Exam

Question View - Day 5- মানব জীবনের ধারাবাহিকতা- 5
1. শিশু প্রসবকালে জরায়ু মুখ(cervix) কতটুকু প্রসারিত হয়? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: শিশু প্রসব, মানব জীবনের ধারাবাহিকতা, জীববিজ্ঞান, আজমল স্যার।
Explaination: জরায়ুমুখ (cervix) প্রসবকালে 10 cm পর্যন্ত প্রসারিত হয়।
2. গর্ভকালীন কত সময় পর মানব ভ্রূণ নিয়ে গবেষণা নিষিদ্ধ? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: ভ্রূণ ও ফিটাসের বিকাশ (Development of Embryo and Fetus), মানব জীবনের ধারাবাহিকতা, জীববিজ্ঞান, আজমল স্যার।
Explaination: মায়ের জরায়ুতে ভ্রূণ সংস্থাপিত হওয়ার পর থেকে গর্ভকালীন ৮ম সপ্তাহের শিশুকে ভ্রূণ এবং এর পর থেকে ভূমিষ্ঠ হওয়ার পূর্ব পর্যন্ত শিশুকে ফিটাস বলে। ১ম সপ্তাহ: নিষেক, ক্লিভেজের ফলে নিষেকের ৪-৫ দিন পর ব্লাস্টোসিস্টের উৎপত্তি। কোষ সংখ্যা ১০০ এর অধিক। ৬-৯ দিন পর ইমপ্ল্যান্টেশন। ২য় সপ্তাহ: এক্টোডার্ম, এন্ডোডার্ম ও মেসোডার্ম গঠন। এ পর্যায়ের পর মানব ভ্রূণ নিয়ে গবেষণা নিষিদ্ধ। ৩য় সপ্তাহ: গর্ভবতীর মাসিক বন্ধগর্ভাবস্থায় এটিই প্রথম লক্ষণমেরুদণ্ড, মস্তিষ্ক এবং সুষুমা স্নায়ুর উৎপত্তি শুরু। ভ্রূণ ২ মিলিমিটার।
3. চোখে রঙ দেখা যায় কততম সপ্তাহে? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: ভ্রূণ ও ফিটাসের বিকাশ (Development of Embryo and Fetus), মানব জীবনের ধারাবাহিকতা, জীববিজ্ঞান, আজমল স্যার।
Explaination: ৭ম সপ্তাহ: মুখমণ্ডল তৈরি হয়। চোখে রঙ দেখা যায়। ৩য় সপ্তাহ: গর্ভবতীর মাসিক বন্ধগর্ভাবস্থায় এটিই প্রথম লক্ষণমেরুদণ্ড, মস্তিষ্ক এবং সুষুমা স্নায়ুর উৎপত্তি শুরু। ভ্রূণ ২ মিলিমিটার। ১২তম সপ্তাহ: সকল অঙ্গ, পেশি, হাড়, হাত ও পায়ের আঙ্গুলসহ পরিণত ভ্রূণ। জনন অঙ্গ সুগঠিত। ২৪তম সপ্তাহ: চোখের পাতা খুলতে পারে।
4. কততম সপ্তাহে জরায়ুর সংকোচন ঘটে? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: ভ্রুণ ও ফিটাসের বিকাশ, মানব জীবনের ধারাবাহিকতা, জীববিজ্ঞান, আজমল স্যার।
Explaination: ৪০ তম সপ্তাহে জরায়ুর সংকোচন ঘটে। সংকোচনের ফলে শিশু জরায়ু থেকে বাইরে আসে।
5. বিশ্বের প্রথম ইন ভিট্রো নিষেক প্রক্রিয়ায় জন্ম নেওয়া শিশুর নাম কি? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: IVF পদ্ধতি, মানব জীবনের ধারাবাহিকতা, জীববিজ্ঞান, আজমল স্যার।
Explaination: প্রক্রিয়াটি টেস্ট টিউব পদ্ধতি এবং ভূমিষ্ঠ শিশুটি টেস্ট টিউব বেবী নামে সাধারণভাবে প্রচলিত। ১৯৭৮ সালের ২৫ জুলাই লন্ডনের ওল্ডহ্যাম জেনারেল হসপিটালে প্যাট্রিক স্টেপ্টো (Patric steptoe, 1913-1988) এবং রবার্ট জি. এডওয়ার্ডস (Robert G. Edwards, 1925-2013) এর তত্ত্বাবধানে জন্ম নেয় বিশ্বের সর্বপ্রথম টেস্ট টিউব বেবী লুইস ব্রাউন (Louise Joy Brown) নামের