Exam
Question View - Day 2- মানব জীবনের ধারাবাহিকতা- 2
1. Menstrual cycle কত দিনের?
Edit
Topic: রজঃচক্র, মানব জীবনের ধারাবাহিকতা, জীববিজ্ঞান, আজমল স্যার।
Explaination: স্ত্রীলোকের সমগ্র যৌন জীবনকালে প্রতি ২৮ দিন (২৪-৩২ দিন) অন্তর ৩-৫ দিন ধরে জরায়ুর অন্তঃস্থ স্তর বা এন্ডোমেট্রিয়ামের অবক্ষয়ের ফলে রজঃস্রাব এবং পরে দেহের অন্যান্য জননাঙ্গসমূহের যেমন-ডিম্বাশয়, জরায়ু ইত্যাদির যে পর্যায়ক্রমিক পরিবর্তন ঘটে তাকে রজঃচক্র বলে। প্রথম রজচক্রকে মেনার্কি (menarche) এবং যৌন জীবনকালের শেষে রজঃচক্রের নিবৃত্তি বা বন্ধ হওয়াকে মেনোপজ (menopause) বলে।
2. রজঃচক্রের নিবৃত্তি হওয়াকে কি বলে?
Edit
Topic: রজঃচক্র, মানব জীবনের ধারাবাহিকতা, জীববিজ্ঞান, আজমল স্যার।
Explaination: স্ত্রীলোকের সমগ্র যৌন জীবনকালে প্রতি ২৮ দিন (২৪-৩২ দিন) অন্তর ৩-৫ দিন ধরে জরায়ুর অন্তঃস্থ স্তর বা এন্ডোমেট্রিয়ামের অবক্ষয়ের ফলে রজঃস্রাব এবং পরে দেহের অন্যান্য জননাঙ্গসমূহের যেমন-ডিম্বাশয়, জরায়ু ইত্যাদির যে পর্যায়ক্রমিক পরিবর্তন ঘটে তাকে রজঃচক্র বলে। প্রথম রজচক্রকে মেনার্কি (menarche) এবং যৌন জীবনকালের শেষে রজঃচক্রের নিবৃত্তি বা বন্ধ হওয়াকে মেনোপজ (menopause) বলে।
3. নিচের কোন প্রাণি স্ত্রী স্তন্যপায়ী সদস্যে Oestrus cycle দেখা যায় না?
Edit
Topic: ঋতুচক্র, মানব জীবনের ধারাবাহিকতা, জীববিজ্ঞান, আজমল স্যার।
Explaination: ঋতুচক্র (Oestrus cycle): অপ্রাইমেট (non primates) জাতীয় স্ত্রী স্তন্যপায়ী সদস্যে (যেমন-কুকুর, বিড়াল, ছাগল ইত্যাদি) রজঃচক্রের পরিবর্তে ঋতুচক্র হতে দেখা যায়। প্রজনন ঋতুতে যৌনজননে সক্ষম অপ্রাইমেট জাতীয় স্ত্রীপ্রাণীর জননাঙ্গে সংঘটিত পর্যায়ক্রমিক পরিবর্তনের চক্রীয় ধারাকে ঋতুচক্র বলে। ঋতুচক্র কেবলমাত্র প্রজনন ঋতুতে (breeding season) সংঘটিত হয়। স্ত্রীপ্রাণী কেবলমাত্র এ সময়কালেই যৌনজননে সক্রিয় হয় এবং যৌন মিলনে অংশ নেয় । রজঃচক্রের মতো ঋতুচক্রের শেষে রজঃস্রাব ঘটে না। এর পরিবর্তে ডিম্বাণু নিঃসরণের সময় খুবই সামান্য পরিমাণে রক্তক্ষরণ ঘটে, তবে তা বাইরে আসে না।
4. Ovulation (ডিম্বপাত) ঘটে কততম দিনে?
Edit
Topic: রজঃচক্র, মানব জীবনের ধারাবাহিকতা, জীববিজ্ঞান, আজমল স্যার।
Explaination: দ্বাদশ থেকে ত্রয়োদশ দিনে রক্তে ইস্ট্রোজেন এর মাত্রা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়ইস্ট্রোজেন এর প্রভাবে পিটুইটারি গ্রন্থি থেকে লুটিনাইজিং হরমোন (Luteinizing hormone-LH) নিঃসৃত হয়লুটিনাইজিং হরমোনের প্রভাবে চতুর্দশ দিনে গ্রাফিয়ান ফলিকল (graafian follicle) থেকে ডিম্বাণু মুক্ত হয়ে ডিম্বনালির মাধ্যমে জরায়ুর দিকে অগ্রসর হয়গ্রাফিয়ান ফলিকল থেকে ডিম্বাণুর নিঃসরণ বা নিষ্ক্রমণকে ডিম্বপাত বা ওভ্যুলেশন (ovulation) বলে।
5. বর্ধনশীল শুক্রানুকে পুষ্টি সরবরাহ করে কোন কোষ?
