Exam
Question View - Chapter final - প্রাণীর আচরণ
1. নিচের কোনটি ট্যাক্সিস এর সাধারণ বৈশিষ্ট্য নয়?
Edit
Topic: ট্যাক্সিসের বৈশিষ্ট্য, প্রানীর আচরণ, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার। ব্যাখ্যা:
Explaination: ট্যাক্সিসের বৈশিষ্ট্য - শিক্ষালব্ধ আচরণ নয় - বাহ্যিক উদ্দীপনা দ্বারা নিয়ন্ত্রিত - সংবেদী অঙ্গ ভূমিকা পালন করে - চলন ক্রিয়ার গতি দ্রুত।
2. দেহের দিকমুখিতার উপর ভিত্তি করে ট্যাক্সিস কত প্রকার?
Edit
Topic: ট্যাক্সিস এর প্রকারভেদ, প্রানীর আচরণ, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: দেহের দিকমুখিতার উপর ভিত্তি করে ট্যাক্সিস 2 প্রকার। যথাঃ - ধনাত্মক বা পজিটিভ ট্যাক্সিস - ঋণাত্মক বা নেগেটিভ ট্যাক্সিস।
3. ব্যাঙের শীতনিদ্রা কোন ধরনের ট্যাক্সিস এর উদাহরণ?
Edit
Topic: ট্যাক্সিস এর প্রকারভেদ, প্রানীর আচরণ, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: থার্মোট্যাক্সিস এর উদাহরণ - গ্রীষ্মকালে অধিক মাত্রায় মশার প্রকোপ - ছারপোকার আক্রমণ
4. গ্রীষ্মকালে অধিক মাত্রায় মশার প্রকোপ কোন ধরনের ট্যাক্সিস?
Edit
Topic: ট্যাক্সিস এর প্রকারভেদ, প্রানীর আচরণ, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: গ্রীষ্মকালে অধিক মাত্রায় মশার প্রকোপ থার্মোট্যাক্সিস এর উদাহরণ।
5. কেঁচোর ভেজা মাটিতে বসবাস কোন ধরণের ট্যাক্সিস?
Edit
Topic: ট্যাক্সিস এর প্রকারভেদ, প্রানীর আচরণ, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: কেঁচোর ভেজা মাটিতে বসবাস ধনাত্মক হাইড্রোট্যাক্সিস।
6. রুই মাছের পোনার স্রোতমুখী চলন হলো-
Edit
Topic: ট্যাক্সিস এর প্রকারভেদ, প্রানীর আচরণ, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: মাছের পোনার স্রুতমুখী চলন ধনাত্মক রিওট্যাক্সিস ।
7. দেয়ালে টিকটিকির চলন কোন ধরণের ট্যাক্সিসের উদাহরণ?
Edit
Topic: ট্যাক্সিস এর প্রকারভেদ, প্রানীর আচরণ, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: দেয়ালে টিকটিকির চলন ধনাত্মক স্টেরোট্যাক্সিস।
8. ব্লোফ্লাই ও বাটারফ্লাই এর লার্ভার ট্যাক্সিস-
Edit
Topic: ট্যাক্সিস এর প্রকারভেদ, প্রানীর আচরণ, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: ব্লোফ্লাই ও ব্লাটারফ্লাই এ ক্লাইনোট্যাক্সিস ধরনের ট্যাক্সিস দেখা যায় ।
9. সূর্যের প্রতি সাড়া দিয়ে পিঁপড়ার চলন -
Edit
Topic: ট্যাক্সিস এর প্রকারভেদ, প্রানীর আচরণ, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: মেনোট্যাক্সিস - প্রাণীর দিকমুখিতা কৌণিক ধরনের। নেমেট্যাক্সিস - এটি একটি স্মৃতিমূলক সাড়াদান।
10. স্পর্শের প্রতি সাড়া দেওয়ার প্রক্রিয়াকে কি বলে?
Edit
Topic: ট্যাক্সিস এর প্রকারভেদ, প্রানীর আচরণ, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: থিগমোট্যাক্সিস - স্পর্শানুভূতির প্রতি প্রাণীর প্রতিক্রিয়া।
11. louse এ কোন ধরনের ট্যাক্সিস দেখা যায়?