কন্যা শিশুটি। ডিম্বপাত না হলে IVF গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়তখন দেহের বাইরে গবেষণাগারে কাঁচের পাত্রে শুক্রাণু ও ডিম্বাণুর মিলন ঘটিয়ে নিষিক্ত ডিম্বাণুকে জরায়ুতে স্থাপন করে গর্ভধারণ করানোর ব্যবস্থা করা হয়। এ প্রক্রিয়ার নাম ইন ভিট্রো নিষেক (In Vitro Fertilization, সংক্ষেপে IVF) প্রক্রিয়া। প্রক্রিয়াটি টেস্ট টিউব পদ্ধতি এবং ভূমিষ্ঠ শিশুটি টেস্ট টিউব বেবী নামে সাধারণভাবে প্রচলিত।
6. বাংলাদেশে প্রথম কবে টেস্ট টিউব বেবীর জন্ম হয়? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: IVF পদ্ধতি, মানব জীবনের ধারাবাহিকতা, জীববিজ্ঞান, আজমল স্যার।
Explaination: বাংলাদেশে প্রথম টেস্ট টিউব বেবীর জন্ম হয় ২০০১ সালে। ১৯৭৮ সালের ২৫ জুলাই লন্ডনের ওল্ডহ্যাম জেনারেল হসপিটালে প্যাট্রিক স্টেপ্টো (Patric steptoe, 1913-1988) এবং রবার্ট জি. এডওয়ার্ডস (Robert G. Edwards, 1925-2013) এর তত্ত্বাবধানে জন্ম নেয় বিশ্বের সর্বপ্রথম টেস্ট টিউব বেবী লুইস ব্রাউন (Louise Joy Brown) নামের কন্যা শিশুটি। বন্ধ্যাত্ব চিকিৎসায় এ অনন্য অবদানের জন্য রবার্ট এডওয়ার্ডস কে (IVF-এর জনক) ২০১০ সালে নোবেল পুরস্কার প্রদান করা হয়।
7. বাংলাদেশে প্রথম ত্রয়ী টেস্টটিউব বেবি হিসেবে জন্মগ্রহণ করা শিশু নয় নিচের কোনোটি? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: IVF পদ্ধতি, মানব জীবনের ধারাবাহিকতা, জীববিজ্ঞান, আজমল স্যার।
Explaination: বাংলাদেশে প্রথম ত্রয়ী টেস্টটিউব বেবি হিসেবে জন্মগ্রহণ করে হীরা, মনি ও মুক্তা। এদের জন্ম হয় ২০০১ সালের ৩০ মেএদের পিতা ও মাতা যথাক্রমে আবু হানিফ এবং ফিরোজা বেগম। এ দম্পতি Bangladesh Assisted Conception Center (BACC) and Women's Hospital (WH), ঢাকা এর Dr. Fatema Parveen এর তত্ত্বাবধায়নে ১৯৯৪ সাল থেকে চিকিৎসা নিয়ে ৬ বছর পর সন্তানত্রয় জন্মদানে সক্ষম হন।
8. জাইগোট ১ম বিভাজনের সময় দুটি পৃথক কোষে পরিণত হলে পরবর্তীতে উক্ত দুটি কোষ থেকে জন্মগ্রহণ করা শিশুর বৈশিষ্ট্য নিচের কোনটি? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: জমজ শিশু (Twin Babies), মানব জীবনের ধারাবাহিকতা, জীববিজ্ঞান, আজমল স্যার।
Explaination: জমজ শিশু (Twin Babies)ঃ কখনো কখনো একসাথে দুটি বা তার বেশি শিশু জন্মগ্রহণ করে। এদের জমজ শিশু বলে। জমজ দুধরনের, যথা- অভিন্ন ও ভিন্ন। অভিন্ন জমজ (Identical twins): একটি জাইগোট ১ম বিভাজনের সময় দুটি পৃথক কোষে পরিণত হলে পরবর্তীতে উক্ত দুটি কোষ থেকে শিশুর জন্ম হয়। এরা একই লিঙ্গ বিশিষ্ট হয়; অর্থাৎ দুটি ছেলে বা দুটি মেয়ে হয় এবং উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত বৈশিষ্ট্যাবলি এবং চেহারা প্রায় এক রকম হয়। ভিন্ন জমজ (Non-identical twins): দুটি পৃথক ডিম্বাণু নিষিক্ত হয়ে দুটি জাইগোট উৎপন্ন হলে- এ দুটি জাইগোট থেকে দুটি শিশুর জন্ম হয়।এরা একই লিঙ্গের বা ভিন্ন লিঙ্গেরও হতে পারে।
