Exam
Question View - উদ্ভিদ শারীরতত্ত্ব
1. কোন মতবাদ কেমিঅসমোটিক মডেলের ভিত্তিতে প্রতিষ্ঠিত ?
Edit
Topic: সক্রিয় লবণ পরিশোষণ, উদ্ভিদ শারীরতত্ত্ব, আবুল হাসান স্যার।
Explaination: প্রোটনও কোষের বাইরে থেকে ভিতরে ঢুকতে চায়, আর সে সময় অ্যানায়নগুলো প্রোটনের সাথে (প্রোটন ও অ্যানায়ন একসঙ্গে) প্রোটিন বাহকের মাধ্যমে কোষাভ্যন্তরে প্রবেশ করে। এজন্য একে প্রোটন-অ্যানায়ন কো-ট্রান্সপোর্ট বলা হয়। এ ধারণাটি Peter Mitchel (1968) এর কেমি-অসমোটিক মডেলের ভিত্তিতে প্রতিষ্ঠিত।
2. Chlorophyll অনু গঠনের জন্য কোন উপাদানটি অত্যাবশ্যকীয়?
Edit
Topic: খনিজ লবণ পরিশোষণ, উদ্ভিদ শারীরতত্ত্ব , আবুল হাসান স্যার।
Explaination: Chlorophyll অনু গঠনের জন্য ম্যাগনেশিয়াম অণু অত্যাবশ্যকীয়।
3. লুনডেগড় মতবাদ অনুযায়ী অ্যানায়ন পরিশোষণ প্রকৃতপক্ষে কোনটির মাধ্যমে হয়ে থাকে?
Edit
Topic: সক্রিয় লবণ পরিশোষণ, উদ্ভিদ শারীরতত্ত্ব, আবুল হাসান স্যার।
Explaination: লুনডেগড় মতবাদ (Lundegardth theory)- এ মতবাদকে Cytochrome Pump মতবাদও বলা হয়। এ মতবাদ অনুযায়ী বাহক হচ্ছে Cytochrome (Cyt.)। লুনডেগড়ের মতানুযায়ী অ্যানায়ন পরিশোষণ প্রকৃতপক্ষে cytochrome system এর মাধ্যমে সম্পন্ন হয়ে থাকে।
4. কোন আয়নগুলো উদ্ভিদে সর্বাপেক্ষা দ্রুতগতিতে শোষিত হয় ?
Edit
Topic: খনিজ লবণ পরিশোষণ, উদ্ভিদ শারীরতত্ত্ব, আবুল হাসান স্যার।
Explaination: K+ এবং NO₃- আয়ন সবচেয়ে দ্রুতগতিতে শোষিত হয় এবং Ca²+ এবং SO42- আয়ন সবচেয়ে মন্থর গতিতে শোষিত হয়।
5. অন্তঃঅভিস্রবণ (endosmosis) প্রক্রিয়ায় পানি গ্রহণের ফলে কোষের স্ফীত হওয়ার অবস্থাকে কী বলে?
Edit
Topic: প্রস্বেদন, উদ্ভিদ শারীরতত্ত্ব, আবুল হাসান স্যার।
Explaination: টারজিডিটি (Turgidity) বা রসস্ফীতি: অন্তঃঅভিস্রবণ (endosmosis) প্রক্রিয়ায় পানি গ্রহণের ফলে কোষের স্ফীত হওয়ার অবস্থাকে টারজিডিটি বলে।প্লাজমোলাইসিস (Plasmolysis): কোনো কোষ হতে অভিস্রবণ প্রক্রিয়ায় পানি বের হয়ে গেলে ঐ কোয়ের রসস্ফীতি কমে গিয়ে প্রোটোপ্লাজম সঙ্কোচিত হয়ে যায়। কোষের প্রোটোপ্লাজমের এ সঙ্কোচনকে প্লাজমোলাইসিস বলে। ইমবাইবিশন (Imbibition): কলয়েড জাতীয় শুষ্ক বা আংশিক শুষ্ক পদার্থ কর্তৃক তরল পদার্থ শোষণের বিশেষ প্রক্রিয়াকে ইমবাইবিশন বলে। যেসব পদার্থ পানি শোষণ করে স্ফীত হয় সেসব পদার্থকে হাইড্রোফিলিক পদার্থ বলে যেমন- আঠা, সেলুলোজ, স্টার্চ, প্রোটিন, জেলাটিন ইত্যাদি।
6. নিচের কোন প্রক্রিয়ার ফলে উদ্ভিদের উইলটিং ঘটে?
