Exam
Question View - Day 1- মানব জীবনের ধারাবাহিকতা- 1
1. স্ক্রোটামের অভ্যন্তরীণ তাপমাত্রা দেহগহ্বর অপেক্ষা কত কম বা বেশি?
Edit
Topic: পুরুষ প্রজননতন্ত্র, মানব জীবনের ধারাবাহিকতা, প্রাণীবিজ্ঞান, আলীম স্যার।
Explaination: স্ক্রোটামের অভ্যন্তরীণ তাপমাত্রা দেহগহ্বর অপেক্ষা 2℃ কম যা শুক্রাণু উৎপাদনের জন্য অত্যন্ত উপযোগী।
2. Excretory system ও Reproductive system এর সাধারণ নালী কোনটি?
Edit
Topic: পুরুষ প্রজননতন্ত্র, মানব জীবনের ধারাবাহিকতা, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: মূত্রনালি বা ইউরেথ্রা (Urethra): এটি রেচনতন্ত্র ও প্রজননতন্ত্রের একটি অভিন্ন নালি যা প্রায় ২০ সেন্টিমিটার লম্বা এবং শিশ্নের শীর্ষদেশে উন্মুক্ত হয়।
কাজ : এ নালির মাধ্যমে বীর্য বাইরে স্খলিত হয় এবং মূত্র নিষ্কাশিত হয়।
3. মানবদেহের পুরুষ প্রজননতন্ত্রের মুখ্য জননাঙ্গ এর আকৃতি কিরূপ?
Edit
Topic: পুরুষ প্রজননতন্ত্র, মানব জীবনের ধারাবাহিকতা, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: মানুষে শুক্রাণু উৎপাদন, সঞ্চয় ও পরিবহন কাজের ভিত্তিতে পুরুষ জননতন্ত্রকে দুভাবে ভাগ করা যায়: মুখ্য (primary) ও আনুষঙ্গিক (accessory)। যে অঙ্গ শুক্রাণু উৎপন্ন করে তাকে মুখ্য জনন অঙ্গ; এবং যে সব অঙ্গ শুক্রাণু সঞ্চয় ও পরিবহনের কাজে নিয়োজিত সেগুলোকে আনুষঙ্গিক জনন অঙ্গ বলে। শুক্রাশয় হচ্ছে মুখ্য জননাঙ্গ, বাকি অঙ্গগুলো আনুষঙ্গিক। শুক্রাশয় (Testes): একজোড়া ডিম্বাকার শুক্রাশয় স্ক্রোটাম (scrotum) নামক একটি থলির ভিতর আবদ্ধ এবং শুক্ররজ্জু দিয়ে লাগানো অবস্থায় দু'পায়ের উরুসন্ধিতে উপাঙ্গের মতো ঝুলে থাকে। স্ক্রোটামের ভিতর শুক্রাশয়দুটি পাশাপাশি অবস্থান করে।
4. সেমিনিফেরাস নালিকা (seminiferous tubules) সংগ্রাহক নালিকায় উন্মুক্ত হয়ে যে জালিকাকার গঠন তৈরি করে তাকে কি বলে?
Edit
Topic: পুরুষ প্রজননতন্ত্র, মানব জীবনের ধারাবাহিকতা, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: সেমিনিফেরাস নালিকা কতকগুলো সংগ্রাহক নালিকায় উন্মুক্ত হয়ে এক জালিকাকার গঠন সৃষ্টি করে, একে রেটি টেসটিস (rete testis) বলে। রেটি টেসটিস থেকে প্রায় বিশটি ৪-৬ মিলিমিটার লম্বা সংগ্রাহক নালি সৃষ্টি হয়ে প্রত্যেক শুক্রাশয়ের শীর্ষদেশ থেকে শুক্রাশয় ত্যাগ করে এপিডিডাইমিসে মিলিত হয়। সংগ্রাহক নালিগুলোকে ভাসা ইফারেন্সিয়া (vasa efferentia) বলে।
5. মানুষের শুক্রাশয়ের লেডিগ কোষ থেকে প্রতি সেকেন্ডে প্রায় কত শুক্রাণু উৎপন্ন করে?
