Exam
Question View - মানব জীবনের ধারাবাহিকতা - Chapter Final
1. Excretory system ও Reproductive system এর সাধারণ নালী কোনটি?
Edit
Topic: পুরুষ প্রজননতন্ত্র, মানব জীবনের ধারাবাহিকতা, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: মূত্রনালি বা ইউরেথ্রা (Urethra): এটি রেচনতন্ত্র ও প্রজননতন্ত্রের একটি অভিন্ন নালি যা প্রায় ২০ সেন্টিমিটার লম্বা এবং শিশ্নের শীর্ষদেশে উন্মুক্ত হয়। কাজ : এ নালির মাধ্যমে বীর্য বাইরে স্খলিত হয় এবং মূত্র নিষ্কাশিত হয়।
2. সেমিনিফেরাস নালিকা (seminiferous tubules) সংগ্রাহক নালিকায় উন্মুক্ত হয়ে যে জালিকাকার গঠন তৈরি করে তাকে কি বলে?
Edit
Topic: পুরুষ প্রজননতন্ত্র, মানব জীবনের ধারাবাহিকতা, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: সেমিনিফেরাস নালিকা কতকগুলো সংগ্রাহক নালিকায় উন্মুক্ত হয়ে এক জালিকাকার গঠন সৃষ্টি করে, একে রেটি টেসটিস (rete testis) বলে। রেটি টেসটিস থেকে প্রায় বিশটি ৪-৬ মিলিমিটার লম্বা সংগ্রাহক নালি সৃষ্টি হয়ে প্রত্যেক শুক্রাশয়ের শীর্ষদেশ থেকে শুক্রাশয় ত্যাগ করে এপিডিডাইমিসে মিলিত হয়। সংগ্রাহক নালিগুলোকে ভাসা ইফারেন্সিয়া (vasa efferentia) বলে।
3. মানুষের অণ্ডথলিতে (scrotum) যে তরল থাকে তাকে কী বলে?
Edit
Topic: পুরুষ প্রজননতন্ত্র, মানব জীবনের ধারাবাহিকতা, প্রাণীবিজ্ঞান, আলীম স্যার।
Explaination: মানুষের অণ্ডথলিতে (scrotum) যে তরল থাকে তাকে হাইড্রোসিল (Hydrocoel) বলে।
4. সেমিনাল ভেসিকল (seminal vesicle) শুক্রাণুর শক্তি উৎস হিসেবে নিচের কোনটি ক্ষরণ করে?
Edit
Topic: পুরুষ প্রজননতন্ত্র, মানব জীবনের ধারাবাহিকতা, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: সেমিনাল ভেসিকল (seminal vesicle) শুক্রাণুকে ধারণ করার জন্য পিচ্ছিল ও সান্দ্র সেমিনাল তরল (seminal fluid) ক্ষরণ করে যার ৭০% বীর্য বা সিমেন (semen) গঠন করে। বীর্যের প্রধান উপাদান হলো প্রোস্টাগ্লান্ডিন, ফ্রুক্টোজ, সাইট্রেট, ইনোসিটল ও কয়েক ধরনের প্রোটিন। এসব পদার্থ শুক্রাণুকে পুষ্টি প্রদান করে।
5. নিচের কোনটি পুরুষের বহিযৌনাঙ্গের (External genitalia) অংশ?
Edit
Topic: পুরুষ প্রজননতন্ত্র, মানব জীবনের ধারাবাহিকতা, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: বহিযৌনাঙ্গ (External genitalia) ২ রকম। যথা- স্ক্রোটাম (Scrotum) ও শিশ্ন (penis)।
6. নিচের কোনটি শিশ্নদেহের (Body) ইরেক্টাইল (erectile) টিস্যু?
Edit
Topic: পুরুষ প্রজননতন্ত্র, মানব জীবনের ধারাবাহিকতা, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: শিশ্নদেহের (Body) ইরেক্টাইল (erectile) টিস্যু ২ ধরনের - corpora cavernosa, corpora spongiosum।
7. শুক্রাণুজনন(spermatogenesis) ঘটায় কোনটি?
