Exam
Question View - Cell Division - OneShot
1. কোষ বিভাজন হয়-
Edit
Topic:
Explaination: সকল ভ্রুণ কোষ,বর্ধণশীল কান্ড,মূলের বর্ধিষ্ণু অংশ,ক্যাম্বিয়াম প্রভৃতিতে কোষ বিভাজন হয়।
2. মাইটোসিস কোষ বিভাজনে নিউক্লিয়াস কয়বার বিভাজিত হয়?
Edit
Topic:
Explaination: নিউক্লিয়াস ও ক্রোমোসোম উভয়ই একবার বিভাজিত হয়।
মায়োসিস কোষ বিভাজনে নিউক্লিয়াস দুইবার ও ক্রোমোসোম একবার বিভাজিত হয়।
3. কোনটি কোষ বিভাজনের প্রকারভেদ নয়?
Edit
Topic:
Explaination: প্রত্যক্ষ কোষ বিভাজন: অ্যামাইটোসিস।
সমীকরণিক কোষ বিভাজন: মাইটোসিস
হ্রাসমূলক কোষ বিভাজন : মায়োসিস
4. প্রথম কোষ বিভাজন লক্ষ্য করেন কে?
Edit
Topic:
Explaination: শ্লাইখার: প্রথম ক্যারিওকাইনেসিস লক্ষ্য করেন।
হাওয়ার্ড ও পেল্ক: কোষচক্র প্রস্তাব করেন।
স্ট্রাসবার্জার: "অ্যামাইটোসিস প্রক্রিয়া হতেই জটিল ও উন্নত কোষ বিভাজন পদ্ধতির উৎপত্তি"- এই মত প্রকাশ করেন।
5. ক্রোমোসোমের সমতা রক্ষার কাজ করে -
Edit
Topic:
Explaination: ক্রোমোসোমের সংখ্যা ধ্রুব রাখে- মায়োসিস
6. মাইটোসিসের কাজ-
Edit
Topic:
Explaination: মায়োসিসের কাজ:
১. জননকোষ সৃষ্টি।
২. ক্রোমোসোম সংখ্যা ধ্রুব রাখা।
৩. প্রজাতির স্বকীয়তা ঠিক রাখা।
৪. বৈচিত্র্যের সৃষ্টি।
৫. অভিব্যক্তি
৬. গ্যামিট সৃষ্টি ও বংশবৃদ্ধি
৭. জনুক্রম
৮. মেন্ডেলের সূত্র।
7. G1 দশায়-
Edit
Topic:
Explaination: G1 - RNA ও DNA অনুলিপনের উপাদান তৈরি হয়।
S দশায়- DNA অনুলিপন সম্পন্ন হয়।
G2 দশা- মাইক্রোটিউবিউল গঠনকারী পদার্থ সংশ্লেষণ ও প্রয়োজনীয় ATP তৈরি হয়।
8. G2 phase এ কোষ চক্রের কত শতাংশ সময় ব্যয় হয়?
Edit
Topic:
Explaination: G1- ৩০-৪০%
S- ৩০-৫০%
G2- ১০-২০%
9. সাইক্লিন কোন জাতীয় পদার্থ?
Edit
Topic:
Explaination: G1 phase এর শুরুতে সাইক্লিন নামক প্রোটিন তৈরি হয় যা cdk এর সাথে যুক্ত হয়ে ইন্টারফেজকে ত্বরান্বিত করে।
10. জেনেটিক্যালি নিয়ন্ত্রিত কোষ মৃত্যুকে কি বলে?
Edit
Topic:
Explaination: Necrosis: বিষাক্ত দ্রব্য বা পুষ্টির অভাবে কোষের মৃত্যু।
11. মাইটোসিস কোষ বিভাজনের দীর্ঘস্থায়ী ধাপ কোনটি?
Edit
Topic:
Explaination: মাইটোসিস কোষ বিভাজনের প্রথম ও সবচেয়ে দীর্ঘস্থায়ী ধাপ হলো প্রোফেজ।
12. মেটাকাইনেসিস ঘটে কোন পর্যায়ে?
