Exam

Question View - Day 1 - Day 3 || কোষ ও এর গঠন
1. মাইটোকন্ড্রিয়ার কোন অংশে ATP synthases অবস্থান করে? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: ১.৩ সাইটোপ্লাজম ও অঙ্গাণু, ৫. মাইটোকন্ড্রিয়া, কোষ ও এর গঠন, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: মাইটোকন্ড্রিয়ার ক্রিস্টিতে ATP synthases, ইলেক্ট্রন ট্রান্সপোর্ট চেইন (ETC) অবস্থান করে।
2. মাইটোকন্ড্রিয়াবিহীন কোষে কোন ধরণের রাইবোসোম (Ribosome) পাওয়া যায়? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: আদি কোষ ও প্রকৃত কোষের পার্থক্য, অধ্যায় পরিচিতি, কোষ ও এর গঠন, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: মাইটোকন্ড্রিয়াবিহীন কোষ বলতে আদিকোষ বোঝাচ্ছে, আদিকোষের 70S রাইবোসোম পাওয়া যায়।
3. Plant cell (উদ্ভিদ কোষ) এর অনন্য বৈশিষ্ট্য নয় কোনটি? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: কোষের প্রকারভেদ, অধ্যায় পরিচিতি, কোষ ও এর গঠন, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: সাইটোপ্লাজমে ক্লোরোপ্লাস্ট অবস্থান করে এবং সঞ্চিত খাদ্য হিসেবে শ্বেতসার (starch) থাকে। - সেন্ট্রোসোম প্রাণীকোষের অনন্য বৈশিষ্ট্য।
4. নিচের কোনটি পারঅক্সিসোমের প্রধান enzyme? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: ১.৩ সাইটোপ্লাজম ও অঙ্গাণু, ৯. পারঅক্সিসোম , কোষ ও এর গঠন, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: পারঅক্সিসোমের প্রধান enzyme ক্যাটালেজ।
5. কোন ধরণের কোষে প্রাথমিক প্রাচীর ছাড়াও অন্যান্য স্তর থাকে? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: ১.১ কোষ প্রাচীর, কোষ ও এর গঠন, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: পাতা, ফল, কর্টেক্স কোষে কেবল মাত্র প্রাথমিক প্রাচীর থাকে। ট্রাকিড, ফাইবার ইত্যাদির কোষের প্রাথমিক প্রাচীরের এর অন্তরালে আরেকটি স্তর তৈরি হয়।
6. সাইটোপ্লাজম থেকে আসা ফ্রাগমোপ্লাস্ট (phragmoplast) কোষপ্রাচীরের কোন স্তর তৈরি করে? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: ১.১ কোষ প্রাচীর, কোষ ও এর গঠন, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: টেলোফেজ পর্যায়ে সাইটোপ্লাজম থেকে আসা ফ্রাগমোপ্লাস্ট, গলগি বডি থেকে আসা পেকটিন জাতীয় ভেসিকল মিলিত হয়ে মধ্যপর্দা তৈরি হয়।
7. পাশাপাশি কোষের মধ্যে সংযোগ স্থাপন করে খাদ্যবস্তু, পানি পরিবহন করা/বহিঃ ও অন্তঃ উদ্দীপনার পরিবাহক রূপে কোনোটির কাজ? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: ১.১ কোষ প্রাচীর, কোষ ও এর গঠন, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: -পিট মেমব্রেনে সুক্ষ্ম ছিদ্র পথে নলাকার সাইটোপ্লাজমিক সংযোগ স্থাপিত হয় যা প্লাজমোডেসমা (বহুবচনেঃ প্লাজমোডেসমাটা) নামে পরিচিত। এর মাধ্যমে সাইটোপ্লাজমীয় বস্তু পরিবহন হয়। -বহিঃ ও অন্তঃ উদ্দীপনার পরিবাহক রূপে প্লাজমোডেসমাটা কাজ করে।
8. প্রোটোপ্লাজমে শতকরা কত শতাংশ পানি থাকে? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: প্রোটোপ্লাস্ট, কোষ ও এর গঠন, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: প্রোটোপ্লাজম জীবনের ভৌত ভিত্তি। তাই পানিকে ফ্লুইড অব লাইফ বলা হয়। - প্রোটোপ্লাজমে ৭০-৯০% পানি। - সাইটোপ্লাজমে ৬৫-৯৬% পানি।
