Exam
Question View - Day 12 - শৈবাল ও ছত্রাক - 02
1. ছত্রাক সম্পর্কে সঠিক নিচের কোনটি?
Edit
Topic: ৫.২ ছত্রাক, শৈবাল ও ছত্রাক, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: - হাইফিসমৃদ্ধ মাইসেলিয়াম দ্বারা গঠিত জীব। - অভাস্কুলার জীব। - লাইকেন - রাইজাইন দিয়ে পানি শোষণ করে - ছত্রাক থ্যালোফাইটা জাতীয় উদ্ভিদ। - তীব্র অভিযোজন ক্ষমতাসম্পন্ন।
2. নিচের কোনটিকে পৃথিবীর সবচেয়ে বড় জীব হিসেবে গণ্য করা হয়?
Edit
Topic: ৫.২ ছত্রাক, মধু ছত্রাক, শৈবাল ও ছত্রাক, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: - মধু ছত্রাক (Honey mushroom-Armillaria ostoyae) কে পৃথিবীর সবচেয়ে বড় জীব হিসেবে গণ্য করা হয়। - এর বয়স প্রায় ২৪০০ বছর এবং ২০০০ একর জমির উপর বিস্তৃত। - ব্রিসল কোন পাইন – সবচেয়ে প্রাচীন বৃক্ষ। - কনিফার - এ জাতীয় উদ্ভিদ সবচেয়ে দীর্ঘ হয়।
3. কোন জীব ভিন্নতর পরিবেশে নিজের আকৃতি পরিবর্তন করে মানুষের ফুসফুসে কোষপিন্ড হিসেবে অবস্থান করে?
Edit
Topic: ৫.২ ছত্রাক, ছত্রাকের ডাইমর্ফিজম, শৈবাল ও ছত্রাক, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: - ‘ছত্রাক’ ভিন্নতর পরিবেশে নিজের আকৃতি পরিবর্তনের যোগ্যতা রাখে যা ডাইমর্ফিজম নামে পরিচিত। - Histoplasma capsulatum ছত্রাকটি মাটিতে সূত্রাকার এবং মানুষের ফুসফুসে কোষপিন্ড হিসেবে অবস্থান করে। যা ‘‘হিস্টোপ্লাজমোসিস’’ রোগ সৃষ্টি করে।
4. ছত্রাকের অঙ্গজ জননের (Vegetative reproduction) পদ্ধতি নয় কোনটি?
Edit
Topic: ৫.২ ছত্রাক, ছত্রাকের অঙ্গজ জনন, শৈবাল ও ছত্রাক, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: ছত্রাকের অঙ্গজ জননের (Vegetative reproduction) পদ্ধতি - দ্বি-ভাজন (binary fusion) - কুঁড়ি সৃষ্টি (budding) - দৈহিক খন্ডায়ন (fragmentation)।
5. নিচের কোন ধরণের ছত্রাকের দৈহিক ও জনন অঙ্গের মধ্যে কোনো পার্থক্য থাকে না?
Edit
Topic: ৫.২ ছত্রাক, ছত্রাকের জনন, শৈবাল ও ছত্রাক, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: - হলোকারপিক ছত্রাকের দৈহিক ও জনন অঙ্গের মধ্যে কোনো পার্থক্য থাকে না। যেমন- Synchytrium । - ইউকারপিক ছত্রাকের দেহের অংশবিশেষ হতে জননাঙ্গের সৃষ্টি হয়। যেমন-Saprolegnia।
6. নিচের কোন শৈবাল থেকে বাণিজ্যিকভাবে উৎপাদিত প্রথম এন্টিবায়োটিক পেনিসিলিন তৈরি হয়?
Edit
Topic: ৫.২ ছত্রাক, ছত্রাকের গুরুত্ব, ছত্রাকের উপকারী প্রভাব, শৈবাল ও ছত্রাক, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: Penicillium chrysogenum থেকে বাণিজ্যিকভাবে উৎপাদিত প্রথম এন্টিবায়োটিক পেনিসিলিন তৈরি হয়।
7. আর্থ্রাইটিস নিরাময়ে ব্যবহৃত স্টেরয়েড (Steroid) কোন ছত্রাক থেকে পাওয়া যায়?
Edit
Topic: ৫.২ ছত্রাক, ছত্রাকের গুরুত্ব, ছত্রাকের উপকারী প্রভাব, শৈবাল ও ছত্রাক, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: Aspergillus থেকে আর্থ্রাইটিস নিরাময়ে ব্যবহৃত স্টেরয়েড (Steroid) পাওয়া যায়।
8. Agaricus এর জনন অংশ কি নামে পরিচিত?
Edit
Topic: ৫.২ ছত্রাক, Agaricus-দৈহিক গঠন, শৈবাল ও ছত্রাক, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: - Agaricus এর জনন অংশ ফ্রুটবডি বা fruiting body নামে পরিচিত। - Agaricus এর দৈহিক অংশকে মাইসেলিয়াম (mycelium) বলা হয়।
9. মাশরুম (Agaricus) থেকে কোন ভিটামিন পাওয়া যায় না?
Edit
Topic: ৫.২ ছত্রাক, Agaricus ছত্রাকের অর্থনৈতিক গুরুত্ব, শৈবাল ও ছত্রাক, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: মাশরুম (Agaricus) থেকে Vit – C, D, K পাওয়া যায়।
10. নিচের কোনটি অ্যাগারিকাসের গিলের অন্তর্গঠনের অংশ নয়?
Edit
Topic: ৫.২ ছত্রাক, Agaricus- গিলের অন্তর্গঠন, শৈবাল ও ছত্রাক, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: অ্যাগারিকাসের গিলের অন্তর্গঠনের অংশ - ট্রমা - সাবহাইমেনিয়াম - হাইমেনিয়াম।
11. নিচের কোনটি মাশরুমের (Agaricus) সঞ্চিত খাদ্য?
Edit
Topic: ৫.২ ছত্রাক, Agaricus-দৈহিক গঠন, শৈবাল ও ছত্রাক, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: মাশরুমের (Agaricus) সঞ্চিত খাদ্য হিসেবে তৈল বিন্দু থাকে।
12. কোন ছত্রাকের সংক্রমণে মানুষের দাদরোগ (Ringworm) হয়ে থাকে?
Edit
Topic: ৫.২ ছত্রাক, ছত্রাকঘটিত রোগ, শৈবাল ও ছত্রাক, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: Trichophyton ছত্রাকের সংক্রমণে মানুষের দাদরোগ (Ringworm) হয়ে থাকে।
13. কোন ছত্রাকের আক্রমণে আলুর বিলম্বিত ধবসা রোগ প্রকাশিত হয়?
Edit
Topic: ৫.২ ছত্রাক, ছত্রাকঘটিত রোগ, শৈবাল ও ছত্রাক, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: - আলুর আর্লি ব্রাইট রোগের কারণ Alternaria solani - আলুর লেট ব্রাইট বা বিলম্বিত ধবসা রোগের কারণ Phytopthora intestans।