Exam

Question View - শ্বসন ও শ্বাসক্রিয়া
1. অ্যালভিওলাসের প্রাচীরে বিদ্যমান এপিথেলিয়াম টাইপ - II অ্যালভিওলার কোষ থেকে নিঃসৃত পদার্থের ক্ষেত্রে কোনটি সঠিক নয়? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: শ্বসনের বিভিন্ন অংশ ও কাজ, আব্দুল আলীম স্যার।
Explaination: অ্যালভিওলাসের প্রাচীরে বিদ্যমান এপিথেলিয়াম টাইপ - II অ্যালভিওলার কোষ থেকে নিঃসৃত পদার্থ হলো পালমোনারি সারফেকটেন্ট (Pulmonary Surfactant) । এটি ডিটার্জেন্ট জাতীয় পদার্থ, প্রোটিন ও লিপিড এর সমন্বয়ে গঠিত, পাঁচ মাস বয়সে মানব ভ্রূণে পাওয়া যায় এবং অ্যালভিওলাসে তরলের পৃষ্ঠটান কমিয়ে গ্যাসীয় বিনিময় সহজ করে।
2. শ্বাসনালীর প্রাচীরে C আকৃতির ট্রাকিয়াল রিং এ কোন ধরণের তরুণাস্থি দেখা যায়? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: শ্বসনের বিভিন্ন অংশ ও কাজ, আব্দুল আলীম স্যার।
Explaination: শ্বাসনালীর প্রাচীরে C আকৃতির ১৫ - ২০ টি হায়ালিন বা স্বচ্ছ তরুণাস্থি নির্মিত ট্রাকিয়াল রিং বা বলয় থাকে।
3. বাম ফুসফুসে কয়টি লোবিউল থাকে? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: শ্বসনের বিভিন্ন অংশ ও কাজ, আব্দুল আলীম স্যার।
Explaination: বাম ফুসফুসটি আকারে ছোট এবং দুই লোব বিশিষ্ট্। ফুসফুসের প্রতিটি লোব অসংখ্য লোবিউলে বিভক্ত থাকে।
4. মানবজীবনের কত বছর বয়সে বক্ষগহ্বরে দুটি বৃহদাকৃতির ফুসফুস পূর্ণবিকশিত হয়? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: শ্বসনের বিভিন্ন অংশ ও কাজ, আব্দুল আলীম স্যার।
Explaination: দুটি বৃহদাকৃতির ফুসফুস মানুষের বক্ষগবরের অধিকাংশ স্থান দখন করে রাখে। মানবজীবনের আট বছর বয়সের মধ্যে ফুসফুস পূর্ণবিকশিত হয়।
5. Internal Respiration এর ক্ষেত্রে সঠিক নয় নিচের কোনটি? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: অধ্যায় পরিচয়, (আব্দুল আলীম স্যার) এবং শ্বসনের শারীরবৃত্তীয়, (মাজেদা ম্যাম)।
Explaination: শ্বসনের যে পর্যায়ে কোষে খাদ্যবস্তু জৈবিক জারণ (Biological Oxidation) ক্রিয়া সম্পন্ন করে এবং রক্ত দ্বারা শ্বসন গ্যাস পরিবাহিত হয় তাকে অন্তঃশ্বসন বলে। এটি জৈব রাসায়ানিক প্রক্রিয়া, এর প্রধান উপপর্যায় হলো গ্লাইকোলাইসিস, ক্রেবস চক্র, গ্যাস পরিবহণ। জীবদেহের সকল সজীব কোষে সংঘটিত হয়। বহিঃশ্বসন শুধু প্রাণির শ্বসনাঙ্গের মধ্যে সীমাবদ্ধ থাকে।
6. ফুসফুসের গঠন ও কার্যগত একক - অ্যালভিওলাই এর প্রাচীর কোন ধরণের কোষ দ্বারা আবৃত থাকে? Edit
(a)
(b)
(c)
(d)
Topic:
