Exam

Question View - Chapter Final- মানবদেহের প্রতিরক্ষা
1. কোনটির মাধ্যমে দুর্বল Immunity কে সবল করা হয়? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: মানবদেহের প্রতিরক্ষা, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: যে প্রক্রিয়ায় দেহ ক্ষতিকর অনুজীব এবং বিষাক্ত রাসায়নিক পদার্থের সম্ভাব্য ক্ষতি থেকে নিজেকে রক্ষা করে তাকে ইমিউনিটি (immunity) বা অনাক্রম্যতা বলে। ইমিউনিটি দুর্বল হলে Vaccine বা টিকা দিয়ে সবল করে তোলা হয়।
2. দেহের সবচেয়ে বড় লসিকা গ্রন্থি কোনটি? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: ইমিউনিটি এবং ইমিউনোলজি, মানবদেহের প্রতিরক্ষা, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: প্লীহা (Spleen) দেহের সবচেয়ে বড় লসিকা গ্রন্থি।
3. নিচের কোনটিকে রক্তের 'ইমিউনোলজিক্যাল ফিল্টার' বলা হয়? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: ইমিউনিটি এবং ইমিউনোলজি, মানবদেহের প্রতিরক্ষা, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: প্লীহা (Spleen) দেহের সবচেয়ে বড় লসিকা গ্রন্থি একে রক্তের 'ইমিউনোলজিক্যাল ফিল্টার' বলা হয়।
4. NK Cell থেকে নিচের কোনটি নিঃসৃত হয় না? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: ইমিউনিটি এবং ইমিউনোলজি, মানবদেহের প্রতিরক্ষা, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: প্রাকৃতিক মারণ বা ঘাতক কোষ (NK- Natural killer cell) থেকে সাইটোটক্সিন, পারফোরিন এবং গ্রানাইজাইম নিঃসৃত হয়।
5. নিচের কোনটি ভিন্ন? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: ইমিউনিটি এবং ইমিউনোলজি-, মানবদেহের প্রতিরক্ষা, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: দানাদার বা Granular লিউকোসাইট তিন প্রকার। যথা- নিউট্রোফিল (Neutrophil), ইওসিনোফিল (Eosinophil) ও বেসোফিল (Basophil)। মনোসাইট (Monocyte) ও লিম্ফোসাইট (Lymphocyte) হলো অদানাদার লিউকোসাইট (Agranular leukocyte)।
6. ত্বকে কোন ডেনড্রাইটিক কোষ পাওয়া যায়? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: ইমিউনিটি এবং ইমিউনোলজি, মানবদেহের প্রতিরক্ষা, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: ত্বকে ও মিউকাস পর্দায় ল্যাঙ্গারহ্যান্স কোষ‌ পাওয়া যায়।
7. মানবদেহে Line of defence কয়টি? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: মানবদেহের প্রতিরক্ষা ব্যবস্থা, মানবদেহের প্রতিরক্ষা, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: মানবদেহে প্রতিরক্ষা স্তর (Line of defence) তিনটি। প্রথম প্রতিরক্ষা স্তর, দ্বিতীয় প্রতিরক্ষা স্তর, তৃতীয় প্রতিরক্ষা।
8. Saliva তে কোনটি উপস্থিত? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: মানবদেহের প্রতিরক্ষা ব্যবস্থা, মানবদেহের প্রতিরক্ষা, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: অশ্রু ও লালায় লাইসোজাইম এনজাইম থাকে। যা ব্যাকটেরিয়ানাশক হিসেবে কাজ করে।
9. ফ্যাগোসাইটিক কণিকা কোনটি? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: মানবদেহের প্রতিরক্ষা ব্যবস্থা, মানবদেহের প্রতিরক্ষা, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: প্রধান দুটি ফ্যাগোসাইটিক কণিকা হচ্ছে নিউট্রোফিল ও ম্যাক্রোফেজ।
10. ধাঙ্গর কোষ হিসেবে পরিচিত কোনটি? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: মানবদেহের প্রতিরক্ষা ব্যবস্থা, মানবদেহের প্রতিরক্ষা, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: ম্যাক্রোফেজ পুরনো রক্ত কণিকা, মৃত টিস্যু-খন্ড ও কোষীয় ময়লা গ্রাস করে ধাঙ্গর কোষ হিসেবে কাজ করে।
