Exam

Question View - উদ্ভিদ প্রজনন - Chapter Final
1. ফুলের তৃতীয় স্তবক কোনটি? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: যৌন প্রজনন, উদ্ভিদ প্রজনন, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: আদর্শ ফুলের চারটি অংশ- - বৃতি - দলমণ্ডল - পুংস্তবক - স্ত্রীস্তবক
2. Angiosperms এর যৌন প্রজনন কোন ধরনের? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: যৌন প্রজনন (নিষেকক্রিয়া), উদ্ভিদ প্রজনন, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: উগ্যামাস (Oogamous) : এক্ষেত্রে স্ত্রী গ্যামিটটি বড় ও নিশ্চল। পুং গ্যামিট ছোট ও সচল এবং স্ত্রী জননাঙ্গে স্ত্রী গ্যামিটকে নিষিক্ত করে। উদাহরণ: আবৃতবীজী উদ্ভিদ (Angiosperms)
3. Phanerogams উদ্ভিদে ডিম্বানু তৈরি হয় কোথায়? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: যৌন প্রজনন, উদ্ভিদ প্রজনন, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: Phanerogams (সপুষ্পক) উদ্ভিদে ডিম্বানু সৃষ্টি হয় ডিম্বকে, ডিম্বক সৃষ্টি হয় গর্ভাশয়ে।
4. পলিনিয়াম দেখা যায় কোন গোত্রের উদ্ভিদে? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: যৌন প্রজনন, উদ্ভিদ প্রজনন, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: পরাগমাতৃকোষ হতে সৃষ্ট চারটি পরাগরেণু একসাথে হালকা অবস্থায় লাগানো থাকে যাকে পরাগ চতুষ্টয় বা পোলেন টেট্রাড বলে। পরিণত অবস্থায় পরাগরেণুগুলো পরস্পর আলাদা হয়ে যায়। কিন্তু Orchidaceae, Asclepiadaceae গোত্রের উদ্ভিদে পরাগরেণুগুলো একসাথে থাকে। পরাগরেণুর এ বিশেষ গঠনকে পলিনিয়াম বলে।
5. নিচের কোনটি পরিস্ফুটিত পোলেনের পুষ্টি জোগায়? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: যৌন প্রজনন, উদ্ভিদ প্রজনন, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: ট্যাপেটাম বিগলিত হয়ে পরিস্ফুটিত পরাগরেণুর (pollen) পুষ্টি সাধন করে।
6. নিচের কোনটি পরিণত পরাগরেণুর বৈশিষ্ট্য নয়? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: যৌন প্রজনন, উদ্ভিদ প্রজনন, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: প্রতিটি পরাগরেণু এককোষী,এক নিউক্লিয়াস বিশিষ্ট এবং হ্যাপ্লয়েড। প্রথম পর্যায়ে নিউক্লিয়াসটি মাঝখানে থাকে। পরিণত অবস্থায় কোষগহ্ববর সৃষ্টির ফলে নিউক্লিয়াসটি এক দিকে সরে আসে।
7. পরাগরেণুর কিউটিন যুক্ত, পুরু ও শক্ত ত্বক কোনটি? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: যৌন প্রজনন, উদ্ভিদ প্রজনন, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: প্রতিটি পরাগরেণুর দুটি ত্বক থাকে। বাইরে ত্বকটি কিউটিন যুক্ত পুরু ও শক্ত - এক্সাইন। ভেতরে ত্বকটি বেশ পাতলা ও সেলুলোজ নির্মিত – ইনটাইন।
8. নিচের কোনটি Male gametophyte এর অংশ নয়? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: যৌন প্রজনন, উদ্ভিদ প্রজনন, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: পরাগরেণু, নালিকা নিউক্লিয়াস, জনন নিউক্লিয়াস, পরাগ নালিকা, পুং গ্যামেট এগুলোর সমন্বয়ে গঠিত হলো পুংগ্যামিটোফাইট।
9. নিচের কোন অবস্থায় Tube nucleus উৎপন্ন হয়? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: যৌন প্রজনন, উদ্ভিদ প্রজনন, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: পুংগামিটোফাইটের পরিস্ফুটনের সময় পরাগরেণুর নিউক্লিয়াসটি বিভাজিত হয়ে দুটি অসম নিউক্লিয়াস গঠন করে। বড়টিকে বলা হয় নালিকা নিউক্লিয়াস এবং ছোটটিকে বলা হয় জনন নিউক্লিয়াস।