9. নিষেকের কতদিন পর বাহ্যিকভাবে মানুষ হিসেবে শনাক্তকারী ভ্রূণকে ফিটাস (fetus) বলা হয়? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: শিশু প্রসব (Birth of a Baby), মানব জীবনের ধারাবাহিকতা, জীববিজ্ঞান, আজমল স্যার।
Explaination: নিষেকের পর ৯-১০ সপ্তাহের মধ্যে বাহ্যিকভাবে ভ্রূণকে মানুষ হিসেবে শনাক্ত করা যায়। ভ্রূণের এ অবস্থাকে ফিটাস (fetus) বলে। জরায়ুতে ফিটাস প্রায় ৩৮ সপ্তাহ অবস্থান করে। এ সময়কালকে গর্ভধারণকাল (the gestational period) বলে। গর্ভধারণকালের প্রথম ১২ সপ্তাহের মধ্যেই প্রকৃতপক্ষে প্রধান অঙ্গসমূহের অধিকাংশ তৈরি হয়ে যায়।
10. মানুষের স্বাভাবিক the gestational period কত দিনের? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: শিশু প্রসব (Birth of a Baby), মানব জীবনের ধারাবাহিকতা, জীববিজ্ঞান, আজমল স্যার।
Explaination: নিষেকের পর ৯-১০ সপ্তাহের মধ্যে বাহ্যিকভাবে ভ্রূণকে মানুষ হিসেবে শনাক্ত করা যায়। ভ্রূণের এ অবস্থাকে ফিটাস (fetus) বলে। জরায়ুতে ফিটাস প্রায় ৩৮ সপ্তাহ অবস্থান করে। এ সময়কালকে গর্ভধারণকাল (the gestational period) বলে।
11. রক্তের কোন হরমোন গর্ভাবস্থায় জরায়ু সঙ্কোচনের প্রতিবন্ধক হিসেবে কাজ করে? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: শিশু প্রসব (Birth of a Baby), মানব জীবনের ধারাবাহিকতা, জীববিজ্ঞান, আজমল স্যার।
Explaination: সপ্তাহ। গর্ভাবস্থায় ১২তম সপ্তাহে অমরা নিঃসৃত প্রোজেস্টেরন হরমোনের প্রভাবে জরায়ুর সঙ্কোচন বন্ধ থাকে। গর্ভাবস্থায় রক্তে প্রোজেস্টেরনের মাত্রা বাড়তে থাকে তবে ৩৮তম সপ্তাহে রক্তে প্রোজেস্টরনের মাত্রা হঠাৎ করেই কমে যায় ফলে জরায়ু সঙ্কোচনের প্রতিবন্ধকতা দূর হয়। একই সাথে মাতার পশ্চাৎপিটুইটারি গ্রন্থি থেকে অক্সিটোসিন (oxytocin) এবং প্লাসেন্টা থেকে প্রোস্টাগ্লান্ডিন (prostaglandin) হরমোন ক্ষরণ শুরু হয়। ৪০তম সপ্তাহে জরায়ুর সঙ্কোচন ঘটেসঙ্কোচনের ফলে শিশু জরায়ু থেকে বাইরে আসতে পারে।
12. শিশু প্রসব (Birth of a Baby) প্রক্রিয়াটির অংশ নয় নিচের কোনটি? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: শিশু প্রসব (Birth of a Baby), মানব জীবনের ধারাবাহিকতা, জীববিজ্ঞান, আজমল স্যার।
Explaination: শিশু প্রসব (Birth of a Baby) প্রক্রিয়াটির তিনটি ধাপে সংঘটিত হয়, যথা- ১. জরায়ু মুখ (cervix) ১০ সেন্টিমিটার পর্যন্ত প্রসারিত হয় ২. ফিটাস জরায়ু থেকে বাইরে আসে এবং ৩. অমরা ও নাভীরজ্জু বা আমবিলিক্যাল কর্ড (umbilical cord, ফিটাস থেকে অমরা পর্যন্ত আমবিলিক্যাল ধমনি ও শিরা বনহকারী অঙ্গকে নাভীরজ্জু বলে) জরায়ুর অভ্যন্তর থেকে বাইরে নিক্ষিপ্ত হয়।