Edit
Topic: পুরুষ প্রজননতন্ত্র, মানব জীবনের ধারাবাহিকতা, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: সেমিনিফেরাস নালিকা স্পার্মাটোজেনেসিস প্রক্রিয়ায় শুক্রাণু উৎপন্ন করে। শুক্রাশয়ের লেডিগ কোষ টেস্টোস্টেরন হরমোন ক্ষরণ করে। মানুষের শুক্রাশয় প্রতি সেকেন্ডে প্রায় ১৫০০ শুক্রাণু উৎপন্ন করে।
6. সেমিনাল ভেসিকল (seminal vesicle) শুক্রাণুর শক্তি উৎস হিসেবে নিচের কোনটি ক্ষরণ করে?
Edit
Topic: পুরুষ প্রজননতন্ত্র, মানব জীবনের ধারাবাহিকতা, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: সেমিনাল ভেসিকল (seminal vesicle) শুক্রাণুকে ধারণ করার জন্য পিচ্ছিল ও সান্দ্র সেমিনাল তরল (seminal fluid) ক্ষরণ করে যার ৭০% বীর্য বা সিমেন (semen) গঠন করে। বীর্যের প্রধান উপাদান হলো প্রোস্টাগ্লান্ডিন, ফ্রুক্টোজ, সাইট্রেট, ইনোসিটল ও কয়েক ধরনের প্রোটিন। এসব পদার্থ শুক্রাণুকে পুষ্টি প্রদান করে।
7. স্ক্রোটাম (Scrotum) এর গহ্বর কয় ধরনের পেশিস্তর দিয়ে বিভক্ত?
Edit
Topic: পুরুষ প্রজননতন্ত্র, মানব জীবনের ধারাবাহিকতা, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: স্ক্রোটাম (Scrotum) বা অন্ডথলি: এটি দুই উরুর মাঝখানে ঝুলে থাকা ও ত্বকে আবৃত থলি বিশেষ। ত্বকের নিচে পাঁচ ধরনের পেশিস্তর ক্রমান্বয়ে বিন্যস্ত থাকে। সবকটি স্তর মিলিত হয়ে যে ব্যবধায়ক নির্মাণ করে সেটি স্ক্রোটামের গহ্বরকে দুভাগে ভাগ করে। প্রত্যেক ভাগ একটি করে শুক্রাশয় ও তার এপিডিডাইমিস এবং শুক্রাণু ধারণ করে।
8. নিচের কোনটি পুরুষের জনন গ্রন্থি নয়?
Edit
Topic: পুরুষ প্রজননতন্ত্র, মানব জীবনের ধারাবাহিকতা, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: পুরুষের জনন গ্রন্থি-
১. প্রস্টেট গ্রন্থি (Prostate gland),
২. বাল্বোইউরেথ্রাল বা কাওপারের গ্রন্থি (Balbo-urethral or Cowper's gland)।
9. গর্ভাবস্থায় জরায়ু (Uterus) প্রায় কত গুণ বৃদ্ধি পায়?
Edit
Topic: স্ত্রী প্রজননতন্ত্র, মানব জীবনের ধারাবাহিকতা, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: জরায়ু (Uterus): এটি দেখতে উল্টানো নাশপাতির মতো, ফাঁপা, মাংসল অঙ্গ এবং মূত্রাশয়ের পিছনে ও মলাশয়ের সামনে শ্রোণিগহ্বরে অবস্থিত। জরায়ু-প্রাচীর বহিঃস্থ পেরিমেট্রিয়াম (perimetrium), মধ্যস্থ মায়োমেট্রিয়াম (myometrium) এবং অন্তঃস্থ এন্ডোমেট্রিয়াম (endometrium)-এ গঠিত। জরায়ুর উপর দিকে গম্বুজ আকৃতির অংশকে ফান্ডাস (fundus), মাঝের অংশকে জরায়ুদেহ (body of uterus) এবং নিচের অংশকে সারভিক্স (cervix) বা জরায়ুকণ্ঠ বলে। বয়ঃসন্ধিক্ষণে জরায়ু পূর্ণতা লাভ করে, কিন্তু গর্ভাবস্থায় এটি প্রায় ২০ গুণ বৃদ্ধি পায়।