Edit
Topic: প্রস্বেদন, উদ্ভিদ শারীরতত্ত্ব, আবুল হাসান স্যার।
Explaination: শোষিত পানির পরিমাণ অপেক্ষা প্রস্বেদন বেশি হলে উদ্ভিদ শুকিয়ে (wilting) মারা যেতে পারে।তাই বলা যায় প্রস্বেদন বা Transpiration প্রক্রিয়ার ফলে উদ্ভিদের উইলটিং ঘটে।
7. Ca ও Mg আয়নের উপস্থিতি কোন আয়ন শোষনকে বাধাগ্রস্থ করে?
Edit
Topic: খনিজ লবণ পরিশোষণের প্রভাবকসমূহ, উদ্ভিদ শারীরতত্ত্ব, আবুল হাসান স্যার।
Explaination: খনিজ লবণ পরিশোষণের ক্ষেত্রে একটি আয়ন শোষিত হলে সেখানে বিদ্যমান অন্য একটি আয়নের উপর তার প্রভাব পড়তে পারে। Ca, Mg আয়নের উপস্থিতি K আয়নের শোষণকে বাধাগ্রস্ত করতে পারে।
8. কোন কোষীয় অঙ্গাণু আলোকশ্বসন (Photorespiration) প্রক্রিয়ায় অংশ নেয় না ?
Edit
Topic: আলোকশ্বসন, উদ্ভিদ শারীরতত্ত্ব, আবুল হাসান স্যার।
Explaination: ফটোরেসপিরেশন প্রক্রিয়ায় ক্লোরোপ্লাস্ট, পারঅক্সিসোম এবং মাইটোকন্ড্রিয়া-এ তিনটি অঙ্গাণু অংশগ্রহণ করে। ফটোরেসপিরেশন C3 উদ্ভিদের ফটোসিনথেসিস হার ২৫% পর্যন্ত কমাতে পারে।
9. ডাইকার্বক্সিলিক চক্রে CO2 আত্তীকরণের ফলে উৎপন্ন প্রথম স্থায়ী যৌগ কোনটি ?
Edit
Topic: হ্যাচ ও স্ল্যাক চক্র, উদ্ভিদ শারীরতত্ত্ব, আবুল হাসান স্যার।
Explaination: যে সব উদ্ভিদে প্রথম স্থায়ী পদার্থ হিসেবে ৪- কার্বনবিশিষ্ট অক্সালো অ্যাসিটিক এসিড উৎপন্ন হয় (হ্যাচ ও স্ন্যাক চক্রে) সে সব উদ্ভিদকে C4 উদ্ভিদ বলে। আর এ চক্রকে বলে C4 চক্র বা ডাই কার্বক্সিলিক চক্র।
10. সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় কোনটি লিমিটিং ফ্যাক্টর (Limting factor) হিসেবে কাজ করে না ?
Edit
Topic: লিমিটিং ফ্যাক্টর, উদ্ভিদ শারীরতত্ত্ব, আবুল হাসান স্যার।
Explaination: CO2 এর ঘনত্ব, তাপমাত্রা ও আলোর তীব্রতা সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার জন্য অতীব গুরুত্বপূর্ণ তাই এ তিনটি ফ্যাক্টর সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় লিমিটিং ফ্যাক্টর (Limting factor) হিসেবে কাজ করে ।
11. কোন enzyme প্রাকৃতিক জগত ও জীবজগতের মধ্যে রাসায়নিক বন্ধন তৈরি করে?
