Exam

Question View - Combined Chapter Final- 3
1. সর্বপ্রথম Genetics শব্দটির প্রচলন করেন কে? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: মেন্ডেলিয়ান ইনহেরিট্যান্স, জিনতত্ত্ব ও বিবর্তন, জীববিজ্ঞান ২য় পত্র, আজমল স্যার।
Explaination: উইলিয়াম বেটসন (William Batesut 1861-1926) ১৯০৫ খ্রিস্টাব্দে সর্বপ্রথম Genetics শব্দ প্রচলন করেন। Genetics শব্দটি গ্রিক শব্দের মূল রূপ 'gen' শব্দ যো উদ্ভূত যার প্রকৃত অর্থ হলো পরিণতি স্বরূপ ঘটা (to become) অথবা কোনো কিছুতে উদ্ভূত হওয়া (to grow into)।
2. জিনতত্ত্বের জনক কে? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: মেন্ডেলিয়ান ইনহেরিট্যান্স, জিনতত্ত্ব ও বিবর্তন, জীববিজ্ঞান ২য় পত্র, আজমল স্যার।
Explaination: আধুনিক জিনতত্ত্বের জনক বলে পরিচিত গ্রেগর জোহান মেন্ডেল (১৮২২-১৮৮৪) অস্ট্রিয়াবাসী একজন ধর্মযাজক ছিলেন। দীর্ঘ সাত বছর বিভিন্ন মটরশুঁটি (Pea) গাছের উপর নানান পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে তিনি বংশগতির দুটি "সূত্র" প্রবর্তন করেন। তাঁর সূত্রগুলোকে মেন্ডেলের সূত্র বা মেন্ডেলিজম (Mendelism) বলে আখ্যায়িত করা হয়।
3. মেন্ডেল কত প্রকার মটরশুঁটি নিয়ে গবেষণা করেন? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: মেন্ডেলিয়ান ইনহেরিট্যান্স, জিনতত্ত্ব ও বিবর্তন, জীববিজ্ঞান ২য় পত্র, আজমল স্যার।
Explaination: ১৮৫৭ সালে মেন্ডেল ৩৪ প্রকার মটরশুঁটি (Pisum sativum) সংগ্রহ করে গির্জা সংলগ্ন বাগানে উদ্ভিদের বংশগতি রহস্য উদঘাটনের জন্য পরীক্ষা-নিরীক্ষা শুরু করেন। দীর্ঘ সাত বছরের কঠিন ও শ্রমসাধ্য পরীক্ষা শেষে তিনি বংশগতির দুটি সূত্র (Law) আবিষ্কার করেন।
4. মেন্ডেল মটরশুঁটির কতজোড়া বিপরীত চরিত্রলক্ষণ নিয়ে পরীক্ষা চালিয়েছিলেন? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: মেন্ডেলিয়ান ইনহেরিট্যান্স, জিনতত্ত্ব ও বিবর্তন, জীববিজ্ঞান ২য় পত্র, আজমল স্যার।
Explaination: মেন্ডেল মটরশুঁটি গাছের নির্বাচিত সাতজোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য (প্রকট ও প্রচ্ছন্ন) নিয়ে সংকরায়ন ঘটান। মেন্ডেলের উপরোক্ত পরীক্ষাগুলো (প্রতিক্ষেত্রে) একজোড়া বিপরীত বৈশিষ্ট্যযুক্ত মটরশুঁটি গাছের মধ্যেই সংঘটিত হয় এবং এ ধরনের পরীক্ষাকে মনোহাইব্রিড ক্রস (monohybrid cross) বা একলক্ষণ সংকরায়ন বলে।
5. পরীক্ষার জন্য মেন্ডেলের মটরগাছ বেছে নেওয়ার কারণ নয় কোনটি? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: মেন্ডেলিয়ান ইনহেরিট্যান্স, জিনতত্ত্ব ও বিবর্তন, জীববিজ্ঞান ২য় পত্র, আজমল স্যার।
Explaination: *পরীক্ষার জন্য মেন্ডেলের মটরগাছ বেছে নেয়ার কারণ বাগানের মটরগাছে (garden pea, Pisum sativum) নিম্নোক্ত কিছু উর্দিষ্ট বৈশিষ্ট্য পরিলক্ষিত হওয়ায় মেন্ডেল তাঁর পরীক্ষার জন্য মটরগাছকে নমুনা হিসেবে মনোনীত করেছিলেন। ১. মটরগাছ একবর্ষজীবী হওয়ায় খুবই সহজেই বাগানের জমিতে ও টবে ফলানো যায়। ২. মটরগাছের প্রতিটি জনুর আয়ুষ্কাল অল্প হওয়ায় খুব কম সময়ের মধ্যেই সংকরায়ন পরীক্ষার ফল পাওয়া যায়। ৩. মটরফুল উভলিঙ্গ হওয়ায় সহজেই স্ব-পরাগায়ন ঘটে। ৪. মটরফুল স্ব-পরাগী হওয়ায় বাইরে থেকে আসা অন্য কোন চারিত্রিক বৈশিষ্ট্য সহজে মিশে যেতে পারে না, ফলে বংশপরম্পরায় নির্দিষ্ট চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন শুদ্ধ সন্তান-সন্ততি উৎপাদন সম্ভব। ৫. ফুলগুলো আকারে বড় হওয়ায় মটর গাছে খুব সহজেই পরপরাগায়নও ঘটানো সম্ভব হয়। ৬. মটরগাছে সুস্পষ্ট তুলনামূলক বংশগতি বৈশিষ্ট্য দেখা যায়-এ জন্য অটর গাছের বহু প্রকরণ (varieties) উপস্থিত। ৭. সংকরায়নের ফলে সৃষ্ট বংশধরগুলো উর্বর (fertile) হয়; অর্থাৎ এগুলো জননক্ষম হওয়ায় নিয়মিত বংশবৃদ্ধি করতে পারে।
6. ক্রোমোসোমের যে স্থানে জিন অবস্থান করে তাকে কী বলে? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: জিনতত্ত্বে ব্যবহৃত কতকগুলো শব্দের ব্যাখ্যা, জিনতত্ত্ব ও বিবর্তন, জীববিজ্ঞান ২য় পত্র, আজমল স্যার।
Explaination: ক্রোমোজোমে জিনের নির্দিষ্ট স্থান-এর নাম লোকাস। একটি নির্দিষ্ট জিনের অ্যালিলগুলো সমসংস্থ ক্রোমোজোমের একই লোকাসে অবস্থান করে।
7. জীবের বাহ্যিক লক্ষণকে কী বলে? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: জিনতত্ত্বে ব্যবহৃত কতকগুলো শব্দের ব্যাখ্যা, জিনতত্ত্ব ও বিবর্তন, জীববিজ্ঞান ২য় পত্র, আজমল স্যার।
Explaination: জিনোটাইপ (Genotype): কোনো জীবের লক্ষণ নিয়ন্ত্রণকারী জিন যুগলের গঠনকে জিনোটাইপ বলে। একটি জীবের জিনোটাইপ তার পূর্ব বা উত্তর পুরুষ থেকে জানা যায়। সদৃশ জিনোটাইপধারী জীবেরা যদি একই পরিবেশে বাস করে তাহলে ওদের ফিনোটাইপও সদৃশ হবে। ফিনোটাইপ (Phenotype): জিনোটাইপ দ্বারা নিয়ন্ত্রিত জীবের বাহ্যিক লক্ষণকে ফিনোটাইপ বলে। এটি জীবের আকার, আকৃতি, বর্ণ প্রভৃতি প্রকাশ করে। সদৃশ ফিনোটাইপধারী দুটি জীবের জিনোটাইপ একই রকম বা ভিন্ন হতে পারে।
8. F1 জনুর একটি হেটারোজাইগাস জীবের সাথে পিতৃ-মাতৃবংশীয় এক সদস্যের সঙ্গে সংকরায়নকে কী বলে? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: জিনতত্ত্বে ব্যবহৃত কতকগুলো শব্দের ব্যাখ্যা, জিনতত্ত্ব ও বিবর্তন, জীববিজ্ঞান ২য় পত্র, আজমল স্যার।
Explaination: ব্যাক ক্রস (Back cross) : F₁ জনুর একটি হেটারোজাইগাস জীবের সাথে পিতৃ-মাতৃবংশীয় এক সদস্যের সঙ্গে সংকরায়ন। টেস্ট ক্রস (Test cross): F1 বা F₂ বাবার জনুর বংশধরগুলো হোমোজাইগাস না হেটারোজাইগাস তা জানার জন্য সেগুলোকে মাতৃবংশের বিশুদ্ধ প্রচ্ছন্ন লক্ষণবিশিষ্ট জীবের সাথে সংকরায়ন বা ক্রস। এভাবে এদের F1 এবং F₂ জনুর এদের ফিনোটাইপিক এবং জিনোটাইপিক অনুপাত হবে ১: ১।
9. মেন্ডেলের ১ম সূত্রের নাম নয় কোনটি? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: মেন্ডেলের সূত্রসমূহ , জিনতত্ত্ব ও বিবর্তন, জীববিজ্ঞান ২য় পত্র, আজমল স্যার।
Explaination: প্রথম সূত্র: সংকর জীবে বিপরীত বৈশিষ্টের ফ্যাক্টরগুলো (জিনগুলো) মিশ্রিত বা পরিবর্তিত না হয়ে পাশাপাশি অবস্থান করে এবং জননকোষ (গ্যামেট) সৃষ্টির সময় পরস্পর থেকে পৃথক হয়ে ভিন্ন ভিন্ন জননকোষে প্রবেশ করে। এ সূত্রকে মনোহাইব্রিড ক্রস সূত্র (Law of Monohybrid Cross) বা জননকোষ বিশুদ্ধতার সূত্র (Law of Purity of Gametes) বা পৃথকীকরণ সূত্র (Law of Segregation)-ও বলা হয়।
10. মিউট্যান্ট জিন হলো- Edit
(a)
(b)
(c)
(d)
Topic: মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রম , জিনতত্ত্ব ও বিবর্তন, জীববিজ্ঞান ২য় পত্র, আজমল স্যার।