10. Gonadotropin Releasing Hormone (GnRH) কোথা থেকে ক্ষরিত হয়?
Edit
Topic: স্ত্রী প্রজননতন্ত্রের হরমোনাল ক্রিয়া, মানব জীবনের ধারাবাহিকতা, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: মস্তিষ্কের হাইপোথ্যালামাস থেকে ক্ষরিত Gonadotropin Releasing Hormone (GnRH) অগ্র পিটুইটারিকে উদ্দীপ্ত করে ফলে লুটিনাইজিং ও ফলিকল স্টিমলিটিং হরমোন নিঃসৃত হয়।
11. জরায়ুর (uterus) সংকোচন ঘটিয়ে সন্তান ও অমরার (placenta) বাইরে নির্গমনের সহায়তা করে কোন হরমোন?
Edit
Topic: স্ত্রী প্রজননতন্ত্রের হরমোনাল ক্রিয়া, মানব জীবনের ধারাবাহিকতা, জীববিজ্ঞান, আজমল স্যার।
Explaination: ইস্ট্রোজেন হরমোন মেয়েদের গৌণ যৌন বৈশিষ্ট্যের বিকাশ ঘটায়, ঋতুচক্র ও স্তনগ্রন্থির বিকাশ নিয়ন্ত্রণ করে। এছাড়াও এটি জরায়ুর প্রাচীরের স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনে।
প্রোজেস্টেরন হরমোন বয়ঃসন্ধিতে জরায়ুর প্রাচীরের পরিবর্তন ঘটায় এবং জরায়ুর প্রাচীরকে ভ্রূণ ধারণ উপযোগী করে। এটি গর্ভাবস্থায় স্তনগ্রন্থির বিকাশ ঘটায়। রক্তে প্রোজেস্টেরনের মাত্রা বেড়ে গেলে GnRH ক্ষরণ হ্রাস পায় যা FSH ও LH ক্ষরণে বাঁধা সৃষ্টি করে। অগ্রপিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত অক্সিটোসিন হরমোন জরায়ুর সঙ্কোচন ঘটিয়ে সন্তান ও অমরার বাইরে নির্গমনের সহায়তা করে।
12. নিচের কোনটি Uterus (জরায়ু) এর প্রাচীরের স্তর নয়?
Edit
Topic: স্ত্রী প্রজননতন্ত্র, মানব জীবনের ধারাবাহিকতা, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: জরায়ু (Uterus): এটি দেখতে উল্টানো নাশপাতির মতো, ফাঁপা, মাংসল অঙ্গ এবং মূত্রাশয়ের পিছনে ও মলাশয়ের সামনে শ্রোণিগহ্বরে অবস্থিত। জরায়ু-প্রাচীর বহিঃস্থ পেরিমেট্রিয়াম (perimetrium), মধ্যস্থ মায়োমেট্রিয়াম (myometrium) এবং অন্তঃস্থ এন্ডোমেট্রিয়াম (endometrium)-এ গঠিত। জরায়ুর উপর দিকে গম্বুজ আকৃতির অংশকে ফান্ডাস (fundus), মাঝের অংশকে জরায়ুদেহ (body of uterus) এবং নিচের অংশকে সারভিক্স (cervix) বা জরায়ুকণ্ঠ বলে।
13. ডিম্বাণু কোথায় উৎপন্ন হয়?
Edit
Topic: স্ত্রী প্রজননতন্ত্র, মানব জীবনের ধারাবাহিকতা, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: ডিম্বাশয় (Ovary): শ্রোণির পিছনে ফাঁপা গহ্বরে জরায়ুর দুপাশে ইউরেটারের নিচে বাদাম আকৃতির একজোড়া ডিম্বাশয় অবস্থিত। ডিম্বাণু উৎপন্ন করা ডিম্বাশয়ের প্রধান কাজ। তাছাড়া স্ত্রী যৌন হরমোন-ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরন সংশ্লেষ ও ক্ষরণ করে থাকে। এসব হরমোনের প্রভাবে রজঃচক্র, গর্ভ, অমরা, জননেন্দ্রিয়, মাতৃস্তন পুষ্ট ও নিয়ন্ত্রিত হয়।