9. সাইক্লোসিস (cyclosis) কোন অংশে দেখতে পাওয়া যায়? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: প্রোটোপ্লাস্ট, কোষ ও এর গঠন, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: - কোষপ্রাচীর যুক্ত প্রোটোপ্লাজমে জলস্রোতের মক্তো যে চলন দেখা যায় সেটি হচ্ছে আবর্তন বা সাইক্লোসিস। -প্লাজমামেমব্রেনে flip flop movement দেখা যায়।
10. কোষ ঝিল্লির Flip-Flop movement এর জন্য কোন অণু তরল পদার্থের ন্যায় আচরণ করে? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: ১.২ প্লাজমামেমব্রেন, কোষ ও এর গঠন, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: -প্রোটিন ফসফোলিপিডে ভেসে থেকে মোজাইক গঠন তৈরি করে। -লিপিড অণু তরল পদার্থের ন্যায় আচরণ করে স্থান পরিবর্তন করে, পাশে ব্যাপ্ত হয়, অক্ষ বরাবর ঘুরতে থাকে যা Flip- Flop movement নামেপরিচিত।
11. কোষঝিল্লিতে ফাটল সৃষ্টির ফলে উক্ত স্থান দিয়ে তরল পদার্থ কোষাধ্যন্তরে প্রবেশ করাকে কি বলে? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: ১.২ প্লাজমামেমব্রেন, কোষ ও এর গঠন, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: পিনোসাইটসিস প্রক্রিয়ায় কোষঝিল্লি পানি ও তরল পদার্থ কোষাভ্যন্তরে প্রবেশ করে ।
12. কোষপ্রাচীরের নিচে প্রোটোপ্লাজমকে ঘিরে থাকা সজীব ঝিল্লিটির অপর নাম নয় কোনটি? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: ১.২ প্লাজমামেমব্রেন, কোষ ও এর গঠন, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: প্রোটোপ্লাজমকে ঘিরে সজীব ঝিল্লি হচ্ছে কোষঝিল্লি বা প্লাজমা মেমব্রেন (cell membrane or plasma membrane)।প্লাজমামেমব্রেন এর অন্য নাম গুলো হচ্ছে: প্লাজমালেমা, বায়োমেমব্রেন, সাইটোমেমব্রেন।
13. কোষঝিল্লির ভৌত গঠন সম্পর্কে সর্বপ্রথম সুনির্দিষ্ট মডেল নিচের কোনটি? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: ১.২ প্লাজমামেমব্রেন, কোষ ও এর গঠন, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: -বিজ্ঞানী Danielli & Davson ১৯৩৫ সালে কোষ ঝিল্লির ভৌত গঠন সম্পর্কে সর্বপ্রথম সুনির্দিষ্ট মডেল হিসেবে স্যান্ডউইচ মডেল প্রস্তাব করেন। -কোষঝিল্লির ভৌত গঠন সম্পর্কে সবচেয়ে গ্রহণযোগ্য মডেল হচ্ছে ফ্লুইড মোজাইক মডেল যা প্রস্তাব করেন বিজ্ঞানী সিঙ্গার ও নিকলসন (১৯৭২ সালে)।
14. কোন অঙ্গাণুর মাতৃকায় রাইবোসোম মুক্ত ভাবে থাকে না? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: ১.১০ রাইবোসোম, কোষ ও এর গঠন, উদ্ভিদবিজ্ঞান, আজিবুর রহমান স্যার।
Explaination: সাইটোপ্লাজম (এককভাবে অবস্থানকারী রাইবোসোম - মনোসোম), মাইটোকন্ড্রিয়া (মাইটোরাইবোসোম হিসেবে), ক্লোরোপ্লাস্টের মাতৃকায় রাইবোসোম মুক্তভাবে থাকে।
15. E. coli এর শুষ্ক ওজনের কত শতাংশ রাইবোসোম? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: ১.৩ সাইটোপ্লাজম ও অঙ্গাণু, ১ রাইবোসোম, কোষ ও এর গঠন, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: E. coli এর শুষ্ক ওজনের ২২% রাইবোসোম থাকে।