Explaination: প্রথম সূত্র: সংকর জীবে বিপরীত বৈশিষ্টের ফ্যাক্টরগুলো (জিনগুলো) মিশ্রিত বা পরিবর্তিত না হয়ে পাশাপাশি অবস্থান করে এবং জননকোষ (গ্যামেট) সৃষ্টির সময় পরস্পর থেকে পৃথক হয়ে ভিন্ন ভিন্ন জননকোষে প্রবেশ করে। মেন্ডেলের প্রথম সূত্রের ব্যাতিক্রম হলোঃ ১. অসম্পূর্ণ প্রকটতা (Incomplete Dominance)- ফলাফল ১: ২:১। ২. সমপ্রকটতা (Co-dominance) ফলাফল ১: ২: ১। ৩. মারণ জিন বা লিথাল জিন (Lethal Gene) - অনুপাত ২: ১।
11. অসম্পূর্ণ প্রকটতার জন্য দায়ী জিন কোনটি? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রম , জিনতত্ত্ব ও বিবর্তন, জীববিজ্ঞান ২য় পত্র, আজমল স্যার।
Explaination: অসম্পূর্ণ প্রকটতা (Incomplete Dominance)- ফলাফল ১: ২:১। যখন একজোড়া বিপরীত বৈশিষ্ট্যসম্পন্ন দুটি জীবে সংকরায়ন (ক্রস) ঘটে কিন্তু প্রথম বংশধরে (F₁ জনুতে) প্রকট ফিনোটাইপ পূর্ণ প্রকাশে ব্যর্থ হয় এবং উভয় বৈশিষ্ট্যের মাঝামাঝি এক বৈশিষ্ট্যের প্রকাশ ঘটে তখন তাকে অসম্পূর্ণ প্রকটতা বলে। অসম্পূর্ণ প্রকটতার জন্য দায়ী জিনগুলোকে ইন্টারমিডিয়েট জিন (intermediate gene) বলে অসম্পূর্ণ প্রকটতার কারণে মেন্ডেলের মনোহাইব্রিড ক্রসের অনুপাত ৩: ১ এর পবির্তে ১: ২: ১ হয়।
12. ড্রসোফিলা মাছির লুপ্তপ্রায় ডানা সৃষ্টিকারী জিন কোনটি? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রম , জিনতত্ত্ব ও বিবর্তন, জীববিজ্ঞান ২য় পত্র, আজমল স্যার।
Explaination: ড্রসোফিলা মাছির লুপ্তপ্রায় ডানা সৃষ্টিকারী লিথাল জিন সাবভাইটাল ধরনের।
13. কোনটি লিথাল জিনের প্রভাব নয়? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রম , জিনতত্ত্ব ও বিবর্তন, জীববিজ্ঞান ২য় পত্র, আজমল স্যার।
Explaination: লিথাল জিনের প্রভাবে থ্যালাসেমিয়া, সিকল সেল অ্যানিমিয়া, সিস্টিক ফাইব্রোসিস, রেটিনোব্লাস্টোমা, রেটিনোব্লাস্টোমা, ব্রাকিফ্যালাঞ্জি, কনজেনিটাল ইকথিওসিস ইত্যাদি হয়ে থাকে। লাল সবুজ বর্ণান্ধতা একটি সেক্স লিঙ্কড রোগ।
14. মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রম নয় কোনটি? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রম , জিনতত্ত্ব ও বিবর্তন, জীববিজ্ঞান ২য় পত্র, আজমল স্যার।
Explaination: মেন্ডেলের প্রথম সূত্রের ব্যাতিক্রম হলোঃ ১. অসম্পূর্ণ প্রকটতা (Incomplete Dominance)- ফলাফল ১: ২:১। ২. সমপ্রকটতা (Co-dominance) ফলাফল ১: ২: ১। ৩. মারণ জিন বা লিথাল জিন (Lethal Gene) - অনুপাত ২: ১।
15. কোনটি দ্বৈত প্রচ্ছন্ন এপিস্ট্যাসিসের উদাহরণ? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম , জিনতত্ত্ব ও বিবর্তন, জীববিজ্ঞান ২য় পত্র, আজমল স্যার।
Explaination: দ্বৈত প্রচ্ছন্ন এপিস্ট্যাসিস (Duplicate Recessive Epistasis) - অনুপাত ৯: ৭। দুটি ভিন্ন লোকাসে অবস্থিত দুটি প্রচ্ছন্ন অ্যালিল যখন পরস্পরের (একে অপরের) প্রকট অ্যালিলকে নির্দিষ্ট বৈশিষ্ট্য প্রকাশে বাধা দেয়, তখন তাকে দ্বৈত প্রচ্ছন্ন এপিস্ট্যাসিস বলে। অর্থাৎ এক্ষেত্রে কেবল হোমোজাইগাস প্রচ্ছন্ন বৈশিষ্ট্য প্রদর্শন করে। মানুষের জন্মগত মূক-বধিরতা দ্বৈত প্রচ্ছন্ন এপিস্ট্যাসিসের অন্যতম উদাহরণ।
16. যে জিন নন-অ্যালিলিক জিনের বৈশিষ্ট্য প্রকাশে বাধে দেয়, তাকে কী বলে? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম , জিনতত্ত্ব ও বিবর্তন, জীববিজ্ঞান ২য় পত্র, আজমল স্যার।
Explaination: একটি জিন যখন অন্য একটি নন-অ্যালিলিক (non-allelic) জিনের কার্যকারিতা প্রকাশে বাধা দেয় তখন এ প্রক্রিয়াকে এপিস্ট্যাসিস বলে। যে জিনটি অপর জিনের বৈশিষ্ট্য প্রকাশে বাধা দেয় সে জিনকে এপিস্ট্যাটিক জিন (epistatic gene), আর যে জিনটি বৈশিষ্ট্য প্রকাশে বাধা পায় সে জিনটিকে হাইপোস্ট্যাটিক তার জিন (hypostatic gene) বলে।
17. নিচের কোনটি পলিজেনিক ইনহেরিট্যান্সের অন্তর্ভুক্ত নয়? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: পলিজেনিক বা বহুজিনীয় ইনহেরিট্যান্স , জিনতত্ত্ব ও বিবর্তন, জীববিজ্ঞান ২য় পত্র, আজমল স্যার।
Explaination: কোন কোন জীবের ক্ষেত্রে দেখা যায় যে বিভিন্ন লোকাসে অবস্থানকারী (নন-অ্যালিলিক) একাধিক জিন জীবের একটিমাত্র বৈশিষ্ট্য প্রকাশ করে। যেমন-মানুষের উচ্চতা, গায়ের রং, চোখের রং, ওজন, বুদ্ধমত্তা: গাভির দুধ; ভুট্টা বা গমের দানার রং ইত্যাদি পরিমাণগত বৈশিষ্ট্য (quantitative traits) একাধিক জিনের সমন্বিত প্রয়োগের উপর নির্ভরশীল হয়। ভিন্ন ভিন্ন লোকাসে অবস্থিত নন-অ্যালিলিক জিনের একটি গ্রুপ সম্মিলিতভাবে কোন জীবের একটি পরিমাণগত বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করলে তখন সেই জিন-গ্রুপকে পলিজিন (polygene) বলে। পলিজিনে নিয়ন্ত্রিত পরিমাণগত বৈশিষ্ট্যের বংশগতিকে পলিজেনিক ইনহেরিট্যান্স বলা হয়।
18. পলিজিনের প্রভাব কীরূপ? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: পলিজেনিক বা বহুজিনীয় ইনহেরিট্যান্স , জিনতত্ত্ব ও বিবর্তন, জীববিজ্ঞান ২য় পত্র, আজমল স্যার।
Explaination: জিনতত্ত্ববিদ K. Mather, ১৯৫৪ সালে পলিজিন নামকরণ করেন। পলিজিনের প্রভাব ক্রমবর্ধিষ্ণু (cumulative) হওয়ায় এমন বৈশিষ্ট্যকে মাত্রিক চরিত্র (সালে পলিজিন নামকরণ বলা হয়। মানুষের অনেক বংশগতিয় রোগ পলিজেনিক জিনের অস্বাভাবিকতার কারণে সৃষ্টি হয়, যেমন-অটিজম, ক্যান্সার, ডায়াবেটিস ইত্যাদি।
19. XX-XY পদ্ধতিতে কোনটির লিঙ্গ নির্ধারণ করা হয় না? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: লিঙ্গ নির্ধারণ (XX-XY, XX-XO) নীতি, জিনতত্ত্ব ও বিবর্তন, জীববিজ্ঞান ২য় পত্র, আজমল স্যার।
Explaination: XX-XY পদ্ধতিঃ মানুষ, ড্রসোফিলাসহ বিভিন্ন ধরনের পতঙ্গ এবং গাঁজা, তেলাকুচা প্রভৃতি উদ্ভিদের লিঙ্গ নির্ধারণ।
20. মানুষের সেক্স-লিংকড ডিসঅর্ডার নয় কোনটি? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: সেক্স-লিঙ্কড ডিসঅর্ডার: বর্ণান্ধতা, জিনতত্ত্ব ও বিবর্তন, জীববিজ্ঞান ২য় পত্র, আজমল স্যার।
Explaination: লিথাল জিনের প্রভাবে থ্যালাসেমিয়া, সিকল সেল অ্যানিমিয়া, সিস্টিক ফাইব্রোসিস, রেটিনোব্লাস্টোমা, রেটিনোব্লাস্টোমা, ব্রাকিফ্যালাঞ্জি, কনজেনিটাল ইকথিওসিস ইত্যাদি হয়ে থাকে।
21. মানবদেহে কতটি সেক্স লিংকড জিন পাওয়া যায়? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: সেক্স-লিঙ্কড ডিসঅর্ডার: বর্ণান্ধতা, জিনতত্ত্ব ও বিবর্তন, জীববিজ্ঞান ২য় পত্র, আজমল স্যার।
Explaination: মানুষে এ পর্যন্ত প্রায় ৬০টি সেক্স-লিকড জিন পাওয়া যায়। মানুষের যেসব জিন নিয়ন্ত্রিত বংশগতিয় রোগ সেক্স ক্রোমোজোমের (X ও Y) মাধ্যমে বংশপরম্পরায় সঞ্চারিত হয় তাদের সেক্স লিঙ্কড ডিসঅর্ডার বা অস্বাভাবিকতা বলে।
22. সবচেয়ে ভয়াবহতম মাসক্যুলার ডিস্ট্রফি কোনটি? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: হিমোফিলিয়া ও মাসকুলার ডিস্ট্রফি, জিনতত্ত্ব ও বিবর্তন, জীববিজ্ঞান ২য় পত্র, আজমল স্যার।
Explaination: মাসক্যুলার ডিস্ট্রফি একটি দুর্লভ জিনঘটিত অসুখ। আগেই বলা হয়েছে যে তিরিশেরও বেশি ধরনের মাসক্যুলার ডিসট্রফি রয়েছে। এর মধ্যে ডুশেনি মাসক্যুলার ডিসট্রফি (Duchenne Muscular Dystrophy সংক্ষেপে DMD) হচ্ছে ভয়াবহতম ডিস্ট্রফি। পঞ্চাশ হাজারে মাত্র একজনে এ রোগটি দেখা যেতে পারে। অন্য ডিসট্রফিগুলো আরও দুর্লভ।
23. রক্ততঞ্চনের কোন ফ্যাক্টরের অনুপস্থিতিতে খ্রিস্টমাস ডিজিজ হয়? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: হিমোফিলিয়া ও মাসকুলার ডিস্ট্রফি, জিনতত্ত্ব ও বিবর্তন, জীববিজ্ঞান ২য় পত্র, আজমল স্যার।
Explaination: হিমোফিলিয়া নিচে বর্ণিত দুধরনের হয়ে থাকে: ১. ক্লাসিক হিমোফিলিয়া বা হিমোফিলিয়া A (Classic Haemophilia or Haemophilia A) : রক্ততঞ্চনের VIII নম্বর ফ্যাক্টর বা অ্যান্টিহিমোফিলিক ফ্যাক্টর (Antihaemophilic factor) উৎপন্ন না হলে এ রোগটি হয়। ২. খ্রিস্টমাস ডিজিজ বা হিমোফিলিয়া B (Christmas Disease or Haemophilia B): রক্ততঞ্চনের IX নম্বর ফ্যাক্টর বা প্লাজমা থ্রম্বোপ্লাস্টিন কমপোনেন্ট (Plasma thromboplastin component) বা খ্রিস্টমাস ফ্যাক্টর (christmas factor) অনুপস্থিত থাকলে এ রোগটি হয়।
24. মনুষ্য রক্তের শ্রেণিবিন্যাস করেন কে? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: ABO ব্লাডগ্রুপ ও Rh ফ্যাক্টরের কারণে সৃষ্ট সমস্যা, জিনতত্ত্ব ও বিবর্তন, জীববিজ্ঞান ২য় পত্র, আজমল স্যার।
Explaination: লোহিত রক্তকণিকার ঝিল্লিতে অ্যান্টিজেন-A ও B এর উপস্থিতি বা অনুপস্থিতির উপর ভিত্তি করে ভিয়েনাবাসী চিকিৎসক ও বিজ্ঞানী কার্ল ল্যান্ডস্টেইনার (Karl Landsteiner) ১৯০১ সালে মানুষের রক্তের যে শ্রেণিবিভাগ করেন, তাকে ABO ব্লাডগ্রুপ বা সংক্ষেপে ব্লাডগ্রুপ বলে। ব্লাডগ্রুপ আবিষ্কারের জন্য কার্ল ল্যান্ডস্টেইনার ১৯৩০ খ্রিস্টাব্দে চিকিৎসাশাস্ত্রে নোবেল পুরস্কার পান।
25. রক্তদানে Blood Group-‘B’ এর ক্ষেত্রে প্রযোজ্য- Edit
(a)
(b)
(c)
(d)
Topic: ABO ব্লাডগ্রুপ ও Rh ফ্যাক্টরের কারণে সৃষ্ট সমস্যা, জিনতত্ত্ব ও বিবর্তন, জীববিজ্ঞান ২য় পত্র, আজমল স্যার।
Explaination: ব্লাডগ্রুপ-B: B ব্লাডগ্রুপ বিশিষ্ট ব্যক্তির লোহিত রক্তকণিকার ঝিল্লিতে অ্যান্টিজেন-B এবং রক্তরসে অ্যান্টিবডি-A থাকে। B গ্রুপের রক্তের অ্যান্টিবডি A গ্রুপের রক্তের লোহিত কণিকাকে জমিয়ে দেয়। B ব্লাডগ্রুপের দাতা B ও AB ব্লাড গ্রুপের ব্যক্তিকে রক্ত দিতে পারে এবং B ও O গ্রুপের রক্ত নিতে পারে। মানবজাতির প্রায় ৩২% ব্যক্তি B ব্লাডগ্রুপের অধিকারী।
26. অ্যান্টিজেনের কোন সন্নিবেশটি সম্ভব নয়? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: ABO ব্লাডগ্রুপ ও Rh ফ্যাক্টরের কারণে সৃষ্ট সমস্যা, জিনতত্ত্ব ও বিবর্তন, জীববিজ্ঞান ২য় পত্র, আজমল স্যার।
Explaination: গ্রুপ বলে। Rh ফ্যাক্টরবিশিষ্ট রক্তকে Rh+ (Rh পজিটিভ) এবং Rh ফ্যাক্টরবিহীন রক্তকে Rh (Rh নেগেটিভ) রক্ত বলে। বিজ্ঞানী Fisher মত প্রকাশ করেন যে, Rh ফ্যাক্টর মোট ৬টি সাধারণ অ্যান্টিজেনের সমষ্টি বিশেষ। এদের ৩ জোড়ায় ভাগ করা যায়, যেমন-C, c; D, d; E, e। এদের মধ্যে C, D, E হচ্ছে মেন্ডলীয় প্রকট এবং c, d, e হচ্ছে মেন্ডেলীয় প্রচ্ছন্ন। মানুষের লোহিত কণিকায় এক সংগে ৩টি অ্যান্টিজেন থাকে কিন্তু প্রতি জোড়ার দুটি উপাদান কখনও একসাথে থাকে না, যেমন-CDE, CDe, cDE এমন সন্নিবেশ সম্ভব, CDd অসম্ভব। মেন্ডেলীয় প্রকট অ্যান্টিজেন (C, D, E) যে রক্তে থাকে তাকে Rh+ রক্ত বলে। যে রক্তে মেন্ডেলীয় প্রচ্ছন্ন অ্যান্টিজেন (c, d, e) থাকে তাকে Rh রক্ত বলে।
27. রেসাস বানরের বৈজ্ঞানিক নাম কোনটি? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: ABO ব্লাডগ্রুপ ও Rh ফ্যাক্টরের কারণে সৃষ্ট সমস্যা, জিনতত্ত্ব ও বিবর্তন, জীববিজ্ঞান ২য় পত্র, আজমল স্যার।
Explaination: ১৯৪০ সালে কার্ল ল্যান্ডস্টেইনার এবং উইনার (Karl Landsteiner and Wiener) রেসাস বানরের (Macaca mulatta) রক্ত খরগোসের শরীরে প্রবেশ করিয়ে খরগোসের রক্তরসে এক ধরনের অ্যান্টিবডি উৎপাদনে সক্ষম হন।
28. অ্যান্টিবডি কোথায় থাকে? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: ABO ব্লাডগ্রুপ ও Rh ফ্যাক্টরের কারণে সৃষ্ট সমস্যা, জিনতত্ত্ব ও বিবর্তন, জীববিজ্ঞান ২য় পত্র, আজমল স্যার।
Explaination: মানুষের লোহিত রক্তকণিকার ঝিল্লিতে ব্লাডগ্রুপ নির্ধারণকারী দুধরনের অ্যান্টিজেন এবং রক্তরসে ব্লাডগ্রুপ নির্ধারণকারী দুধরনের স্বতঃস্ফূর্ত অ্যান্টিবডি থাকে। ব্লাডগ্রুপ নির্ধারণকারী অ্যান্টিজেনগুলো মিউকোপলিস্যাকারাইড জাতীয় পদার্থ এবং অ্যাগ্লুটিনোজেন (agglutinogen) নামে পরিচিত। অপরপক্ষে, ব্লাডগ্রুপ নির্ধারণকারী অ্যান্টিবডিগুলো গ্লাইকোপ্রোটিন জাতীয় পদার্থ এবং অ্যাগ্লুটিনিন (agglutinin) নামে পরিচিত।
29. কোন ব্লাড গ্রুপের লোহিত কণিকায় কোনো অ্যান্টিজেন থাকে না? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: ABO ব্লাডগ্রুপ ও Rh ফ্যাক্টরের কারণে সৃষ্ট সমস্যা, জিনতত্ত্ব ও বিবর্তন, জীববিজ্ঞান ২য় পত্র, আজমল স্যার।
Explaination: ব্লাডগ্রুপ-O: O ব্লাডগ্রুপ বিশিষ্ট ব্যক্তির লোহিত রক্তকণিকার ঝিল্লিতে ব্লাডগ্রুপ নির্ধারণকারী কোনো অ্যান্টিজেন থাকে না, কিন্তু রক্তরসে অ্যান্টিবডি-A ও B উভয়ই থাকে।
30. মানুষের Y জিন নিয়ন্ত্রিত বৈশিষ্ট্য কোনটি? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: সেক্স-লিঙ্কড ডিসঅর্ডার: বর্ণান্ধতা, জিনতত্ত্ব ও বিবর্তন, জীববিজ্ঞান ২য় পত্র, আজমল স্যার।
Explaination: মানুষের X জিন নিয়ন্ত্রিত এরকম কয়েকটি রোগ হলো লাল-সবুজ বর্ণান্ধতা (Red-green Color Blindness), হিমোফিলিয়া (Hemophilia), ডুসেন মাসকুলার ডিস্ট্রফি (Duchenne Muscular Dystrophy)।
31. Super Bug কোনটি ভাঙ্গতে সাহায্য করে? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: জিন প্রযুক্তির ব্যবহার –পরিবেশ ব্যাবস্থাপনায়, জীবপ্রযুক্তি, উদ্ভিদবিজ্ঞান, আজিবুর রহমান স্যার।
Explaination: Super Bug হাইড্রোকার্বন ভাঙ্গতে সাহায্য করে।
32. গর্ভাবস্থার শুরুতে জীবপ্রযুক্তি ব্যবহার করলে কোন রোগ নিরাময়ের সম্ভবনা থাকে? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: জিন প্রযুক্তির ব্যবহার – চিকিৎসাক্ষেত্রে, জীবপ্রযুক্তি, উদ্ভিদবিজ্ঞান, আজিবুর রহমান স্যার।
Explaination: গর্ভাবস্থার শুরুতে জীবপ্রযুক্তি ব্যবহার করলে ফেনিলকেটোনুরিয়া রোগ নিরাময়ের সম্ভবনা থাকে।
33. GMO এর পূর্ণরূপ কি? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: রিকম্বিনেন্ট DNA প্রযুক্তি, জীবপ্রযুক্তি, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: GMO এর পূর্ণরূপ Genetically Modified Organism.