Edit
Topic:
Explaination: মেটাফেজ পর্যায়ে ক্রোমোসোমগুলো বিষুবীয় অঞ্চলে সজ্জিত হয়। ক্রোমোসোমের বিষুবীয় অঞ্চলে সজ্জিত হওয়াকে মেটাকাইনেসিস বলে।
13. এস্টার রে বিচ্ছুরিত হয় কোন দশায়?
Edit
Topic:
Explaination:
14. মাইটোসিস কোষ বিভাজনের কোন ধাপে স্পিন্ডল তন্তু সৃষ্টির সূচনা ঘটে?
Edit
Topic:
Explaination: প্রো-মেটাফেজ: স্পিন্ডল যন্ত্র সৃষ্টি।
মেটাফেজ: মেটাকাইনেসিস।
অ্যানাফেজ: ক্রোমোসোম V,L,J,I আকৃতি ধারণ করে।
15. মাইটোসিস কোষ বিভাজনের কোন ধাপে ক্রোমোসোমীয় নৃত্য দৃশ্যমান হয়?
Edit
Topic:
Explaination: প্রো-মেটাফেজ পর্যায়ে ক্রোমোসোমের সেন্ট্রোমিয়ার স্পিন্ডল যন্ত্রের নির্দিষ্ট তন্তুর সাথে সংযুক্ত হয়। এ সময় ক্রোমোসোম একটু আন্দোলিত হয়, যাকে ক্রোমোসোমীয় নৃত্য বলে।
16. অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোসোমের আকৃতি -
Edit
Topic:
Explaination: মেটাসেন্ট্রিক- V
সাবমেটাসেন্ট্রিক- L
অ্যাক্রোসেন্ট্রিক- J
টেলোসেন্ট্রিক- I
17. কোন প্রোটিন কোষকে বিভাজন হতে বিরত রাখে?
Edit
Topic:
Explaination:
18. বহু নিউক্লিয়াসযুক্ত প্রাণীকোষকে কি বলে?
Edit
Topic:
Explaination: বহু নিউক্লিয়াসযুক্ত উদ্ভিদকোষ- সিনোসাইটিক
19. নিচের কোনটি কোষঝিল্লির খাঁজ সৃষ্টিতে সাহায্য করে?
Edit
Topic:
Explaination: খাঁজ সৃষ্টিতে সাহায্য করে Actin, Myosin নামক প্রোটিন।
20. ফার্ণ এ কোন ধরনের মায়োসিস হয়?
Edit
Topic:
Explaination: গ্যামিটোজেনিক: সকল উন্নত প্রাণী এবং নিম্নশ্রেণীর কিছু উদ্ভিদ।
স্পোরোজেনিক: মস,ফার্ণ
জাইগোটিক: Spirogyra সহ অধিকাংশ থ্যালাফাইট।
21. মানুষের শুক্রাশয়ে মায়োটিক প্রোফেজে কত সময় লাগে?
Edit
Topic:
Explaination: বিভাজনটি সম্পন্ন হতে লাগে এক মাস।
22. পোলারাইজড বিন্যাস দেখা যায় কোন ধাপে?
Edit
Topic:
Explaination: লেপ্টোটিন: ক্রোমোমিয়ার,ফুলের তোড়ার মতো বুকে,পোলারাইজড বিন্যাস।
জাইগোটিন: সিন্যাপসিস,বাইভেলেন্ট।
প্যাকাইটিন: টেট্রাড,সিস্টার ক্রোমাটিড,নন-সিস্টার ক্রোমাটিড,কায়াজমা,ক্রসিংওভার।
ডিপ্লোটিন: প্রান্তীয়করণ
23. একটি কায়াজমার ক্ষেত্রে লুপের কোণ কত হতে পারে?
