Exam

Question View - Day 19 - জীবের পরিবেশ বিস্তার ও সংরক্ষণ - 04
1. বাংলাদেশ কোন Zoogeographical region এর অন্তর্ভুক্ত? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: প্রাণিভৌগলিক অঞ্চল, জীবের পরিবেশ, বিস্তার ও সংরক্ষণ, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: বাংলাদেশ ওরিয়েন্টাল Zoogeographical region বা প্রাণিভৌগলিক অঞ্চলের অন্তর্ভুক্ত।
2. মেরুদন্ডী প্রাণীদের অবস্থান ও বিস্তৃতির উপর ভিত্তি করে পৃথিবীকে মোট কয়টি প্রাণিভৌগলিক অঞ্চলের ভাগ করা হয়? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: প্রাণিভৌগলিক অঞ্চল, জীবের পরিবেশ, বিস্তার ও সংরক্ষণ, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: মেরুদন্ডী প্রাণীদের অবস্থান ও বিস্তৃতির উপর ভিত্তি করে পৃথিবীকে মোট ৬ টি প্রাণিভৌগলিক অঞ্চলের ভাগ করা হয়। - পলি আর্কটিক অঞ্চল - ওরিয়েন্টাল অঞ্চল - অস্ট্রেলিয়ান অঞ্চল - নিও-ট্রপিক্যাল অঞ্চল - ইথিওপিয়ান অঞ্চল - নিআর্কটিক অঞ্চল।
3. ওরিয়েন্টাল অঞ্চলের স্তন্যপায়ী নিচের কোনটি? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: প্রাণিভৌগলিক অঞ্চল, জীবের পরিবেশ, বিস্তার ও সংরক্ষণ, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: উল্লুক, বনরুই, সজারু,টাপীর এসব হলো স্তন্যপায়ী প্রাণী।
4. বাংলাদেশের মোট আয়তনের কত শতাংশ বনাঞ্চল রয়েছে? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: বাংলাদেশের বনাঞ্চল, জীবের পরিবেশ, বিস্তার ও সংরক্ষণ, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: বাংলাদেশের মোট আয়তনের ১০ শতাংশ বনাঞ্চল রয়েছে।
5. Decidual forest এর প্রধান উদ্ভিদ নিচের কোনটি? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: বাংলাদেশের বনাঞ্চল, জীবের পরিবেশ, বিস্তার ও সংরক্ষণ, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: পত্রঝরা বা পর্ণমোচী বনাঞ্চলের (Decidual forest) প্রধান উদ্ভিদ হলো শাল।
6. বাংলাদেশের বিলুপ্ত প্রায় প্রাণী নয় নিচের কোনটি? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: বাংলাদেশের বিলুপ্তপ্রায় জীবের পরিচিতি, জীবের পরিবেশ, বিস্তার ও সংরক্ষণ, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: বাংলাদেশের বিলুপ্ত প্রায় প্রাণীর মধ্যে আছে: রাজশকুন, ঘড়য়াল, মিঠাপানির কুমির, নীলগাই, শুশুক।
7. নিচের কোন উদ্ভিদটি জীবনে একবারই ফুল ও ফল হয়? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: বাংলাদেশের বিলুপ্তপ্রায় জীবের পরিচিতি, জীবের পরিবেশ, বিস্তার ও সংরক্ষণ, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: তালিপাম উদ্ভিদটি জীবনে একবারই ফুল ও ফল হয়।
8. নিচের কোনটি In-situ Conservation পদ্ধতি? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: জীববৈচিত্র্য সংরক্ষণের পদ্ধতি ও সংরক্ষণের গুরুত্ব, জীবের পরিবেশ, বিস্তার ও সংরক্ষণ, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: - গেম রিজার্ভার এমন প্রাকৃতিক অঞ্চল যেখানে বন্যজীব সুরক্ষিত থাকবে, তবে কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে শিকার করা যাবে। - বর্তমানে বাংলাদেশের একমাত্র গেম রিজার্ভ হলো টেকনাফ।
9. আয়তনের দিক দিয়ে পৃথিবীর সর্ববৃহৎ হাওর কোনটি? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: জীববৈচিত্র্য সংরক্ষণের পদ্ধতি ও সংরক্ষণের গুরুত্ব, জীবের পরিবেশ, বিস্তার ও সংরক্ষণ, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: আয়তনের দিক দিয়ে পৃথিবীর সর্ববৃহৎ হাওড় হলো হাকালুকি হাওর।
10. জীববৈচিত্র্য সংরক্ষণ পদ্ধতি প্রধানত কয়টি? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: জীববৈচিত্র্য সংরক্ষণের পদ্ধতি ও সংরক্ষণের গুরুত্ব, জীবের পরিবেশ, বিস্তার ও সংরক্ষণ, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: জীববৈচিত্র্য সংরক্ষণ পদ্ধতি প্রধানত দু প্রকার। যথা: - ইনসিটু সংরক্ষণ - এক্সসিটু সংরক্ষণ।
11. পৃথিবীতে এই পর্যন্ত কতবার mass extinction হয়েছে? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: বাংলাদেশের বিলুপ্ত প্রায় জীব, জীবের পরিবেশ, বিস্তার ও সংরক্ষণ, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: পৃথিবীতে এই পর্যন্ত ৫ বার mass extinction বা গণবিলুপ্তি হয়েছে।