Edit
Topic: শুক্রাণুজনন, মানব জীবনের ধারাবাহিকতা, জীববিজ্ঞান, আজমল স্যার।
Explaination: Sertoli cell বর্ধনশীল শুক্রানুকে পুষ্টি সরবরাহ করে।
6. পূর্ণাঙ্গ শুক্রাণু উৎপন্নের প্রক্রিয়াকে কি বলে?
Edit
Topic: শুক্রাণুজনন, মানব জীবনের ধারাবাহিকতা, জীববিজ্ঞান, আজমল স্যার।
Explaination: পূর্ণাঙ্গ শুক্রাণু সৃষ্টির প্রক্রিয়াকে স্পার্মাটোজেনেসিস (spermatogenesis; গ্রিক sperma = শুক্রাণু + genesis = জনন বা সৃষ্টি হওয়া) বলে। পুরুষ জননাঙ্গে অর্থাৎ শুক্রাশয়ে এ প্রক্রিয়া সংঘটিত হয়। যে প্রক্রিয়ায় জনন অঙ্গের (শুক্রাশয় ও ডিম্বাশয়) প্রাইমর্ডিয়াল জননকোষ (জনন মাতৃকোষ) থেকে গ্যামেট (শুক্রাণু ও ডিম্বাণু) উৎপন্ন হয়ে নিষেকে সক্ষম হয়ে উঠে তাকে গ্যামেটোজেনেসিস (গ্রিক gamos = জননকোষ এবং genesis = সৃষ্টি হওয়া) বলে। ডিম্বাশয়ের অভ্যন্তরে ডিম্বাণু সৃষ্টির পদ্ধতিকে উওজেনেসিস (oogonesis; গ্রিক oon =ডিম্বাণু + genesis = সৃষ্টি হওয়া বা জনন) বলে। যে জটিল প্রক্রিয়ায় চলাচলে অক্ষমগোলাকার স্পার্মাটিড ধারাবাহিক ও সম্পূর্ণ আঙ্গিক পরিবর্তনের মাধ্যমে, আর কোন বিভাজন ছাড়াই সচল শুক্রাণুতে পরিণত হয় তাকে স্পার্মিওজেনেসিস বলে।
7. কোনটি Spermatogenesis এক ধাপ নয়?
Edit
Topic: শুক্রাণুজনন, মানব জীবনের ধারাবাহিকতা, জীববিজ্ঞান, আজমল স্যার।
Explaination: পূর্ণাঙ্গ শুক্রাণু সৃষ্টির প্রক্রিয়াকে স্পার্মাটোজেনেসিস (spermatogenesis; গ্রিক sperma = শুক্রাণু + genesis = জনন বা সৃষ্টি হওয়া) বলে। পুরুষ জননাঙ্গে অর্থাৎ শুক্রাশয়ে এ প্রক্রিয়া সংঘটিত হয়। ক্রমবর্ধনের উপর ভিত্তি করে সমগ্র Spermatogenesis প্রক্রিয়াটিকে নিচে বর্ণিত চারটি ধাপে ভাগ করা যায়।
- সংখ্যাবৃদ্ধি পর্যায় (Multiplication phase),
- পরিবর্ধন পর্যায় (Growth phase),
- পূর্ণতাপ্রাপ্তি পর্যায় (Maturation phase),
- স্পার্মিওজেনেসিস (spermiogenesis )।
8. Spermatogenesis এর কোন ধাপে স্পার্মাটোগোনিয়া উৎপন্ন হয়?
Edit
Topic: শুক্রাণুজনন, মানব জীবনের ধারাবাহিকতা, জীববিজ্ঞান, আজমল স্যার।
Explaination: সংখ্যাবৃদ্ধি পর্যায় (Multiplication phase): শুক্রাশয়ের সেমিনিফেরাস নালিকার জার্মিনাল এপিথেলিয়ামের যেসব কোষ থেকে শুক্রাণু সৃষ্টি হয় তাদের প্রাইমোর্ডিয়াল জননকোষ বা জনন মাতৃকোষ (2n) বলে। এগুলো পুনঃপুনঃ মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে সংখ্যায় বৃদ্ধি পায়। উৎপন্ন কোষগুলোকে স্পার্মাটোগোনিয়া (spermatogonia, একবচনে- spermatogonium) বলে। এরা ডিপ্লয়েড (2n) ধরনের কোষ।
