বা মলাস্কার ক্যালসিয়াম কার্বনেট বা চুনযুক্ত বহিঃকংকাল তৈরিতে সাহায্য করে ম্যান্টল পর্দা বা পেলিয়াম।
39. জীবনচক্রে সাঁতারু ট্রকোফোর লার্ভা দশা বিশিষ্ট প্রাণী রেচনের জন্য কোন ধরণের অঙ্গ ব্যাবহার করে?
Edit
Topic: অ্যানিলিডা , প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস ।
Explaination: জীবনচক্রে সাঁতারু ট্রকোফোর লার্ভা দশা বিশিষ্ট প্রাণী (অ্যানিলিডা) রেচনের জন্য নেফ্রিডিয়া নামক সেগমেন্টাল অঙ্গ ব্যাবহার করে।
40. কন্টক্ত্বক বিশিষ্ট প্রাণীর ক্ষেত্রে সঠিক নয় নিচের কোনটি?
Edit
Topic:
Explaination: কন্টক্ত্বক বিশিষ্ট প্রাণী বা একাইনোডারমাটা পর্বের প্রাণীদের রক্ত সংবহন ও রেচনতন্ত্র অনুপস্থিত থাকে।
41. দেহ হৃদপিণ্ডবিহীন তবে বর্ণহীন রক্ত সংবহনের জন্য বিদ্যমান পেরিহিমালতন্ত্র কোন পর্বের বৈশিষ্ট্য?
Edit
Topic: একাইনোডার্মাটা , প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস
Explaination: দেহ হৃদপিণ্ডবিহীন তবে রক্ত সংবহনের জন্য বিদ্যমান পেরিহিমালতন্ত্র একাইনোডারমাটা পর্বের বৈশিষ্ট্য।
42. প্রাণীজগতের সবচেয়ে উন্নত পর্বের প্রাণীদের গলবিলের নিচের Endostyle অঙ্গটি পরিণত প্রাণীতে কোন গ্রন্থিতে রূপান্তরিত হয়?
Edit
Topic:
Explaination: প্রাণীজগতের সবচেয়ে উন্নত পর্বের প্রাণীদের (কর্ডাটার) গলবিলের নিচের Endostyle অঙ্গটি পরিণত প্রাণীতে থাইরয়েড গ্রন্থিতে রূপান্তরিত হয়।
43. নিচের কোনটিতে ওরাল হুডে পরিবেষ্টিত মুখছিদ্রে ওরাল সিরি (oral cirri) অবস্থিত ?
Edit
Topic:
Explaination:
44. 'Amphioxus' সাধারণ নাম বিশিষ্ট উপপর্বের প্রাণীদের ক্ষেত্রে সঠিক নয় নিচের কোনটি?
Edit
Topic:
Explaination: Cephalochordata হলো 'Amphioxus' সাধারণ নাম বিশিষ্ট উপপর্ব যাদের হৃদপিন্ড এবং শ্বাসরঞ্জক থাকে না। দেহের দুপাশে '>' আকৃতির মায়োটোম পেশি থাকে।
45. Cephalochordata এর ক্ষেত্রে সঠিক নয় কোনটি?
Edit
Topic: Cephalochordata, প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস, প্রাণিবিজ্ঞান, আজমল স্যার
Explaination: আজীবন স্থায়ী নটোকর্ড ও নার্ভকর্ড দেহের সম্মুখ থেকে পশ্চাৎ পর্যন্ত প্রসারিত।
46. কোন উপপর্বের প্রাণীদের ব্রেইন ক্রেনিয়ামে (cranium) আবৃত থাকে? ।
Edit
Topic: Vertebrata, প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস, প্রাণিবিজ্ঞান, আজমল স্যার
Explaination: Vertebrata উপপর্বের প্রাণীদের মস্তিষ্ক অস্থিময় বা তরুণাস্তিময় ক্রেনিয়ামে অবস্থান করে।
47. Lamprey লার্ভা দশা কোনটি?
Edit
Topic: Cyclostomata, প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস, প্রাণিবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: ল্যাম্প্রের Ammocete নামক লার্ভা দশা রয়েছে।
48. Chondrichthyes সম্পর্কে সঠিক নয় কোনটি?
Edit
Topic: Chondrichthyes, প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস, প্রাণিবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: Chondrichthyes এর বায়ুথলি (swim bladder) থাকে না।
49. ইলিশ মাছের লেজ কোন ধরনের?
Edit
Topic: Actinopterygii, প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস, প্রাণিবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: ইলিশ মাছ Actinopterygii শ্রেণীর। এদের পুচ্ছ পাখনা হোমোসার্কেল ধরনের অর্থাৎ পুচ্ছ পাখনার অংশ দুটি সমান।
50. পুচ্ছ পাখনা Heterocercal নিচের কোনটির?