Edit
Topic: পুরুষ প্রজননতন্ত্রের হরমোনাল ক্রিয়া, মানব জীবনের ধারাবাহিকতা, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: ফলিকল স্টিমুলেটিং হরমোন (FSH) শুক্রাশয়ের সেমিনিফেরাস নালিকাকে উদ্দীপ্ত করে শুক্রাণুজনন (spermatogenesis) ঘটায়।
8. মানবদেহে সবচেয়ে ছোট কোষ কোনটি?
Edit
Topic: পুং প্রজননতন্ত্র, মানব জীবনের ধারাবাহিকতা, প্রাণীবিজ্ঞান, আলীম স্যার।
Explaination: মানবদেহে সবচেয়ে ছোট কোষ শুক্রাণু।
9. ডিম্বাণু কোথায় উৎপন্ন হয়?
Edit
Topic: স্ত্রী প্রজননতন্ত্র, মানব জীবনের ধারাবাহিকতা, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: ডিম্বাশয় (Ovary): শ্রোণির পিছনে ফাঁপা গহ্বরে জরায়ুর দুপাশে ইউরেটারের নিচে বাদাম আকৃতির একজোড়া ডিম্বাশয় অবস্থিত। ডিম্বাণু উৎপন্ন করা ডিম্বাশয়ের প্রধান কাজ। তাছাড়া স্ত্রী যৌন হরমোন-ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরন সংশ্লেষ ও ক্ষরণ করে থাকে। এসব হরমোনের প্রভাবে রজঃচক্র, গর্ভ, অমরা, জননেন্দ্রিয়, মাতৃস্তন পুষ্ট ও নিয়ন্ত্রিত হয়।
10. ডিম্বনালি (Fallopian tube) এর অংশ নয় কোনটি?
Edit
Topic: স্ত্রী প্রজননতন্ত্র, মানব জীবনের ধারাবাহিকতা, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: ডিম্বনালি (Fallopian tube) এর অংশ - Ampulla, Isthmus, Fimbriae, Infundibulum
11. Uterus (জরায়ু) এর আকার কিরুপ?
Edit
Topic: স্ত্রী প্রজননতন্ত্র, মানব জীবনের ধারাবাহিকতা, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: Uterus (জরায়ু) দেখতে উল্টানো নাশপাতির মতো।
12. নিচের কোনটি Uterus (জরায়ু) এর প্রাচীরের স্তর নয়?
Edit
Topic: স্ত্রী প্রজননতন্ত্র, মানব জীবনের ধারাবাহিকতা, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: জরায়ু (Uterus): এটি দেখতে উল্টানো নাশপাতির মতো, ফাঁপা, মাংসল অঙ্গ এবং মূত্রাশয়ের পিছনে ও মলাশয়ের সামনে শ্রোণিগহ্বরে অবস্থিত। জরায়ু-প্রাচীর বহিঃস্থ পেরিমেট্রিয়াম (perimetrium), মধ্যস্থ মায়োমেট্রিয়াম (myometrium) এবং অন্তঃস্থ এন্ডোমেট্রিয়াম (endometrium)-এ গঠিত। জরায়ুর উপর দিকে গম্বুজ আকৃতির অংশকে ফান্ডাস (fundus), মাঝের অংশকে জরায়ুদেহ (body of uterus) এবং নিচের অংশকে সারভিক্স (cervix) বা জরায়ুকণ্ঠ বলে।
13. জরায়ু (Uterus) অংশ নয় কোনটি?
Edit
Topic: স্ত্রী প্রজননতন্ত্র, মানব জীবনের ধারাবাহিকতা, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: জরায়ুর (Uterus) অংশ - ফান্ডাস (Fundus), জরায়ুকন্ঠ (Cervix), জরায়ুদেহ (Body)।
14. Gonadotropin Releasing Hormone (GnRH) কোথা থেকে ক্ষরিত হয়?
Edit
Topic: স্ত্রী প্রজননতন্ত্রের হরমোনাল ক্রিয়া, মানব জীবনের ধারাবাহিকতা, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: মস্তিষ্কের হাইপোথ্যালামাস থেকে ক্ষরিত Gonadotropin Releasing Hormone (GnRH) অগ্র পিটুইটারিকে উদ্দীপ্ত করে ফলে লুটিনাইজিং ও ফলিকল স্টিমলিটিং হরমোন নিঃসৃত হয়।
15. জরায়ুর (uterus) সংকোচন ঘটিয়ে সন্তান ও অমরার (placenta) বাইরে নির্গমনের সহায়তা করে কোন হরমোন?
Edit
Topic: স্ত্রী প্রজননতন্ত্রের হরমোনাল ক্রিয়া, মানব জীবনের ধারাবাহিকতা, জীববিজ্ঞান, আজমল স্যার।
Explaination: ইস্ট্রোজেন হরমোন মেয়েদের গৌণ যৌন বৈশিষ্ট্যের বিকাশ ঘটায়, ঋতুচক্র ও স্তনগ্রন্থির বিকাশ নিয়ন্ত্রণ করে। এছাড়াও এটি জরায়ুর প্রাচীরের স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনে। প্রোজেস্টেরন হরমোন বয়ঃসন্ধিতে জরায়ুর প্রাচীরের পরিবর্তন ঘটায় এবং জরায়ুর প্রাচীরকে ভ্রূণ ধারণ উপযোগী করে। এটি গর্ভাবস্থায় স্তনগ্রন্থির বিকাশ ঘটায়। রক্তে প্রোজেস্টেরনের মাত্রা বেড়ে গেলে GnRH ক্ষরণ হ্রাস পায় যা FSH ও LH ক্ষরণে বাঁধা সৃষ্টি করে। অগ্রপিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত অক্সিটোসিন হরমোন জরায়ুর সঙ্কোচন ঘটিয়ে সন্তান ও অমরার বাইরে নির্গমনের সহায়তা করে।
16. কর্পাস লুটিয়াম থেকে ইস্ট্রোজেন ও প্রজেস্টেরন ক্ষরণে উদ্দীপনা দেয় কোন হরমোন?
Edit
Topic: প্রজননের বিভিন্ন পর্যায় ও দশা, মানব জীবনের ধারাবাহিকতা, জীববিজ্ঞান, আজমল স্যার।
Explaination: লুটিনাইজিং হরমোন (LH) ডিম্বাশয় এর কর্পাস লুটিয়াম সৃষ্টি ও তা থেকে ইস্ট্রোজেন ও প্রজেস্টেরন ক্ষরণে উদ্দীপনা দেয়।
17. রজঃচক্রের নিবৃত্তি হওয়াকে কি বলে?
Edit
Topic: রজঃচক্র, মানব জীবনের ধারাবাহিকতা, জীববিজ্ঞান, আজমল স্যার।
Explaination: স্ত্রীলোকের সমগ্র যৌন জীবনকালে প্রতি ২৮ দিন (২৪-৩২ দিন) অন্তর ৩-৫ দিন ধরে জরায়ুর অন্তঃস্থ স্তর বা এন্ডোমেট্রিয়ামের অবক্ষয়ের ফলে রজঃস্রাব এবং পরে দেহের অন্যান্য জননাঙ্গসমূহের যেমন-ডিম্বাশয়, জরায়ু ইত্যাদির যে পর্যায়ক্রমিক পরিবর্তন ঘটে তাকে রজঃচক্র বলে। প্রথম রজচক্রকে মেনার্কি (menarche) এবং যৌন জীবনকালের শেষে রজঃচক্রের নিবৃত্তি বা বন্ধ হওয়াকে মেনোপজ (menopause) বলে।
18. Menstrual cycle কত দিনের?
Edit
Topic: রজঃচক্র, মানব জীবনের ধারাবাহিকতা, জীববিজ্ঞান, আজমল স্যার।
Explaination: স্ত্রীলোকের সমগ্র যৌন জীবনকালে প্রতি ২৮ দিন (২৪-৩২ দিন) অন্তর ৩-৫ দিন ধরে জরায়ুর অন্তঃস্থ স্তর বা এন্ডোমেট্রিয়ামের অবক্ষয়ের ফলে রজঃস্রাব এবং পরে দেহের অন্যান্য জননাঙ্গসমূহের যেমন-ডিম্বাশয়, জরায়ু ইত্যাদির যে পর্যায়ক্রমিক পরিবর্তন ঘটে তাকে রজঃচক্র বলে। প্রথম রজচক্রকে মেনার্কি (menarche) এবং যৌন জীবনকালের শেষে রজঃচক্রের নিবৃত্তি বা বন্ধ হওয়াকে মেনোপজ (menopause) বলে।
19. কোনটি জরায়ু চক্রের (uterine cycle) পর্যায়?
