Exam

Question View - Day 6- মানব জীবনের ধারাবাহিকতা- 6
1. সিফিলিসের জন্য দায়ী কোনটি? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: সিফিলিস, মানব জীবনের ধারাবাহিকতা, জীববিজ্ঞান, আজমল স্যার।
Explaination: Treponema pallidum নামক একপ্রকার ব্যাকটেরিয়ার সংক্রমণে মানুষের সিফিলিস রোগ হয়। ব্যাকটেরিয়াগুলো সরু, নমনীয়, সর্পিলাকার, উভয়প্রান্ত সূচালো, ফ্ল্যাজেলাবিহীন তবে সচল, গ্রাম নেগেটিভ, অণুবায়ুজীবী এবং অবলিগেট প্যাথোজেনিক পরজীবী। কোষদেহের দৈর্ঘ্য ৫ – ১৫ µm এবং প্রস্থ ০.১ – ০.২।
2. সিফিলিস কোন প্রকার ব্যাকটেরিয়াঘটিত একটি ক্রনিক যৌনবাহিত রোগ? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: সিফিলিস, মানব জীবনের ধারাবাহিকতা, জীববিজ্ঞান, আজমল স্যার।
Explaination: সিফিলিস Spirochaete (স্পাইরোকিটি) জাতীয় ব্যাকটেরিয়াঘটিত একটি ক্রনিক যৌনবাহিত রোগ।
3. নিচের কোন ধরণের STD-এ আক্রান্ত ব্যক্তির মস্তিষ্ক বিকৃতি, এমনকি মৃত্যুও হতে পারে? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: সিফিলিস, মানব জীবনের ধারাবাহিকতা, জীববিজ্ঞান, আজমল স্যার।
Explaination: সিফিলিস Spirochaete (স্পাইরোকিটি) জাতীয় ব্যাকটেরিয়াঘটিত একটি ক্রনিক যৌনবাহিত রোগ। নারী-পুরুষ সকলেই এ রোগে আক্রান্ত হতে পারে। পতিতালয়গুলো এ রোগের প্রধান উৎসকেন্দ্রএ রোগে দীর্ঘকালীন জটিলতা দেখা দেয় এবং সঠিক চিকিৎসা না করালে আক্রান্ত ব্যক্তির মস্তিষ্ক বিকৃতি, এমনকি মৃত্যুও হতে পারে। যৌনবাহিত রোগগুলোর মধ্যে সিফিলিসের অবস্থান শীর্ষে।
4. Tertiary syphilis এর ক্ষেত্রে সঠিক নয় নিচের কোনটি? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: সিফিলিস, মানব জীবনের ধারাবাহিকতা, জীববিজ্ঞান, আজমল স্যার।
Explaination: বিলম্বিত পর্যায় (Late stage or Tertiary stage): যদি সিফিলিস আক্রান্ত রোগী উপযুক্ত চিকিৎসা না নেন তবে তার ক্ষেত্রে Tertiary syphilis হতে পারে। আক্রান্ত হওয়ার ১০-৩০ বছর পরও এটি হতে পারে । রোগের বিলম্বিত দশায় রোগীর মস্তিষ্ক, স্নায়ু, চোখ, হৃৎপিন্ড, রক্তকণিকা, যকৃত, গ্রন্থি ও সন্ধির ক্ষতি সাধন করে। ফলে পেশি সঞ্চালনে বিঘ্ন ঘটে, দেখা দেয় পঙ্গুত্ব, অন্ধত্ব, হতবুদ্ধি ও অস্থিরচিত্ত। এ অবস্থায় মানুষের মৃত্যু ঘটে।
5. সিফিলিস রোগের লক্ষণ কত দিনের মাথায় প্রকাশ পায়? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: সিফিলিস, মানব জীবনের ধারাবাহিকতা, জীববিজ্ঞান, আজমল স্যার।
Explaination: Treponema pallidum নামক ব্যাকটেরিয়ার সংক্রমণে সিফিলিস হয়। সিফিলিসের প্রথম লক্ষণ বেশি দেরিতে (২১ দিন পর) প্রকাশ পায়।
6. গনোরিয়ার জন্য দায়ী কোনটি? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: গনোরিয়া, মানব জীবনের ধারাবাহিকতা, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: Neisseria gonorrhoea নামক ব্যাকটেরিয়ার সংক্রমণে গনোরিয়া হয়।
7. মানবদেহের কোথায় N. gonorrhoeae বায়কটেরিয়াটি সংক্রমণ ঘটায় না? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: গনোরিয়া, মানব জীবনের ধারাবাহিকতা, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: N. gonorrhoeae নারীর জনন নালি (সারভিক্স, জরায়ু, ফেলোপিয়ান নালিসহ) এবং নারী ও পুরুষের ইউরেথ্রার (মূত্রনালি) মিউকাস ঝিল্লিতে সংক্রমণ ঘটায়। মুখ, গলা, চোখ ও পায়ুর মিউকাস ঝিল্লিও এ ব্যাকটেরিয়ার সংক্রমণে আক্রান্ত হয়। গর্ভকালীন জটিলতা ছাড়াও নারী-পুরুষ উভয়ে বন্ধ্যা-বন্ধ্য হয়ে যেতে পারে।
8. Gonococcus জীবাণুটির সংক্রামণ প্রক্রিয়া নয় নিচের কোনটি? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: গনোরিয়া, মানব জীবনের ধারাবাহিকতা, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: যৌন মিলনের সময় আক্রান্ত দেহের বহির্যৌনাঙ্গ, মুখ ও পায়ু থেকে সংক্রমণ ঘটে। সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময়ও আক্রান্ত মাতৃদেহ থেকে এ রোগের সংক্রমণ ঘটতে পারে। যে ব্যক্তি এক সময় গনোরিয়ায় আক্রান্ত হওয়ার পর চিকিৎসায় সেরে উঠেছে এমন ব্যক্তি গনোরিয়া আক্রান্ত ব্যক্তির সাথে পুনর্মিলন ঘটালে সেও পুনঃসংক্রমিত হতে পারে। গনোরিয়ায় আক্রান্ত অনেক ব্যক্তির দেহে তেমন স্পষ্ট লক্ষণ প্রকাশ পায় না বলে এটি ব্যাপক বিস্তৃত যৌনবাহিত অসুখ হিসেবে পরিচিতি পেয়েছে।
9. আক্রান্ত ব্যক্তির সাথে যৌন মিলনের কত দিনের মধ্যে কোনো পুরুষে গনোরিয়ার লক্ষণ প্রকাশ পায়? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: গনোরিয়া, মানব জীবনের ধারাবাহিকতা, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: পুরুষে গনোরিয়ার লক্ষণ: আক্রান্ত ব্যক্তির সাথে যৌন মিলনের ২-১৩ দিনের মধ্যে লক্ষণ প্রকাশ পায়।
10. মায়ের কোন রোগ থাকলে শিশু অপথালমিয়া নিওন্যাটোরাম (Ophthalmia neonatorum) নামক চোখের প্রদাহ নিয়ে জন্ম নিতে পারে? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: গনোরিয়া, মানব জীবনের ধারাবাহিকতা, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: মায়ের গনোরিয়া থাকলে শিশু অপথালমিয়া নিওন্যাটোরাম (Ophthalmia neonatorum) নামক চোখের প্রদাহ নিয়ে জন্ম নিতে পারে।