Edit
Topic: Chondrichthyes, প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস, প্রাণিবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: Chondrichthyes এর পুচ্ছ পাখনা Heterocercal ধরনের ; অর্থাৎ পুচ্ছ - পাখনার অংশ দুটি অসামান।
51. Tetrapod দের ক্ষেত্রে সঠিক নয় কোনটি?
Edit
Topic: Amphibia, প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস, প্রাণিবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: চতুষ্পদী (Tetrapod) দের অগ্রপদে চারটি ও পশ্চাৎ পদে পাঁচটি নখর বিহীন আঙ্গুল থাকে।
52. নিচের কোন প্রাণীর হৃদপিণ্ড তিন প্রকোষ্ঠ বিশিষ্ট?
Edit
Topic: Amphibia, প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস, প্রাণিবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: Amphibia শ্রেণীর প্রাণীদের হৃদপিণ্ড তিন প্রকোষ্ঠ বিশিষ্ট। দুটি অলিন্দ এবং একটি নিলয়।
53. পাখিদের ক্ষেত্রে সঠিক নয় কোনটি?
Edit
Topic: Aves, প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস, প্রাণিবিজ্ঞান, আলীম স্যার।
Explaination:
54. কুমিরের হৃদপিণ্ড কয় প্রকোষ্ঠ বিশিষ্ট?
Edit
Topic: Reptilia, প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস, প্রাণিবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: Reptilia দের হৃদপিণ্ড অসম্পূর্ণভাবে চার প্রকোষ্ঠ বিশিষ্ট। কিন্তু কুমিরের ক্ষেত্রে ব্যতিক্রম, কুমিরের হৃদপিণ্ড সম্পূর্ণভাবে চার প্রকোষ্ঠ বিশিষ্ট।
55. করোটিক স্নায়ুর ক্ষেত্রে ঠিক নয় কোনটি?
Edit
Topic: মেরুদন্ডী প্রাণীদের উল্লেখযোগ্য পার্থক্য, প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস, প্রাণিবিজ্ঞান, আজমল স্যার
Explaination: উভচরদের দশ জোড়া করোটিক স্নায়ু থাকে।
56. Retrogressive Metamorphosis ঘটে কোনটিতে?
Edit
Topic: Urochordata, প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস, প্রাণিবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: Urochordata উপপর্বের লার্ভার প্রতীপ রূপান্তর (Retrogressive Metamorphosis) ঘটে, অর্থাৎ উন্নত বৈশিষ্ট্য হারিয়ে অনুন্নত বৈশিষ্ট্য অর্জন করে।
57. একাইনোডার্মাটা নিচের কোনটির মাধ্যমে শ্বসন কার্য পরিচালনা করে না?
Edit
Topic: Echinodermata, প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস, প্রাণিবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: একাইনোডার্মাটা ত্বকীয় ফুলকা, নালিকা পদ, শ্বসন বৃক্ষ ইত্যাদি দিয়ে শ্বসন কার্য সম্পন্ন করে।
58. নেমাথেলমিনথিস এর ক্ষেত্রে সঠিক নয় নিচের কোনটি?
Edit
Topic: নেমাটোডা, প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস, প্রাণিবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: নেমাটোডা পর্বের প্রাণীদের শ্বসনতন্ত্র ও সংবহনতন্ত্র অনুপস্থিত।
59. "মুখছিদ্র বৈশিষ্ট্যপূর্ণ ওষ্ঠে পরিবৃত্ত" কোন পর্বের প্রাণী বৈশিষ্ট্য?
Edit
Topic: নেমাটোডা, প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস, প্রাণিবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: নেমাটোডার মুখছিদ্র সাধারণত বৈশিষ্ট্যপূর্ণ ওষ্ঠে পরিবৃত্ত।
60. নেমাটোডার লার্ভা দশা কোনটি?
Edit
Topic: নেমাটোডা, প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস, প্রাণিবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: জীবনচক্রে নেমাটোডার মাইক্রোফাইলেরিয়া বা রেবডিটিফর্ম নামক লার্ভা দশা থাকে।
61. রক্ত সংবহনতন্ত্র বদ্ধ (Closed) প্রকৃতির কোন পর্বের প্রাণীতে?
Edit
Topic: Annelida, প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস, প্রাণিবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: রক্ত সংবহনতন্ত্র বদ্ধ (Closed) প্রকৃতির - Annelida, Chordata পর্বের প্রাণীদের।
62. “কম্বোজ প্রাণী” নামে পরিচিত কোনটি?
Edit
Topic: মলাস্কা, প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস, প্রাণিবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: Mollusca কে কম্বোজ প্রাণী ডাকা হয়।
63. পৃথিবীর তিন চতুর্থাংশ কোন পর্বের দখলে?
Edit
Topic: Arthropoda, প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস, প্রাণিবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: আর্থ্রোপোডা প্রাণিজগতের বৃহত্তম পর্ব। পৃথিবীর তিন চতুর্থাংশ আর্থ্রোপোডা পর্বের দখলে।