11. জ্বর সৃষ্টির জন্য দায়ী কোনটি? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: মানবদেহের প্রতিরক্ষা ব্যবস্থা, মানবদেহের প্রতিরক্ষা, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: মাক্রোফেজ যখন ভাইরাস, ব্যাকটেরিয়া বা বহিরাগত কণাকে শনাক্ত ও আক্রমণ করে তখন কোষগুলো রক্ত প্রবাহে পাইরোজেন (Pyrogen) নামক পলিপেপটাইড ক্ষরণ করে। পাইরোজেন মস্তিষ্কের হাইপোথ্যালামাসে বিপাকীয় পরিবর্তন ঘটিয়ে দেহের তাপমাত্রাকে উচ্চতার মাত্রায় নির্ধারণ করায়, তখন শরীর কেঁপে ওঠে ও জ্বর আসে।
12. Pyrogen কি জাতীয় পদার্থ? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: দ্বিতীয় প্রতিরক্ষা স্তর, মানবদেহের প্রতিরক্ষা, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: মাক্রোফেজ যখন ভাইরাস, ব্যাকটেরিয়া বা বহিরাগত কণাকে শনাক্ত ও আক্রমণ করে তখন কোষগুলো রক্ত প্রবাহে পাইরোজেন (Pyrogen) নামক পলিপেপটাইড ক্ষরণ করে। পাইরোজেন মস্তিষ্কের হাইপোথ্যালামাসে বিপাকীয় পরিবর্তন ঘটিয়ে দেহের তাপমাত্রাকে উচ্চতার মাত্রায় নির্ধারণ করায়, তখন শরীর কেঁপে ওঠে ও জ্বর আসে।
13. ভাইরাসের বংশবৃদ্ধিতে ব্যাঘাত ঘটায় কোনটি? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: দ্বিতীয় প্রতিরক্ষা স্তর, মানবদেহের প্রতিরক্ষা, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: ইন্টারফেরন (Interferon): ভাইরাসে আক্রান্ত হওয়ার প্রতিক্রিয়া হিসেবে এবং কোষের অভ্যন্তরে ভাইরাসের বংশবৃদ্ধিতে ব্যাঘাত ঘটাতে আক্রান্ত কোষ থেকে ইন্টারফেরর নামক বিশেষ ধরনের গ্লাইকোপ্রোটিন উৎপন্ন ও ক্ষরিত হয়ে দেহকোষকে রক্ষা করে।
14. Immune system এর প্রধান কোষ নিচের কোনটি? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: অর্জিত প্রতিরক্ষার ধাপসমূহ, মানবদেহের প্রতিরক্ষা, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: হেলপার T কোষ- ইমিউনতন্ত্রের প্রধান কোষ। অর্জিত প্রতিরক্ষা ব্যাবস্থার মেইন সুইচের মতো কাজ করে।
15. MCH (Major Histocompatibility Complex) কি? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: অর্জিত প্রতিরক্ষার ধাপসমূহ, মানবদেহের প্রতিরক্ষা, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: MCH (Major Histocompatibility Complex) হলো পরিচয়বিহীন একটি অণু বা অণুজীব (অ্যান্টিজেন)।
16. অর্জিত প্রতিরক্ষায় কোন ধরণের Immune response এর মাধ্যমে মানবদেহে প্রতিরক্ষা সুপ্রতিষ্ঠিত করে? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: অর্জিত প্রতিরক্ষার ধাপসমূহ, মানবদেহের প্রতিরক্ষা, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: অর্জিত প্রতিরক্ষায় দুই ধরণের Immune response এর মাধ্যমে মানবদেহে প্রতিরক্ষা সুপ্রতিষ্ঠিত করে। অ্যান্টিবডি নির্ভর সাড়া কোষ নির্ভর সাড়া।
17. Cell Mediated Response এর ক্ষেত্রে কার্যকর T কোষ নিচের কোনটি? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: অর্জিত প্রতিরক্ষার ধাপসমূহ, মানবদেহের প্রতিরক্ষা, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: Cytotoxic T-cell হলো Cell Mediated Response এর ক্ষেত্রে কার্যকর T কোষ। Plasma cell হলো কার্যকর B কোষ।
18. Acquired Immunity এর ক্ষেত্রে resistance নয় নিচের কোনটি? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: সহজাত প্রতিরক্ষা ও অর্জিত প্রতিরক্ষার মধ্যে পার্থক্য, মানবদেহের প্রতিরক্ষা, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: Acquired Immunity (অর্জিত প্রতিরক্ষা) এর ক্ষেত্রে resistance বা প্রতিবন্ধক হলো: লসিকা পর্ব, লিম্ফয়েড টিস্যু, স্প্লিন। Innate immunity (সহজাত প্রতিরক্ষা) এর ক্ষেত্রে প্রতিবন্ধক হলো: তাপমাত্রা, ত্বক, মিউকাস ঝিল্লি, pH.