Edit
Topic: ট্যাক্সিস এর প্রকারভেদ, প্রানীর আচরণ, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: ট্রোপোট্যাক্সিস মা-ছের উকুনে (fish louse) এ ধরনের ট্যাক্সিস দেখা যায়।
12. মৌমাছির ফুলের প্রতি সাড়া দান -
Edit
Topic: ট্যাক্সিস এর প্রকারভেদ, প্রানীর আচরণ, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: মৌমাছির ফুলের প্রতি সাড়া দান টেলোট্যাক্সিস।
13. শিখন হলো অভ্যাসের ফলে ক্রিয়ার পরিবর্তন - উক্তিটি কার?
Edit
Topic: শিখন আচরণ, প্রানীর আচরণ, প্রাণীবিজ্ঞান, আলীম স্যার।
Explaination: শিখন হলো অভ্যাসের ফলে ক্রিয়ার পরিবর্তন – উক্তিটি বিজ্ঞানী ম্যাকগোচ এর।
14. প্রতিবর্তী ক্রিয়া নিয়ন্ত্রিত হয় কোন অঙ্গ দ্বারা?
Edit
Topic: প্রতিবর্তী ক্রিয়া, প্রানীর আচরণ, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: প্রতিবর্তী ক্রিয়া সুষুম্নাকাণ্ড দ্বারা নিয়ন্ত্রিত হয়।
15. সহজাত আচরণের নিয়ন্ত্রণকারীকে কি বলে?
Edit
Topic: সহজাত আচরণ, প্রানীর আচরণ, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: জিন সহজাত আচরণকে নিয়ন্ত্রণ করে।
16. রিলিজিং উদ্দীপনার প্রকৃষ্ট উদাহরণ কোনটি?
Edit
Topic: উদ্দীপনায় আচরণগত পরিবর্তন, প্রানীর আচরণ, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: হেরিংগাল বা গাংচিল এর খাদ্য গ্রহণ রিলিজিং উদ্দীপনার প্রকৃষ্ট উদাহরণ।
17. সহজাত প্রতিবর্ত ক্রিয়ার প্রকারভেদ নয় নিচের কোনটি?
Edit
Topic: প্রতিবর্ত ক্রিয়ার প্রকারভেদ, প্রানীর আচরণ, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: সহজাত প্রতিবর্ত ক্রিয়ার প্রকারভেদ - Superficial Reflex, Deep reflex, Visceral Reflex।
18. FAP এর বৈশিষ্ট্য নয় নিচের কোনটি?
Edit
Topic: FAP এর বৈশিষ্ট্য, প্রানীর আচরণ, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: FAP এর বৈশিষ্ট্য, ছার্চসম্মত, সার্বজনীনতা, ব্যালিসটিকনেস, ব্যক্তিগত অভিজ্ঞতা বহির্ভূত।
19. মৌমাছিরা রানী মৌমাছিকে কত দিনের মধ্যে পূর্ণাঙ্গ গড়ে তোলে?
Edit
Topic: রানী মৌমাছি, প্রানীর আচরণ, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: মৌমাছিরা রানী মৌমাছিকে ১৬ দিনের মধ্যে পূর্ণাঙ্গ গড়ে তোলে।
20. বাংলাদেশে পানকৌড়ির জননকাল কখন?
Edit
Topic: পাখির অপত্য যত্ন, প্রানীর আচরণ, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: মে-অক্টোবর হলো বাংলাদেশে পানকৌড়ির জননকাল।
21. পুরুষ মৌমাছি সম্পর্কে কোনটি অসত্য?
Edit
Topic: পুরুষ মৌমাছি, প্রানীর আচরণ, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: পুরুষ মৌমাছি - কলোনিতে ৩০০-৩০০০ টি পুরুষ মৌমাছি থাকে - মাঝারি আকৃতির ( ১৫-১৭ মি.মি. লম্বা) - পার্থেনোজেনেসিস প্রক্রিয়ায় সৃষ্টি হয় - এরা হ্যাপ্লয়েড প্রকৃতির।
22. রাজকীয় জেলি সম্পর্কে মিথ্যা কোনটি?
Edit
Topic: রাজকীয় জেলি, প্রানীর আচরণ, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: চিনি ১০-১৬%, ভিটামিন ২-৩%
23. হাঁটুর ঝাঁকুনি কোন ধরনের প্রতিবর্ত ক্রিয়ার উদাহরণ?
Edit
Topic: সহজাত প্রতিবর্ত ক্রিয়ার প্রকারভেদ, প্রানীর আচরণ, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: হাঁটুর ঝাঁকুনি Deep Reflex এর উদাহরণ।
24. বিভিন্ন উদ্দীপনার সম্মিলনকে কি বলে?