16. শ্বসন এর প্রথম পর্যায় কোথায় সংঘটিত হয়? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: ১.৩ সাইটোপ্লাজম ও অঙ্গাণু, কোষ ও এর গঠন, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: শ্বসনের প্রথম ধাপ গ্লাইকোলাইসিস । গ্লাইকোলাইসিসের জন্য প্রয়োজনীয় এনজাইম সাইটোপ্লাজমে উপস্থিত থাকায় এই ধাপটি সাইটোপ্লাজমেই সংঘটিত হয়।
17. রাইবোসোম নিচের কোনটির নির্দেশনায় প্রোটিন তৈরি করে? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: ১.৩ সাইটোপ্লাজম ও অঙ্গাণু, ১ রাইবোসোম, কোষ ও এর গঠন, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: রাইবোসোম mRNA এর নির্দেশ অনুযায়ী। tRNA এর সহায়তায় প্রোটিন তৈরি করে এবং এতে অ্যান্টিকোডোন ফাস থাকে।
18. 80S রাইবোসোম এর rRNA নয় কোনটি? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: ১.১০ রাইবোসোম, কোষ ও এর গঠন, উদ্ভিদবিজ্ঞান, আজিবুর রহমান স্যার।
Explaination: - 80S রাইবোজোমে রয়েছে 28S, 18S, 5.8, 5S মানের ৪ টি rRNA এবং ৫২ প্রকারের প্রোটিন। - 70S রাইবোজোমে রয়েছে 23S, 16S, 5S মানের ৩ টি rRNA এবং ৮০ প্রকারের প্রোটিন।
19. গ্লুকোজের ফসফোরাইলেশন কোথায় ঘটে? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: ১.৩ সাইটোপ্লাজম ও অঙ্গাণু, ১. রাইবোসোম, কোষ ও এর গঠন, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: গ্লুকোজের ফসফোরাইলেশন ও স্নেহ জাতীয় পদার্থের বিপাক রাইবোসোম এ সংঘটিত হয়।
20. লিপিড (অপ্রোটিন জাতীয় পদার্থ) সংশ্লেষণ ও প্রোটিন ক্ষরণের সাথে জড়িত অঙ্গাণু কোনটি? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: ১.৩ সাইটোপ্লাজম ও অঙ্গাণু, ২. গলগি বডি , কোষ ও এর গঠন, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: - লিপিড সংশ্লেষণ ও প্রোটিন ক্ষরণের সাথে জড়িত অঙ্গাণু হলো গলগি বডি, - গলগি বডি ইডিওসোম নামেও পরিচিত। - স্ফেরোসোম হচ্ছে উদ্ভিদ কোষের লাইসোসোম যাকে ওলিওসোম বলা হয়।
21. একস্তরী ঝিল্লি দ্বারা আবৃত হাইড্রোলাইটিক এনজাইমের আধার হিসেবে কাজ করা অঙ্গাণুটির নিচের কোনটিতে অনুপস্থিত? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: ১.৩ সাইটোপ্লাজম ও অঙ্গাণু, ৩. লাইসোসোম , কোষ ও এর গঠন, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: - একস্তরী ঝিল্লি দ্বারা আবৃত হাইড্রোলাইটিক এনজাইমের আধার হিসেবে কাজ করা অঙ্গাণুটি হলো লাইসোসোম যা অনুপস্থিত লোহিত রক্ত কণিকায়। - শ্বেত রক্ত কণিকায় অধিক সংখ্যায় থাকে। - বৃক্ক কোষের লাইসোসোম অপেক্ষাকৃত বড় হয়ে থাকে।
22. কোন কোষে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বেশি থাকে না? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: ১.৩ সাইটোপ্লাজম ও অঙ্গাণু, ৪. এন্ডোপ্লাজমিক রেটিকুলাম , কোষ ও এর গঠন, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: যকৃত, অগ্নাশয়, অন্তঃক্ষরা গ্রন্থি কোষে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বেশি থাকে।
