Exam

Question View - Day 08 - উদ্ভিদ প্রজনন - 02
1. নিচের কোনটির মাধ্যমে আবৃতবীজী উদ্ভিদের অযৌন জনন ঘটে না? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: অযৌন প্রজনন, উদ্ভিদ প্রজনন, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: উদ্ভিদে সাধারণত স্পোর বা রেণু এবং দেহ অঙ্গের মাধ্যমে অযৌন জনন হয়ে থাকে।
2. নিচের কোনটিতে সম-আকৃতির স্পোর দেখা যায় না? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: অযৌন প্রজনন, উদ্ভিদ প্রজনন, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: সম আকৃতির স্পোর- ফার্ণ (Fern), লাইকোপোডিয়াম (Lycopodium)
3. নিচের কোনটি মূলের মাধ্যমে বংশ বিস্তার করে? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: অযৌন প্রজনন, উদ্ভিদ প্রজনন, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: মূল দ্বারা (by roots) অঙ্গজ প্রজনন - মিষ্টি আলু, ডালিয়া, শতমূলী কাঁকরোল, পটল প্রভৃতি।
4. নিচের কোনটির সাকার-এর সাহায্যে প্রজনন হয়? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: অযৌন প্রজনন, উদ্ভিদ প্রজনন, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: সাকার বা বিশেষ কান্ডের সাহায্যে প্রজনন হয় - কলা, পুদিনা, আনারস, চন্দ্রমল্লিকা এবং বাঁশ।
5. অর্ধ বায়বীয় কান্ড দ্বারা কোনটির বংশবৃদ্ধি ঘটে? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: অঙ্গজ প্রজনন, উদ্ভিদ প্রজনন, উদ্ভিদবিজ্ঞান, আজিবুর রহমান স্যার।
Explaination: অর্ধ বায়বীয় কান্ড দ্বারা বংশবিস্তার করে- কচু, থানকুনি, স্ট্রবেরি, কচুরিপানা, টোপাপানা।
6. দাবা কলম (Layering) করা হয় কোনটিতে? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: উদ্ভিদের কৃত্রিম অঙ্গজ প্রজনন, উদ্ভিদ প্রজনন, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: দাবা কলম (Layering) : লেবু, জুই প্রভৃতি গাছের মাটি সংলগ্ন লম্বা শাখাকে বাকিয়ে মাটিতে চাপা দিলে কয়েক সপ্তাহের মধ্যে মাটির মধ্যে অবস্থিত শাখাটির পর্ব থেকে অস্থানিক মূল নির্গত হয়। মূলসহ শাখাটি কেটে অন্য জায়গায় লাগালে নতুন উদ্ভিদ পাওয়া যায়।
7. সাইয়নের ক্ষেত্রে প্রযোজ্য নয় কোনটি? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: উদ্ভিদের কৃত্রিম অঙ্গজ প্রজনন, উদ্ভিদ প্রজনন, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: জোড় কলমে উন্নত জাতের উদ্ভিদের বিচ্ছিন্ন অংশটিকে সাইয়ন (Scion) বলে। সাইয়নকে যে উদ্ভিদের সাথে জোড়া দেয়া হয় তাকে স্টক (stock) বলে। স্টক যেকোনো ধরনের নিম্নমানের উদ্ভিদ হতে পারে। মাটির রস শোষন করে উপরে পাঠানোই স্টক এর কাজ।অন্যদিকে সাইয়ন সাধারণত উন্নত জাতের উদ্ভিদের অংশ হয়ে থাকে সুতরাং ফল ও ফুলের চরিত্র নির্ভর করে সাইয়নের উপর।
8. নিচের কোন প্রক্রিয়ায় অতি ক্ষুদ্র একটি টিস্যু থেকে অসংখ্য চারা সৃষ্টি করা যায়? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: উদ্ভিদের কৃত্রিম অঙ্গজ প্রজনন, উদ্ভিদ প্রজনন, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: অতি ক্ষুদ্র টিস্যু থেকে অসংখ্য চারা সৃষ্টি করা যায় মাইক্রোপ্রোপাগেইশন পদ্ধতির মাধ্যমে
9. হরমোন প্রয়োগে বীজহীন ফল উৎপাদন প্রক্রিয়াকে কি বলা হয়? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: কৃত্রিম প্রজনন, উদ্ভিদ প্রজনন, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: হরমোন প্রয়োগে বীজহীন ফল উৎপাদন প্রক্রিয়াকে পারথেনোকার্পি (Parthenocarpy) বলে।
10. পারথেনোজেনেসিস কত প্রকার? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: কৃত্রিম প্রজনন, উদ্ভিদ প্রজনন, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: পারথেনোজেনেসিস দুই প্রকার- •হ্যাপ্লয়েড পারথেনোজেনেসিস •ডিপ্লয়েডপারথেনোজেনেসিস
11. Hieracium উদ্ভিদের কোন প্রক্রিয়াটি দেখা যায়? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: কৃত্রিম প্রজনন, উদ্ভিদ প্রজনন, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: অ্যাপোস্পোরি (Apospory) - ডিম্বকের দেহকোষ থেকে সৃষ্ট ডিপ্লয়েড ভ্রূণথলির ডিপ্লয়েড ডিম্বাণু হতে নিষেক ছাড়াই ভ্রূণ সৃষ্টির প্রক্রিয়াকে বলা হয় অ্যাপোস্পোরি। উদাহরণ: Hieracium
12. ভ্রূণথলির গঠন ছাড়াই ডিম্বত্বক থেকে ভ্রূণ সৃষ্টি হয় কোনটিতে? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: কৃত্রিম প্রজনন, উদ্ভিদ প্রজনন, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: ডিম্বকের ডিম্বক ত্বক বা নিউসেলাসের যেকোন কোষ হতে ভ্রূণথলির গঠন ছাড়াই (Apospory তে ভ্রূণথলির গঠিত হয়) ভ্রূণ সৃষ্টির প্রক্রিয়াকে বলা হয় Adventitive embryony.
13. নিচের কোনটির মুখ্য প্রজনন প্রক্রিয়া অযৌন? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: কৃত্রিম প্রজনন, উদ্ভিদ প্রজনন, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: বাংলাদেশের জাতীয় ফুল সাদা শাপলার মুখ্য প্রজনন প্রক্রিয়া অযৌন।