Explaination: ফুসফুসের গঠন ও কার্যগত একক - অ্যালভিওলাই এর প্রাচীর Squamous epithelium কোষ দ্বারা আবৃত থাকে।
7. ল্যারিংক্সের শেষ ভাগে গ্রীবার মাধ্যমে বক্ষগহ্বর পর্যন্ত যে নালি আছে তার দৈর্ঘ্য কত? Edit
(a)
(b)
(c)
(d)
Topic:
Explaination: ট্রাকিয়ার দৈর্ঘ্য ১২ সে.মি।
8. কোন উদ্বায়ী গ্যাসটি শ্বসনতন্ত্রের মাধ্যমে নিষ্কাশিত হয় না? Edit
(a)
(b)
(c)
(d)
Topic:
Explaination: শ্বসনতন্ত্রের মাধ্যমে কিছু উদ্ধায়ী গ্যাস নিষ্কাশিত হয় যেমনঃ ক্লোরোফর্ম, ইথার, অ্যামোনিয়া।
9. স্বরযন্ত্রে বিদ্যমান কোন তরুণাস্থিটি সবচেয়ে বড়? Edit
(a)
(b)
(c)
(d)
Topic:
Explaination:
10. নিচের কোনটি বায়ুগ্রহণ ও ত্যাগ অঞ্চলের অংশ নয়? Edit
(a)
(b)
(c)
(d)
Topic:
Explaination:
11. ডায়াফ্রামে স্নায়ু উদ্দীপনা পরিবহন করে কোন স্নায়ু? Edit
(a)
(b)
(c)
(d)
Topic:
Explaination: ফ্রেনিক স্নায়ু এবং ইন্টারকোস্টাল স্নায়ুর মাধ্যমে যথাক্রমে উদ্দীপনা ডায়ফ্রাম ও ইন্টারকোস্টাল পেশিতে পৌঁছায় এবং প্রশ্বাস ক্রিয়া শুরু করে।
12. অ্যালভিওলাস থেকে অক্সিজেন কোন প্রক্রিয়ায় রক্তে প্রবেশ করে? Edit
(a)
(b)
(c)
(d)
Topic:
Explaination:
13. নিচের কোনটি প্যারান্যাসাল সাইনাস নয়? Edit
(a)
(b)
(c)
(d)
Topic:
Explaination:
14. অ্যাডিনয়েড ফুলে যাওয়া নিচের কোন রোগের লক্ষণ? Edit
(a)
(b)
(c)
(d)
Topic:
Explaination: কোনো কারণে অ্যাডিনয়েড (নাসাগলবিলে অবস্থিত একধরণের লসকাগ্রন্থি) ফুলে যাওয়া ওটাইটিস মিডিয়ার লক্ষণ।
15. ইউস্টেশিয়ান নালি মধ্যকর্ণের সাথে কোনটির সম্পর্ক স্থাপন করে? Edit
(a)
(b)
(c)
(d)
Topic:
Explaination: ইউস্টেশিয়ান নালি মধ্যকর্ণের সাথে গলবিলের সম্পর্ক স্থাপন করে, যা অধিকাংশ সময়ই বন্ধ থাকে এবং শুধু ঢোকগেলার সময় খোলা থাকে।
16. টিমপেনোস্টমি টিউব ব্যবহার করা হয় কোন রোগের প্রতিকারের ক্ষেত্রে? Edit
(a)
(b)
(c)
(d)
Topic:
Explaination:
17. সিগারেটের ধোঁয়ায় অ্যালভিওলাসের ভিতরে যে ফাঁকা স্থানের সৃষ্টি হয় তাকে কী বলে? Edit
(a)
(b)
(c)
(d)
Topic:
Explaination:
18. ফুসফুসের সর্বামোট বায়ুধারণ ক্ষমতাকে কী বলে? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: প্রধান শব্দভিত্তিক সারসংক্ষেপ, আলীম স্যার।
Explaination: ফুসফুসের সর্বমোট ধারণ ক্ষমতাকে ভাইটাল ক্যাপাসিটি বা বায়ু ধারণ ক্ষমতা বলে।
19. পূর্ণ বয়স্ক সুস্থ মানুষে বিশ্রামকালে প্রতি মিনিটে শ্বসন হার কত? Edit
(a)
(b)
(c)
(d)
Topic:
Explaination:
20. একজন পূর্ণবয়স্ক সুস্থ মানুষের ফুসফুসে অ্যালভিওলাসের সংখ্যা কত? Edit
(a)
(b)
(c)
(d)
Topic:
Explaination:
21. মোট CO2 এর শতকরা কতভাগ বাইকার্বনেট যৌগরূপে পরিবাহিত হয়? Edit
(a)
(b)
(c)
(d)
Topic:
Explaination:
22. নিঃশ্বাসের মাধ্যমে প্রতিদিন কত মিলিলিটার পানি বের হয়ে যায়? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: শ্বসনতন্ত্রের কাজ, শ্বসন ও শ্বাসক্রিয়া, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: নিঃশ্বাসের মাধ্যমে প্রতিদিন ৪০০ - ৬০০ মিলিলিটার পানি বের হয়ে যায়।
23. ফুসফুসে বায়ু প্রবেশের সঠিক গতিপথ - Edit
(a)
(b)
(c)
(d)
Topic: প্রশ্বাস - নিঃশ্বাস কার্যক্রম, শ্বসন ও শ্বাসক্রিয়া, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: পরিবেশ থেকে অক্সিজেন সমৃদ্ধ বায়ু নাসারন্ধ্র পথে ট্রাকিয়া → ব্রঙ্কাস → ব্রঙ্কিওল → অ্যালভিওলাই তথা ফুসফুসে প্রবেশ করে।
24. কয়টি পদ্ধতিতে রক্তে কার্বন ডাই অক্সাইড পরিবাহিত হয়? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: গ্যাসীয় পরিবহন, শ্বসন ও শ্বাসক্রিয়া, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: কার্বন ডাই অক্সাইড ৩ উপায়ে রক্তে পরিবাহিত হয়। কার্বমিনো যৌগ রূপে, বাইকার্বনেট যৌগ, রূপ ভৌত দ্রবন রূপে।
25. নিচের কোনটি নিম্ন শ্বাসনালীর সংক্রমণ? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: শ্বাসনালীর সংক্রমণ, শ্বসন ও শ্বাসক্রিয়া, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: নিম্ন শ্বাসনালীর সংক্রমণ - ফ্লু, ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া, যক্ষা (Tuberculosis)।
26. অধূমপায়ীর x-ray film কেমন হয়? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: ধূমপায়ী ও অধূমপায়ী মানুষের ফুসফুসের এক্সরে তুলনা, শ্বসন ও শ্বাসক্রিয়া, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: অধূমপায়ীর এক্সরে ফিল্ম কালো থাকবে, আর ফুসফুসের সকল অঞ্চল স্বচ্ছ ও পরিষ্কার থাকবে।
27. অ্যালভিওলাসের প্রাচীর পুরো হয়ে যাওয়ায় শ্বাস প্রশ্বাসে ব্যাঘাত ঘটে এ অবস্থার নাম কি? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: ধূমপানের ক্ষতিকর দিক, শ্বসন ও শ্বাসক্রিয়া, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: ফুসফুসের বায়ুথলি(alveolus) গুলোর প্রাচীর স্বাভাবিক অবস্থায় পাতলা থাকে। ধূমপানের ফলে বায়ুথলি গুলির প্রাচীর পুরো হয়ে যায় এবং শ্বাস - প্রশ্বাসে ব্যাঘাত ঘটে একে ফাইব্রোসিস( Fibrosis) বলে।