34. টিস্যু কালচারের মাধ্যমে উৎপাদিত নতুন চারাকে কী বলে? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: উদ্ভিদ টিস্যু কালচার, জীবপ্রযুক্তি, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: টিস্যু কালচারের মাধ্যমে উৎপাদিত নতুন চারাকে প্লান্টলেট বলে।
35. প্রত্যেক মানুষের DNA অণুর খন্ডগুলোর ফটোগ্রাফিক বিন্যাস বা চিত্রকে কী বলে? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: DNA ফিঙ্গার প্রিন্ট, জীবপ্রযুক্তি, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: প্রথমে কোনো জীব তথা মানুষের সম্পূর্ণ DNA সংগ্রহ করে রেস্ট্রিকশন এনজাইম দিয়ে কর্তন করা হয় এবং পরবর্তীতে জেল ইলেকট্রোফোরেসিস এর মাধ্যমে জেল স্তরের উপর চালনা করা হয়। ফলে সেখানে DNA খণ্ডগুলো ক্রমান্বয়ে বড় থেকে ছোট হিসেবে কতগুলো সারিবদ্ধ ব্যান্ড হিসেবে জমা হবে। বিশেষ ফটোগ্রাফিক পদ্ধতি দ্বারা ব্যান্ডগুলোর প্রকৃতি ও পারস্পরিক অবস্থান জানা যায়। প্রত্যেক জীব তথা মানুষের DNA খণ্ডগুলোর এমন ফটোগ্রাফিক বিন্যাস বা চিত্রকে DNA finger print বা DNA profile বলে।
36. কোনটিতে মানুষের insulin উৎপাদনকারী জিন প্রবেশ করানো হয়েছে? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: রিকম্বিনেন্ট DNA প্রযুক্তির প্রয়োগ, জীবপ্রযুক্তি, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: বর্তমানে কুসুম ফুলে মানুষের ইনসুলিন উৎপাদনকারী জিন প্রবেশ করানো হয়েছে। এর ফলে কুসুম ফুলের বীজ বা তেলে ইনসুলিন থাকবে। এতে খরচ বহুলাংশে কমে যাবে। এটি প্রায় চূড়ান্ত তবে এখনও বাজারে উন্মুক্ত করা হয়নি।
37. তোষা পাটের (Corchorus olitorius) genome sequencing করেন কে? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: জিনোম সিকোয়েন্সিং, জীবপ্রযুক্তি, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: "তোষা পাটের জিনোম সিকুয়েন্সিং" হল তোষা পাট প্লান্টের জিনোমের সিকুয়েন্স পড়ার প্রক্রিয়া। তোষা পাট বা লিনিয়াস ইয়েনসিস (Linum usitatissimum) হল একটি গুণীয় উদ্ভিদ যা প্রায় সনাক্তযোগ্য হয়েছে তার তুলনামূলক উপকারিতা এবং বিভিন্ন প্রযুক্তির জন্য। ড. মাকসুদুল আলম তোষা পাটের (Corchorus olitorius) জিনোম সিকুয়েন্সিং করেন। মাকসুদুল আলম (১৪ ডিসেম্বর ১৯৫৪ - ২০ ডিসেম্বর ২০১৪) ছিলেন একজন বাংলাদেশি জিনতত্ত্ববিদ। তাঁর নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট ও তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান ডাটাসফটের একদল গবেষকের যৌথ প্রচেষ্টায় ২০১০ সালের মাঝামাঝি সময়ে সফলভাবে উন্মোচিত হয় পাটের জিন নকশা ।
38. নিচের কোন ক্ষেত্রে জিনোম সিকোয়েন্সিং (Genome sequencing) ব্যবহার করা হয়? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: জিনোম সিকোয়েন্সিং এর প্রয়োগ, জীবপ্রযুক্তি, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: জিনোম সিকোয়েন্সিং (Genome sequencing) ব্যবহার - অপরাধী শনাক্তকরণে। - পিতৃত্ব নির্ণয়ে । - শ্রেণিবিন্যাসের স্তর নির্ধারণে ।
39. মানুষের শুক্রাণুতে কয় সেট জিনোম (Genome) থাকে? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: জিনোম সিকোয়েন্সিং, জীবপ্রযুক্তি, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: জিনোম শব্দের অর্থ হল একটি জীবাণু, প্লান্ট, প্রাণী বা অন্যান্য জীবজন্তুর সম্পূর্ণ জেনেটিক অবকাঠামো বা জেনেটিক ব্লুপ্রিন্ট। এটি ওই প্রজাতির সমস্ত জীবজন্তুর ডিএনএ সম্পর্কিত সম্পূর্ণ তথ্য বা জেনেটিক তথ্য সংগ্রহের স্থানীয় সেট বোঝায়। প্রত্যেকটি দেহকোষে ২ সেট জিনোম থাকে। মানুষের শুক্রাণুতে 1 সেট জিনোম (Genome) থাকে।
40. মানুষের দেহের প্রতিটি কোষ কতটি কর্মক্ষম জিন বহন করে? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: জিন প্রযুক্তির ব্যবহার – চিকিৎসাক্ষেত্রে, জীবপ্রযুক্তি, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: মানুষের দেহের প্রতিটি কোষ ২৫০০০ টি কর্মক্ষম জিন বহন করে।
41. নির্দিষ্ট রোগ উৎপাদনের জন্য দায়ী ত্রুটিপূর্ণ জিন সঠিক করার পদ্ধতিকে কী বলে? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: জিন প্রযুক্তির ব্যবহার – চিকিৎসাক্ষেত্রে, জীবপ্রযুক্তি, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: নির্দিষ্ট রোগ উৎপাদনের জন্য দায়ী ত্রুটিপূর্ণ জিন সঠিক করার পদ্ধতিকে Gene therapy বলে।
42. গোল্ডেন রাইসে (Golden rice) কোন কোন উপাদান তৈরির জিন প্রতিস্থাপন করা হয়েছে? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: জিন প্রযুক্তির ব্যবহার - কৃষিক্ষেত্রে, জীবপ্রযুক্তি, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: গোল্ডেন রাইসে (Golden rice) বিটা ক্যারোটিন ও আয়রন তৈরির জিন প্রতিস্থাপন করা হয়েছে।
43. নিচের কোনটি Hydrocarbon Oxidizing অণুজীব হিসেবে কাজ করে? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: কম্বিনেন্ট DNA প্রযুক্তির প্রয়োগ - পরিবেশ ব্যাবস্থাপনায়, জীবপ্রযুক্তি, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: Nocardia অণুজীবটি Hydrocarbon Oxidizing অণুজীব হিসেবে কাজ করে।
44. কোন ব্যাকটেরিয়াম Activated Sludge পদ্ধততিতে সিউয়েজ পরিশোধনে ব্যবহৃত হয়? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: জিন প্রযুক্তির ব্যবহার – পরিবেশ ব্যাবস্থাপনায়, জীবপ্রযুক্তি, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: Zooglea ramigera ব্যাকটেরিয়াম Activated Sludge পদ্ধততিতে সিউয়েজ পরিশোধনে ব্যবহৃত হয়.
