Exam
Question View - Day 14 - মানবদেহের প্রতিরক্ষা - 01
1. কোনটির মাধ্যমে দুর্বল Immunity কে সবল করা হয়?
Edit
Topic: মানবদেহের প্রতিরক্ষা, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: যে প্রক্রিয়ায় দেহ ক্ষতিকর অনুজীব এবং বিষাক্ত রাসায়নিক পদার্থের সম্ভাব্য ক্ষতি থেকে নিজেকে রক্ষা করে তাকে ইমিউনিটি (immunity) বা অনাক্রম্যতা বলে। ইমিউনিটি দুর্বল হলে Vaccine বা টিকা দিয়ে সবল করে তোলা হয়।
2. দেহের সবচেয়ে বড় লসিকা গ্রন্থি কোনটি?
Edit
Topic: ইমিউনিটি এবং ইমিউনোলজি, মানবদেহের প্রতিরক্ষা, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: প্লীহা (Spleen) দেহের সবচেয়ে বড় লসিকা গ্রন্থি।
3. নিচের কোনটিকে রক্তের 'ইমিউনোলজিক্যাল ফিল্টার' বলা হয়?
Edit
Topic: ইমিউনিটি এবং ইমিউনোলজি, মানবদেহের প্রতিরক্ষা, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: প্লীহা (Spleen) দেহের সবচেয়ে বড় লসিকা গ্রন্থি একে রক্তের 'ইমিউনোলজিক্যাল ফিল্টার' বলা হয়।
4. NK Cell থেকে নিচের কোনটি নিঃসৃত হয় না?
Edit
Topic: ইমিউনিটি এবং ইমিউনোলজি, মানবদেহের প্রতিরক্ষা, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: প্রাকৃতিক মারণ বা ঘাতক কোষ (NK- Natural killer cell) থেকে সাইটোটক্সিন, পারফোরিন এবং গ্রানাইজাইম নিঃসৃত হয়।
5. নিচের কোনটি ভিন্ন?
Edit
Topic: ইমিউনিটি এবং ইমিউনোলজি-, মানবদেহের প্রতিরক্ষা, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: দানাদার বা Granular লিউকোসাইট তিন প্রকার। যথা- নিউট্রোফিল (Neutrophil), ইওসিনোফিল (Eosinophil) ও বেসোফিল (Basophil)। মনোসাইট (Monocyte) ও লিম্ফোসাইট (Lymphocyte) হলো অদানাদার লিউকোসাইট (Agranular leukocyte)।
6. ত্বকে কোন ডেনড্রাইটিক কোষ পাওয়া যায়?
Edit
Topic: ইমিউনিটি এবং ইমিউনোলজি, মানবদেহের প্রতিরক্ষা, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: ত্বকে ও মিউকাস পর্দায় ল্যাঙ্গারহ্যান্স কোষ পাওয়া যায়।
7. মানবদেহে Line of defence কয়টি?
Edit
Topic: মানবদেহের প্রতিরক্ষা ব্যবস্থা, মানবদেহের প্রতিরক্ষা, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: মানবদেহে প্রতিরক্ষা স্তর (Line of defence) তিনটি। প্রথম প্রতিরক্ষা স্তর, দ্বিতীয় প্রতিরক্ষা স্তর, তৃতীয় প্রতিরক্ষা।
8. Saliva তে কোনটি উপস্থিত?
Edit
Topic: মানবদেহের প্রতিরক্ষা ব্যবস্থা, মানবদেহের প্রতিরক্ষা, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: অশ্রু ও লালায় লাইসোজাইম এনজাইম থাকে। যা ব্যাকটেরিয়ানাশক হিসেবে কাজ করে।
9. ফ্যাগোসাইটিক কণিকা কোনটি?
Edit
Topic: মানবদেহের প্রতিরক্ষা ব্যবস্থা, মানবদেহের প্রতিরক্ষা, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: প্রধান দুটি ফ্যাগোসাইটিক কণিকা হচ্ছে নিউট্রোফিল ও ম্যাক্রোফেজ।
10. ধাঙ্গর কোষ হিসেবে পরিচিত কোনটি?
Edit
Topic: মানবদেহের প্রতিরক্ষা ব্যবস্থা, মানবদেহের প্রতিরক্ষা, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: ম্যাক্রোফেজ পুরনো রক্ত কণিকা, মৃত টিস্যু-খন্ড ও কোষীয় ময়লা গ্রাস করে ধাঙ্গর কোষ হিসেবে কাজ করে।
11. জ্বর সৃষ্টির জন্য দায়ী কোনটি?
Edit
Topic: মানবদেহের প্রতিরক্ষা ব্যবস্থা, মানবদেহের প্রতিরক্ষা, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: মাক্রোফেজ যখন ভাইরাস, ব্যাকটেরিয়া বা বহিরাগত কণাকে শনাক্ত ও আক্রমণ করে তখন কোষগুলো রক্ত প্রবাহে পাইরোজেন (Pyrogen) নামক পলিপেপটাইড ক্ষরণ করে। পাইরোজেন মস্তিষ্কের হাইপোথ্যালামাসে বিপাকীয় পরিবর্তন ঘটিয়ে দেহের তাপমাত্রাকে উচ্চতার মাত্রায় নির্ধারণ করায়, তখন শরীর কেঁপে ওঠে ও জ্বর আসে।
12. Pyrogen কি জাতীয় পদার্থ?
Edit
Topic: দ্বিতীয় প্রতিরক্ষা স্তর, মানবদেহের প্রতিরক্ষা, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: মাক্রোফেজ যখন ভাইরাস, ব্যাকটেরিয়া বা বহিরাগত কণাকে শনাক্ত ও আক্রমণ করে তখন কোষগুলো রক্ত প্রবাহে পাইরোজেন (Pyrogen) নামক পলিপেপটাইড ক্ষরণ করে। পাইরোজেন মস্তিষ্কের হাইপোথ্যালামাসে বিপাকীয় পরিবর্তন ঘটিয়ে দেহের তাপমাত্রাকে উচ্চতার মাত্রায় নির্ধারণ করায়, তখন শরীর কেঁপে ওঠে ও জ্বর আসে।
13. ভাইরাসের বংশবৃদ্ধিতে ব্যাঘাত ঘটায় কোনটি?
Edit
Topic: দ্বিতীয় প্রতিরক্ষা স্তর, মানবদেহের প্রতিরক্ষা, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: ইন্টারফেরন (Interferon): ভাইরাসে আক্রান্ত হওয়ার প্রতিক্রিয়া হিসেবে এবং কোষের অভ্যন্তরে ভাইরাসের বংশবৃদ্ধিতে ব্যাঘাত ঘটাতে আক্রান্ত কোষ থেকে ইন্টারফেরর নামক বিশেষ ধরনের গ্লাইকোপ্রোটিন উৎপন্ন ও ক্ষরিত হয়ে দেহকোষকে রক্ষা করে।