19. প্রত্যেক অ্যান্টিবডিতে অন্তত কয়টি Disulfide Bonds থাকে? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: প্রতিরক্ষা ব্যবস্থায় অ্যান্টিবডির ভূমিকা, মানবদেহের প্রতিরক্ষা, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: প্রত্যেক অ্যান্টিবডিতে অন্তত ৩টি Disulfide Bonds থাকে। দুটি ভারি শৃঙ্খলের মধ্যে একটি বন্ড, বাকি দুটি থাকে দুপাশে ভারি ও হালকা শৃঙ্খলের মঝে।
20. ভারি শৃঙ্খলের constant region এর অ্যামিনো এসিডের ক্রমের ভিত্তিতে অ্যান্টিবডি কয় ধরণের হয়? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: প্রতিরক্ষা ব্যবস্থায় অ্যান্টিবডির ভূমিকা, মানবদেহের প্রতিরক্ষা, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: ভারি শৃঙ্খলের constant region (স্থায়ী অঞ্চলের) এর অ্যামিনো এসিডের ক্রমের ভিত্তিতে অ্যান্টিবডি ৫ ধরণের হয়।
21. প্রেগন্যান্সির সময় placenta অতিক্রম করে কোন অ্যান্টবডি? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: প্রতিরক্ষা ব্যবস্থায় অ্যান্টিবডির ভূমিকা, মানবদেহের প্রতিরক্ষা, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: একমাত্র ইমিউনোগ্লোবিউলিন G প্রেগন্যান্সির সময় placenta অতিক্রম করে এবং মায়ের অর্জিত প্রতিরক্ষা ভ্রুণদেহে স্থানান্তরিত করে।
22. Interferon সম্পর্কে সঠিক নয় নিচের কোনটি? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: অ্যান্টিবডি ও ইন্টারফেরনের মধ্যে পার্থক্য, মানবদেহের প্রতিরক্ষা, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: ইন্টারফেরন কার্যকাল স্বল্পস্থায়ী।
23. মিজলস, মাম্পস রোগের ভ্যাক্সিন কোন ধরণের? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: প্রতিরক্ষা ব্যবস্থায় টিকার ভূমিকা, মানবদেহের প্রতিরক্ষা, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: মিজলস(হাম), মাম্পস, টাইফয়েড রোগের ভ্যাক্সিন হলো Attenuated vaccine বা শক্তিহ্রাস ভ্যাক্সিন।
24. মানুষের যক্ষ্মা রোগের জীবাণুর বিরুদ্ধে ব্যবহৃত হয় কোনটি? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: বাংলাদেশে ভ্যাক্সিনেশন প্রোগ্রাম, মানবদেহের প্রতিরক্ষা, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: যক্ষ্মা রোগ প্রতিরোধের জন্য শিশুদের BCG টিকা দেওয়া হয়।
25. ভ্যাক্সিন প্রদানের মূল উদ্দেশ্য কোনটি তৈরি করা? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: প্রতিরক্ষা ব্যবস্থায় টিকার ভূমিকা, মানবদেহের প্রতিরক্ষা, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: ভ্যাক্সিন প্রদানের মূল উদ্দেশ্য স্মৃতিকোষ।
26. ডিপথেরিয়ায় কোন ধরণের ভ্যাক্সিন প্রদান করা হয়? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: প্রতিরক্ষা ব্যবস্থায় টিকার ভূমিকা, মানবদেহের প্রতিরক্ষা, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: ডিপথেরিয়া, টিটেনাস(ধনুষ্টংকার) রোগের ভ্যাক্সিন নিষ্ক্রিয় বিষাক্ত পদার্থ থেকে উৎপাদন করা হয়।তাই এটি টক্সোয়েড ধরণের।