45. কতটি নাইট্রোজেন-বেস নিয়ে ইনস্যুলিনের জেনেটিক কোড গঠিত হয়? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: রেফারেন্স: জিন প্রযুক্তির ব্যবহার – চিকিৎসাবিজ্ঞানে, জীবপ্রযুক্তি, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: ১৫৩ টি নাইট্রোজেন-বেস নিয়ে ইনস্যুলিনের জেনেটিক কোড গঠিত হয়।
46. বায়োএক্টিভেটর বলতে কি বুঝায়? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: জিন প্রযুক্তির ব্যবহার – মলিকুলার ফার্মিং, জীবপ্রযুক্তি, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: যে সব ট্রান্সজেনিক প্রাণী থেকে ঔষুধ আহরণ করা যায় তাদের বায়োএক্টিভেটর বলে।
47. নিচের কোনটি Biopharming এর প্রায়োগিক দিক নয়? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: জিন প্রযুক্তির ব্যবহার –বা য়োফার্মিং, জীবপ্রযুক্তি, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: Biopharming এর প্রায়োগিক দিক - ছাগল থেকে antithrombin তৈরি - ছাগলের দুধ থেকে spider silk তৈরি - কুসুম ফুলের বীজ থেকে ইনস্যুলিন তৈরি ।
48. Vaccine তৈরি করা হয় কোন প্রক্রিয়ায় মাধ্যমে? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: জিন প্রযুক্তির ব্যবহার – চিকিৎসাবিজ্ঞানে, জীবপ্রযুক্তি, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: জিন প্রযুক্তির মাধ্যমে Vaccine তৈরি করা হয়।
49. ট্রান্সজেনিক প্রাণীর দুধ, রক্ত, মূত্র থেকে ঔষধ আহরণকে কি বলে? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: জিন প্রযুক্তির ব্যবহার – চিকিৎসাবিজ্ঞানে, জীবপ্রযুক্তি, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: ট্রান্সজেনিক প্রাণীর দুধ, রক্ত, মূত্র থেকে ঔষধ আহরণকে মলিকুলার ফার্মিং বলে।
50. ব্যাকটেরিয়ার কোষে মূল chromosome ছাড়া অতিরিক্ত দ্বিসূত্রক DNA কে কী বলে? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: প্লাজমিড, জীবপ্রযুক্তি, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: প্লাসমিড (Plasmid): ব্যাক্টেরিয়ার সাইটোপ্লাজমে মূল ক্রোমোসোম ছাড়াও যে বৃত্তাকার দ্বিসূত্রক DNA অণু থাকে তাকে প্লাসমিড বলে। Laderborg (1952) E.coli ব্যাকটেরিয়া কোষে সর্বপ্রথম প্রাসমিডের সন্ধান পান। প্লাসমিডের DNA অণু স্বাধীনভাবে অনুলিপন (replicate) করতে পারে।
51. সর্বপ্রথম কোন ব্যাকটেরিয়া কোষে প্লাসমিড আবিষ্কৃত হয়? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: প্লাজমিড, জীবপ্রযুক্তি, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: প্লাসমিড (Plasmid): ব্যাক্টেরিয়ার সাইটোপ্লাজমে মূল ক্রোমোসোম ছাড়াও যে বৃত্তাকার দ্বিসূত্রক DNA অণু থাকে তাকে প্লাসমিড বলে। Laderborg (1952) E.coli ব্যাকটেরিয়া কোষে সর্বপ্রথম প্রাসমিডের সন্ধান পান। প্লাসমিডের DNA অণু স্বাধীনভাবে অনুলিপন (replicate) করতে পারে।
52. নিচের কোন প্লাজমিড সংবেদনশীল E. coli ধবংসকারী প্রোটিন উৎপাদনকারী জিন বহন করে? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: প্লাজমিড, জীবপ্রযুক্তি, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: প্লাজমিড ৩ প্রকার। যথাঃ - F এবং F’ প্লাজমিড (Fertility) - R প্লাজমিড (Resistant) - Col প্লাজমিড (Colicin forming) [Tricks: R plasmid - Resistance plasmid যা এন্টিবায়োটিক রেসিস্টেন্স ক্ষমতা সম্পন্ন। F plasmid – fertility plasmid, যা ব্যাকটেরিয্য দেহে Pili তৈরি করে, যা তাদের যৌনজননে সাহায্য করে। Col plasmid – Colicin protein producing plasmid, যা সংবেদনশীল E. coli কোষকে ধ্বংস করতে পারে]
53. নিচের কোনটি Antibiotic resistant প্লাজমিড? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: প্লাজমিড, জীবপ্রযুক্তি, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: প্লাজমিড ৩ প্রকার। যথাঃ - F এবং F’ প্লাজমিড (Fertility) - R প্লাজমিড (Resistant) - Col প্লাজমিড (Colicin forming) [Tricks: R plasmid - Resistance plasmid যা এন্টিবায়োটিক রেসিস্টেন্স ক্ষমতা সম্পন্ন। F plasmid – fertility plasmid, যা ব্যাকটেরিয্য দেহে Pili তৈরি করে, যা তাদের যৌনজননে সাহায্য করে। Col plasmid – Colicin protein producing plasmid, যা সংবেদনশীল E. coli কোষকে ধ্বংস করতে পারে]
54. Plasmid কে আবিষ্কার করেন? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: প্লাজমিড, জীবপ্রযুক্তি, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: প্লাসমিড (Plasmid): ব্যাক্টেরিয়ার সাইটোপ্লাজমে মূল ক্রোমোসোম ছাড়াও যে বৃত্তাকার দ্বিসূত্রক DNA অণু থাকে তাকে প্লাসমিড বলে। Laderberg (1952) E.coli ব্যাকটেরিয়া কোষে সর্বপ্রথম প্রাসমিডের সন্ধান পান। প্লাসমিডের DNA অণু স্বাধীনভাবে অনুলিপন (replicate) করতে পারে।
55. প্লাজমিড সম্পর্কে নিচের কোনটি সত্য নয়? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: রিকম্বিনেন্ট DNA প্রযুক্তির ধাপসমূহ, জীবপ্রযুক্তি, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: ব্যাকটেরিয়ায় সাইটোপ্লাজমে মূল ক্রোমোসোম ছাড়াও স্বল্প জিন বহনকারী যে বৃত্তাকার দ্বিসূত্রক DNA থাকে তাকে প্লাজমিড বলে। প্লাসমিডের সাধারণ বৈশিষ্ট্য ১। প্লাসমিড বৃত্তাকার (চক্রাকার) দ্বি-সূত্রক DNA অণু। ২। এর আণবিক ভর প্রায় 10° 200 × 10° dalton. ৩। প্লাসমিড অল্পসংখ্যক জিন ধারণ করে থাকে। ৪। রেস্ট্রিকশন এনজাইম দ্বারা আদর্শ প্লাসমিডের নির্দিষ্ট স্থানগুলো কেটে ফেলা যায়। ৫। এরা কনজুগেশনের মাধ্যমে সহজেই অন্য ব্যাকটেরিয়ায় সঞ্চালিত হতে পারে। ৬। কোনো কোনো প্লাসমিডের জিন বিশেষ ধরনের রাসায়নিক বস্তু সংশ্লেষণ করতে পারে, যেমন-colicin, vibriocin ইত্যাদি। ৭। প্লাসমিডের DNA অণু স্বাধীনভাবে অনুলিপন (replicate) করতে পারে।
56. নিচের কোনটি Restriction enzyme নয়? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: রিকম্বিনেন্ট DNA প্রযুক্তির ধাপসমূহ, জীবপ্রযুক্তি, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: Eco RI, Hpa II, Hind III, Mbo I ইত্যাদি হলো রেস্ট্রিকশন এনজাইম।
57. রিকম্বিনেন্ট DNA প্রযুক্তিতে নিচের কোন অণুজীব সবচেয়ে বেশি ব্যাবহৃত হয়? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: রিকম্বিনেন্ট DNA প্রযুক্তি, জীবপ্রযুক্তি, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: রিকম্বিনেন্ট DNA প্রযুক্তি ও ট্রান্সজেনিক উদ্ভিদ উৎপাদন প্রক্রিয়া অণুজীবের উপর বিশেষভাবে নির্ভরশীল। উল্লিখিত অণুজীবসমূহের মধ্যে E. coli, Agrobacterium tumefaciens প্রভৃতি ব্যাকটেরিয়া ব্যাপকভাবে ব্যবহার করা হয়। এসব ব্যাকটেরিয়ার একটি বিশেষ বৈশিষ্ট্য হলো এদের কোষে মূল ক্রোমোসোম ছাড়াও একটি ছোট বৃত্তাকার DNA অণু থাকে। অতিরিক্ত এই বৃত্তাকার DNA-কে বলা হয় প্লাসমিড (plasmid)।
58. Recombinant DNA টেকনোলজি প্রয়োগের মাধ্যমে সৃষ্ট নতুন উদ্ভিদ কি নামে পরিচিত? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: রিকম্বিনেন্ট DNA প্রযুক্তি, জীবপ্রযুক্তি, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: জেনেটিক ইঞ্জিনিয়ারিং-এর মাধ্যমে DNA অণুর কাঙ্ক্ষিত অংশ ব্যাকটেরিয়া থেকে মানুষে, উদ্ভিদ থেকে প্রাণীতে, প্রাণী থেকে উদ্ভিদে স্থানান্তর করা সম্ভব হয়েছে। এ ধরনের জীবকে বলা হয় GMO (Genetically Modified Organism) বা GEO (Genetically Engineered Organism) বা ট্রান্সজেনিকস্ (TO= Transgenic Organism)।
