Exam

Question View - Recap Exam Day 15
1. সর্বপ্রথম Genetics শব্দটির প্রচলন করেন কে? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: মেন্ডেলিয়ান ইনহেরিট্যান্স, জিনতত্ত্ব ও বিবর্তন, জীববিজ্ঞান ২য় পত্র, আজমল স্যার।
Explaination: উইলিয়াম বেটসন (William Batesut 1861-1926) ১৯০৫ খ্রিস্টাব্দে সর্বপ্রথম Genetics শব্দ প্রচলন করেন। Genetics শব্দটি গ্রিক শব্দের মূল রূপ 'gen' শব্দ যো উদ্ভূত যার প্রকৃত অর্থ হলো পরিণতি স্বরূপ ঘটা (to become) অথবা কোনো কিছুতে উদ্ভূত হওয়া (to grow into)।
2. জিনতত্ত্বের জনক কে? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: মেন্ডেলিয়ান ইনহেরিট্যান্স, জিনতত্ত্ব ও বিবর্তন, জীববিজ্ঞান ২য় পত্র, আজমল স্যার।
Explaination: আধুনিক জিনতত্ত্বের জনক বলে পরিচিত গ্রেগর জোহান মেন্ডেল (১৮২২-১৮৮৪) অস্ট্রিয়াবাসী একজন ধর্মযাজক ছিলেন। দীর্ঘ সাত বছর বিভিন্ন মটরশুঁটি (Pea) গাছের উপর নানান পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে তিনি বংশগতির দুটি "সূত্র" প্রবর্তন করেন। তাঁর সূত্রগুলোকে মেন্ডেলের সূত্র বা মেন্ডেলিজম (Mendelism) বলে আখ্যায়িত করা হয়।
3. মেন্ডেল কত প্রকার মটরশুঁটি নিয়ে গবেষণা করেন? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: মেন্ডেলিয়ান ইনহেরিট্যান্স, জিনতত্ত্ব ও বিবর্তন, জীববিজ্ঞান ২য় পত্র, আজমল স্যার।
Explaination: ১৮৫৭ সালে মেন্ডেল ৩৪ প্রকার মটরশুঁটি (Pisum sativum) সংগ্রহ করে গির্জা সংলগ্ন বাগানে উদ্ভিদের বংশগতি রহস্য উদঘাটনের জন্য পরীক্ষা-নিরীক্ষা শুরু করেন। দীর্ঘ সাত বছরের কঠিন ও শ্রমসাধ্য পরীক্ষা শেষে তিনি বংশগতির দুটি সূত্র (Law) আবিষ্কার করেন।
4. মেন্ডেল মটরশুঁটির কতজোড়া বিপরীত চরিত্রলক্ষণ নিয়ে পরীক্ষা চালিয়েছিলেন? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: মেন্ডেলিয়ান ইনহেরিট্যান্স, জিনতত্ত্ব ও বিবর্তন, জীববিজ্ঞান ২য় পত্র, আজমল স্যার।
Explaination: মেন্ডেল মটরশুঁটি গাছের নির্বাচিত সাতজোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য (প্রকট ও প্রচ্ছন্ন) নিয়ে সংকরায়ন ঘটান। মেন্ডেলের উপরোক্ত পরীক্ষাগুলো (প্রতিক্ষেত্রে) একজোড়া বিপরীত বৈশিষ্ট্যযুক্ত মটরশুঁটি গাছের মধ্যেই সংঘটিত হয় এবং এ ধরনের পরীক্ষাকে মনোহাইব্রিড ক্রস (monohybrid cross) বা একলক্ষণ সংকরায়ন বলে।
5. পরীক্ষার জন্য মেন্ডেলের মটরগাছ বেছে নেওয়ার কারণ নয় কোনটি? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: মেন্ডেলিয়ান ইনহেরিট্যান্স, জিনতত্ত্ব ও বিবর্তন, জীববিজ্ঞান ২য় পত্র, আজমল স্যার।
Explaination: *পরীক্ষার জন্য মেন্ডেলের মটরগাছ বেছে নেয়ার কারণ বাগানের মটরগাছে (garden pea, Pisum sativum) নিম্নোক্ত কিছু উর্দিষ্ট বৈশিষ্ট্য পরিলক্ষিত হওয়ায় মেন্ডেল তাঁর পরীক্ষার জন্য মটরগাছকে নমুনা হিসেবে মনোনীত করেছিলেন। ১. মটরগাছ একবর্ষজীবী হওয়ায় খুবই সহজেই বাগানের জমিতে ও টবে ফলানো যায়। ২. মটরগাছের প্রতিটি জনুর আয়ুষ্কাল অল্প হওয়ায় খুব কম সময়ের মধ্যেই সংকরায়ন পরীক্ষার ফল পাওয়া যায়। ৩. মটরফুল উভলিঙ্গ হওয়ায় সহজেই স্ব-পরাগায়ন ঘটে। ৪. মটরফুল স্ব-পরাগী হওয়ায় বাইরে থেকে আসা অন্য কোন চারিত্রিক বৈশিষ্ট্য সহজে মিশে যেতে পারে না, ফলে বংশপরম্পরায় নির্দিষ্ট চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন শুদ্ধ সন্তান-সন্ততি উৎপাদন সম্ভব। ৫. ফুলগুলো আকারে বড় হওয়ায় মটর গাছে খুব সহজেই পরপরাগায়নও ঘটানো সম্ভব হয়। ৬. মটরগাছে সুস্পষ্ট তুলনামূলক বংশগতি বৈশিষ্ট্য দেখা যায়-এ জন্য অটর গাছের বহু প্রকরণ (varieties) উপস্থিত। ৭. সংকরায়নের ফলে সৃষ্ট বংশধরগুলো উর্বর (fertile) হয়; অর্থাৎ এগুলো জননক্ষম হওয়ায় নিয়মিত বংশবৃদ্ধি করতে পারে।
6. ক্রোমোসোমের যে স্থানে জিন অবস্থান করে তাকে কী বলে? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: জিনতত্ত্বে ব্যবহৃত কতকগুলো শব্দের ব্যাখ্যা, জিনতত্ত্ব ও বিবর্তন, জীববিজ্ঞান ২য় পত্র, আজমল স্যার।
Explaination: ক্রোমোজোমে জিনের নির্দিষ্ট স্থান-এর নাম লোকাস। একটি নির্দিষ্ট জিনের অ্যালিলগুলো সমসংস্থ ক্রোমোজোমের একই লোকাসে অবস্থান করে।
7. জীবের বাহ্যিক লক্ষণকে কী বলে? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: জিনতত্ত্বে ব্যবহৃত কতকগুলো শব্দের ব্যাখ্যা, জিনতত্ত্ব ও বিবর্তন, জীববিজ্ঞান ২য় পত্র, আজমল স্যার।
Explaination: জিনোটাইপ (Genotype): কোনো জীবের লক্ষণ নিয়ন্ত্রণকারী জিন যুগলের গঠনকে জিনোটাইপ বলে। একটি জীবের জিনোটাইপ তার পূর্ব বা উত্তর পুরুষ থেকে জানা যায়। সদৃশ জিনোটাইপধারী জীবেরা যদি একই পরিবেশে বাস করে তাহলে ওদের ফিনোটাইপও সদৃশ হবে। ফিনোটাইপ (Phenotype): জিনোটাইপ দ্বারা নিয়ন্ত্রিত জীবের বাহ্যিক লক্ষণকে ফিনোটাইপ বলে। এটি জীবের আকার, আকৃতি, বর্ণ প্রভৃতি প্রকাশ করে। সদৃশ ফিনোটাইপধারী দুটি জীবের জিনোটাইপ একই রকম বা ভিন্ন হতে পারে।
8. F1 জনুর একটি হেটারোজাইগাস জীবের সাথে পিতৃ-মাতৃবংশীয় এক সদস্যের সঙ্গে সংকরায়নকে কী বলে? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: জিনতত্ত্বে ব্যবহৃত কতকগুলো শব্দের ব্যাখ্যা, জিনতত্ত্ব ও বিবর্তন, জীববিজ্ঞান ২য় পত্র, আজমল স্যার।
Explaination: ব্যাক ক্রস (Back cross) : F₁ জনুর একটি হেটারোজাইগাস জীবের সাথে পিতৃ-মাতৃবংশীয় এক সদস্যের সঙ্গে সংকরায়ন। টেস্ট ক্রস (Test cross): F1 বা F₂ বাবার জনুর বংশধরগুলো হোমোজাইগাস না হেটারোজাইগাস তা জানার জন্য সেগুলোকে মাতৃবংশের বিশুদ্ধ প্রচ্ছন্ন লক্ষণবিশিষ্ট জীবের সাথে সংকরায়ন বা ক্রস। এভাবে এদের F1 এবং F₂ জনুর এদের ফিনোটাইপিক এবং জিনোটাইপিক অনুপাত হবে ১: ১।