10. নিচের কোনটি উর্ধ্বমুখী ডিম্বকের উদাহরণ? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: যৌন প্রজনন, উদ্ভিদ প্রজনন, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: উর্ধ্বমুখী ডিম্বক দেখা যায় - বিষকাটালি (পানি মরি), গোলমরিচ, পান।
11. ক্ষুদিপানা উদ্ভিদে ডিম্বক কেমন হয়ে থাকে? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: যৌন প্রজনন, উদ্ভিদ প্রজনন, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: পার্শ্বমুখী ডিম্বকে ডিম্বকরন্ধ্র ও ডিম্বকমূল বিপরীতমুখী অবস্থানে দুই পাশে থাকে এবং ডিম্বকনাড়ীর সাথে সমকোণে অবস্হান করে। উদাহরণ: ক্ষুদিপানা, পপি (আফিম)।
12. নিচের কোনটি ভ্রূণথলির প্রকারভেদ নয়? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: যৌন প্রজনন, উদ্ভিদ প্রজনন, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: ভ্রূণথলির গঠন প্রধানত তিন প্রকার: মনোস্পোরিক, বাইস্পোরিক, টেট্রাস্পোরিক।
13. নিচের কোনটি ডিম্বকের অংশ নয় ? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: যৌন প্রজনন, উদ্ভিদ প্রজনন, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: Anther -পরাগধানী যা পুংকেশরের অংশ। একটি ডিম্বক (ovule) নিম্নলিখিত অংশ নিয়ে গঠিত: •ডিম্বকনাড়ী (Funiculus) •ডিম্বকনাভি (Hilum) •ভ্রূণ পোষক টিস্যু (Nucellus) •ডিম্বকত্বক (Integument) •ডিম্বকরন্ধ্র (Micropyle) •ডিম্বকমূল (Chalaza) •ভ্রূণথলি (Embryo sac)
14. অধিকাংশ মনস্পোরিক কত নিউক্লিয়াস বিশিষ্ট ভ্রূণথলি গঠন করে? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: যৌন প্রজনন, উদ্ভিদ প্রজনন, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: অধিকাংশ মনস্পোরিক ৮-নিউক্লিয়াসবিশিষ্ট ভ্রূণথলি গঠন করে। ব্যতিক্রম: Oenothera type যা ৪-নিউক্লিয়াসবিশিষ্ট।
15. নিচের কোনটি ভিন্ন? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: যৌন প্রজনন, উদ্ভিদ প্রজনন, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: - ডিম্বানু (n) - Egg, ovum, Oosphere - ডিম্বক - ovule
16. নিচের কোনটি স্ত্রী গামিটোফাইটে অনুপস্থিত? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: যৌন প্রজনন, উদ্ভিদ প্রজনন, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: ভ্রূণথলি এবং এতে অবস্থিত ডিম্বাণু, সাহায্যকারী নিউক্লিয়াস, প্রতিপাদ নিউক্লিয়াস এবং সেকেন্ডারি নিউক্লিয়াসকে মিলিতভাবে স্ত্রীগ্যামিটোফাইট বলা হয়।
17. Porogamy এর উদাহরণ কোনটি? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: যৌন প্রজনন, উদ্ভিদ প্রজনন, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: যে প্রক্রিয়ায় উদ্ভিদের পরাগনালিকা ডিম্বকরন্ধ্র পথে ডিম্বকে প্রবেশ করে তাকে Porogamy বলে। উদাহরণ: আম, জাম।
18. Mesogamy প্রক্রিয়ায় পরাগনালিকা নিচের কোনটি ভেদ করে ডিম্বকে প্রবেশ করে? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: যৌন প্রজনন, উদ্ভিদ প্রজনন, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: যে প্রক্রিয়ায় পরাগনালিকা ডিম্বকত্বক ভেদ করে ডিম্বকে প্রবেশ করে তাকে Mesogamy বলে। উদাহরণ: লাউ, কুমড়া।
