Exam
Question View - Day 18 - জীবের পরিবেশ বিস্তার ও সংরক্ষণ - 03
1. নিচের কোনটি Xerophytes বৈশিষ্ট্য নয়?
Edit
Topic: মরুজ উদ্ভিদের বৈশিষ্ট্য, জীবের পরিবেশ, বিস্তার ও সংরক্ষণ, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: মরুজ উদ্ভিদের কান্ড ও পাতায় কিউটিকল থাকে।
2. কোন মরুজ উদ্ভিদের পানি সঞ্চয় করে রাখার জন্য রসালো কান্ড ও পাতায় পানি সঞ্চয়কারী কোষ রয়েছে?
Edit
Topic: মরুজ উদ্ভিদ, জীবের পরিবেশ, বিস্তার ও সংরক্ষণ, উদ্ভিদবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: ঘৃতকুমারী (Aloe vera), ফনিমনসা (Opuntia dillenii) উদ্ভিদের পানি সঞ্চয় করে রাখার জন্য রসালো কান্ড ও পাতায় পানি সঞ্চয়কারী কোষ রয়েছে।
3. Halophytes নয় নিচের কোনোটি?
Edit
Topic: লোনামাটির উদ্ভিদের বৈশিষ্ট্য, জীবের পরিবেশ, বিস্তার ও সংরক্ষণ, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: লোনামাটির উদ্ভিদের উদাহরণ: গেওয়া, গরান, কাকড়া, বাইন, বোরা, কেওড়া, পশুর, বোরা, হারগোজা, গোলপাতা, সুন্দরী।
4. Pneumatophore কোন প্রকার উদ্ভিদের বৈশিষ্ট্য?
Edit
Topic: লবণাক্ত উদ্ভিদের বৈশিষ্ট্য, জীবের পরিবেশ, বিস্তার ও সংরক্ষণ, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: লোনামাটির উদ্ভিদে Pneumatophore বা শ্বাসমূল থাকে।
5. লোনামাটির উদ্ভিদের Physiological adaptation নিচের কোনটি?
Edit
Topic: লোনাপানির উদ্ভিদের অভিযোজন, জীবের পরিবেশ, বিস্তার ও সংরক্ষণ, উদ্ভিদবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: লোনাপানির উদ্ভিদের জরায়ুজ অঙ্কোরদগম (viviparous germination) দেখা যায়।
6. লোনামাটির উদ্ভিদের বৈশিষ্ট্য নয় নিচের কোনোটি?
Edit
Topic: লোনামাটির উদ্ভিদের বৈশিষ্ট্য, জীবের পরিবেশ, বিস্তার ও সংরক্ষণ, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: লোনামাটির উদ্ভিদের বৈশিষ্ট্য : - স্তম্ভমূল বা ঠেসমূল থাকে - মূলের অভ্যন্তরে (কর্টেক্সে) বড় বড় বায়ুকুঠুরী থাকে - প্রস্বেদন হার কম হয় - জরায়ুজ অঙ্কুরোদগম বা viviparous germination ঘটে
7. নিচের কোন বায়োমের মাটি হিউমাস সমৃদ্ধ?
Edit
Topic: জীবভুমি বা বায়োম, জীবের পরিবেশ, বিস্তার ও সংরক্ষণ, উদ্ভিদবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: Grassland biome তৃণভূমির বায়োম হিউমাস সমৃদ্ধ।
8. পানিতে লবনের পরিমাণ কত হলে সেটা স্বাদু পানি হিসেবে গণ্য করা হয়?
Edit
Topic: জীবভুমি বা বায়োম, জীবের পরিবেশ, বিস্তার ও সংরক্ষণ, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: পানিতে লবণের পরিমাণ ১% এর কম হলে সেটা স্বাদু পানি।
9. পৃথিবীর সবচেয়ে বড় এবং প্রথম বায়োম কোনটি?
Edit
Topic: জীবভুমি বা বায়োম, জীবের পরিবেশ, বিস্তার ও সংরক্ষণ, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: পৃথিবীর সবচেয়ে বড় এবং প্রথম বায়োম হলো লোনা পানির বায়োম।
10. বাংলাদেশের শালবন কোন প্রকৃতির ফরেস্টের অন্তর্ভুক্ত?
Edit
Topic: জীবভুমি বা বায়োম, জীবের পরিবেশ, বিস্তার ও সংরক্ষণ, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: বাংলাদেশের শালবন ময়েস্ট ডেসিডুয়াল ফরেস্টের অন্তর্ভুক্ত।
11. নিচের কোনটি সবচেয়ে উত্তরের স্থলভাগের বায়োম?
Edit
Topic: জীবভুমি বা বায়োম, জীবের পরিবেশ, বিস্তার ও সংরক্ষণ, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: সবচেয়ে উত্তরের স্থলভাগের বায়োম হলো তুন্দ্রা।
12. পৃথিবীর ফুসফুস বিশ্বের মোট উৎপাদনের কত শতাংশ অক্সিজেনের যোগান দেয়?
Edit
Topic: জীবভুমি বা বায়োম, জীবের পরিবেশ, বিস্তার ও সংরক্ষণ, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: পৃথিবীর ফুসফুস হলো আমাজন যা বিশ্বের মোট উৎপাদনের ২০% শতাংশ অক্সিজেনের যোগান দেয়।
13. মরুভূমিতে দিন ও রাত্রীর তাপমাত্রার পার্থক্য কত ডিগ্রি পর্যন্ত হতে পারে?
Edit
Topic: জীবভুমি বা বায়োম, জীবের পরিবেশ, বিস্তার ও সংরক্ষণ, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: মরুভূমিতে দিন ও রাত্রীর তাপমাত্রার পার্থক্য ৩০°C পর্যন্ত হতে পারে।