9. মেন্ডেলের ১ম সূত্রের নাম নয় কোনটি? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: মেন্ডেলের সূত্রসমূহ , জিনতত্ত্ব ও বিবর্তন, জীববিজ্ঞান ২য় পত্র, আজমল স্যার।
Explaination: প্রথম সূত্র: সংকর জীবে বিপরীত বৈশিষ্টের ফ্যাক্টরগুলো (জিনগুলো) মিশ্রিত বা পরিবর্তিত না হয়ে পাশাপাশি অবস্থান করে এবং জননকোষ (গ্যামেট) সৃষ্টির সময় পরস্পর থেকে পৃথক হয়ে ভিন্ন ভিন্ন জননকোষে প্রবেশ করে। এ সূত্রকে মনোহাইব্রিড ক্রস সূত্র (Law of Monohybrid Cross) বা জননকোষ বিশুদ্ধতার সূত্র (Law of Purity of Gametes) বা পৃথকীকরণ সূত্র (Law of Segregation)-ও বলা হয়।
10. মিউট্যান্ট জিন হলো- Edit
(a)
(b)
(c)
(d)
Topic: মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রম , জিনতত্ত্ব ও বিবর্তন, জীববিজ্ঞান ২য় পত্র, আজমল স্যার।
Explaination: প্রথম সূত্র: সংকর জীবে বিপরীত বৈশিষ্টের ফ্যাক্টরগুলো (জিনগুলো) মিশ্রিত বা পরিবর্তিত না হয়ে পাশাপাশি অবস্থান করে এবং জননকোষ (গ্যামেট) সৃষ্টির সময় পরস্পর থেকে পৃথক হয়ে ভিন্ন ভিন্ন জননকোষে প্রবেশ করে। মেন্ডেলের প্রথম সূত্রের ব্যাতিক্রম হলোঃ ১. অসম্পূর্ণ প্রকটতা (Incomplete Dominance)- ফলাফল ১: ২:১। ২. সমপ্রকটতা (Co-dominance) ফলাফল ১: ২: ১। ৩. মারণ জিন বা লিথাল জিন (Lethal Gene) - অনুপাত ২: ১।
11. অসম্পূর্ণ প্রকটতার জন্য দায়ী জিন কোনটি? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রম , জিনতত্ত্ব ও বিবর্তন, জীববিজ্ঞান ২য় পত্র, আজমল স্যার।
Explaination: অসম্পূর্ণ প্রকটতা (Incomplete Dominance)- ফলাফল ১: ২:১। যখন একজোড়া বিপরীত বৈশিষ্ট্যসম্পন্ন দুটি জীবে সংকরায়ন (ক্রস) ঘটে কিন্তু প্রথম বংশধরে (F₁ জনুতে) প্রকট ফিনোটাইপ পূর্ণ প্রকাশে ব্যর্থ হয় এবং উভয় বৈশিষ্ট্যের মাঝামাঝি এক বৈশিষ্ট্যের প্রকাশ ঘটে তখন তাকে অসম্পূর্ণ প্রকটতা বলে। অসম্পূর্ণ প্রকটতার জন্য দায়ী জিনগুলোকে ইন্টারমিডিয়েট জিন (intermediate gene) বলে অসম্পূর্ণ প্রকটতার কারণে মেন্ডেলের মনোহাইব্রিড ক্রসের অনুপাত ৩: ১ এর পবির্তে ১: ২: ১ হয়।
12. ড্রসোফিলা মাছির লুপ্তপ্রায় ডানা সৃষ্টিকারী জিন কোনটি? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রম , জিনতত্ত্ব ও বিবর্তন, জীববিজ্ঞান ২য় পত্র, আজমল স্যার।
Explaination: ড্রসোফিলা মাছির লুপ্তপ্রায় ডানা সৃষ্টিকারী লিথাল জিন সাবভাইটাল ধরনের।
13. কোনটি লিথাল জিনের প্রভাব নয়? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রম , জিনতত্ত্ব ও বিবর্তন, জীববিজ্ঞান ২য় পত্র, আজমল স্যার।
Explaination: লিথাল জিনের প্রভাবে থ্যালাসেমিয়া, সিকল সেল অ্যানিমিয়া, সিস্টিক ফাইব্রোসিস, রেটিনোব্লাস্টোমা, রেটিনোব্লাস্টোমা, ব্রাকিফ্যালাঞ্জি, কনজেনিটাল ইকথিওসিস ইত্যাদি হয়ে থাকে। লাল সবুজ বর্ণান্ধতা একটি সেক্স লিঙ্কড রোগ।
14. মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রম নয় কোনটি? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রম , জিনতত্ত্ব ও বিবর্তন, জীববিজ্ঞান ২য় পত্র, আজমল স্যার।
Explaination: মেন্ডেলের প্রথম সূত্রের ব্যাতিক্রম হলোঃ ১. অসম্পূর্ণ প্রকটতা (Incomplete Dominance)- ফলাফল ১: ২:১। ২. সমপ্রকটতা (Co-dominance) ফলাফল ১: ২: ১। ৩. মারণ জিন বা লিথাল জিন (Lethal Gene) - অনুপাত ২: ১।
15. কোনটি দ্বৈত প্রচ্ছন্ন এপিস্ট্যাসিসের উদাহরণ? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম , জিনতত্ত্ব ও বিবর্তন, জীববিজ্ঞান ২য় পত্র, আজমল স্যার।
Explaination: দ্বৈত প্রচ্ছন্ন এপিস্ট্যাসিস (Duplicate Recessive Epistasis) - অনুপাত ৯: ৭। দুটি ভিন্ন লোকাসে অবস্থিত দুটি প্রচ্ছন্ন অ্যালিল যখন পরস্পরের (একে অপরের) প্রকট অ্যালিলকে নির্দিষ্ট বৈশিষ্ট্য প্রকাশে বাধা দেয়, তখন তাকে দ্বৈত প্রচ্ছন্ন এপিস্ট্যাসিস বলে। অর্থাৎ এক্ষেত্রে কেবল হোমোজাইগাস প্রচ্ছন্ন বৈশিষ্ট্য প্রদর্শন করে। মানুষের জন্মগত মূক-বধিরতা দ্বৈত প্রচ্ছন্ন এপিস্ট্যাসিসের অন্যতম উদাহরণ।
16. যে জিন নন-অ্যালিলিক জিনের বৈশিষ্ট্য প্রকাশে বাধে দেয়, তাকে কী বলে? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম , জিনতত্ত্ব ও বিবর্তন, জীববিজ্ঞান ২য় পত্র, আজমল স্যার।
Explaination: একটি জিন যখন অন্য একটি নন-অ্যালিলিক (non-allelic) জিনের কার্যকারিতা প্রকাশে বাধা দেয় তখন এ প্রক্রিয়াকে এপিস্ট্যাসিস বলে। যে জিনটি অপর জিনের বৈশিষ্ট্য প্রকাশে বাধা দেয় সে জিনকে এপিস্ট্যাটিক জিন (epistatic gene), আর যে জিনটি বৈশিষ্ট্য প্রকাশে বাধা পায় সে জিনটিকে হাইপোস্ট্যাটিক তার জিন (hypostatic gene) বলে।
17. নিচের কোনটি পলিজেনিক ইনহেরিট্যান্সের অন্তর্ভুক্ত নয়? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: পলিজেনিক বা বহুজিনীয় ইনহেরিট্যান্স , জিনতত্ত্ব ও বিবর্তন, জীববিজ্ঞান ২য় পত্র, আজমল স্যার।
Explaination: কোন কোন জীবের ক্ষেত্রে দেখা যায় যে বিভিন্ন লোকাসে অবস্থানকারী (নন-অ্যালিলিক) একাধিক জিন জীবের একটিমাত্র বৈশিষ্ট্য প্রকাশ করে। যেমন-মানুষের উচ্চতা, গায়ের রং, চোখের রং, ওজন, বুদ্ধমত্তা: গাভির দুধ; ভুট্টা বা গমের দানার রং ইত্যাদি পরিমাণগত বৈশিষ্ট্য (quantitative traits) একাধিক জিনের সমন্বিত প্রয়োগের উপর নির্ভরশীল হয়। ভিন্ন ভিন্ন লোকাসে অবস্থিত নন-অ্যালিলিক জিনের একটি গ্রুপ সম্মিলিতভাবে কোন জীবের একটি পরিমাণগত বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করলে তখন সেই জিন-গ্রুপকে পলিজিন (polygene) বলে। পলিজিনে নিয়ন্ত্রিত পরিমাণগত বৈশিষ্ট্যের বংশগতিকে পলিজেনিক ইনহেরিট্যান্স বলা হয়।