Edit
Topic:
Explaination: দুই বা ততোধিক বাহু আবর্তনের ফলে পাশাপাশি লুপ ৯০° কোণে অবস্থান করে।
24. ইন্টারকাইনেসিস এর ক্ষেত্রে সঠিক নয়-
Edit
Topic:
Explaination: ইন্টারকাইনেসিস ধাপে DNA এর প্রতিরূপ বা অনুলিপন হয় না
25. হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোসোম আবিষ্কার করেন কে?
Edit
Topic:
Explaination: স্ট্রাসবার্জার: প্রথম হ্রাসমূলক কোষ বিভাজন লক্ষ্য করেন।
ফার্মার ও মুর: সর্বপ্রথম হ্রাসমূলক কোষ বিভাজনকে মায়োসিস বলেন।
26. ক্রোমোসোমের কতগুণ বাইভেলেন্ট সৃষ্টি হয়?
Edit
Topic:
Explaination: দুটি ক্রোমোসোম মিলে একটি বাইভেলেন্ট সৃষ্টি হয়।
27. দুটি নন সিস্টার ক্রোমাটিডের X আকৃতির জোড়াস্থলকে কি বলে?
Edit
Topic:
Explaination: প্রতিটি বাইভেলেন্টে দুটি সেন্ট্রোমিয়ার,চারটি ক্রোমাটিড থাকে।
একই ক্রোমোসোমের দুটি ক্রোমাটিডকে সিস্টার ক্রোমাটিড বলে।
একই জোড়ার দুটি ভিন্ন ক্রোমোসোমের ক্রোমাটিডকে নন-সিস্টার ক্রোমাটিড বলে।
28. Spindle fibre সেন্ট্রোমিয়ারের কোন অংশের সাথে সংযুক্ত হয়?
Edit
Topic:
Explaination:
29. মায়োসিস প্রক্রিয়ায় DNA- এর রেপ্লিকেশনের মাধ্যমে Daughter DNA তৈরি হয় কখন?
Edit
Topic:
Explaination:
30. কোনটিতে জাইগোটিক মায়োসিস (Zygotic meiosis) লক্ষ্য করা যায়?
Edit
Topic:
Explaination:
31. নিচের কোনটি Crossing over এর গুরুত্ব নয়?
Edit
Topic:
Explaination:
32. পেঁয়াজের মূলে ক্রোমোসোম সংখ্যা কতটি?
Edit
Topic:
Explaination:
33. মায়োসিসের কোন উপপর্যায়ে Chromosome-এ টেট্রাড দশা পরিলক্ষিত হয় ?
Edit
Topic:
Explaination:
34. Meiosis কোষ বিভাজনে নিউক্লিয়াসের প্রথম ও দ্বিতীয় বিভক্তির অন্তবর্তীকালীন সময়কে কী বলে?
Edit
Topic:
Explaination:
35. নিচের কোন উদ্ভিদ থেকে সর্বপ্রথম ক্রসিং ওভার সম্পর্কে ধারণা পাওয়া যায়?
Edit
Topic:
Explaination:
36. মায়োসিস কোষ বিভাজনে chromosome ও nucleus যথাক্রমে কয়বার বিভাজিত হয়?
Edit
Topic:
Explaination:
37. মিয়োসিস কোষ বিভাজনের কোন ধাপে দানাদার ক্রোমোমিয়ার দেখা যায়?
Edit
Topic:
Explaination:
38. নিচের কোনটি Prophase-1 এর ডিপ্লোটিন (Diplotene) উপপর্যায়ের বৈশিষ্ট্য?
Edit
Topic:
Explaination:
39. প্রোফেজ-১ এর কোন উপপর্যায়ে প্রাণীকোষের ক্রোমোজোমের পোলারাইজড বিন্যাস ঘটে ?
Edit
Topic:
Explaination:
40. প্রোফেজ-১ এর কোন উপপর্যায়ে নিউক্লিয়ার মেমব্রেনের (Nuclear envelope) অবলুপ্তি ঘটে?
Edit
Topic:
Explaination:
41. কোন এনজাইমের কারণে দুটি নন-সিস্টার (non-sister) ক্রোমাটিড একই স্থান বরাবর ভেঙ্গে যায়?
Edit
Topic:
Explaination: