Exam
Question View - Recap Exam Day 14
1. শিশুদের প্রায় সকল অস্থি কোন প্রকৃতির?
Edit
Topic: অস্থি ও তরুণাস্থি - অস্থি, চলন ও অঙ্গচালনা, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: - শিশুদের প্রায় সকল অস্থিই স্পঞ্জি প্রকৃতির।
- নিরেট অস্থির (Compact bone) অপর নাম কর্টিকেল অস্থি।
2. নিচের কোনটি Irregular bone?
Edit
Topic: অস্থি ও তরুণাস্থি - অস্থি, চলন ও অঙ্গচালনা, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: অনিয়ত অস্থি (Irregular bone): একই শ্রেণির অস্থির মধ্যে যখন আকৃতিগত বৈসাদৃশ্য দেখা যায় তখন তাদেরকে অনিয়ত অস্থি বলে। যেমন: কশেরুকা (Vertebrae)
3. ট্রাবেকুলা কোনটির গাঠনিক ও কার্যকরি একক?
Edit
Topic: অস্থি ও তরুণাস্থি - অস্থি, চলন ও অঙ্গচালনা, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: - ট্রাবেকুলা স্পঞ্জি অস্থির গাঠনিক ও কার্যকরি একক।
4. নিচের কোনটির মাধ্যমে বিভিন্ন ল্যাকুনা পরস্পরের সাথে যুক্ত থাকে?
Edit
Topic: অস্থি ও তরুণাস্থি - অস্থি, চলন ও অঙ্গচালনা, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: প্রতিটি ল্যাকুনার চারদিক থেকে সূক্ষ্ম কতকগুলো নালিকা বের হয়। এদেরকে ক্যানালিকুলি (Canaliculi) বলে। এসব নালিকার মাধ্যমে একটি হ্যাভারসিয়ান তন্ত্রের বিভিন্ন ল্যাকুনা পরস্পরের সাথে যোগাযোগ রক্ষা করে।
5. মানবদেহের কঙ্কালতন্ত্রে নিরেট অস্থির পরিমাণ মোট ওজনের কত শতাংশ?
Edit
Topic: অস্থি ও তরুণাস্থি - অস্থি, চলন ও অঙ্গচালনা, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: মানবদেহের কঙ্কালতন্ত্রের মোট ওজনের ৮০% নিরেট অস্থি। আর ২০% স্পঞ্জি অস্থি।
6. নিচের কোনটি Biological lubricant?
Edit
Topic: অস্থি ও তরুণাস্থি - তরুণাস্থি, চলন ও অঙ্গচালনা, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: তরুণাস্থিতে লুব্রিসিন নামক গ্লাইকোপ্রোটিন থাকে যা কঙ্কালতন্ত্রে জৈব লুব্রিকেটের হিসেবে কাজ করে।
7. নিচের কোনটি সবচেয়ে শক্তিশালী ও দৃঢ় তরুণাস্থি?
Edit
Topic: অস্থি ও তরুণাস্থি - তরুণাস্থি, চলন ও অঙ্গচালনা, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: ফাইব্রোকার্টিলেজ (Fibrocartilage) দেহের সবচেয়ে শক্তিশালী ও দৃঢ় তরুণাস্থি। এগুলো টেনডন ও লিগামেন্টকে অস্থির সাথে যুক্ত করতে সাহায্য করে।
8. নিচের কোনটি পীত-তন্তুময় তরুণাস্থি নির্মিত নয়?
Edit
Topic: অস্থি ও তরুণাস্থি - তরুণাস্থি, চলন ও অঙ্গচালনা, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: স্থিতিস্থাপক (Elastic) বা পীত-তন্তুময় তরুণাস্থি দ্বারা বহিঃকর্ণ বা পিনা, ইউস্টেশিয়ান নালি, এপিগ্লটিস প্রভৃতি গঠিত হয়।
9. Femur এর মস্তকে কোনটি পাওয়া যায়?
Edit
Topic: অস্থি ও তরুণাস্থি - তরুণাস্থি, চলন ও অঙ্গচালনা, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: হিউমেরাস ও ফিমারের মস্তকে চুনময় বা ক্যালসিফাইড তরুণাস্থি পাওয়া যায়।
10. নিচের bone এর আকৃতি ring এর মত?
Edit
Topic: ব্যবহারিক অংশ, চলন ও অঙ্গচালনা, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: Atlas বা প্রথম সারভাইকাল কশেরুকা দেখতে আংটির মত। সেন্ট্রাম ও স্পাইনাস প্রসেস অনুপস্থিত।
11. কয়টি কশেরুকা মিলিত হয়ে Sacrum গঠন করে?
Edit
Topic: ব্যবহারিক অংশ, চলন ও অঙ্গচালনা, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: শ্রোণি অঞ্চলে মেরুদন্ডের পাঁচটি কশেরুকা মিলিত হয়ে ত্রিকোণাকার এবং বৃহৎ স্যাক্রাম গঠন করে।
12. Sternum এর অংশ নয় নিচের কোনটি?
Edit
Topic: ব্যবহারিক অংশ, চলন ও অঙ্গচালনা, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: Sternum এর তিনটি অংশ: • Manubrium • Body • xiphoid process
13. নিচের কোনটিতে Costal facet উপস্থিত?
Edit
Topic: ব্যবহারিক অংশ, চলন ও অঙ্গচালনা, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: Thoracic বা বক্ষদেশীয় কশেরুকাল সেন্ট্রামের উভয় পাশে দেহ ও আর্চের সংযোগস্থলে পর্শুকার মস্তক সংযোগে কোস্টাল ফ্যাসেট উপস্থিত।
14. মায়োফাইব্রিল কোন প্রোটিন দ্বারা তৈরি?
Edit
Topic: পেশী-টিস্যু গঠন ও কাজ, চলন ও অঙ্গচালনা, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: মায়োফাইব্রিলগুলো অ্যাকটিন ও মায়োসিন নামক দুই ধরনের প্রোটিনে নির্মিত।
15. পেশিতন্তুর কার্যকরি একক কোনটি?
Edit
Topic: পেশী-টিস্যু গঠন ও কাজ, চলন ও অঙ্গচালনা, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: - পেশি কোষ- পেশী টিস্যুর একক।
- সারকোমিয়ার- পেশি কোষ বা পেশিতন্তুর কার্যকরি একক।
16. Muscle tissue এর কত শতাংশ পানি?
Edit
Topic: পেশী-টিস্যু গঠন ও কাজ, চলন ও অঙ্গচালনা, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: Muscle tissue বা পেশী টিস্যুর প্রায় ৭৫ শতাংশ পানি।
17. মানবদেহের সবচেয়ে দীর্ঘ পেশি কোনটি?
Edit
Topic: পেশী-টিস্যু গঠন ও কাজ, চলন ও অঙ্গচালনা, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: মানবদেহের পেশি - • সবচেয়ে দীর্ঘ: Sartorius • সবচেয়ে বড়: Gluteus maximus • সবচেয়ে ছোট: Stapedius
18. Flexor muscle কোনটি?
Edit
Topic: পেশী-টিস্যু গঠন ও কাজ, চলন ও অঙ্গচালনা, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: Flexor muscle: এ পেশী দেহের কোন অংশকে অপর কোন অংশের উপর ভাঁজ হতে সাহায্য করে। যেমন: বাইসেপস (biceps), পুরোবাহুকে উর্দ্ধ বাহুর উপর ভাঁজ হতে সহায়তা করে।
19. অনৈচ্ছিক পেশির ক্ষেত্রে প্রযোজ্য নয়?
Edit
Topic: পেশী-টিস্যু গঠন ও কাজ, চলন ও অঙ্গচালনা, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: - যেসব পেশিটিস্যুর সঙ্কোচন-প্রসারণ প্রাণীর ইচ্ছাশক্তি দ্বারা নিয়ন্ত্রিত না হয়ে স্বয়ংক্রিয়ভাবে স্নায়ু দ্বারা নিয়ন্ত্রিত হয় তাকে অনৈচ্ছিক পেশি বলে।
- মায়োফাইব্রিলে কোন অনুপ্রস্থ রেখা থাকে না বলে এদেরকে অরৈখিক বা মসৃণ পেশি বলা হয়।
- ভিসেরাল বা অভ্যন্তরীণ অঙ্গের প্রাচীরে থাকে বলে এ পেশিকে ভিসেরাল পেশি বলা হয়ে থাকে।
20. কোনটির নিঃসাড়কাল সবচেয়ে দীর্ঘস্থায়ী?
Edit
Topic: পেশী-টিস্যু গঠন ও কাজ, চলন ও অঙ্গচালনা, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: হৃৎপেশি (Cardiac Muscle) এর নিঃসাড়কাল সবচেয়ে দীর্ঘস্থায়ী বা বড়। এজন্য সহজে ক্লান্ত হয় না।
21. নিচের কোনটি দ্বিতীয় শ্রেণীর লিভারের উদাহরণ?
Edit
Topic: লিভারের প্রকারভেদ, চলন ও অঙ্গচালনা, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: দ্বিতীয় শ্রেণীর লিভার - ঠেলাগাড়ি, পায়ের আঙ্গুলের ডগায় দাঁড়ানো।
22. দ্রুতগতির সঞ্চালন সুবিধা পাওয়া যায় কোনটি হতে?
Edit
Topic: লিভারের প্রকারভেদ, চলন ও অঙ্গচালনা, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: - ১ম শ্রেণীর লিভার- অল্প বল প্রয়োগে বেশি ফল
- ২য় শ্রেণীর লিভার- সামান্য প্রচেষ্টায় বেশি ওজনকে উপরে তোলা
- ৩য় শ্রেণীর লিভার- দ্রুতগতির সঞ্চালন সুবিধা
23. পায়ের ডিম বা গুলির প্রধান পেশি কোনটি?
Edit
Topic: হাঁটু সঞ্চালনে অস্থি ও পেশির সমন্বয়, চলন ও অঙ্গচালনা, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: গ্যাস্ট্রোকনেমিয়াস পেশি টিবিয়ার পিছনে অবস্থিত পায়ের ডিম বা গুলির প্রধান পেশি।
24. অস্থি ভঙ্গের প্রকারভেদ নয় কোনটি?
Edit
Topic: অস্থিভঙ্গ, চলন ও অঙ্গচালনা, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: চিকিৎসা শাস্ত্রমতে অস্থিভঙ্গ প্রধানত তিন প্রকার: সাধারণ বা বদ্ধ, যৌগিক বা উন্মুক্ত, জটিল বা চাপা।
25. Open bone fracture এর অপর নাম কি?
Edit
Topic: অস্থিভঙ্গ, চলন ও অঙ্গচালনা, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: উন্মুক্ত হাড়ভাঙ্গা এর অপর নাম যৌগিক হাড়ভাঙ্গা বা Compound bone fracture.
26. তরুণাস্থিময় অস্থিসন্ধি কোনটি?
Edit
Topic: সন্ধির আঘাত ও প্রাথমিক চিকিৎসা, চলন ও অঙ্গচালনা, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: তরুণাস্থিময় অস্থিসন্ধি বা আংশিক সচল অস্থিসন্ধি: পিউবিস সিমফাইসিস।
27. মচকানোর ঘটনার সবচেয়ে বেশি ঘটে কোথায়?
Edit
Topic: সন্ধির আঘাত ও প্রাথমিক চিকিৎসা, চলন ও অঙ্গচালনা, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: মচকানোর ঘটনা সবচেয়ে বেশি ঘটে গোড়ালিতে।
28. হ্যামস্ট্রিং পেশী কোথায় অবস্থান করে?
Edit
Topic: হাঁটু সঞ্চালনে অস্থি ও পেশির সমন্বয়, চলন ও অঙ্গচালনা, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: হ্যামস্ট্রিং পেশি তিনটি পেশির সমন্বয়ে গঠিত। পেশিগুলো উরুর পিছনে থাকে।
29. কোনটির আকৃতি দীর্ঘ যষ্টির মত?
Edit
Topic: নিম্নবাহুর অস্থি, চলন ও অঙ্গচালনা, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: নিম্নবাহুর মধ্যবর্তী অংশে দুটি অস্থি থাকে, যথা- টিবিয়া ও ফিবুলা। ফিবুলা দেখতে দীর্ঘ যষ্টির মত।
30. অস্থির মাতৃকায় কোন ধরণের কোষ থাকে না?
Edit
Topic: অস্থি ও তরুণাস্থি - অস্থি, চলন ও অঙ্গচালনা, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: অস্থির মাতৃকায় চার ধরনের অস্থিকোষ ছড়ানো থাকে। যথাঃ • Osteoprogenitor • Osteoblast • Osteoclast • Osteocyte