23. কোষের শক্তিঘর (Power house) এর মাইটোকন্ড্রিয়া নামকরণ করেন কে? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: ১.৩ সাইটোপ্লাজম ও অঙ্গাণু, ৫. মাইটোকন্ড্রিয়া, কোষ ও এর গঠন, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: - মাইটোকন্ড্রিয়া নামকরণ করেন কার্ল বেন্ডা। - বায়োপ্লাস্ট নামকরণ করেন অল্টম্যান। - ফিলা নামকরণ করেন ওয়াল্টার ফ্লেমিং।
24. কোন অঙ্গাণুতে অক্সিডেটিভ ফসফোরাইলেশন সংগঠিত হয়? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: ১.৩ সাইটোপ্লাজম ও অঙ্গাণু, ৫. মাইটোকন্ড্রিয়া, কোষ ও এর গঠন, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: মাইটোকন্ড্রিয়াতে ক্রেবস চক্র, ইলেকট্রন ট্রান্সপোর্ট, ফ্যাটি এসিড চক্র,অক্সিডেটিভ ফসফোরাইলেশন সম্পন্ন হয়।
25. নিচের কোনটি মাইটোকন্ড্রিয়ায় অনুপস্থিত? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: ১.৩ সাইটোপ্লাজম ও অঙ্গাণু, ৫. মাইটোকন্ড্রিয়া, কোষ ও এর গঠন, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: - মাইটোকন্ড্রিয়ার অন্তঃঝিল্লিতে কার্ডিওলিপিন নামক বিশেষ ফসফোলিপিড থাকে। - মাইটোকন্ড্রিয়ার আবরণীতে কিছু ট্রান্সপোর্ট প্রোটিন থাকে। - মাইটোকন্ড্রিয়ায় ০.৫% RNA থাকে এবং ১০০ প্রকারের এনজাইম ও কো-এনজাইম থাকে।
26. অ্যালিউরোপ্লাস্ট (aleuroplast) এর উদাহরণ কোনটি? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: ১.৩ সাইটোপ্লাজম ও অঙ্গাণু, ৬. প্লাস্টিড, কোষ ও এর গঠন, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: - অ্যালিউরোপ্লাস/ প্রোটিনোপ্লাস্ট (আমিষ সঞ্চয় কারী) - ভুট্টার বীজ - অ্যামাইলোপ্লাস্ট (শ্বেতসার সঞ্চয়কারী) – আলু - ইলাইওপ্লাস্ট (তেল/ চর্বি সঞ্চয়কারী) – সূর্যমুখীর বীজ - গাজরের মূলে - ক্রোমোপ্লাস্ট।
27. নিচের কোন জীবের দেহ কোষে সেন্ট্রিওল অনুপস্থিত থাকে না? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: ১.৩ সাইটোপ্লাজম ও অঙ্গাণু, ৭. সেন্ট্রিওল , কোষ ও এর গঠন, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: আদিকোষ, ডায়াটম, ঈস্ট, আবৃতবীজী উদ্ভিদে সেন্ট্রিওল অনুপস্থিত।
28. কোষের মস্তিষ্ক, প্রাণকেন্দ্র, কেন্দ্রিকা কোষের কত শতাংশ স্থান দখল করে? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: ১.৪ নিউক্লিয়াস, কোষ ও এর গঠন, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: - নিউক্লিয়াস কোষের ১০-১৫% স্থান দখল করে। - স্পার্ম বা শুক্রাণু তে ৯০% ই নিউক্লিয়াস।
29. নিচের কোন ছত্রাকে একাধিক নিউক্লিয়াস থাকে? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: ১.৪ নিউক্লিয়াস, কোষ ও এর গঠন, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: - Vaucheria, Sphaeroplea, Botrudium হলো বহু নিউক্লিয়াস বিশিষ্ট শৈবাল। - Penicillium হলো বহু নিউক্লিয়াস বিশিষ্ট ছত্রাক।
30. নিউক্লিওলাস এর প্রধান রাসায়নিক উপাদান নয় নিচের কোনটি? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: ১.৪ নিউক্লিয়াস, কোষ ও এর গঠন, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: - নিউক্লিওলাস এর প্রধান রাসায়নিক উপাদান প্রোটিন, RNA, যৎসামান্য DNA। - নিউক্লিওটাইডের ভান্ডার হিসেবে কাজ করে। - RNA ও প্রোটিন সংশ্লেষ করা।