59. কোনটিকে DNA অণু কর্তনের আণবিক কাঁচি (molecular scissors) বলা হয়? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: রিকম্বিনেন্ট DNA প্রযুক্তির ধাপসমূহ, জীবপ্রযুক্তি, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: রেস্ট্রিকশন এনজাইমকে DNA অণু কর্তনের আণবিক কাঁচি (molecular scissors) বলা হয়।
60. Heat shock প্রক্রিয়ায় প্লাজমিড DNA কে পোষক কোষে প্রবেশের জন্য বিশেষ পরিবেশ সৃষ্টি করতে নিচের কোনটি ব্যাবহার করা হয়? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: রিকম্বিনেন্ট DNA প্রযুক্তির ধাপসমূহ, জীবপ্রযুক্তি, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: ক্যালসিয়াম সমৃদ্ধ করে Heat shock প্রক্রিয়ায় প্লাজমিড DNA কে পোষক কোষে প্রবেশের জন্য বিশেষ পরিবেশ সৃষ্টি।
61. রিকম্বিনেন্ট DNA কে পোষক কোষে প্রবেশের প্রত্যক্ষ ভৌতিক প্রক্রিয়া নয় নিচের কোনটি? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: রিকম্বিনেন্ট DNA প্রযুক্তির ধাপসমূহ, জীবপ্রযুক্তি, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: রিকম্বিনেন্ট DNA কে পোষক কোষে প্রবেশের প্রত্যক্ষ ভৌতিক প্রক্রিয়াঃ (i) Electroporation (ii) Micro injection (iii) Biolistics (Gunshot)। Calcium Chloride এবং Liposomes রিকম্বিনেন্ট DNA কে পোষক কোষে প্রবেশের একটি প্রত্যক্ষ রাসায়নিক (Chemical) প্রক্রিয়া।
62. প্লাসমিডকে প্রকৃত কোষে প্রবেশ করানোর প্রক্রিয়াটি কি নামে পরিচিত? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: রিকম্বিনেন্ট DNA প্রযুক্তির ধাপসমূহ, জীবপ্রযুক্তি, উদ্ভিদবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: ব্যাকটেরিয়াতে বাইরের DNA প্রবেশ করানোকে বলা হয় ট্রান্সফরমেশন এবং প্লাসমিডকে প্রকৃত কোষে প্রবেশ করানোকে বলা হয় ট্রান্সফেকশন।
63. কর্তিত DNA এর অংশ জোড়া লাগাতে নিচের কোনটি প্রয়োজন হয়? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: রিকম্বিনেন্ট DNA প্রযুক্তির ধাপসমূহ, জীবপ্রযুক্তি, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: কর্তিত DNA এর অংশ জোড়া লাগাতে লাইগেজ এনজাইম প্রয়োজন হয়।
64. Recombinant DNA শনাক্তকরণে কোন পদ্ধতি ব্যবহৃত হয়? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: রিকম্বিনেন্ট DNA প্রযুক্তির ধাপসমূহ, জীবপ্রযুক্তি, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: Recombinant DNA শনাক্তকরণে - Genetic probe পদ্ধতি, - PCR পদ্ধতি, - Restriction digestion পদ্ধতি ব্যবহৃত হয়। জেনেটিক প্রোব (genetic probe) device মেটাল ডিটেক্টর-এর তুলনীয় একটি উপায়। জেনেটিক প্রোব হলো রেডিও অ্যাকটিভলি চিহ্নিত টার্গেট জিনের (কাঙ্ক্ষিত জিনের) পরিপূরক এক স্ট্র্যান্ডবিশিষ্ট DNA বা mRNA ।
65. কোন পদ্ধতিতে সরাসরি ট্রান্সজেনিক উদ্ভিদ (transgenic plant) তৈরি করা যায়? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: রিকম্বিনেন্ট DNA প্রযুক্তির ধাপসমূহ, জীবপ্রযুক্তি, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: Implanta পদ্ধতিতে সরাসরি ট্রান্সজেনিক উদ্ভিদ (transgenic plant) তৈরি করা যায়।
66. কোষ বহির্ভূতভাবে DNA cloning এর দ্রুততম পদ্ধতিকে কী বলে? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: জিন ক্লোনিং, জীবপ্রযুক্তি, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: PCR (পলিমারেজ চেইন রিঅ্যাকশন) ১৯৮৪ সালে আমেরিকান বিজ্ঞানী Kary Mullis কোষ বহির্ভূতভাবে DNA ক্লোনিং এর দ্রুততম এক পদ্ধতি আবিষ্কার করেন। এ প্রযুক্তিকে পলিমারেজ চেইন রিঅ্যাকশন বা PCR বলা হয়।একটি টেস্ট টিউবে একটি জিনের বহু কপি করা যায় PCR এর মাধ্যমে।
67. কোনো কাঙ্ক্ষিত জিনকে হুবহু কপি করে একই জিনোটাইপ সম্পন্ন জীব সৃষ্টি করাকে কী বলে? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: জিন ক্লোনিং, জীবপ্রযুক্তি, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: Gene Cloningঃ কোনো কাঙ্ক্ষিত জিনকে হুবহু কপি করে একই জিনোটাইপ সম্পন্ন জীব সৃষ্টি করাকে জিন ক্লোনিং বলে। ক্লোন (clone) শব্দের অর্থ-হুবহু প্রতিরূপ। একই জিনোটাইপ বিশিষ্ট একাধিক জীব বা জীবাংশকে ক্লোন বলা হয়। একটি জবা গাছ থেকে ১০টি ডাল কেটে চারা করলে এরা হবে হুবহু একই জিনোটাইপ সম্পন্ন এবং এরা হলো ক্লোন। Genetic Engineering: কোনো জীবকোষ থেকে কোনো সুনির্দিষ্ট জিন নিয়ে অন্যকোনো জীবকোষে স্থাপন ও কর্মক্ষম করা বা নতুন বৈশিষ্ট্য সৃষ্টির জন্য কোনো জীবের DNA-তে পরিবর্তন ঘটানোকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা জিন প্রকৌশল বলা হয়। Recombinant DNA: একটি জীবের কোষ থেকে কোনো কাঙ্খিত DNA-অংশ রেস্ট্রিকশন এনজাইমের সাহায্যে কেটে নিয়ে অন্য জীবের কোষের DNA এর সাথে সংযুক্ত করার ফলে যে নতুন (মিশ্রিত) DNA উৎপন্ন হয় তাকে Recombinant DNA বলে।
68. কোন পদ্ধতিতে ডলি নামক ভেড়ার সৃষ্টি হয়েছিল? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: জিন ক্লোনিং, জীবপ্রযুক্তি, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: জনন পদ্ধতিতে দাতা কোষের DNA-এর মাধ্যমে তার হুবহু প্রতিচ্ছবি সম্পন্ন নতুন প্রাণ সৃষ্টি করার কৌশল হলো রিপ্রোডাকটিভ ক্লোনিং। রিপ্রোডাক্টিভ ক্লোনিং (Reproductive cloning) পদ্ধতিতে ডলি নামক ভেড়ার সৃষ্টি হয়েছিল।
69. PCR এর সঠিক পূর্ণরূপ - Edit
(a)
(b)
(c)
(d)
Topic: জিন ক্লোনিং, জীবপ্রযুক্তি, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: PCR (পলিমারেজ চেইন রিঅ্যাকশন) ১৯৮৪ সালে আমেরিকান বিজ্ঞানী Kary Mullis কোষ বহির্ভূতভাবে DNA ক্লোনিং এর দ্রুততম এক পদ্ধতি আবিষ্কার করেন। এ প্রযুক্তিকে পলিমারেজ চেইন রিঅ্যাকশন বা PCR বলা হয়। একটি টেস্ট টিউবে একটি জিনের বহু কপি করা যায় PCR এর মাধ্যমে। প্রথমে একক সূত্রক করা হয়। DNA রেপ্লিকেশনের জন্য ৫-প্রান্তে একটি প্রাইমার যুক্ত করা হয় । একটি আদর্শ প্রাইমার ২০ বেইস পর্যন্ত লম্বা হয়ে থাকে।
70. জিন ক্লোনিং এ Vector হিসেবে কোনটি ব্যবহৃত হয় না? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: জিন ক্লোনিং, জীবপ্রযুক্তি, উদ্ভিদবিজ্ঞান, আজিবুর রহমান স্যার।
Explaination: জিন ক্লোনিং এ Vector হিসেবে প্লাজমিড, কসমিড, ফাজমিড (ট্রান্সপোজেন), সম্পূর্ণ ভাইরাস ব্যবহৃত হয়। ডিএনএ প্রোব হলো একক সূত্রকবিশিষ্ট ডিএনএ সিকোয়েন্স। ডিএনএ টেস্ট বা ডিএনএ গবেষণায় এটির ব্যবহার পরিলক্ষিত হয়। কোনো নমুনা জিনোম বা নমুনা ডিএনএতে নির্দিষ্ট নিউক্লিওটাইড বেস সিকোয়েন্স খোঁজার কাজে এটি ব্যবহার হয়।
71. নিচের কোনটি Gene cloning এর জন্য প্রয়োজনীয় উপাদান নয়? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: জিন ক্লোনিং, জীবপ্রযুক্তি, উদ্ভিদবিজ্ঞান, আজিবুর রহমান স্যার।
Explaination: জিন ক্লোনিং এর জন্য প্রয়োজনীয় উপাদান হলো - কাঙ্ক্ষিত জিন বা DNA (Target Gene/DNA), - ক্লোনিং ভেক্টর (Cloning Vector), - উৎসেচক (Enzyme), - পোষক (Host).