Edit
Topic: রজঃচক্র, মানব জীবনের ধারাবাহিকতা, জীববিজ্ঞান, আজমল স্যার।
Explaination: জরায়ু চক্রের(uterine cycle) পর্যায়- - রজ: স্রাবীয় পর্যায়(Menstrual phase), - বর্ধনশীল পর্যায়(Proliferative phase), - ক্ষরণশীল পর্যায়(Secretory phase)।
20. পূর্ণাঙ্গ শুক্রাণু উৎপন্নের প্রক্রিয়াকে কি বলে?
Edit
Topic: শুক্রাণুজনন, মানব জীবনের ধারাবাহিকতা, জীববিজ্ঞান, আজমল স্যার।
Explaination: পূর্ণাঙ্গ শুক্রাণু সৃষ্টির প্রক্রিয়াকে স্পার্মাটোজেনেসিস (spermatogenesis; গ্রিক sperma = শুক্রাণু + genesis = জনন বা সৃষ্টি হওয়া) বলে। পুরুষ জননাঙ্গে অর্থাৎ শুক্রাশয়ে এ প্রক্রিয়া সংঘটিত হয়। যে প্রক্রিয়ায় জনন অঙ্গের (শুক্রাশয় ও ডিম্বাশয়) প্রাইমর্ডিয়াল জননকোষ (জনন মাতৃকোষ) থেকে গ্যামেট (শুক্রাণু ও ডিম্বাণু) উৎপন্ন হয়ে নিষেকে সক্ষম হয়ে উঠে তাকে গ্যামেটোজেনেসিস (গ্রিক gamos = জননকোষ এবং genesis = সৃষ্টি হওয়া) বলে। ডিম্বাশয়ের অভ্যন্তরে ডিম্বাণু সৃষ্টির পদ্ধতিকে উওজেনেসিস (oogonesis; গ্রিক oon =ডিম্বাণু + genesis = সৃষ্টি হওয়া বা জনন) বলে। যে জটিল প্রক্রিয়ায় চলাচলে অক্ষমগোলাকার স্পার্মাটিড ধারাবাহিক ও সম্পূর্ণ আঙ্গিক পরিবর্তনের মাধ্যমে, আর কোন বিভাজন ছাড়াই সচল শুক্রাণুতে পরিণত হয় তাকে স্পার্মিওজেনেসিস বলে।
21. Spermatid এ acrosome সৃষ্টি হয় কোথা থেকে?
Edit
Topic: শুক্রাণুজনন, মানব জীবনের ধারাবাহিকতা, জীববিজ্ঞান, আজমল স্যার।
Explaination: প্রথমে স্পার্মাটিডের নিউক্লিয়াসটি পানি, RNA ও নিউক্লিয়াস পরিত্যাগ করে সঙ্কুচিত হয় এবং শুক্রাণুর মাথা গঠন করে। স্পার্মাটিডের গলজি বডি থেকে অ্যাক্রোসোম (acrosome) সৃষ্টি হয়ে শুক্রাণুর মাথায় টুপির মতো অবস্থান করে। স্পার্মাটিডের সেন্ট্রিওল শুক্রাণুর অক্ষীয় সূত্রক ও লেজ গঠন করে। এভাবে স্পার্মাটিড রূপান্তরিত হয়ে সচল, লম্বাকৃতির ও প্রায় সাইটোপ্লাজমবিহীন শুক্রাণুতে পরিণত হয়। এ প্রক্রিয়া সম্পন্ন হতে ৬০-৭০ দিন সময় লাগে।
22. একটি প্রাইমারি উওসাইট থেকে একটি বড় উওটিড হতে ও ৩টি ছোট পোলার বডি সৃষ্টি হয় কোন ধাপে?
Edit
Topic: ডিম্বানুজনন, মানব জীবনের ধারাবাহিকতা, জীববিজ্ঞান, আজমল স্যার।
Explaination: পূর্ণতা প্রাপ্তি পর্যায়ে (Maturation phase) একটি প্রাইমারি উওসাইট থেকে একটি বড় উওটিড হতে ও ৩টি ছোট পোলার বডি সৃষ্টি হয়।
23. জোনা পেলুসিডার চারদিক ঘিরে ফলিকল কোষের আবরণকে কি বলে?
