Exam

Question View - Day 17 - জীবের পরিবেশ বিস্তার ও সংরক্ষণ - 02
1. Biomass কে নিচের কোনটির মাধ্যমে প্রকাশ করা হয় না? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: ইকোলজিক্যাল পিরামিড ও শক্তির প্রবাহ, জীবের পরিবেশ, বিস্তার ও সংরক্ষণ, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: মোট হিসেবে (total volume), শুষ্ক ওজন হিসেবে (dry white) এবং তাজা ওজন (fresh weight) হিসেবে বায়োমাস (Biomass) কে প্রকাশ করা যায়।
2. খাদকের দেহে ভক্ষিত খাদ্যের অত অংশ দেহ গঠনে আগে? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: ইকোলজিক্যাল পিরামিড ও শক্তির প্রবাহ, জীবের পরিবেশ, বিস্তার ও সংরক্ষণ, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: খাদকরা যত উৎপাদককে ভক্ষণ করে তার দশমাংশ মাত্র ব্যবহারকারীর (খাদকের) দেহ গঠনের কাজে লাগে। এটি ১০ শতাংশ নিয়ম নামে পরিচিত। শতকরা 90 ভাগ শক্তি তাপ শক্তি হিসেবে পরিবেশে ফিরে যায়। LinDanman এই মতবাদের প্রবর্তক।
3. সূর্য থেকে আগত আলোক রশ্মির কত শতাংশ সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় আবদ্ধ হয়? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: ইকোলজিক্যাল পিরামিড ও শক্তির প্রবাহ, জীবের পরিবেশ, বিস্তার ও সংরক্ষণ, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: সূর্য থেকে আগত আলোকরশ্মির ০.০১% সালোকসংশ্লেষণ প্রক্রিয়া আবদ্ধ হয়।
4. খাদ্য শৃঙ্খলে নিম্নস্তর হতে উচ্চতর স্তরে অবস্থানরত জীবদেহে বিষের ক্রমবর্ধমান ঘনত্বের প্রক্রিয়াটি কি নামে পরিচিত? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: ইকোলজিক্যাল পিরামিড ও শক্তির প্রবাহ, জীবের পরিবেশ, বিস্তার ও সংরক্ষণ, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: খাদ্য শৃঙ্খলে নিম্নস্তর হতে উচ্চতর স্তরে জীবদেহে বিষের ক্রমবর্ধমান ঘনত্বের প্রক্রিয়াটি বায়োলজিক্যাল ম্যাগনিফিকেশন নামে পরিচিত।
5. জলজ উদ্ভিদের বৈশিষ্ট্য নয় নিচের কোনটি? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: জীবের অভিযোজন জলজ উদ্ভিদ বা হাইড্রোফাইট, জীবের পরিবেশ, বিস্তার ও সংরক্ষণ, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: জলজ উদ্ভিদের বৈশিষ্ট্য হলোঃ - এদের কাণ্ডে বড় বড় বায়ু কুঠুরি থাকে। - বায়ুকুঠুরি যুক্ত গঠনকে অ্যারেনকাইমা বলে। - অধিকাংশ জলজ উদ্ভিদে অঙ্গজ উপায়ে বংশবৃদ্ধি ঘটে। - এদের যান্ত্রিক টিস্যু কম থাকে। এজন্য অঙ্গ-প্রত্যঙ্গ দৃঢ় হয় না। - কাণ্ড ও পাতার বহিত্বক কিউটিন যুক্ত থাকে না, পত্ররন্ধ থাকে না, পত্ররন্ধের প্রহরী বা রক্ষীকোষও থাকেনা।
6. নিচের কোনটি মুক্ত ভাসমান জলজ উদ্ভিদ (free floating hydrophytes)? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: জীবের অভিযোজন জলজ উদ্ভিদ বা হাইড্রোফাইট, জীবের পরিবেশ, বিস্তার ও সংরক্ষণ, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: মুক্ত ভাসমান জলজ উদ্ভিদ হলো কচুরিপানা, ক্ষুদিপানা, গুড়িপানা, টোপাপানা, কুটিপানা, মুসকানীপানা ইত্যাদি।
7. মুখ্য জলজ অভিযোজনের উদাহরণ নিচের কোনটি? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: জীবের অভিযোজন জলজ উদ্ভিদ বা হাইড্রোফাইট, জীবের পরিবেশ, বিস্তার ও সংরক্ষণ, উদ্ভিদবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: মাছে মুখ্য জলজ অভিযোজন দেখা যায়। এদের দেহের ভেতরে পটকা নামক বায়ু থলি থাকে যা জলজ অভিযোজনের অন্তর্গঠনগত অভিযোজন।
8. কোন ধরণের উদ্ভিদের এরেনকাইমা থাকে? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: জীবের অভিযোজন জলজ উদ্ভিদ বা হাইড্রোফাইট, জীবের পরিবেশ, বিস্তার ও সংরক্ষণ, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: জলজ উদ্ভিদের মূল, কান্ড ও পাতার অভ্যন্তরে বড় বড় বায়ুকুঠুরী থাকে। বায়ুকুঠুরী যুক্ত গঠনকে এরেনকাইমা বলে। বায়ুকুঠুরী উদ্ভিদকে ভাসতে সাহায্য করে।
9. নিচের কোনটি amphibious plants? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: জীবের অভিযোজন জলজ উদ্ভিদ বা হাইড্রোফাইট, জীবের পরিবেশ, বিস্তার ও সংরক্ষণ, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: উভচর উদ্ভিদ (amphibious plant) হল কলমিলতা, হেলেঞ্চা, কেশরদাম ইত্যাদি।
10. এক স্তর হতে অপর স্তরে শক্তি স্থানান্তরের হার ক্ষেত্র বিশেষে কত হতে পারে? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: ইকোলজিক্যাল পিরামিড ও শক্তির প্রবাহ, জীবের পরিবেশ, বিস্তার ও সংরক্ষণ, উদ্ভিদবিজ্ঞান, আজিবুর স্যার।
Explaination: এক স্তর হতে অপর স্তরে শক্তি স্থানান্তরের হার ক্ষেত্র বিশেষে ০.০৫-০.০৭% হতে পারে।
11. পরস্পর একাধিক ফুড চেইনের জটিল সংযোগ অবস্থাকে কি বলে? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: ইকোলজিক্যাল পিরামিড ও শক্তির প্রবাহ, জীবের পরিবেশ, বিস্তার ও সংরক্ষণ, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: পরস্পর একাধিক খাদ্য শৃংখলের সংযোগ অবস্থাকে food wave বা খাদ্যজাল বলে।
12. শক্তি পিরামিডের কোন জীব সবচেয়ে বেশি শক্তি ব্যবহার করে? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: ইকোলজিক্যাল পিরামিড ও শক্তির প্রবাহ, জীবের পরিবেশ, বিস্তার ও সংরক্ষণ, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: সূর্যের সর্বোচ্চ পরিমাণ শক্তি উৎপাদক বা সবুজ উদ্ভিদ ব্যবহার করে। সর্বোচ্চ খাদক সবচেয়ে কম পরিমাণ শক্তি ব্যবহার করে ।