19. Fusion nucleus এর অপর নাম কি? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: ডিম্বকের গঠন, উদ্ভিদ প্রজনন, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: ভ্রূণথলির প্রতি মেরু হতে একটি করে নিউক্লিয়াস থলির মাঝখানে চলে আসে এবং পরস্পর মিলিত হয় যাকে ফিউশন নিউক্লিয়াস বা সেকেন্ডারি নিউক্লিয়াস বলে।
20. Double fertilization কোন উদ্ভিদের বিশেষ বৈশিষ্ট্য? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: যৌন প্রজনন (নিষেকক্রিয়া), উদ্ভিদ প্রজনন, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: একই সময়ে ডিম্বানুর সাথে একটি‌ পুংগ্যামিটের মিলন ও সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে অপর পুংগ্যামিটের মিলন প্রক্রিয়াকে দ্বিনিষেকক্রিয়া (Double fertilization) বলে। দ্বিনিষেক আবৃতবীজী উদ্ভিদের বিশেষ বৈশিষ্ট্য। ব্যাতিক্রম - Ephedra (নগ্নবীজী)
21. নিচের কোনটি সস্য (Endosperm) এ প্রচুর পরিমাণে জমা করে না? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: যৌন প্রজনন (নিষেকের পরিণতি), উদ্ভিদ প্রজনন, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: সেকেন্ডারি নিউক্লিয়াসের (2n) সাথে একটি শুক্রানুর (n) মিলনের ফলে যে ট্রিপ্লয়েড (3n) এন্ডোস্পার্ম নিউক্লিয়াস গঠিত হয় তা বারবার বিভাজন ও বিকাশের মাধ্যমে সস্য বা এন্ডোস্পার্ম টিস্যু গঠন করে। সস্যটি প্রচুর পরিমাণ স্টার্চ, লিপিড ও প্রোটিন জমা করে।
22. নিচের কোনটি থেকে আবৃতবীজী উদ্ভিদের নিষেকের পর ফল তৈরি? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: যৌন প্রজনন (নিষেকের পরিণতি), উদ্ভিদ প্রজনন, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: নিষেকের ফলে গর্ভাশয় উদ্দীপ্ত হয়ে ফলে পরিণত হয়।
23. নিষেকের পর কোনটি বিলুপ্ত হয়ে যায় না? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: যৌন প্রজনন (নিষেকের পরিণতি), উদ্ভিদ প্রজনন, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: নিষেকের পরিণতি- •প্রতিপাদ কোষ (Antipodal cell) - নষ্ট হয়ে যায় •সহকারি কোষ (Synergid) - নষ্ট হয়ে যায় •ডিম্বকমূল (Chalaza) - নষ্ট হয়ে যায় •ডিম্বকনাড়ী (Funiculus) - বীজের বোঁটা।
24. কোন প্রজনন প্রক্রিয়া Genetic Diversity সৃষ্টি করে? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: যৌন প্রজনন (নিষেকের তাৎপর্য), উদ্ভিদ প্রজনন, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: যৌন জননে দুটি পৃথক ধর্মী গ্যামেটের মিলন ও মিয়োসিসের সময় ক্রসিং ওভার সম্পন্ন হয় বলে নতুন বৈশিষ্ট্য সম্পন্ন অপত্য জীব সৃষ্টি হয়, যা জেনেটিক ডাইভারসিটি (জীব বৈচিত্র্য) সৃষ্টি করে করে।
25. অযৌন জনন প্রধানত কত প্রকার? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: অযৌন প্রজনন, উদ্ভিদ প্রজনন, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: পুং ও স্ত্রীগ্যামিটের মিলন ছাড়া উদ্ভিদের যে প্রজনন ঘটে তাকে অযৌন প্রজনন বলে। দুই ধরনের অযৌন প্রজনন দেখা যায়: •নিম্ন শ্রেণিতে- স্পোর সৃষ্টির মাধ্যমে •আবৃতবীজী - দেহ অঙ্গের মাধ্যমে।
26. নিজের কোনটি শৈবালের অযৌন স্পোর নয়? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: অযৌন প্রজনন, উদ্ভিদ প্রজনন, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: শৈবালের মধ্যে ক্ল্যামাইডোমোনাস চলরেণু বা জুস্পোর (zoospore) এবং স্থিররেণু (resting spore) বা অ্যাকাইনেটি (akinete) এবং অন্যান্য বহু শৈবালের স্থূল প্রাচীরাবদ্ধ অ্যাপ্ল্যানোস্পোর (aplanospore) ইত্যাদি হলো বিভিন্ন ধরনের অযৌন স্পোর।
