Exam
Question View - Day 13 - শৈবাল ও ছত্রাক - 03
1. নিম্নের কোনটি লাইকেন সম্পর্কে সঠিক তথ্য নয়?
Edit
Topic: লাইকেনের বৈশিষ্ট্য, শৈবাল ও ছত্রাক, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: - ছত্রাক লাইকেনের কাঠামো গঠন করে।
2. লাইকেনে শতকরা কত ভাগ শৈবালের উপস্থিতি থাকে?
Edit
Topic: লাইকেন, শৈবাল ও ছত্রাক, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: লাইকেনে ৫-১০% ভাগ শৈবালের উপস্থিতি থাকে।
3. লাইকেনে শৈবাল ও ছত্রাকের অবস্থান ও সম্পর্ককে কি বলে?
Edit
Topic: লাইকেন, শৈবাল ও ছত্রাক, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: লাইকেনে শৈবাল ও ছত্রাকের অবস্থান ও সম্পর্ককে মিথোজীবিতা/ অন্যোন্যজীবিতা/ মিচুয়ালিজম বলে।
4. কোন ধরণের লাইকেন গাছের বাকল বা কান্ডের উপরে জন্মায়?
Edit
Topic: লাইকেনের শ্রেণিবিভাগ, শৈবাল ও ছত্রাক, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: - Terricolous – উষ্ণ ও আর্দ্র অঞ্চলের মাটিতে জন্মায় - Lignicolous – ভেজা কাঠের উপর জন্মায় - Corticolous - গাছের বাকল বা কান্ডের উপরে জন্মায় - Omnicolous – বিভিন্ন প্রকার মাধ্যমে জন্মায় ।
5. নিচের কোনোটি সবচেয়ে সরল প্রকৃতির লাইকেন (Lichen)?
Edit
Topic: লাইকেনের শ্রেণিবিভাগ, শৈবাল ও ছত্রাক, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: ল্যাপ্রোজ লাইকেন - সবচেয়ে সরল প্রকৃতির লাইকেন।
6. লাইকেনের নিম্নত্বক থেকে উদগত এককোষী রোমকে বলা হয় -
Edit
Topic: লাইকেনের অন্তর্গঠন, শৈবাল ও ছত্রাক, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: লাইকেনের নিম্নত্বক থেকে উদগত এককোষী রোমকে রাইজাইন বলা হয়।
7. লাইকেনের কোন সদস্য দ্বারা যৌন জনন সম্পাদিত হয়?
Edit
Topic: লাইকেনের জনন, শৈবাল ও ছত্রাক, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: লাইকেনের ছত্রাক সদস্য দ্বারা যৌন জনন সম্পাদিত হয়।
8. বায়ু দূষণ বৃদ্ধি নিচের কোন উদ্ভিদটি দূষক পদার্থ শোষণ করে মারা যায়?
Edit
Topic: লাইকেনের গুরুত্ব, শৈবাল ও ছত্রাক, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: - বায়ু দূষণ বৃদ্ধি লাইকেন দূষক পদার্থ শোষণ করে মারা যায়। - লাইকেন পরিবেশ দূষণের নির্দেশক (indicator) হিসেবে কাজ করে।
9. নিচের কোন জীব মরুজ ক্রমাগমনের সূচনার মাধ্যমে বনভূমি সৃষ্টিতে ভূমিকা রাখে?
Edit
Topic: লাইকেনের গুরুত্ব, শৈবাল ও ছত্রাক, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: Lichen মরুজ ক্রমাগমনের সূচনার মাধ্যমে বনভূমি সৃষ্টিতে ভূমিকা রাখে।
10. শাখা প্রশাখা বিশিষ্ট আকর্ষণীয় ও ঝুলন্ত লাইকেন নিচের কোনোটি?
Edit
Topic: লাইকেনের শ্রেণিবিভাগ, শৈবাল ও ছত্রাক, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: ফ্রুটিকোজ - শাখা প্রশাখা বিশিষ্ট আকর্ষণীয় ও ঝুলন্ত লাইকেন।
11. লাইকেন থেকে কোন এসিড টি পাওয়া যায়?
Edit
Topic: লাইকেনের গুরুত্ব, শৈবাল ও ছত্রাক, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: লাইকেন থেকে উসনিক এসিড, লিকানোরিক এসিড পাওয়া যায়।
12. নিচের কোনোটি লাইকেনের অপকারী দিক নয়?
Edit
Topic: লাইকেনের গুরুত্ব, শৈবাল ও ছত্রাক, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: রাশিয়া, ফ্রান্স এ বানিজ্যিক ভাবে ঈস্ট এর পরিবর্তে লাইকেন থেকে অ্যালকোহল, বিয়ার ইত্যাদি উত্তেজক পদার্থ তৈরি করা হয়।