72. কোন মতবাদ কেমিঅসমোটিক মডেলের ভিত্তিতে প্রতিষ্ঠিত ? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: সক্রিয় লবণ পরিশোষণ, উদ্ভিদ শারীরতত্ত্ব, আবুল হাসান স্যার।
Explaination: প্রোটনও কোষের বাইরে থেকে ভিতরে ঢুকতে চায়, আর সে সময় অ্যানায়নগুলো প্রোটনের সাথে (প্রোটন ও অ্যানায়ন একসঙ্গে) প্রোটিন বাহকের মাধ্যমে কোষাভ্যন্তরে প্রবেশ করে। এজন্য একে প্রোটন-অ্যানায়ন কো-ট্রান্সপোর্ট বলা হয়। এ ধারণাটি Peter Mitchel (1968) এর কেমি-অসমোটিক মডেলের ভিত্তিতে প্রতিষ্ঠিত।
73. Chlorophyll অনু গঠনের জন্য কোন উপাদানটি অত্যাবশ্যকীয়? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: খনিজ লবণ পরিশোষণ, উদ্ভিদ শারীরতত্ত্ব , আবুল হাসান স্যার।
Explaination: Chlorophyll অনু গঠনের জন্য ম্যাগনেশিয়াম অণু অত্যাবশ্যকীয়।
74. লুনডেগড় মতবাদ অনুযায়ী অ্যানায়ন পরিশোষণ প্রকৃতপক্ষে কোনটির মাধ্যমে হয়ে থাকে? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: সক্রিয় লবণ পরিশোষণ, উদ্ভিদ শারীরতত্ত্ব, আবুল হাসান স্যার।
Explaination: লুনডেগড় মতবাদ (Lundegardth theory)- এ মতবাদকে Cytochrome Pump মতবাদও বলা হয়। এ মতবাদ অনুযায়ী বাহক হচ্ছে Cytochrome (Cyt.)। লুনডেগড়ের মতানুযায়ী অ্যানায়ন পরিশোষণ প্রকৃতপক্ষে cytochrome system এর মাধ্যমে সম্পন্ন হয়ে থাকে।
75. কোন আয়নগুলো উদ্ভিদে সর্বাপেক্ষা দ্রুতগতিতে শোষিত হয় ? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: খনিজ লবণ পরিশোষণ, উদ্ভিদ শারীরতত্ত্ব, আবুল হাসান স্যার।
Explaination: K+ এবং NO₃- আয়ন সবচেয়ে দ্রুতগতিতে শোষিত হয় এবং Ca²+ এবং SO42- আয়ন সবচেয়ে মন্থর গতিতে শোষিত হয়।
76. অন্তঃঅভিস্রবণ (endosmosis) প্রক্রিয়ায় পানি গ্রহণের ফলে কোষের স্ফীত হওয়ার অবস্থাকে কী বলে? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: প্রস্বেদন, উদ্ভিদ শারীরতত্ত্ব, আবুল হাসান স্যার।
Explaination: টারজিডিটি (Turgidity) বা রসস্ফীতি: অন্তঃঅভিস্রবণ (endosmosis) প্রক্রিয়ায় পানি গ্রহণের ফলে কোষের স্ফীত হওয়ার অবস্থাকে টারজিডিটি বলে।প্লাজমোলাইসিস (Plasmolysis): কোনো কোষ হতে অভিস্রবণ প্রক্রিয়ায় পানি বের হয়ে গেলে ঐ কোয়ের রসস্ফীতি কমে গিয়ে প্রোটোপ্লাজম সঙ্কোচিত হয়ে যায়। কোষের প্রোটোপ্লাজমের এ সঙ্কোচনকে প্লাজমোলাইসিস বলে। ইমবাইবিশন (Imbibition): কলয়েড জাতীয় শুষ্ক বা আংশিক শুষ্ক পদার্থ কর্তৃক তরল পদার্থ শোষণের বিশেষ প্রক্রিয়াকে ইমবাইবিশন বলে। যেসব পদার্থ পানি শোষণ করে স্ফীত হয় সেসব পদার্থকে হাইড্রোফিলিক পদার্থ বলে যেমন- আঠা, সেলুলোজ, স্টার্চ, প্রোটিন, জেলাটিন ইত্যাদি।
77. নিচের কোন প্রক্রিয়ার ফলে উদ্ভিদের উইলটিং ঘটে? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: প্রস্বেদন, উদ্ভিদ শারীরতত্ত্ব, আবুল হাসান স্যার।
Explaination: শোষিত পানির পরিমাণ অপেক্ষা প্রস্বেদন বেশি হলে উদ্ভিদ শুকিয়ে (wilting) মারা যেতে পারে।তাই বলা যায় প্রস্বেদন বা Transpiration প্রক্রিয়ার ফলে উদ্ভিদের উইলটিং ঘটে।
78. Ca ও Mg আয়নের উপস্থিতি কোন আয়ন শোষনকে বাধাগ্রস্থ করে? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: খনিজ লবণ পরিশোষণের প্রভাবকসমূহ, উদ্ভিদ শারীরতত্ত্ব, আবুল হাসান স্যার।
Explaination: খনিজ লবণ পরিশোষণের ক্ষেত্রে একটি আয়ন শোষিত হলে সেখানে বিদ্যমান অন্য একটি আয়নের উপর তার প্রভাব পড়তে পারে। Ca, Mg আয়নের উপস্থিতি K আয়নের শোষণকে বাধাগ্রস্ত করতে পারে।
79. কোন কোষীয় অঙ্গাণু আলোকশ্বসন (Photorespiration) প্রক্রিয়ায় অংশ নেয় না ? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: আলোকশ্বসন, উদ্ভিদ শারীরতত্ত্ব, আবুল হাসান স্যার।
Explaination: ফটোরেসপিরেশন প্রক্রিয়ায় ক্লোরোপ্লাস্ট, পারঅক্সিসোম এবং মাইটোকন্ড্রিয়া-এ তিনটি অঙ্গাণু অংশগ্রহণ করে। ফটোরেসপিরেশন C3 উদ্ভিদের ফটোসিনথেসিস হার ২৫% পর্যন্ত কমাতে পারে।
80. ডাইকার্বক্সিলিক চক্রে CO2 আত্তীকরণের ফলে উৎপন্ন প্রথম স্থায়ী যৌগ কোনটি ? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: হ্যাচ ও স্ল্যাক চক্র, উদ্ভিদ শারীরতত্ত্ব, আবুল হাসান স্যার।
Explaination: যে সব উদ্ভিদে প্রথম স্থায়ী পদার্থ হিসেবে ৪- কার্বনবিশিষ্ট অক্সালো অ্যাসিটিক এসিড উৎপন্ন হয় (হ্যাচ ও স্ন্যাক চক্রে) সে সব উদ্ভিদকে C4 উদ্ভিদ বলে। আর এ চক্রকে বলে C4 চক্র বা ডাই কার্বক্সিলিক চক্র।
81. সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় কোনটি লিমিটিং ফ্যাক্টর (Limting factor) হিসেবে কাজ করে না ? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: লিমিটিং ফ্যাক্টর, উদ্ভিদ শারীরতত্ত্ব, আবুল হাসান স্যার।
Explaination: CO2 এর ঘনত্ব, তাপমাত্রা ও আলোর তীব্রতা সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার জন্য অতীব গুরুত্বপূর্ণ তাই এ তিনটি ফ্যাক্টর সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় লিমিটিং ফ্যাক্টর (Limting factor) হিসেবে কাজ করে ।
82. কোন enzyme প্রাকৃতিক জগত ও জীবজগতের মধ্যে রাসায়নিক বন্ধন তৈরি করে? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: ক্যালভিন চক্র, উদ্ভিদ শারীরতত্ত্ব, আবুল হাসান স্যার।
Explaination: C3 চক্রের ফিকসিং এনজাইম হলো রুবিস্কো। এটি পৃথিবীর সর্বাধিক গুরুত্বপূর্ণ এনজাইম, কারণ-এটি প্রাকৃতিক জগৎ এবং জীবজগতের মধ্যে রাসায়নিক বন্ধন সৃষ্টি করে। রুবিস্কো হলো 'রাইবুলোজ বিসফসফেট কার্বোক্সিলেজ অক্সিজিনেজ (Ribulose Bisphosphate Carboxylase Oxygenase) এনজাইমের অ্যাক্রোনিম (acronym)
83. লৌহঘটিত হিম (heme) গ্রুপবিশিষ্ট প্রোটিন হলো- Edit
(a)
(b)
(c)
(d)
Topic: সালোকসংশ্লেষণ, উদ্ভিদ শারীরতত্ত্ব, আবুল হাসান স্যার।
Explaination: সাইট্রোক্রোম (Cytochrome = Cyt): এটি লৌহঘটিত হিম (heme) গ্রুপবিশিষ্ট প্রোটিন। হিম গ্রুপের লৌহ ইলেক্ট্রন আদান-প্রদান করে।ফিয়োফাইটিন (Pheophytin = Ph): এটি একটি রূপান্তরিত ক্লোরোফিল a-অণু (Mg বিহীন)। পরবর্তী বাহক প্লাস্টোকুইনোনের সাথে সংযোগ সৃষ্টি করে।ফেরিডক্সিন (Ferredoxin = Fd): এটি একটি আয়রন সালফার (Fe-S) প্রোটিন। এর লৌহ ইলেক্ট্রন গ্রহণ ও বিতরণ করে।প্লাস্টোসায়ানিন (Plastocyanin = PC): এটি একটি অত্যন্ত চলনশীল mobile ক্ষুদ্র মেমব্রেন প্রোটিন, যা মুক্তভাবে থাইলাকয়েড প্রকোষ্ঠে চলাচল করতে পারে। এর ইলেক্ট্রন গ্রহীতা গ্রুপ হল কপার।
84. Anaerobic respiration-এ পাইরুভিক এসিড অসম্পূর্ণভাবে জারিত হয়ে উৎপন্ন করে - Edit
(a)
(b)
(c)
(d)
Topic: অবাত শ্বসন, উদ্ভিদ শারীরতত্ত্ব , আবুল হাসান স্যার।
Explaination: অ্যালকোহলিক ফার্মেন্টেশন তথা ইথানল সৃষ্টি: এটি দুই ধাপে সম্পন্ন হয়। প্রথম ধাপে কার্বোক্সিলেজ এনজাইমের কার্যকারিতায় পাইরুভিক এসিড এক অণু CO₂ বের করে দিয়ে অ্যাসিট্যান্ডিহাইড উৎপন্ন করে এবং দ্বিতীয় ধাপে অ্যালকোহল ডিহাইড্রোজিনেজ এনজাইমের কার্যকারিতায় অ্যাসিট্যান্ডিহাইড, NADH + H+ হতে দুটি হাইড্রোজেন গ্রহণ করে ইথানল (ইথাইল অ্যালকোহল) উৎপন্ন করে এবং NAD মুক্ত হয়ে যায়।
