Exam
Question View - Cell Division HSC 26
1. নিচের কোনটি ডিপ্লয়েড কোষ?
Edit
Topic:
Explaination: হ্যাপ্লয়েড কোষ(n) হলো এক সেট ক্রোমোসোম বহনকারী কোষ। ডিপ্লয়েড কোষ(2n) হলো দুই সেট ক্রোমোসোম বহনকারী কোষ।
শুক্রাণু, ডিম্বাণু হলো হ্যাপ্লয়েড কোষ। শুক্রাণু দিয়ে ডিম্বাণু নিষিক্ত করা হলে ডিপ্লয়েড কোষ জাইগোট বা নিষিক্ত ডিম্বাণু গঠিত হয়।
অর্থাৎ জাইগোট হলো ডিপ্লয়েড কোষ যাকে নিষিক্ত ডিম্বাণু নামেও অভিহিত করা হয়, নিষিক্ত শুক্রাণু বলা হয় না।
2. নিষিক্ত ডিম্বাণু হলো হ্যাপ্লয়েড কোষ।
Edit
Topic:
Explaination: শুক্রাণু, ডিম্বাণু একসেট ক্রোমোজোম বহনকারী কোষ অর্থাৎ হ্যাপ্লয়েড কোষ। শুক্রাণু দিয়ে ডিম্বাণু নিষিক্ত হলে জাইগোট (n+n= 2n) গঠিত হয় যা একটি ডিপ্লয়েড কোষ। জাইগোটকে নিষিক্ত ডিম্বাণুও বলা হয়।