18. পলিজিনের প্রভাব কীরূপ? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: পলিজেনিক বা বহুজিনীয় ইনহেরিট্যান্স , জিনতত্ত্ব ও বিবর্তন, জীববিজ্ঞান ২য় পত্র, আজমল স্যার।
Explaination: জিনতত্ত্ববিদ K. Mather, ১৯৫৪ সালে পলিজিন নামকরণ করেন। পলিজিনের প্রভাব ক্রমবর্ধিষ্ণু (cumulative) হওয়ায় এমন বৈশিষ্ট্যকে মাত্রিক চরিত্র (সালে পলিজিন নামকরণ বলা হয়। মানুষের অনেক বংশগতিয় রোগ পলিজেনিক জিনের অস্বাভাবিকতার কারণে সৃষ্টি হয়, যেমন-অটিজম, ক্যান্সার, ডায়াবেটিস ইত্যাদি।
19. XX-XY পদ্ধতিতে কোনটির লিঙ্গ নির্ধারণ করা হয় না? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: লিঙ্গ নির্ধারণ (XX-XY, XX-XO) নীতি, জিনতত্ত্ব ও বিবর্তন, জীববিজ্ঞান ২য় পত্র, আজমল স্যার।
Explaination: XX-XY পদ্ধতিঃ মানুষ, ড্রসোফিলাসহ বিভিন্ন ধরনের পতঙ্গ এবং গাঁজা, তেলাকুচা প্রভৃতি উদ্ভিদের লিঙ্গ নির্ধারণ।
20. মানুষের সেক্স-লিংকড ডিসঅর্ডার নয় কোনটি? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: সেক্স-লিঙ্কড ডিসঅর্ডার: বর্ণান্ধতা, জিনতত্ত্ব ও বিবর্তন, জীববিজ্ঞান ২য় পত্র, আজমল স্যার।
Explaination: লিথাল জিনের প্রভাবে থ্যালাসেমিয়া, সিকল সেল অ্যানিমিয়া, সিস্টিক ফাইব্রোসিস, রেটিনোব্লাস্টোমা, রেটিনোব্লাস্টোমা, ব্রাকিফ্যালাঞ্জি, কনজেনিটাল ইকথিওসিস ইত্যাদি হয়ে থাকে।
21. মানবদেহে কতটি সেক্স লিংকড জিন পাওয়া যায়? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: সেক্স-লিঙ্কড ডিসঅর্ডার: বর্ণান্ধতা, জিনতত্ত্ব ও বিবর্তন, জীববিজ্ঞান ২য় পত্র, আজমল স্যার।
Explaination: মানুষে এ পর্যন্ত প্রায় ৬০টি সেক্স-লিকড জিন পাওয়া যায়। মানুষের যেসব জিন নিয়ন্ত্রিত বংশগতিয় রোগ সেক্স ক্রোমোজোমের (X ও Y) মাধ্যমে বংশপরম্পরায় সঞ্চারিত হয় তাদের সেক্স লিঙ্কড ডিসঅর্ডার বা অস্বাভাবিকতা বলে।
22. সবচেয়ে ভয়াবহতম মাসক্যুলার ডিস্ট্রফি কোনটি? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: হিমোফিলিয়া ও মাসকুলার ডিস্ট্রফি, জিনতত্ত্ব ও বিবর্তন, জীববিজ্ঞান ২য় পত্র, আজমল স্যার।
Explaination: মাসক্যুলার ডিস্ট্রফি একটি দুর্লভ জিনঘটিত অসুখ। আগেই বলা হয়েছে যে তিরিশেরও বেশি ধরনের মাসক্যুলার ডিসট্রফি রয়েছে। এর মধ্যে ডুশেনি মাসক্যুলার ডিসট্রফি (Duchenne Muscular Dystrophy সংক্ষেপে DMD) হচ্ছে ভয়াবহতম ডিস্ট্রফি। পঞ্চাশ হাজারে মাত্র একজনে এ রোগটি দেখা যেতে পারে। অন্য ডিসট্রফিগুলো আরও দুর্লভ।
23. রক্ততঞ্চনের কোন ফ্যাক্টরের অনুপস্থিতিতে খ্রিস্টমাস ডিজিজ হয়? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: হিমোফিলিয়া ও মাসকুলার ডিস্ট্রফি, জিনতত্ত্ব ও বিবর্তন, জীববিজ্ঞান ২য় পত্র, আজমল স্যার।
Explaination: হিমোফিলিয়া নিচে বর্ণিত দুধরনের হয়ে থাকে: ১. ক্লাসিক হিমোফিলিয়া বা হিমোফিলিয়া A (Classic Haemophilia or Haemophilia A) : রক্ততঞ্চনের VIII নম্বর ফ্যাক্টর বা অ্যান্টিহিমোফিলিক ফ্যাক্টর (Antihaemophilic factor) উৎপন্ন না হলে এ রোগটি হয়। ২. খ্রিস্টমাস ডিজিজ বা হিমোফিলিয়া B (Christmas Disease or Haemophilia B): রক্ততঞ্চনের IX নম্বর ফ্যাক্টর বা প্লাজমা থ্রম্বোপ্লাস্টিন কমপোনেন্ট (Plasma thromboplastin component) বা খ্রিস্টমাস ফ্যাক্টর (christmas factor) অনুপস্থিত থাকলে এ রোগটি হয়।
24. মনুষ্য রক্তের শ্রেণিবিন্যাস করেন কে? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: ABO ব্লাডগ্রুপ ও Rh ফ্যাক্টরের কারণে সৃষ্ট সমস্যা, জিনতত্ত্ব ও বিবর্তন, জীববিজ্ঞান ২য় পত্র, আজমল স্যার।
Explaination: লোহিত রক্তকণিকার ঝিল্লিতে অ্যান্টিজেন-A ও B এর উপস্থিতি বা অনুপস্থিতির উপর ভিত্তি করে ভিয়েনাবাসী চিকিৎসক ও বিজ্ঞানী কার্ল ল্যান্ডস্টেইনার (Karl Landsteiner) ১৯০১ সালে মানুষের রক্তের যে শ্রেণিবিভাগ করেন, তাকে ABO ব্লাডগ্রুপ বা সংক্ষেপে ব্লাডগ্রুপ বলে। ব্লাডগ্রুপ আবিষ্কারের জন্য কার্ল ল্যান্ডস্টেইনার ১৯৩০ খ্রিস্টাব্দে চিকিৎসাশাস্ত্রে নোবেল পুরস্কার পান।
25. রক্তদানে Blood Group-‘B’ এর ক্ষেত্রে প্রযোজ্য- Edit
(a)
(b)
(c)
(d)
Topic: ABO ব্লাডগ্রুপ ও Rh ফ্যাক্টরের কারণে সৃষ্ট সমস্যা, জিনতত্ত্ব ও বিবর্তন, জীববিজ্ঞান ২য় পত্র, আজমল স্যার।
Explaination: ব্লাডগ্রুপ-B: B ব্লাডগ্রুপ বিশিষ্ট ব্যক্তির লোহিত রক্তকণিকার ঝিল্লিতে অ্যান্টিজেন-B এবং রক্তরসে অ্যান্টিবডি-A থাকে। B গ্রুপের রক্তের অ্যান্টিবডি A গ্রুপের রক্তের লোহিত কণিকাকে জমিয়ে দেয়। B ব্লাডগ্রুপের দাতা B ও AB ব্লাড গ্রুপের ব্যক্তিকে রক্ত দিতে পারে এবং B ও O গ্রুপের রক্ত নিতে পারে। মানবজাতির প্রায় ৩২% ব্যক্তি B ব্লাডগ্রুপের অধিকারী।
26. অ্যান্টিজেনের কোন সন্নিবেশটি সম্ভব নয়? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: ABO ব্লাডগ্রুপ ও Rh ফ্যাক্টরের কারণে সৃষ্ট সমস্যা, জিনতত্ত্ব ও বিবর্তন, জীববিজ্ঞান ২য় পত্র, আজমল স্যার।