27. নিচের কোনটি মূলের মাধ্যমে বংশ বিস্তার করে? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: অযৌন প্রজনন, উদ্ভিদ প্রজনন, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: মূল দ্বারা (by roots) অঙ্গজ প্রজনন - মিষ্টি আলু, ডালিয়া, শতমূলী কাঁকরোল, পটল প্রভৃতি।
28. নিচের কোনটির সাকার-এর সাহায্যে প্রজনন হয়? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: অযৌন প্রজনন, উদ্ভিদ প্রজনন, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: সাকার বা বিশেষ কান্ডের সাহায্যে প্রজনন হয় - কলা, পুদিনা, আনারস, চন্দ্রমল্লিকা এবং বাঁশ।
29. নিচের কোনটি Budding এর মাধ্যমে বংশবিস্তার করে? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: অযৌন প্রজনন, উদ্ভিদ প্রজনন, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: মুকুলোদগম (Budding) - ঈস্ট নামক এককোষী ছত্রাকের মাতৃকোষ থেকে এক বা একাধিক মুকুল সৃষ্টি হয়। মুকুলগুলো মাতৃকোষ থেকে বিচ্ছিন্ন হয়ে নতুন ঈস্টের জন্ম দেয়।
30. অর্ধ বায়বীয় কান্ড দ্বারা কোনটির বংশবৃদ্ধি ঘটে? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: অঙ্গজ প্রজনন, উদ্ভিদ প্রজনন, উদ্ভিদবিজ্ঞান, আজিবুর রহমান স্যার।
Explaination: অর্ধ বায়বীয় কান্ড দ্বারা বংশবিস্তার করে- কচু, থানকুনি, স্ট্রবেরি, কচুরিপানা, টোপাপানা।
31. গোলাপের বংশবিস্তারে কোন পদ্ধতি অবলম্বন করা হয়? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: উদ্ভিদের কৃত্রিম অঙ্গজ প্রজনন, উদ্ভিদ প্রজনন, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: কাটিং বা স্লিপ (cutting or slip) : জবা, আখ, গোলাপ, পাতাবাহার, সজিনা, আপেল, কমলা লেবু ইত্যাদি। এছাড়াও গোলাপের চোখ কলম বা কুঁড়ি সংযোজন (Budding ) পদ্ধতিতে বংশবিস্তার করানো হয়।
32. যে প্রক্রিয়ায় নিষেক বিহীন ভ্রূণ ও স্বাভাবিক বীজ সৃষ্টি হয় সেটি হলো - Edit
(a)
(b)
(c)
(d)
Topic: কৃত্রিম প্রজনন, উদ্ভিদ প্রজনন, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: যে প্রজনন প্রক্রিয়ায় ডিম্বানুটি নিষেক ছাড়াই ভ্রুণ সৃষ্টি করে এবং ডিম্বক স্বাভাবিক বীজে পরিণত হয় তাকে পারথেনোজেনেসিস বা অপুংজনি বলে।
33. নিষেকক্রিয়া ছাড়া শুক্রানু হতে ভ্রূণ সৃষ্টির প্রক্রিয়াকে কি বলে? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: কৃত্রিম প্রজনন, উদ্ভিদ প্রজনন, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: নিষেকক্রিয়া ছাড়া শুক্রানু থেকে ভ্রূণ সৃষ্টির প্রক্রিয়াকে Androgenesis বলে। উদাহরণ: Nicotiana tabacum (তামাক)
34. নিচের কোনটি উফশী জাতের ধান নয়? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: কৃত্রিম প্রজনন, উদ্ভিদ প্রজনন, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: বাংলাদেশ ধান গবেষণা প্রতিষ্ঠান কর্তৃক উদ্ভাবিত চারটি উফশী জাতের নাম হল: চান্দিনা (বিআর-১), মালা (বিআর-২), শাহী বালাম (বিআর-১৫) এবং শ্রাবনী (বিআর-২৬)
35. আবৃতবীজী উদ্ভিদের নিষেকের সময় কোন আয়নটি উপস্থিত থাকে? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: যৌনজনন, উদ্ভিদ প্রজনন, উদ্ভিদবিজ্ঞান, আজিবুর রহমান স্যার।
Explaination: আবৃতবীজী উদ্ভিদের যৌন জননে, নিষেকের সময় গর্ভাশয় ও ডিম্বক নিঃসৃত পদার্থে Ca++ উপস্থিত থাকে।