Edit
Topic: ক্যালভিন চক্র, উদ্ভিদ শারীরতত্ত্ব, আবুল হাসান স্যার।
Explaination: C3 চক্রের ফিকসিং এনজাইম হলো রুবিস্কো। এটি পৃথিবীর সর্বাধিক গুরুত্বপূর্ণ এনজাইম, কারণ-এটি প্রাকৃতিক জগৎ এবং জীবজগতের মধ্যে রাসায়নিক বন্ধন সৃষ্টি করে। রুবিস্কো হলো 'রাইবুলোজ বিসফসফেট কার্বোক্সিলেজ অক্সিজিনেজ (Ribulose Bisphosphate Carboxylase Oxygenase) এনজাইমের অ্যাক্রোনিম (acronym)
12. লৌহঘটিত হিম (heme) গ্রুপবিশিষ্ট প্রোটিন হলো-
Edit
Topic: সালোকসংশ্লেষণ, উদ্ভিদ শারীরতত্ত্ব, আবুল হাসান স্যার।
Explaination: সাইট্রোক্রোম (Cytochrome = Cyt): এটি লৌহঘটিত হিম (heme) গ্রুপবিশিষ্ট প্রোটিন। হিম গ্রুপের লৌহ ইলেক্ট্রন আদান-প্রদান করে।ফিয়োফাইটিন (Pheophytin = Ph): এটি একটি রূপান্তরিত ক্লোরোফিল a-অণু (Mg বিহীন)। পরবর্তী বাহক প্লাস্টোকুইনোনের সাথে সংযোগ সৃষ্টি করে।ফেরিডক্সিন (Ferredoxin = Fd): এটি একটি আয়রন সালফার (Fe-S) প্রোটিন। এর লৌহ ইলেক্ট্রন গ্রহণ ও বিতরণ করে।প্লাস্টোসায়ানিন (Plastocyanin = PC): এটি একটি অত্যন্ত চলনশীল mobile ক্ষুদ্র মেমব্রেন প্রোটিন, যা মুক্তভাবে থাইলাকয়েড প্রকোষ্ঠে চলাচল করতে পারে। এর ইলেক্ট্রন গ্রহীতা গ্রুপ হল কপার।
13. Anaerobic respiration-এ পাইরুভিক এসিড অসম্পূর্ণভাবে জারিত হয়ে উৎপন্ন করে -
Edit
Topic: অবাত শ্বসন, উদ্ভিদ শারীরতত্ত্ব , আবুল হাসান স্যার।
Explaination: অ্যালকোহলিক ফার্মেন্টেশন তথা ইথানল সৃষ্টি: এটি দুই ধাপে সম্পন্ন হয়। প্রথম ধাপে কার্বোক্সিলেজ এনজাইমের কার্যকারিতায় পাইরুভিক এসিড এক অণু CO₂ বের করে দিয়ে অ্যাসিট্যান্ডিহাইড উৎপন্ন করে এবং দ্বিতীয় ধাপে অ্যালকোহল ডিহাইড্রোজিনেজ এনজাইমের কার্যকারিতায় অ্যাসিট্যান্ডিহাইড, NADH + H+ হতে দুটি হাইড্রোজেন গ্রহণ করে ইথানল (ইথাইল অ্যালকোহল) উৎপন্ন করে এবং NAD মুক্ত হয়ে যায়।
14. Photosynthesis প্রক্রিয়ায় নির্গত O2 এর উৎস কী?
Edit
Topic: পানির সালোক বিভাজন, উদ্ভিদ শারীরতত্ত্ব, আবুল হাসান স্যার।
Explaination: সালোকসংশ্লেষণে নির্গত অক্সিজেনের উৎস পানি।
15. C3 উদ্ভিদের সালোকসংশ্লেষণের জন্য বায়ুমন্ডলে CO2 এর ন্যূনতম প্রয়োজনীয় ঘনত্ব কত?
Edit
Topic: C3 উদ্ভিদের বৈশিষ্ট্য, উদ্ভিদ শারীরতত্ত্ব, আবুল হাসান স্যার।
Explaination: C3 উদ্ভিদের বৈশিষ্ট্যগুলো নিম্নরূপ :
১. C3 উদ্ভিদের স্টোম্যাটা দিনের বেলায় খোলা থাকে এবং রাতে বন্ধ থাকে।
২. C3 উদ্ভিদের পাতায় বান্ডলসীথ ঘিরে মেসোফিল টিস্যুর কোনো পৃথক স্তর থাকে না অর্থাৎ ক্র্যাঞ্জ অ্যানাটমি অনুপস্থিত।
৩. ক্লোরোপ্লাস্টে একই ধরনের গ্রানাম থাকে।
৪. C3 উদ্ভিদের সালোকসংশ্লেষণের জন্য তাপমাত্রা 10-25°C প্রয়োজন।
৫. বায়ুমন্ডলে 20% এর বেশি O2 থাকলে C3 উদ্ভিদের কার্বন বিজারণ বাধাগ্রস্ত হয়।
৬. বাতাসে 50-150 ppm (Parts per million) CO₂ এর উপস্থিতিতে C3 চক্র ভালো চলে।
16. কোন কোষীয় অঙ্গাণুতে oxidative phosphorylation সংঘটিত হয়?
Edit
Topic: ইলেকট্রন স্থানান্তর ও অক্সিডেটিভ ফসফোরাইলেশন, উদ্ভিদ শারীরতত্ত্ব, আবুল হাসান স্যার।
Explaination: ইলেক্ট্রন ট্রান্সপোর্ট সিস্টেম/চেইন (Electron Transport System/Chain) বা অক্সিডেটিভ ফসফোরাইলেশ (Oxidative Phosphorylation): ক্রেবস চক্রের বিভিন্ন পর্যায় থেকে সৃষ্ট বিজারিত NAD বা FAD ইলেক্ট্রন পরিবহন। শৃঙ্খলের মাধ্যমে জারিত হয় এবং পরিশেষে বিজারিত যৌগগুলোর প্রোটন (H+) ও পরিবাহিত ইলেক্ট্রন (e) অক্সিজেনের (O,) সঙ্গে যুক্ত হয়ে H₂O তৈরি করে। ইলেক্ট্রন স্থানান্তরের সময় যে শক্তি নির্গত হয় তা ADP ও Pi (অজৈব ফসফেট) কে যুক্ত করে ATP অণু সৃষ্টিতে সহায়তা করে। একে প্রান্তীয় শ্বসন বা ইলেক্ট্রন স্থানান্তরন পদ্ধতিও বলা হয়। এটি মাইটোকন্ড্রিয়ায় সংগঠিত হয়।
17. কোন গোত্রের উদ্ভিদে ক্রেসুলেসিয়ান অ্যাসিড মেটাবলিজম ঘটে?
Edit
Topic: CAM প্রক্রিয়া, উদ্ভিদ শারীরতত্ত্ব, আবুল হাসান স্যার।
Explaination: Crassulacean Acid Metabolism বা CAM প্রক্রিয়াঃ
প্রথমে Crassulaceae গোত্রের কিছু উদ্ভিদে C4 এবং C3 উদ্ভিদের চেয়ে কিছুটা ভিন্ন প্রক্রিয়ায় CO2 বিজারণ ও যাত্রীকরণ ঘটে বলে জানা যায়। এ সমস্ত উদ্ভিদে CO2 আত্তীকরণের প্রথম দিকে জৈব এসিড (বিশেষ করে ৪ কার্বন এসিড) সংশ্লেষিত হয়। এ বিপাক প্রক্রিয়াকে Crassulacean Acid Metabolism বা সংক্ষেপে CAM বলে। অস্ট্রেলিয়ান বিজ্ঞানী J.O. Osmond CAM এর উপর অনেক কাজ করেন। Crassulaceae গোত্রের কিছু (উদ্ভিদ যেমন- Sedum) এবং কতগুলো অর্কিড, ক্যাকটাস, আনারস ইত্যাদি উদ্ভিদে রাতের বেলায় ক্র্যাসুলেসিয়ান এসিড বিপাক (CAM) ঘটে।
18. কোনটি সালোকসংশ্লেষণের light dependant phase-এ উৎপন্ন হয় না?
Edit
Topic: সালোকসংশ্লেষণের আলোক নির্ভর পর্যায়, উদ্ভিদ শারীরতত্ত্ব, আবুল হাসান স্যার।
Explaination: সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার যে পর্যায়ে সূর্যের আলোকশক্তি রাসায়নিক স্থিতিশক্তিতে রূপান্তরিত হয়ে ATP ও NADPH + H+ এ সঞ্চারিত হয়, তাকে আলোকনির্ভর পর্যায় বা আলোক দশা (light phase) বলে। এ পর্যায়টি ক্লোরোপ্লাস্টের গ্রানার থাইলাকয়েড মেমব্রেনে সংঘটিত হয় এবং এ পর্যায়ের জন্য সূর্যের আলো অপরিহার্য।
কতো এ পর্যায়ে ক্লোরোফিল অণু আলোকরশ্মির ফোটন নামক কণা বা কোয়ান্টা শোষণ করে এবং শোষণকৃত ফোটন থেকে শক্তি সঞ্চয় করে উচ্চ শক্তিসম্পন্ন ATP সৃষ্টি করে। এছাড়া এ অধ্যায়ে H₂O ভেঙে O2 নির্গত হয় এবং NADP বিজারিত হয়ে NADPH + H+ তৈরি করে।