Edit
Topic: মানুষের ডিম্বাণুর গঠন, মানব জীবনের ধারাবাহিকতা, জীববিজ্ঞান, আজমল স্যার।
Explaination: সম্পূর্ণ ডিম্বাণু গ্লাইকোপ্রোটিন সমৃদ্ধ জোনা পেলুসিডা (zona pellucida) নামক একটি প্রাইমারি আবরণে দৃঢ়ভাবে আবৃত থাকেপরবর্তী সময়ে চারদিকে জোনা পেলুসিডা ও সাইটোপ্লাজমের মধ্যবর্তী অংশ তরলে পূর্ণ জায়গায় পরিবৃত হয়। এ জায়গাটিকে পেরিভাইটেলাইন ফাঁক (perivitelline space) বলে।
24. ইমপ্ল্যান্টেশন (Implantation) কোথায় ঘটে?
Edit
Topic: ইমপ্ল্যান্টেশন, মানব জীবনের ধারাবাহিকতা, জীববিজ্ঞান, আজমল স্যার।
Explaination: নিষেকের পর ৬ থেকে ৯ দিনের মধ্যে যে প্রক্রিয়ায় জাইগোট ব্লাস্টসিস্ট অবস্থায় জরায়ুর এন্ডোমেট্রিয়ামে (Endometrium) সংস্থাপিত হয় তাকে ইমপ্ল্যান্টেশন বলে।
25. নিষেকের কত সপ্তাহ পর প্লাসেন্টা গঠিত হয়?
Edit
Topic: ইমপ্ল্যান্টেশন, মানব জীবনের ধারাবাহিকতা, জীববিজ্ঞান, আজমল স্যার।
Explaination: নিষেকের ১২ সপ্তাহ পর প্লাসেন্টা গঠিত হয়।
26. ভ্রুণকে শুষ্কতার হাত থেকে রক্ষা করে কোনটি?
Edit
Topic: ভ্রুণ আবরণী, মানব জীবনের ধারাবাহিকতা, জীববিজ্ঞান, আজমল স্যার।
Explaination: অ্যামনিয়ন(Amnion) ভ্রুণকে শুষ্কতার হাত থেকে রক্ষা করে, ঝুঁকিজনিত আঘাত থেতে রক্ষা করে অঙ্গ প্রত্যঙ্গের সুষ্ঠ বিকাশে সাহায্য করে।
27. নিচের কোনটি এক্টোডার্মের পরিণতি নয়?
Edit
Topic: ভ্রুণীয় স্তরের পরিণতি, মানব জীবনের ধারাবাহিকতা, জীববিজ্ঞান, আজমল স্যার।
Explaination: অধিকাংশ পেশী মেসোডার্মের পরিণতি।
28. শিশু প্রসবকালে জরায়ু মুখ(cervix) কতটুকু প্রসারিত হয়?
Edit
Topic: ভ্রুণ ও ফিটাসের বিকাশ, মানব জীবনের ধারাবাহিকতা, জীববিজ্ঞান, আজমল স্যার।
Explaination: জরায়ুমুখ (cervix) প্রসবকালে 10 cm পর্যন্ত প্রসারিত হয়।
29. বীর্যে শুক্রাণুর অনুপস্থিতিকে কি বলে?
Edit
Topic: প্রজননতন্ত্রের সমস্যা, মানব জীবনের ধারাবাহিকতা, জীববিজ্ঞান, আজমল স্যার।
Explaination: বীর্যে শুক্রাণুর অনুপস্থিতিকে Azoospermia বলে।
30. নিচের কোনটি প্রকট জিনঘঠিত অটোসোমাল ব্যাধি?
Edit
Topic: ভ্রুণ বৃদ্ধির সমস্যা, মানব জীবনের ধারাবাহিকতা, জীববিজ্ঞান, আজমল স্যার।
Explaination: প্রকট জিনঘঠিত অটোসোমাল ব্যাধি হ্যান্টিংটন-স-ব্যাধি বিখ্যাত।