85. Photosynthesis প্রক্রিয়ায় নির্গত O2 এর উৎস কী? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: পানির সালোক বিভাজন, উদ্ভিদ শারীরতত্ত্ব, আবুল হাসান স্যার।
Explaination: সালোকসংশ্লেষণে নির্গত অক্সিজেনের উৎস পানি।
86. C3 উদ্ভিদের সালোকসংশ্লেষণের জন্য বায়ুমন্ডলে CO2 এর ন্যূনতম প্রয়োজনীয় ঘনত্ব কত? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: C3 উদ্ভিদের বৈশিষ্ট্য, উদ্ভিদ শারীরতত্ত্ব, আবুল হাসান স্যার।
Explaination: C3 উদ্ভিদের বৈশিষ্ট্যগুলো নিম্নরূপ : ১. C3 উদ্ভিদের স্টোম্যাটা দিনের বেলায় খোলা থাকে এবং রাতে বন্ধ থাকে। ২. C3 উদ্ভিদের পাতায় বান্ডলসীথ ঘিরে মেসোফিল টিস্যুর কোনো পৃথক স্তর থাকে না অর্থাৎ ক্র্যাঞ্জ অ্যানাটমি অনুপস্থিত। ৩. ক্লোরোপ্লাস্টে একই ধরনের গ্রানাম থাকে। ৪. C3 উদ্ভিদের সালোকসংশ্লেষণের জন্য তাপমাত্রা 10-25°C প্রয়োজন। ৫. বায়ুমন্ডলে 20% এর বেশি O2 থাকলে C3 উদ্ভিদের কার্বন বিজারণ বাধাগ্রস্ত হয়। ৬. বাতাসে 50-150 ppm (Parts per million) CO₂ এর উপস্থিতিতে C3 চক্র ভালো চলে।
87. কোন কোষীয় অঙ্গাণুতে oxidative phosphorylation সংঘটিত হয়? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: ইলেকট্রন স্থানান্তর ও অক্সিডেটিভ ফসফোরাইলেশন, উদ্ভিদ শারীরতত্ত্ব, আবুল হাসান স্যার।
Explaination: ইলেক্ট্রন ট্রান্সপোর্ট সিস্টেম/চেইন (Electron Transport System/Chain) বা অক্সিডেটিভ ফসফোরাইলেশ (Oxidative Phosphorylation): ক্রেবস চক্রের বিভিন্ন পর্যায় থেকে সৃষ্ট বিজারিত NAD বা FAD ইলেক্ট্রন পরিবহন। শৃঙ্খলের মাধ্যমে জারিত হয় এবং পরিশেষে বিজারিত যৌগগুলোর প্রোটন (H+) ও পরিবাহিত ইলেক্ট্রন (e) অক্সিজেনের (O,) সঙ্গে যুক্ত হয়ে H₂O তৈরি করে। ইলেক্ট্রন স্থানান্তরের সময় যে শক্তি নির্গত হয় তা ADP ও Pi (অজৈব ফসফেট) কে যুক্ত করে ATP অণু সৃষ্টিতে সহায়তা করে। একে প্রান্তীয় শ্বসন বা ইলেক্ট্রন স্থানান্তরন পদ্ধতিও বলা হয়। এটি মাইটোকন্ড্রিয়ায় সংগঠিত হয়।
88. কোন গোত্রের উদ্ভিদে ক্রেসুলেসিয়ান অ্যাসিড মেটাবলিজম ঘটে? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: CAM প্রক্রিয়া, উদ্ভিদ শারীরতত্ত্ব, আবুল হাসান স্যার।
Explaination: Crassulacean Acid Metabolism বা CAM প্রক্রিয়াঃ প্রথমে Crassulaceae গোত্রের কিছু উদ্ভিদে C4 এবং C3 উদ্ভিদের চেয়ে কিছুটা ভিন্ন প্রক্রিয়ায় CO2 বিজারণ ও যাত্রীকরণ ঘটে বলে জানা যায়। এ সমস্ত উদ্ভিদে CO2 আত্তীকরণের প্রথম দিকে জৈব এসিড (বিশেষ করে ৪ কার্বন এসিড) সংশ্লেষিত হয়। এ বিপাক প্রক্রিয়াকে Crassulacean Acid Metabolism বা সংক্ষেপে CAM বলে। অস্ট্রেলিয়ান বিজ্ঞানী J.O. Osmond CAM এর উপর অনেক কাজ করেন। Crassulaceae গোত্রের কিছু (উদ্ভিদ যেমন- Sedum) এবং কতগুলো অর্কিড, ক্যাকটাস, আনারস ইত্যাদি উদ্ভিদে রাতের বেলায় ক্র্যাসুলেসিয়ান এসিড বিপাক (CAM) ঘটে।
89. কোনটি সালোকসংশ্লেষণের light dependant phase-এ উৎপন্ন হয় না? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: সালোকসংশ্লেষণের আলোক নির্ভর পর্যায়, উদ্ভিদ শারীরতত্ত্ব, আবুল হাসান স্যার।
Explaination: সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার যে পর্যায়ে সূর্যের আলোকশক্তি রাসায়নিক স্থিতিশক্তিতে রূপান্তরিত হয়ে ATP ও NADPH + H+ এ সঞ্চারিত হয়, তাকে আলোকনির্ভর পর্যায় বা আলোক দশা (light phase) বলে। এ পর্যায়টি ক্লোরোপ্লাস্টের গ্রানার থাইলাকয়েড মেমব্রেনে সংঘটিত হয় এবং এ পর্যায়ের জন্য সূর্যের আলো অপরিহার্য। কতো এ পর্যায়ে ক্লোরোফিল অণু আলোকরশ্মির ফোটন নামক কণা বা কোয়ান্টা শোষণ করে এবং শোষণকৃত ফোটন থেকে শক্তি সঞ্চয় করে উচ্চ শক্তিসম্পন্ন ATP সৃষ্টি করে। এছাড়া এ অধ্যায়ে H₂O ভেঙে O2 নির্গত হয় এবং NADP বিজারিত হয়ে NADPH + H+ তৈরি করে।
90. ETS-এ একটি FADH2 হতে কয়টি ATP উৎপন্ন হয়? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: ইলেকট্রন স্থানান্তর ও অক্সিডেটিভ ফসফোরাইলেশন, উদ্ভিদ শারীরতত্ত্ব, আবুল হাসান স্যার।
Explaination: ETS-এ একটি FADH2 হতে ২ টি ATP উৎপন্ন হয়।
91. গ্লুকোজ থেকে পাইরুভিক এসিড পর্যন্ত পৌছাতে যে ATP পাওয়া যায়, তা মোট শক্তির- Edit
(a)
(b)
(c)
(d)
Topic: গ্লাইকোলাইসিস, উদ্ভিদ শারীরতত্ত্ব, আবুল হাসান স্যার।
Explaination: গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় যে ATP এবং NADH + H+ পাওয়া যায় তা মোট সুপ্ত শক্তির মাত্র ১৭% ।৩% শক্তি তাপশক্তি হিসেবে বেরিয়ে যায় এবং প্রায় ৮০% শক্তি পাইরুভিক এসিডের মধ্যে তখনও জমা থাকে।
92. গ্লুকোনিওজেনেসিস কোথায় দেখা যায়? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: গ্লাইকোলাইসিস, উদ্ভিদ শারীরতত্ত্ব, আবুল হাসান স্যার।
Explaination: গ্লুকোনিওজেনেসিস (Gluconeogenesis): গ্লাইকোলাইসিস প্রক্রিয়ার উল্টো পথে গুকোজ তৈরি হওয়াকে বলা হয় গ্লুকোনিওজেনেসিস। এটি প্রাণীর চেয়ে উদ্ভিদে কম হয়, তবে রেড়ি বীজ, সূর্যমুখী বীজ ইত্যাদিতে জমাকৃত তেল গুকোনিওজেনেসিস প্রক্রিয়ায় সুকরোজ বা গ্লুকোজ-এ পরিণত হয় যা পরবর্তীতে বীজ থেকে অঙ্কুরিত চারার বৃদ্ধিতে সহায়ক হয়।
93. গ্লাইকোলাইসিসে গ্লুকোজ থেকে গ্লুকোজ-৬-ফসফেট উৎপন্ন হওয়ার সময় কোন এনজাইম ক্রিয়া করে? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: গ্লাইকোলাইসিস, উদ্ভিদ শারীরতত্ত্ব, আবুল হাসান স্যার।
Explaination: গ্লুকোজ অণু প্রথমে, ATP থেকে একটি ফসফেট গ্রহণ করে গ্লুকোজ ৬-ফসফেট যৌগ ও ADP প্রস্তুত করে। এ বিক্রিয়ায় হেক্সোকাইনেজ এনজাইম ক্রিয়াশীল হয়। বিক্রিয়াটি একমুখী।
94. Glycolysis ও Crebs cycle-এর সংযোগকারী রাসায়নিক উপাদান হলো - Edit
(a)
(b)
(c)
(d)
Topic: পাইরুভিক এসিডের অক্সিডেশন, উদ্ভিদ শারীরতত্ত্ব, আবুল হাসান স্যার।
Explaination: Glycolysis ও Crebs cycle-এর সংযোগকারী রাসায়নিক উপাদান হলো অ্যাসিটাইল Co-A ।
95. পাতার প্রতি বর্গসেন্টিমিটার এলাকায় কয়টি পত্ররন্ধ্র (Stomata) থাকতে পারে? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: পত্ররন্ধ্র, উদ্ভিদ শারীরতত্ত্ব, আবুল হাসান স্যার।
Explaination: পাতার প্রতি এক বর্গ সেন্টিমিটার এলাকায় ১,০০০ হতে ৬০০০০ পত্ররন্ধ্র থাকে।
96. নিচের কোনটি লাল বর্ণের রঞ্জক পদার্থ? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: সালোকসংশ্লেষণ, উদ্ভিদ শারীরতত্ত্ব, আবুল হাসান স্যার।
Explaination: লাল বর্ণের ফাইকোবিলিনকে ফাইকোএরিপ্রিন (phycoerythrin) এবং নীল রঙের ফাইকোবিলিনকে ফাইকোসায়ানিন (phycocyanin) বলে। ফাইকোএরিথ্রিনের রাসায়নিক সংকেত C34H46O8 N4 এবং ফাইকোসায়ানিনের রাসায়নিক সংকেত C34H44O8 N4। ফাইকোএরিথ্রিন প্রধানত নীলাত-সবুজ বর্ণের এবং ফাইকোসায়ানিন কমলা বর্ণের আলো শোষণ করে।