Exam
Question View - Day 10 - প্রাণীর আচরণ - 02
1. শিখন হলো অভ্যাসের ফলে ক্রিয়ার পরিবর্তন - উক্তিটি কার?
Edit
Topic: শিখন আচরণ, প্রানীর আচরণ, প্রাণীবিজ্ঞান, আলীম স্যার।
Explaination: শিখন হলো অভ্যাসের ফলে ক্রিয়ার পরিবর্তন – উক্তিটি বিজ্ঞানী ম্যাকগোচ এর।
2. প্রতিবর্তী ক্রিয়া নিয়ন্ত্রিত হয় কোন অঙ্গ দ্বারা?
Edit
Topic: প্রতিবর্তী ক্রিয়া, প্রানীর আচরণ, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: প্রতিবর্তী ক্রিয়া সুষুম্নাকাণ্ড দ্বারা নিয়ন্ত্রিত হয়।
3. সহজাত আচরণের নিয়ন্ত্রণকারীকে কি বলে?
Edit
Topic: সহজাত আচরণ, প্রানীর আচরণ, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: জিন সহজাত আচরণকে নিয়ন্ত্রণ করে।
4. রিলিজিং উদ্দীপনার প্রকৃষ্ট উদাহরণ কোনটি?
Edit
Topic: উদ্দীপনায় আচরণগত পরিবর্তন, প্রানীর আচরণ, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: হেরিংগাল বা গাংচিল এর খাদ্য গ্রহণ রিলিজিং উদ্দীপনার প্রকৃষ্ট উদাহরণ।
5. সহজাত প্রতিবর্ত ক্রিয়ার প্রকারভেদ নয় নিচের কোনটি?
Edit
Topic: প্রতিবর্ত ক্রিয়ার প্রকারভেদ, প্রানীর আচরণ, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: সহজাত প্রতিবর্ত ক্রিয়ার প্রকারভেদ - Superficial Reflex, Deep reflex, Visceral Reflex।
6. FAP এর বৈশিষ্ট্য নয় নিচের কোনটি?
Edit
Topic: FAP এর বৈশিষ্ট্য, প্রানীর আচরণ, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: FAP এর বৈশিষ্ট্য, ছার্চসম্মত, সার্বজনীনতা, ব্যালিসটিকনেস, ব্যক্তিগত অভিজ্ঞতা বহির্ভূত।
7. মৌমাছিরা রানী মৌমাছিকে কত দিনের মধ্যে পূর্ণাঙ্গ গড়ে তোলে?
Edit
Topic: রানী মৌমাছি, প্রানীর আচরণ, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: মৌমাছিরা রানী মৌমাছিকে ১৬ দিনের মধ্যে পূর্ণাঙ্গ গড়ে তোলে।
8. বাংলাদেশে পানকৌড়ির জননকাল কখন?
Edit
Topic: পাখির অপত্য যত্ন, প্রানীর আচরণ, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: মে-অক্টোবর হলো বাংলাদেশে পানকৌড়ির জননকাল।
9. পুরুষ মৌমাছি সম্পর্কে কোনটি অসত্য?
Edit
Topic: পুরুষ মৌমাছি, প্রানীর আচরণ, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: পুরুষ মৌমাছি - কলোনিতে ৩০০-৩০০০ টি পুরুষ মৌমাছি থাকে - মাঝারি আকৃতির ( ১৫-১৭ মি.মি. লম্বা) - পার্থেনোজেনেসিস প্রক্রিয়ায় সৃষ্টি হয় - এরা হ্যাপ্লয়েড প্রকৃতির।
10. রাজকীয় জেলি সম্পর্কে মিথ্যা কোনটি?
Edit
Topic: রাজকীয় জেলি, প্রানীর আচরণ, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: চিনি ১০-১৬%, ভিটামিন ২-৩%
11. হাঁটুর ঝাঁকুনি কোন ধরনের প্রতিবর্ত ক্রিয়ার উদাহরণ?
Edit
Topic: সহজাত প্রতিবর্ত ক্রিয়ার প্রকারভেদ, প্রানীর আচরণ, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: হাঁটুর ঝাঁকুনি Deep Reflex এর উদাহরণ।
12. বিভিন্ন উদ্দীপনার সম্মিলনকে কি বলে?
Edit
Topic: উদ্দীপনায় আচরণগত পরিবর্তন, প্রানীর আচরণ, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: বিভিন্ন উদ্দীপনার সম্মিলনকে মোটিভেশন বলে।