31. ক্রোমোসোম নামকরণ করেন কোন বিজ্ঞানী? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: ১.৪ নিউক্লিয়াস - ক্রোমোসোম, কোষ ও এর গঠন, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: - W. Waldeyer ক্রোমোসোম নামকরণ করেন। - ক্রোমোসোম অর্থ রঙ ধারণকারী দেহ বা রঞ্জিত দেহ।
32. ক্রোমোসোমের ভৌত গঠনের অংশ নয় নিচের কোনটি? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: ১.৪ নিউক্লিয়াস – ক্রোমোসোম, কোষ ও এর গঠন, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: - সেন্ট্রোমিয়ার - ক্রোমোসোমের অরঞ্জিত অঞ্চল যা মুখ্য খাজ (primary constriction) নামে পরিচিত। - কাইনেটোকোর- সেন্ট্রোমিয়ারে একটি ছোট গাঠনিক অবকাঠামো যেখানে মাইক্রোটিউবিউল যুক্ত হয়। - টেলোমিয়ার – ক্রোমোসোমের উভয় প্রান্তে বৈশিষ্ট্যপূর্ন অঞ্চল, টেলোমারেজ এনজাইম মানুষের জরা রোধে কাজ করে। - সিস্টোলিথ- আঙ্গুরের থোকার মতো ক্যালসিয়াম কার্বনেট এর ক্রিস্টাল।
33. " নিউক্লিওলাস পুনর্গঠন অঞ্চল” (Nucleolar Organizer Region - NOR) নামে পরিচিত কোনটি? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: ১.৪ নিউক্লিয়াস – ক্রোমোসোম, কোষ ও এর গঠন, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: - গৌন কুঞ্চন (secondary constriction) নিউক্লিওলাস পুনর্গঠন অঞ্চল” (Nucleolar Organizer Region-NOR) নামে পরিচিত। - স্যাটেলাইট (SAT) - ক্রোমোসোমের যে স্থানে নিউক্লিওলাস লাগানো থাকে। - ক্রোমোমিয়ার - ক্রোমোসোমের দেহে ক্ষুদ্র ক্ষুদ্র গুটিকা, মায়োসসিসের প্রোফেজ এর প্যাকাইটিন দশায় দেখা যায়, Idiomere বলা হয়। - পেডিকল- ক্রোমোসোমের বাইরে কল্পিত আবরণী।
34. মানবদেহের অটোসোম কয় জোড়া? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: ১.৪ নিউক্লিয়াস – ক্রোমোসোম, কোষ ও এর গঠন, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: - মানবদেহে ক্রোমোসোম ২৩ জোড়া, ২২ জোড়া অটোসোম ১ জোড়া সেক্স ক্রোমোসোম। - মানবদেহে ক্রোমোসোম এর দৈর্ঘ্য ৪ - ৬ মাইক্রোমিটার।
35. ক্রোমোসোমের মূল উপাদান কোনটি? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: ১.৪ নিউক্লিয়াস – ক্রোমোসোম, কোষ ও এর গঠন, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: ক্রোমোসোমের মূল উপাদান ক্রোমাটিন, যা প্রকৃতপক্ষে DNA-প্রোটিন যুক্ত।
36. নিউক্লিক এসিডের মধ্যে কোন মৌল টি থাকে না? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: ১.৪ নিউক্লিয়াস – নিউক্লিক এসিড, কোষ ও এর গঠন, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: নিউক্লিক এসিড কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন (১৫%), ফফসফরাসের (১০%) সমন্বয়ে গঠিত।
37. পাইরিমিডিন ক্ষারক নয় কোনটি? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: ১.৪ নিউক্লিয়াস – নিউক্লিক এসিড, কোষ ও এর গঠন, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: - পিউরিন ক্ষারক - অ্যাডিনিন, গুয়ানিন। - পাইরিমিডিন ক্ষারক - ইউরাসিল, সাইটোসিন, থায়ামিন।