Edit
Topic: উদ্দীপনায় আচরণগত পরিবর্তন, প্রানীর আচরণ, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: বিভিন্ন উদ্দীপনার সম্মিলনকে মোটিভেশন বলে।
25. কোন বিজ্ঞানীকে Ethology এর জনক হিসেবস আখ্যায়িত করা হয়?
Edit
Topic: আচরণের প্রকৃতি, প্রানীর আচরণ, প্রাণীবিজ্ঞান, আলীম স্যার।
Explaination: - Karl von Frisch - মৌমাছির নৃত্যের গতি প্রকৃতি সম্পর্কে প্রথম আলোকপাত করেন। - Konrad Lorenz - রিলিজং শব্দটি সর্বপ্রথম প্রয়োগ করেন। - Nikolass Tinbergen – আচরণবিদ্যার বা ইথোলজির জনক।
26. নিচের কোনটি উদ্দীপনা নয়?
Edit
Topic: উদ্দীপনায় আচরণগত পরিবর্তন, প্রানীর আচরণ, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: উদ্দীপনার উদাহরণ – প্রেরণাদায়ক, নির্গমণ, সমাপ্তিকরণ।
27. সহজাত আচরণের বৈশিষ্ট্য নয় কোনটি?
Edit
Topic: সহজাত আচরণের বৈশিষ্ট্য, প্রানীর আচরণ, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: সহজাত আচরণের বৈশিষ্ট্য - জিন নিয়ন্ত্রিত, প্রজাতি নির্দিষ্ট, পূর্ব অভিজ্ঞতা দ্বারা পরিচালিত হয় না, জৈবিক প্রয়োজন মেটাতে সাহায্য করে ইত্যাদি।
28. রিলিজিং উদ্দীপনার ক্ষেত্রে কোনটি সঠিক?
Edit
Topic: অনুশীলনী বহুনির্বাচনি প্রশ্ন, প্রানীর আচরণ, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: রিলিজিং উদ্দীপনার একটি সাধারণ উদ্দীপনা।
29. প্রতিবর্ত ক্রিয়ার বৈশিষ্ট্য কোনটি?
Edit
Topic: প্রতিবর্তী ক্রিয়া, প্রানীর আচরণ, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: প্রতিবর্ত ক্রিয়ার বৈশিষ্ট্য হলোঃ - উদ্দীপনার প্রতি সাড়া দেওয়ার সরলতম ধরণ - স্বয়ংক্রিয় ও অনৈচ্ছিক - সহজে সংশোধিত বা পরিবর্তিত হয় না - জন্মগত, শিক্ষালব্ধ নয়, ইত্যাদি।
30. টুনটুনির পাখির বাসা নির্মাণ -
Edit
Topic: অনুশীলনী বহুনির্বাচনি প্রশ্ন, প্রানীর আচরণ, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: টুনটুনির পাখির বাসা নির্মাণ হলো Instincts এর উদাহরণ।
31. নিচের কোনটি শিখন আচরণ?
Edit
Topic: অনুশীলনী বহুনির্বাচনি প্রশ্ন, প্রানীর আচরণ, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: বাবুই পাখির বাসা তৈরি, ময়ূরের নিত্য পরিবেশন, শীতের পাখির মাইগ্রেশন এগুলো হচ্ছে সহজাত আচরণ।
32. অক্সিজেনের ঘনত্বের পার্থক্যের কারণে প্রাণীর সাড়া প্রদানকে কি বলে?
Edit
Topic: অনুশীলনী বহুনির্বাচনি প্রশ্ন, প্রানীর আচরণ, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: অক্সিজেনের ঘনত্বের পার্থক্যের কারণে প্রাণীর সাড়া প্রদানকে অ্যারোট্যাক্সিস বলে।
33. কর্মী মৌমাছি সম্পর্কে কোনটি সত্য নয়?
Edit
Topic: কর্মী মৌসছি, প্রানীর আচরণ, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: কর্মী মৌমাছি প্রজননে অক্ষম।
34. কোন প্রক্রিয়ার মাধ্যমে তিন কাঁটা স্টিকলব্যাক অক্সিজেন চাহিদা নিশ্চিত করে?
Edit
Topic: মাছের অপত্য যত্ন, প্রানীর আচরণ, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: - Zig-Zag - পুরুষ তিন কাঁটা স্টিকলব্যাক এ ধরনের নৃত্য প্রদর্শনের মাধ্যমে স্ত্রী মাছকে আকৃষ্ট করে - Swarming - মৌমাছির নৃত্য।