19. ETS-এ একটি FADH2 হতে কয়টি ATP উৎপন্ন হয়?
Edit
Topic: ইলেকট্রন স্থানান্তর ও অক্সিডেটিভ ফসফোরাইলেশন, উদ্ভিদ শারীরতত্ত্ব, আবুল হাসান স্যার।
Explaination: ETS-এ একটি FADH2 হতে ২ টি ATP উৎপন্ন হয়।
20. গ্লুকোজ থেকে পাইরুভিক এসিড পর্যন্ত পৌছাতে যে ATP পাওয়া যায়, তা মোট শক্তির-
Edit
Topic: গ্লাইকোলাইসিস, উদ্ভিদ শারীরতত্ত্ব, আবুল হাসান স্যার।
Explaination: গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় যে ATP এবং NADH + H+ পাওয়া যায় তা মোট সুপ্ত শক্তির মাত্র ১৭% ।৩% শক্তি তাপশক্তি হিসেবে বেরিয়ে যায় এবং প্রায় ৮০% শক্তি পাইরুভিক এসিডের মধ্যে তখনও জমা থাকে।
21. গ্লুকোনিওজেনেসিস কোথায় দেখা যায়?
Edit
Topic: গ্লাইকোলাইসিস, উদ্ভিদ শারীরতত্ত্ব, আবুল হাসান স্যার।
Explaination: গ্লুকোনিওজেনেসিস (Gluconeogenesis): গ্লাইকোলাইসিস প্রক্রিয়ার উল্টো পথে গুকোজ তৈরি হওয়াকে বলা হয় গ্লুকোনিওজেনেসিস। এটি প্রাণীর চেয়ে উদ্ভিদে কম হয়, তবে রেড়ি বীজ, সূর্যমুখী বীজ ইত্যাদিতে জমাকৃত তেল গুকোনিওজেনেসিস প্রক্রিয়ায় সুকরোজ বা গ্লুকোজ-এ পরিণত হয় যা পরবর্তীতে বীজ থেকে অঙ্কুরিত চারার বৃদ্ধিতে সহায়ক হয়।
22. গ্লাইকোলাইসিসে গ্লুকোজ থেকে গ্লুকোজ-৬-ফসফেট উৎপন্ন হওয়ার সময় কোন এনজাইম ক্রিয়া করে?
Edit
Topic: গ্লাইকোলাইসিস, উদ্ভিদ শারীরতত্ত্ব, আবুল হাসান স্যার।
Explaination: গ্লুকোজ অণু প্রথমে, ATP থেকে একটি ফসফেট গ্রহণ করে গ্লুকোজ ৬-ফসফেট যৌগ ও ADP প্রস্তুত করে। এ বিক্রিয়ায় হেক্সোকাইনেজ এনজাইম ক্রিয়াশীল হয়। বিক্রিয়াটি একমুখী।
23. Glycolysis ও Crebs cycle-এর সংযোগকারী রাসায়নিক উপাদান হলো -
Edit
Topic: পাইরুভিক এসিডের অক্সিডেশন, উদ্ভিদ শারীরতত্ত্ব, আবুল হাসান স্যার।
Explaination: Glycolysis ও Crebs cycle-এর সংযোগকারী রাসায়নিক উপাদান হলো অ্যাসিটাইল Co-A ।
24. পাতার প্রতি বর্গসেন্টিমিটার এলাকায় কয়টি পত্ররন্ধ্র (Stomata) থাকতে পারে?
Edit
Topic: পত্ররন্ধ্র, উদ্ভিদ শারীরতত্ত্ব, আবুল হাসান স্যার।
Explaination: পাতার প্রতি এক বর্গ সেন্টিমিটার এলাকায় ১,০০০ হতে ৬০০০০ পত্ররন্ধ্র থাকে।
25. নিচের কোনটি লাল বর্ণের রঞ্জক পদার্থ?
Edit
Topic: সালোকসংশ্লেষণ, উদ্ভিদ শারীরতত্ত্ব, আবুল হাসান স্যার।
Explaination: লাল বর্ণের ফাইকোবিলিনকে ফাইকোএরিপ্রিন (phycoerythrin) এবং নীল রঙের ফাইকোবিলিনকে ফাইকোসায়ানিন (phycocyanin) বলে। ফাইকোএরিথ্রিনের রাসায়নিক সংকেত C34H46O8 N4 এবং ফাইকোসায়ানিনের রাসায়নিক সংকেত C34H44O8 N4। ফাইকোএরিথ্রিন প্রধানত নীলাত-সবুজ বর্ণের এবং ফাইকোসায়ানিন কমলা বর্ণের আলো শোষণ করে।