9. Spermatid এ acrosome সৃষ্টি হয় কোথা থেকে?
Edit
Topic: শুক্রাণুজনন, মানব জীবনের ধারাবাহিকতা, জীববিজ্ঞান, আজমল স্যার।
Explaination: প্রথমে স্পার্মাটিডের নিউক্লিয়াসটি পানি, RNA ও নিউক্লিয়াস পরিত্যাগ করে সঙ্কুচিত হয় এবং শুক্রাণুর মাথা গঠন করে। স্পার্মাটিডের গলজি বডি থেকে অ্যাক্রোসোম (acrosome) সৃষ্টি হয়ে শুক্রাণুর মাথায় টুপির মতো অবস্থান করে। স্পার্মাটিডের সেন্ট্রিওল শুক্রাণুর অক্ষীয় সূত্রক ও লেজ গঠন করে। এভাবে স্পার্মাটিড রূপান্তরিত হয়ে সচল, লম্বাকৃতির ও প্রায় সাইটোপ্লাজমবিহীন শুক্রাণুতে পরিণত হয়। এ প্রক্রিয়া সম্পন্ন হতে ৬০-৭০ দিন সময় লাগে।
10. পরিপক্ক প্রাইমারি ফলিকল কে কি বলে?
Edit
Topic: ডিম্বানুজনন, মানব জীবনের ধারাবাহিকতা, জীববিজ্ঞান, আজমল স্যার।
Explaination: বয়ঃসন্ধিকাল থেকে প্রতি মাসে কিছু প্রাইমারি ফলিকল বৃদ্ধি লাভ করে। এর মধ্যে সাধারণত একটি পরিণত হয়, অন্যগুলো বিলুপ্ত হয়। পরিণত প্রাইমারি ফলিকলকে গ্রাফিয়ান ফলিকল (graafian follicle) বলে।
11. প্রথম পোলার বডি কোন প্রক্রিয়ায় বিভাজিত হয়?
Edit
Topic: ডিম্বানুজনন, মানব জীবনের ধারাবাহিকতা, জীববিজ্ঞান, আজমল স্যার।
Explaination: বৃদ্ধিরত প্রাইমারি ফলিকলের অভ্যন্তরস্থ প্রাইমারি উওসাইট প্রথম মিয়োটিক বিভাজন-এর মাধ্যমে দুটি অসম কোষ উৎপন্ন করে। বড় কোষটিকে সেকেন্ডারি উওসাইট (secondary oocyte, n) এবং ছোট কোষটিকে ১ম পোলার বডি (1st polar body) বলে। এরপর ১ম পোলার বডি মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে দুটি পোলার বডি সৃষ্টি করে।
12. একটি প্রাইমারি উওসাইট থেকে একটি বড় উওটিড হতে ও ৩টি ছোট পোলার বডি সৃষ্টি হয় কোন ধাপে?
Edit
Topic: ডিম্বানুজনন, মানব জীবনের ধারাবাহিকতা, জীববিজ্ঞান, আজমল স্যার।
Explaination: পূর্ণতা প্রাপ্তি পর্যায়ে (Maturation phase) একটি প্রাইমারি উওসাইট থেকে একটি বড় উওটিড হতে ও ৩টি ছোট পোলার বডি সৃষ্টি হয়।
13. মানুষের ডিম্বাণু কোন ধরনের?
Edit
Topic: মানুষের ডিম্বাণুর গঠন, মানব জীবনের ধারাবাহিকতা, জীববিজ্ঞান, আজমল স্যার।
Explaination: স্ত্রী জননকোষের নাম ডিম্বাণু। এটি অনেকটা গোল এবং ১০৪-১২০ মাইক্রোমিটার ব্যাসবিশিষ্ট। ডিম্বাশয়ের গ্রাফিয়ান ফলিকলের ভিতর উওসাইট (oocyte) বিভিন্ন ধাপ অতিক্রম করে পরিণত ডিম্বাণুতে রূপ নেয়। মানুষের ডিম্বাণুতে কুসুমের পরিমাণ অতি সামান্য এবং সাইটোপ্লাজমে সমানভাবে ছড়ানো থাকে। তাই মানুষের ডিম্বাণুকে মাইক্রোলেসিথ্যাল (Microlecithal egg) ডিম্বাণু বলে।
14. জোনা পেলুসিডার চারদিক ঘিরে ফলিকল কোষের আবরণকে কি বলে?
Edit
Topic: মানুষের ডিম্বাণুর গঠন, মানব জীবনের ধারাবাহিকতা, জীববিজ্ঞান, আজমল স্যার।
Explaination: সম্পূর্ণ ডিম্বাণু গ্লাইকোপ্রোটিন সমৃদ্ধ জোনা পেলুসিডা (zona pellucida) নামক একটি প্রাইমারি আবরণে দৃঢ়ভাবে আবৃত থাকেপরবর্তী সময়ে চারদিকে জোনা পেলুসিডা ও সাইটোপ্লাজমের মধ্যবর্তী অংশ তরলে পূর্ণ জায়গায় পরিবৃত হয়। এ জায়গাটিকে পেরিভাইটেলাইন ফাঁক (perivitelline space) বলে।