Explaination: গ্রুপ বলে। Rh ফ্যাক্টরবিশিষ্ট রক্তকে Rh+ (Rh পজিটিভ) এবং Rh ফ্যাক্টরবিহীন রক্তকে Rh (Rh নেগেটিভ) রক্ত বলে। বিজ্ঞানী Fisher মত প্রকাশ করেন যে, Rh ফ্যাক্টর মোট ৬টি সাধারণ অ্যান্টিজেনের সমষ্টি বিশেষ। এদের ৩ জোড়ায় ভাগ করা যায়, যেমন-C, c; D, d; E, e। এদের মধ্যে C, D, E হচ্ছে মেন্ডলীয় প্রকট এবং c, d, e হচ্ছে মেন্ডেলীয় প্রচ্ছন্ন। মানুষের লোহিত কণিকায় এক সংগে ৩টি অ্যান্টিজেন থাকে কিন্তু প্রতি জোড়ার দুটি উপাদান কখনও একসাথে থাকে না, যেমন-CDE, CDe, cDE এমন সন্নিবেশ সম্ভব, CDd অসম্ভব। মেন্ডেলীয় প্রকট অ্যান্টিজেন (C, D, E) যে রক্তে থাকে তাকে Rh+ রক্ত বলে। যে রক্তে মেন্ডেলীয় প্রচ্ছন্ন অ্যান্টিজেন (c, d, e) থাকে তাকে Rh রক্ত বলে।
27. রেসাস বানরের বৈজ্ঞানিক নাম কোনটি? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: ABO ব্লাডগ্রুপ ও Rh ফ্যাক্টরের কারণে সৃষ্ট সমস্যা, জিনতত্ত্ব ও বিবর্তন, জীববিজ্ঞান ২য় পত্র, আজমল স্যার।
Explaination: ১৯৪০ সালে কার্ল ল্যান্ডস্টেইনার এবং উইনার (Karl Landsteiner and Wiener) রেসাস বানরের (Macaca mulatta) রক্ত খরগোসের শরীরে প্রবেশ করিয়ে খরগোসের রক্তরসে এক ধরনের অ্যান্টিবডি উৎপাদনে সক্ষম হন।
28. অ্যান্টিবডি কোথায় থাকে? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: ABO ব্লাডগ্রুপ ও Rh ফ্যাক্টরের কারণে সৃষ্ট সমস্যা, জিনতত্ত্ব ও বিবর্তন, জীববিজ্ঞান ২য় পত্র, আজমল স্যার।
Explaination: মানুষের লোহিত রক্তকণিকার ঝিল্লিতে ব্লাডগ্রুপ নির্ধারণকারী দুধরনের অ্যান্টিজেন এবং রক্তরসে ব্লাডগ্রুপ নির্ধারণকারী দুধরনের স্বতঃস্ফূর্ত অ্যান্টিবডি থাকে। ব্লাডগ্রুপ নির্ধারণকারী অ্যান্টিজেনগুলো মিউকোপলিস্যাকারাইড জাতীয় পদার্থ এবং অ্যাগ্লুটিনোজেন (agglutinogen) নামে পরিচিত। অপরপক্ষে, ব্লাডগ্রুপ নির্ধারণকারী অ্যান্টিবডিগুলো গ্লাইকোপ্রোটিন জাতীয় পদার্থ এবং অ্যাগ্লুটিনিন (agglutinin) নামে পরিচিত।
29. কোন ব্লাড গ্রুপের লোহিত কণিকায় কোনো অ্যান্টিজেন থাকে না? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: ABO ব্লাডগ্রুপ ও Rh ফ্যাক্টরের কারণে সৃষ্ট সমস্যা, জিনতত্ত্ব ও বিবর্তন, জীববিজ্ঞান ২য় পত্র, আজমল স্যার।
Explaination: ব্লাডগ্রুপ-O: O ব্লাডগ্রুপ বিশিষ্ট ব্যক্তির লোহিত রক্তকণিকার ঝিল্লিতে ব্লাডগ্রুপ নির্ধারণকারী কোনো অ্যান্টিজেন থাকে না, কিন্তু রক্তরসে অ্যান্টিবডি-A ও B উভয়ই থাকে।
30. মানুষের Y জিন নিয়ন্ত্রিত বৈশিষ্ট্য কোনটি? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: সেক্স-লিঙ্কড ডিসঅর্ডার: বর্ণান্ধতা, জিনতত্ত্ব ও বিবর্তন, জীববিজ্ঞান ২য় পত্র, আজমল স্যার।
Explaination: মানুষের X জিন নিয়ন্ত্রিত এরকম কয়েকটি রোগ হলো লাল-সবুজ বর্ণান্ধতা (Red-green Color Blindness), হিমোফিলিয়া (Hemophilia), ডুসেন মাসকুলার ডিস্ট্রফি (Duchenne Muscular Dystrophy)।